এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • শাড়ি চেনার রাফখাতা পর্ব ১ - গৌরচন্দ্রিকা

    Pubali Datta লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৫ এপ্রিল ২০২১ | ২২০০ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩

    গৌরচন্দ্রিকা


    আমি শাড়ি পরতে ভালবাসি। সেই যখন কুট্টিপারা ছিলাম- শাড়ি পরিয়ে দেবার আবদার শুনে তখন কোন জাদুবলে যে জেম্মা ঐ সাড়ে পাঁচ মিটারের কাপড়টাকে সামলে সুমলে আমার সাড়ে তিন ফুটিয়া শরীরে পরিয়ে দিত! সে শাড়ি পরে নেচেকুঁদে ছুটে বেড়ালেও কখনই ফসফস করে খুলে যেত না! মা-ও আমার খুব শাড়ি পরতে ভালবাসে, বছরে পুজোয় তখন একটা ভালো শাড়ি মায়ের হত, মায়ের সাধের সেই সবেধন নীলমণি পুজোর শাড়ি আমায় সরস্বতী পুজোয় পরতে দিতে হবে বলে বায়নাবাজি-কান্নাকাটি কিছুই কখনো বাদ রাখিনি। এমনকি কাঁচা আলপনার ওপর অসাবধানে বসে পড়ে সেই শাড়িতে সাদা ছোপ লাগিয়ে কাঁচুমাচু মুখে বাড়ি ফিরেছি; একটুও বকুনি খাই নি, কিন্তু মায়ের হাসিখুশি মুখটা কাঁচুমাচু হয়ে গেছে।


    পুজোর শাড়ি ছাড়া এমনি সারা বছর উপহার দেয়া থেকে শুরু করে হাজারো উৎসব অনুষ্ঠানে বাপির ইশকুলের কালো ব্যাগে করে আসতো রাজবলহাটের তাঁতিবাড়ি থেকে কিনে আনা তাঁতের শাড়ি। আমার তখন ধারণা ছিল চমৎকার করে মাড় দেয়া বইয়ের মত পাট করে শাড়ির রঙেরই দড়ি বাঁধা সুতির শাড়িকে বলে তাঁতের শাড়ি! সিল্কের শাড়ি যেগুলো আলো ঝলমলে ঝাঁ চকচকে দোকান থেকে মা-বাপি কিনে আনে, সেগুলো অন্য কোন গ্রহের বস্তু! কেমন হাঁদা আমি? তাঁত তো একটা বোনার যন্ত্র বই আর কিছু নয় - তাতে সুতি বুনলে সুতির শাড়ি, রেশম বুনলে সিল্কের শাড়ি।


    বড় হয়ে, মানে অনেক অনেক বড় হয়ে, ধরা যাক কয়েক মাস আগে বুঝলাম যে শাড়ির প্রতি আমার ভালোবাসায় প্রচুর খাদ, আদতে শাড়ি নিয়ে আমি কিচ্ছুটি জানি না। শুচিস্মিতাদি আমার সব ছবিতেই বাছাবাছি না করে লাভ রিয়াক্ট ইত্যাদি দেয়, সে একদিন একটা ছবি দেখে জানতে চাইলো-


    শু - এটা কি শাড়ি পরেছিস রে? 


    পু - হ্যান্ডলুম বোধহয়, আমি ঠিক জানি না।


    শু - সে আবার কি অশিক্ষিতের মত কথা! হ্যান্ডলুম তো শাড়ি বোনার কায়দা, শাড়িটার কি নাম?


    পু- ...


    কেমন লজ্জার কথা! এদিকে শাড়ি ভালোবাসি বলে বড়াই করে বেড়াই, অথচ জানিই না যে হ্যান্ডলুমই বা কী, বা সিল্কের শাড়িও তাঁতেই বোনা হয়! সেই শুরু, শুচিস্মিতাদিকে প্রশ্ন করে করে পাগল করে দেয়া শুরু করলাম তারপর থেকে। হ্যান্ডলুমের শাড়ি নিয়ে লেখাপত্র পড়লাম। দময়ন্তীদি, স্বাতীদির শাড়ি সংক্রান্ত চমৎকার সব পোস্ট অনেকদিন থেকেই চোখে পড়তো, কিন্তু তেমন করে মাথা ঘামাইনি এর আগে, খুঁজে পেতে সব বের করলাম। একটা পুরো নতুন জগত দরজা খুলে দাঁড়ালো আমার সামনে। আমাদের দেশের প্রতিটা রাজ্যের হস্তশিল্পের এত বৈচিত্র্য- এত ইন্টারেস্টিং- নানা রকমের বয়নপদ্ধতি, ছুঁচের কাজ, কাপড়ের গায়ে প্রাকৃতিক রং দিয়ে এঁকে ভরিয়ে তোলা, কাঠের ব্লকে রং ছুপিয়ে শাড়িতে কাজ, যাযাবরদের তামার পয়সা কড়ি উজ্জ্বল রঙের সুতোয় নকশা তোলা, আমাদের বাংলার নিজের নক্সি কাঁথা - কোনটা ছেড়ে কোনটা দেখি!


    শিখলাম লুম মানে তাঁত, কাপড় বোনার যন্ত্র - হ্যান্ডলুম মানে হাতে চালানো তাঁত - ভারতের আর বাংলার গ্রামে গ্রামে কোন আদিযুগ থেকে - দাদুর থেকে বাবা - বাবা থেকে ছেলে- হাতে ধরে সারা জীবনের যত্নে এই শিল্প শিক্ষার সম্পূর্ণতা। দাদু-বাবা-ছেলে বললাম বলে এ নয় কিন্তু যে এই হ্যান্ডলুম শাড়ির পেছনে বাড়ির মেয়েদের পরিশ্রম কিছু কম! কাকভোরে উঠে সুতো রং করা থেকে শুরু করে তাঁতে সুতো পরানো এবং বুনতে শুরু করার আগে পর্যন্ত আরও নানা অজস্র কাজে তাদের হাতের ওম লেগে থাকে। কয়েকজন মহিলা তাঁতিরও সন্ধান পেয়েছি এই কদিন খোঁজাখুঁজি করতে গিয়ে। বলা যায় এই তাঁতবস্ত্র এক পরিবারভিত্তিক জীবিকা এবং শিল্প।


    কিন্তু সময় এগোনোর সাথে আসে পাওয়ারলুম - মেশিনের শাড়ি। তবে মেশিনে সূক্ষ্ম রেশম সুতো বোনা প্রায় অসম্ভব- অসম্ভব নানারকম বৈচিত্র্যময় কঠিন বুননের কারুকাজ ফুটিয়ে তোলা। সে না হয় মেশিনের শাড়ির যুগ এলো, কিন্তু সঙ্গে করে সে খুলে দিলো মানুষের বদমাইশির ঝাঁপি - শুরু হলো অসম্ভব কম দামে পলিয়েস্টার সুতোর মিশেলে তৈরী শাড়ি আসল সিল্ক বলে বিক্রি করা, মেশিনের কাজ বাজারে হ্যান্ডলুম বলে চালানো। অসম্ভব কম দাম কেন? কারণ একটা মেশিনে যদি দিনে ১২ টা শাড়ি তৈরী করা যায় শুধু মাত্র একজনের তত্ত্বাবধানে - সেখানে একটা শাড়ি হাতে চালানো তাঁতে বুনতে সময় লেগে যেতে পারে ৩ থেকে ১২ দিন- নির্ভর করছে শাড়ির নকশার সূক্ষ্মতার ওপর। ভারতের হ্যান্ডলুম শাড়ির যাতে মেশিনের সস্তা নকল না হয় তা আইন দিয়ে সুরক্ষিত করা আছে, পেটেন্ট, ট্রেডমার্ক, জি-আই ট্যাগের ব্যবস্থা আছে - কিন্তু এ পোড়া দেশে মানছে কে আর দেখছে কে? ফলতঃ তাঁতিদের অবস্থা সঙ্গিন, নামমাত্র মজুরিতে যে অসামান্য শিল্পের চর্চা তাঁরা চালিয়ে যাচ্ছিলেন - তার মূল্য দেবার লোক আর বাজারে মেলা ভার।


    এ নিয়ে একটু শখের পড়াশোনা করতে করতেই শাড়ি চেনার ঝোঁক চাপলো। ঠিক করলাম এবার থেকে উচিত দাম দিয়ে বছর অন্তত একটা করে আসল হাতে বোনা শাড়ি কিনবো- নিজের জন্য কিনবো, মায়ের জন্য কিনবো, কাউকে উপহার দিতে হলেও শরণ নেবো আমাদের দেশের তাঁতিদের। যে শাড়ি কিনছি, গায়ে পরছি, তাকে নিয়ে জানবো - কে তাকে বানাল- কি তার ঐতিহ্য - কি তার ইতিহাস-ভূগোল- শুধু ভালোবাসি বলে দায় ঝেড়ে ফেলবো না- যোগ্য মর্যাদাটুকু ভালোবাসার জিনিসকে না দিলে চলবে কেন?


    আপাতত ঠিক করেছি বিভিন্ন হ্যান্ডলুম ক্লাস্টারের (মানে বলা যায় তাঁতিদের এক একটা গোষ্ঠী বা ঘরানা) খোঁজ নিয়ে সরাসরি তাঁতিদের থেকে জিনিস কেনার চেষ্টা করবো - সম্ভব না হলে যাচাই বাছবিচার করে আসল হ্যান্ডলুম বিক্রি করেন এমন লোকের থেকে শাড়ী কিনবো। যেমন যা জানতে পারবো, খোঁজ খবর পাবো, আমার চেনা সবাইকে জানাবো - কী কিনছি, কোথা থেকে কিনছি- সব খবরাখবর টুকে রাখার চেষ্টা করবো। থেমে থেকে চললেও এই সিরিজটা হয়তো চলবে। আশা করি সেসব লেখা পড়ে আরও কিছু লোক উৎসাহী হবেন, কিনবেন আমাদের দেশজ শিল্প - সবাই মিলে চেষ্টা করলে হয়তো আমাদের এই ঐতিহ্য কালের গর্ভে হারিয়ে যাবে না।


    যেসব লেখাপত্র পড়ে আমি এই বিষয়ে উৎসাহী হয়েছি-


    https://www.guruchandali.com/comment.php?topic=14176

    https://www.guruchandali.com/comment.php?topic=19065

    https://www.facebook.com/daman.diu/posts/10210487073288042

    https://www.facebook.com/permalink.php?story_fbid=1694792980811979&id=100008438804514

    https://www.facebook.com/permalink.php?story_fbid=2374022766222327&id=100008438804514

    নিচের ছবি ২৫-২৬ বছর আগের যেখানে আমি পরে আছি আমার জেম্মার "সাউথ ইন্ডিয়ান সিল্ক" শাড়ি।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩
  • ব্লগ | ২৫ এপ্রিল ২০২১ | ২২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ মে ২০২১ ১৭:২৩105402
  • চলুক। 

  • Unanonimous Yelok | ০৩ মে ২০২১ ২১:১৬105406
  • খুব ভালো লিখেছিস পূবালী। এটা আমিও বলে বোঝাতে পারি না handloom এ শাড়ি টা বোনা হয় কিন্তু শাড়িটা কী? আর material ই বা কী? সব ঘুরে ফিরে একই উত্তর আসে "দিদি এটা handloom.নিয়ে যান"

  • malabika roy | 2405:201:800a:d836:1c51:935d:c0d2:***:*** | ২৮ অক্টোবর ২০২১ ০২:০৩500296
  • আপনার লিংক গুলো কাজ করছে না ।আরো লেখার অপেক্ষা তে রইলাম 
     
  • Pubali | 2601:281:8400:6e30:4d79:c0e6:5a5a:***:*** | ২৮ অক্টোবর ২০২১ ০৬:১৩500305
  • @malabika roy, আসলে ফেসবুক লিঙ্কগুলির মধ্যে কিছুর আক্সেস পলিসি ফ্রেন্ডস অনলি (আমার লেখা নয়) ঐজন্যে বোধ হয় দেখতে পাচ্ছেন না। এই সমস্যার জন্য দু:খিত।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন