


মেঘ | 103.77.***.*** | ১৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৩০97262
রঞ্জন | 122.16.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ০০:০৮97268আমিও সরকারদার পাখা হয়ে গেলাম। দরকার মত হোয়াটস অ্যাপ করব।
Amit | 203.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ০৭:৪৭97278এইটা মাস্টারপিস নেমেছে এক্কেবারে. সেই সরকার দার পায়ের ধুলো যদি একটু পাওয়া যায় কোনমতে , বড়ো উপকার হয়. ওনার শতায়ু এবং শতপুত্র হোক কামনা করি.
আচ্ছা ব্রুনেই তে নারায়ণ জি কে ঠিক প্লেস করতে পাচ্ছিনা. এটা কি একজন এক্স -ওএনজীসি, গুঁফো ভদ্দরলোক ক্রিকেট খেলতেন মাঝে সাঝে , তিনি ই ?
রঞ্জনদা - :)
অমিতাভদা - তুমি মনে হয় চিনবে না নারায়ণজীকে - আগে নানা দেশে কাজ করেছে, কাতার পেট্রোলিয়াম সহ।
ম | 2601:247:4280:d10:6d96:8700:c5b0:***:*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৫97296লেখাটা ভালো লাগল। এমনকি মার্কিন দেশেও যে সেক্টরগুলোতে ইউনিয়ান আছে তারা দাবি আদায়ের প্রশ্নে মাঝেমাঝেই খবরে উঠে আসেন। অসুবিধে দেখা দিলে কতৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে একটা সমাধান বের করে আনা, সদস্যের পাশে থেকে লড়াই ইত্যাদি তাদের কাজ:-)এজন্য প্রতিমাসে অবশ্য একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হয়- যা নিয়ে সদস্যদের মধ্যে অবশ্যই ক্ষোভ ইত্যাদিও আছে। ইউনিয়ানের সদস্য হওয়া বাধ্যতামূলক না। তবে লড়াইয়ের সুফল যেহেতু সকলেই পাবে বলে ধরে নেওয়া হয় তাই মেম্বারশিপ জমা দেওয়াটা বাধ্যতার পর্যায়েই পড়ে। এটা আমি স্কুল ইউনিয়ানের কথা লিখলাম।
রঞ্জন | 122.176.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২০ ০৬:২৮97328ম ,
একটু বুঝতে চাইছি। "প্রতিমাসে অবশ্য একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হয়- যা নিয়ে সদস্যদের মধ্যে অবশ্যই ক্ষোভ ইত্যাদিও আছে"।
চাঁদার পরিমাণ কি বেশ মোটারকম? নইলে ক্ষোভ ক্যান? চাঁদা তো এদেশেও দিতে হয়।
ম | 2601:247:4280:d10:c42:6fba:420e:***:*** | ১৮ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৩97330চাঁদা দিয়ে আমার কোন কাঁচকলা লাভ হবে এভাবনা অনেকের মনেই আছে।নিজেদের দাবি আদায়ের জন্যে স্কুলে সর্বাত্মক কর্মবিরতি পালন অনেকের মতেই খারাপ কাজ। তাছাড়া একটা রাজ্যের ইউনিয়ানে সবাই চাঁদা দিচ্ছে বটে কিন্তু কতৃপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা যেহেতু খুবই কম, তাই ঐ টাকা জলে যাচ্ছে বলেও অনেকেই বিরক্ত।
চাঁদার পরিমাণ খুব কম বলা যাবে না।কেউ যদি ওটা ২০ /৩০/৪০ বছর ধরে দিয়ে চলে- তাহলে পরিমাণ টা কম দাঁড়াবে না।
রঞ্জন | 122.162.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩০97344বুঝলাম। এটা একটা ওয়েলফেয়ার বা থ্রিফট ফান্ড করে পরে কেউ ছেড়ে দিলে রিফান্ডেবল করা যেতে পারে । মানে এরম হতে পারে। তবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইউনিয়ন আর ফার্স্ট ওয়ার্ল্ডের হয়ত তুলনীয় নয় । জানিনা, আন্দাজে পাকামো করলাম আরকি!
ম | 2601:247:4280:d10:c42:6fba:420e:***:*** | ১৮ সেপ্টেম্বর ২০২০ ২০:২৫97352ইউনিয়ানের আরেকটা বড় কাজ হলো কম পয়সা দিয়ে কাউকে যাতে কতৃপক্ষ নিয়োগ করে ফেলতে না পারে সেটা দেখা। যদি কোনও পদের পাঁচটাকা মজুরি হয় তাহলে সেটাই দিতে হবে। চারটাকা দিয়ে কেউ কাজ করতে রাজি থাকলেও তাকে নেওয়া যাবে না।
এটা ঠিক।