এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • শায়েরিয়ানা (ফেস্টিভ স্পেশাল)

    রানা সরকার লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩১৮ বার পঠিত
  • [ During different festivals, you ought to hear other kinds of cheap songs, whether you like or dislike, that have been played by various organizations and clubs in different localities. Using loudspeakers and DJs on each occasion has been a trend irrespective of the fact that it might create sound pollution for some ailing people of that locality; some students are studying or some people might love silence; the sound of silence. They are all bull in the china shop type; blunt; impolite, and rough. 
     
    Amongst playing different kinds of songs, I never heard Gazal in their music chart; such a melodious soothing song for the mind. Although, Rabindra Sangeet, Nazrul Geeti, and other slow Hindi and Bengali songs have been often played by them with dance numbers apart from cacophonies type of songs.       
     
    Nevertheless, Honorable Mr. Jagjit Singh was that persona whom I had listened, at first, during my boyhood. His Baritone voice, his music arrangements, duet with Madame Chitra Singh is just a rollercoaster ride through a road,  whose one side you will find a dazzling sea, on the other side a deep green forest, and above, a clear blue sky. 

    A luster and aura one would experience by listening to his voice. Though there are lots of people who are devoted fans of honorable Mehedi Hasan Sahab, it is the Gazals of Mr. Jagjit Singh and his music arrangements, that I like the most.
     
    This piece of write-up is dedicated to those people who are soft and tender, not so hard and harsh, cruising along a slow but steady journey in their life; and to those honorable people who have tested the heaven of slowness. ]   
           
    পাকিস্তান ও আফগানিস্তানের বর্ডারে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম। সেখানে আজ মিটিং করতে আসছেন মোগাম্বো, শাকাল, জহিরুদ্দিন হেকমতিয়ার, জাভেদ ইব্রাহিম এবং সইফ আল কাদের। এদের সবার নামই অ্যামেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইয়োরোপ, ইস্রায়েল এবং ভারতবর্ষে ব্ল্যাক লিস্টেড হয়ে রয়েছে। প্রচুর আন্তর্জাতিক কেস আছে এদের নামে; বিশেষ করে উক্ত দেশ ও মহাদেশে।

    আজ এখানে এরা একটা বিশেষ মিটিং-এ মিলিত হয়েছেন। কিন্তু এই প্রত্যন্ত গ্রামে আসবার সময় এরা না এনেছে এদের সঙ্গী সাথী, না এনেছেন অস্ত্র।

    “ছায়ার ঘোমটা মুখে টানি / আছে আমাদের পাড়াখানি…”, এই রকম একটি গ্রামে এসে উপস্থিত হয়েছেন ওরা। যদিও উক্ত দেশের স্যাটেলাইট, ড্রোন ইত্যাদি এদের ওপর নজর রাখছে। তবুও এরা চলে এসেছেন কোনও কিছু কেয়ার না করেই। কারণ কাছেই একটা বাঙ্কার আছে আর সামনে কোথায় কোথায় আক্রমণ করা হবে তাই নিয়ে শলা পরামর্শ আছে দেদার। ড্রোন অ্যাটাক হলে সেখানে গিয়ে লুকোবেন। তারপর লোকজনদের খবর টবর দেওয়া যাবে। তখন বসন্তকাল।   

    যার বাড়িতে এরা মিটিং করছে সে একজন নিরীহ কৃষক ভাই। তার নাম মুস্তাকিম। তাকে এরা রান্নার আয়োজন করতে বলেছে। সে বেচারি মাংসের আয়োজন করে গেছে কাছের পুকুর থেকে মাছ ধরতে। কিন্তু কাছের পুকুরে গিয়ে দেখা গেল যে সেখানে জল প্রায় নেই, তাই মাছও নেই। মুস্তাকিম তখন আরেকটু দূরের একটা পুকুর বা তলাও-এর সন্ধানে এগিয়ে গেলেন। রান্না করছেন সেই কৃষকের বৌ। এক ঘন্টা অতিক্রান্ত প্রায়। গুরুত্বপূর্ণ বিষয় সব আলোচনা হয়ে যাওয়ার পর জাভেদ প্রস্তাব দিলঃ-

    জাঃ ইয়াহাঁ পর তো নেটোয়ার্ক কভি আতি হ্যায় তো কভি যাতি হ্যায়। একদম মেহেবুবাকে তর্‌হা। উও বান্দা ভি মছলি পকড় কর নেহি লায়া আভি তক।

    শাঃ তো কেয়া কীয়া যায়ে? আজ মৌসম বড়ি সুহানি হ্যায়…

    জঃ কিঁউ না হাম লোগ এক খেল খেলে?

    মোঃ ফরমাইয়ে…  

    জঃ জিস জিস দেশকে খিলাফ হাম্লোগ আপনা নক্লি জঙ্গ বরকরার রাক্ষে হ্যায়, উস উস দেশ কী প্রেসিডেন্ট ইয়া প্রাইম মিনিস্টার কো লেকড় এক এক করকে শায়েরী সুনায়েঙ্গে। হাঁ, এক এক করকে আপনা শায়েরী আর্জ করেঙ্গে, আউড় বাকী লোগো কো বোলনা পড়েগা কে উও সক্‌স কৌন হ্যায়। মঞ্জুর?
      
    সঃ বেশক্‌।

    মোঃ মোগাম্বো খুশ হুয়া…। তো কউন শুরু করে গা।

    জঃ ম্যায়…

    সঃ এরশাদ।

    জঃ আ, ইয়ে বান্দা আভি তক্ত পর নেহি হ্যায়। লেকিন উস্কো লেকড় বহুত বাওয়াল মচ গ্যায়া থা।

    মোঃ আপ শুনাইয়ে তো সহি…

    জঃ অর্জ কিয়া হ্যায় – হুস্নে-শরারত তেরি দেখি থী মনিকা / যব তুম মেরা বেডরুম মে তস্‌রিফ লায়েঁ থে / বের্‌হিম আঁখবারওয়ালোঁ কো কেয়া পতা / বদন কো যব আগ লাগ যাতি হ্যায় / তো ওয়াটার (গেট) সে ভী নেহি বুঝতী।

    মোঃ [হাসতে হাসতে] বিল; বিল; ক্লিন্টনজী

    জঃ একদম সহি ফরম্যায়া…।

    সঃ আব ম্যায় বলুঙ্গা।

    শাঃ এরশাদ… এরশাদ!  

    সঃ আপ কী ভুল নে কী অদা তো বেহ্‌তরিন হ্যায় / কাশ আপ মেরে খিলাফ গাঁওয়া বন যাতে / ইতনা কেস খা চুকা হু হুজুর-এ-আলা / কে কভী ফুরসত সে প্যায়ার ভি নেহি কর পাতা হু…। বোলিয়ে [ সবাই ভাবতে থাকে ]

    শাঃ ইয়ে এক্স ইয়া…

    সঃ এক্স…এক্স…

    জাঃ আপ কী ভুল নে কী অদা…। ও, সমঝ মে আ গ্যায়া…

    সঃ কৌন?

    জাঃ মিঃ বাইডেন।

    মোঃ আপ কী ভুল নে কি অদা…ওয়াহ্‌, ওয়াহ্‌  

    সঃ এহি, চার পাঁচ মরতবা ভাষণ দেতে হুয়ে উলটা সিধা বোল দিয়া থা না?

    মোঃ হাঁ হাঁ। আভি মেরি বারি।

    শাঃ বঁতাও…

    মোঃ তুরন্ত ইন্টালিজেন্স শুখ লেতা হু ম্যায় / কেজিবি কা বর্ষোঁ পুরানা মুলাজিম জো ঠাহ্‌রা / পঙ্গা মত লো ন্যাটো ফ্যাটো বুঝদিলোঁ / গঞ্জা হু ম্যায়, ইয়ে সির্ফ আপ লোগোঁ কা এক বহ্‌ম হ্যায়… [ মোগাম্বো আর শাকাল নিজেদের টাকে হাত বুলায় ]

    জঃ কেজিবি?

    মোঃ হাঁ…  

    জাঃ মিঃ পুটিন?  

    মোঃ বুলস আই। আভি জাভেদ ভাই বোলেগা…, জাভেদ ভাই…  

    জাঃ [ চিন্তা করে ] অর্জ কীয়া হ্যায় – [ একটু গলা পরিষ্কার করে নেয় ] সফর আউর সফর মে খুদ্‌ কো লপেট লিয়া হ্যায় বরখোরদার / মন কী আলিয়া ভাট শুনা কর বহত কুছ বেচ দিয়া মজাক মজাক মে/ শুনা থা চায়ে পিনে পর প্রেশার আতি হ্যায় মগর / শুনা থা চায়ে পিনে পর প্রেশার আতি হ্যায় মগর / আচ্ছে দিন কো শায়দ কন্সটিপেশন হো গ্যায়া হ্যায়…

    শাঃ [ হাসতে থাকে ] বহুত আসান হ্যায় … আরে, হাম্লোগো কা ‘বেচুভাই’ জো হ্যায়…। মজাক মজাক মে বহুত কুছ বেচ ডালা…। ফেকুজী!  

    মোঃ হা হস হস। বহুত উম্‌দা। আভি শাকাল সাহাব কী বারি। লেকিন উও বান্দা আভি তক মছলি লেকড় আয়া কিঁউ নেহি? যরা দেখিয়ে তো জাভেদ ভাই…

    [ জাভেদভাই কৃষকের বউকে জিজ্ঞাসা করে। বৌ বললেন যে চিন্তার কিছু নেই। তলাও একটু দূরে। ও চলে আসবে ]

    জাঃ শাকাল জী, আভি আপ বোলিয়ে…

    শাঃ হুম। তো লিজিয়ে জনাব, লড়খরা গ্যায়ে থে থোড়া, ভোটিং যব চল রহী থী / দেখা কে রাহ্‌ মে জনসন বেবি পাউডার ডালা হুয়া হ্যায় / আপনে গাওঁ ওঁয়ালো, জশন মত মানাও / ইয়ে দুস্‌রা দেশ হ্যায়, এক হরভজন হি সমঝ সকতা হ্যায়…।       

    সঃ লড়খরা গ্যায়ে থে থোড়া…, ভোটিং যব চল রহী থী / দেখা কে রাহ্‌ মে জনসন বেবি পাউডার…, হুম…

    জঃ ম্যায় বোলু?

    শাঃ জরুর…

    জঃ ঋষি সুনক জী…

    সঃ লেকিন ইয়ে, জনসন বেবি পাউডার কৌন হ্যায় ভাই?  

    শাঃ মিঃ বরিস জনসন। একদম সহি… । শুনা হ্যায় তব ডেভিড ক্যামেরুন কো ভি সামিল কীয়া গ্যায়া থা আপনা হার বাচানে কে ওয়াস্তে। তো, পাঁচো শায়েরি খতম হো গ্যায়ী…। ফিরভি ম্যায় এক অর্জ করনা চাহুঙ্গা…

    সঃ ইজাজত হ্যাঁয়।

    শাঃ পহেলে বার যব আয়ে থে তো তমাশা হো গ্যায়া থা / ইস বার ভি  খুল্কর তমাশা হো রাহা হ্যাঁয় / কিঁউকে এক খফনাক বুঝদিল জোকার হ্যাঁয় আপ / জিস্কো কো দেখ কর সারে ফ্যাশিস্ত লোগ ডগ্মগা রাহা হ্যাঁয়। বোলিয়ে…

    সঃ হুম।

    জঃ শায়দ ট্রাম্প! কেয়া?
    শাঃ বুলস আই।     

    মোঃ আউড় এক ম্যায় অর্জ কর্‌না চাহুঙ্গা…

    জাঃ জরুর।জরুর। এরশাদ…

    মোঃ পহেলে থোড়া ক্লু দেতা হু। ইয়ে নাজনীন আভি উস দেশ কী প্রেসিডেন্ট নেহী হ্যায়। ফুটবল কা শৌকীন হ্যায়, আউড় ম্যায় তো উস্কি প্যায়ার মে তব সে তড়প রহী হু…

    জঃ ওয়াহ মিয়াঁ! মিলে হো কভি?

    মোঃ হাঁ। ২০১৮মে রাশিয়া ফুটবল ওয়ার্ড কাপ কে দৌড়ান মুলাকাত হুয়া থা।

    জঃ তো চলো, ফির মিল কর আয়ো…

    মোঃ আপ লোগ বন্দোবস্ত কিজিয়ে…

    জাঃ পহেলে শের শুনাইয়ে জনাব…

    মোঃ হুম। দিল কী সুপারি দে কর কব সে বৈঠে হ্যায় মেহ্‌জবিন…

    জঃ ওই হোই হোই হোই…

    মোঃ হুম। দিল কী সুপারি দে কর কব সে বৈঠে হ্যায় মেহ্‌জবিন / আপ কী আখোঁ কা নজাকত তো কাবিলে তারিফ হ্যায় / কিঁঊকে ধুপ কাফি নিকলা হুয়া থা কমবক্ত / আব সানগ্লাস সে ম্যায় কেয়া শিকায়ত করুঁ…

    [ সবাই ভাবতে শুরু করে ]

    শাঃ ফুটবল?

    মোঃ হাঁ [ লজ্জা পায় ] 

    জাঃ বহুত কাতিলানা শের ডালা হ্যায় আপনে মোগাম্বো ভাই…

    জঃ কাহাঁ কী হ্যায়?

    মোঃ আউর এক ক্লু দেতা হু।

    সঃ দিজিয়ে…

    মোঃ ২০২২কে ওয়ার্ড কাপ মে উস্কি দেশ সেমিফাইনাল তক গ্যায়া থা…

    সঃ সমঝ মে আ গ্যায়া। লেকিন নাম ইয়াদ নেহি আ রাহা হ্যায়…

    শাঃ ক্রোয়েশিয়া?

    মোঃ হ্যাঁ… হ্যাঁ।  

    জাঃ মেরা ভি নাম ইয়াদ নেহি আ রহা…। প্লিজ বোলিয়ে না মোগাম্বো ভাই…প্লিজ মোগাম্বো ভাই

    মো:  [ লজ্জা লজ্জা করে ] কোলিন্ডা গ্র্যাবার কিটারোভিচ…

    জঃ আপকা চেহেরে তো লাল হো গ্যায়ে মোগাম্বো সাহাব…। উও আপ্‌কা অগর দিলরুবা বন যাতী হ্যায়, তো ওঁয়াহা ভি কারোবার খোল দেংগে…

    মোঃ একদম। নহেলে পে দহেলা…।  আউড় ভী এক শের ইয়াদ আ রাহা হ্যায়…

    জঃ বোলিয়ে জনাব। আপকা হালাত তো একদম ‘বেগানা শাদী মে আবদুল্লা দিবানা’ য্যায়সা হো গ্যায়া মালুম হোতা হ্যায়। লেকিন উও তো শাদীসুদা হ্যায়। ফির?  

    মো:  ভাই, বাকায়দা বোলেঙ্গে উস্কো…প্রোপজ করেঙ্গে…

    জঃ উও অগর নেহি মানী তো?

    মো:  ইয়ে শের ইসিকে আধার পর হী হ্যায় ভাই।

    সঃ ফরমাইয়ে শাকাল সাহাব…

    মো:  ইস্‌ক পর কোঈ জোর নেহি চলতা / ইয়ে এক কহকশান ইয়া ইমতিহান হ্যায় / রুবরু হু ম্যায় তেরি দিল-ও-জান কী / কেয়া জানে কিত্নি তু মুঝপর মেহেরবান হ্যায় / ঝুম কর আওগী তো আ যায়েগী বাহার / নেহি তো তেরি ইয়াঁদ হি মেরা হর রঙ্গিন শ্যাম হ্যায়…/ কেয়া জানে কিত্নি তু মুঝপর মেহেরবান হ্যায়।  

    সবাইঃ ওয়াহ্‌! ওয়াহ্‌! ওয়াহ্‌! ওয়াহ্‌!

    সঃ লেকিন ভাই এক ইন্টারপ্রিটার লাগেগা।

    এইসময় মুস্তাকিম এসে উপস্থিত হন। হাফাঁচ্ছেন। কাঁধে একটা বড় জাল। সেখানে জংলা গাছের সঙ্গে ভারী কী যেন একটা বড়। বললেন, “মর্‌হবা; মর্‌হবা…”

    সবাইঃ মর্‌হবা …

    মুঃ ম্যায় এক শুনাউ কেয়া?

    জঃ তু ভি বোলেগা?

    জাঃ বোল বেটা, বোল…

    মুঃ [ গলা পরিষ্কার করে নেয় ] অর্জ কিয়া হ্যায় –

    সঃ এরশাদ…

    কৃঃ ইশক জব নাসুর বন যায়ে / অপারেশন করা লেনা হি বেহ্‌তর হ্যায়

    সবাইঃ ওয়াহ্‌! ওয়াহ্‌! ওয়াহ্‌! ওয়াহ্‌ রে বেটা!

    মুঃ সুক্রিয়া। ইশক জব নাসুর ব্‌ন যায়ে / অপারেশন করা লেনা হি বেহ্‌তর হ্যায় / গজব কা এক ডক্টর আয়া হ্যায় ইন দিনো / ক্যাহতা হ্যায় কে উও ভি পেহেলে দিল কা ম্‌রীজ থা…

    সবাইঃ ওয়াহ্‌! ওয়াহ্‌! ওয়াহ্‌! ওয়াহ্‌! ওয়াহ্‌! বেটা, মজা আ গ্যায়া।

    জাঃ [জালটাকে দেখিয়ে] লেকিন ইয়ে কেয়া হ্যায়? মছলি?

    কৃঃ নেহি হুজুর। মছলি নেহি মিলি। সব কে সব কমবক্ত খোদা কো প্যায়ারী হো গ্যায়া হ্যায়, সব…

    সঃ তো ফির ইয়ে হ্যায় কেয়া? বহুত ভুখ লাগ গ্যায়া হ্যায়…

    বাকিঃ হামোলগো কো ভি…

    কৃঃ গুস্তাকি মাফ হুজুর।[জালের দিকে তাকান] ইয়ে এক রাশিয়ান মিসাইল হ্যায়…

    স, জ, জাঃ ইয়া আল্লাহ্‌!!!

    শা, মোঃ হায় ভগবান!!!

    কৃঃ …আ কর গিরা থা, লেকিন ধামাকা নেহি হুয়া থা…  

    [ কথা বলতে বলতে ঘাড় ঘুরিয়ে মুস্তাকিম দেখে যে পাঁচজন অজ্ঞান হয়ে ধুপ করে মেঝেতে পড়ে গেছে। ওদের জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে মুস্তাকিম জল আনতে গিয়ে শোনে এক পুরুষ কন্ঠ রান্নাঘরের জানালার বাইরে দাঁড়িয়ে তার বউকে বলছে ]

    পুরুষ কণ্ঠঃ মেরা দিল্‌ এক পর্‌মাণু রিঅ্যাক্টর আউর তুম ইউরেনিয়াম হো / ম্যায় পিলু কা ধুন আউর তুম হারমোনিয়াম হো / হস্রত ভী তু আউর জন্নত ভি তু, গুল্‌বদন / রফুচক্কর হো যায়েঁ, আয়সে খিদ্‌মত-এ-ইন্তেজাম হো / ম্যায় পিলু কা ধুন আউর তুম হারমোনিয়াম হো।  

    মুস্তাকিমঃ [ দেখে কপিল শর্মা শো খ্যাত সেই ডাক্তার ‘মশহুর ঘুলাটি’ দাঁড়িয়ে আছেন। সে চিৎকার করে তেড়ে যায় ] বলে- বেবফা! হরজাই!

    আর মুস্তাকিমের বৌ উল্টোদিকের দরজা দিয়ে ডাক্তারের সঙ্গে পালিয়ে যেতে উদ্যত হয়।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হীরেন সিংহরায় | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৪734480
  • বেহোত খুব।
     
     ক‍্যা গুজরতি হ‍্যায় জব বৈঠতে হ‍্যায় দিওয়ানে চার 
  • রানা সরকার | 42.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৭734488
  • হীরেন সাহেবকে ধন্যবাদ ও উৎসব এর শুভেচ্ছা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন