"বিশ্ব শব্দটা ইচ্ছে করেই বললাম, কারণ অনুন্নত, উন্নত সব দেশেই বেশিরভাগ লোক শ্রমিক, চাষা, কারিগর, গাড়িচালক, দোকানদার, পাহারাদার ইত্যাদি প্রভৃতি। তারা কেউ স্বচ্ছ চাকরির ধার-ধারেনা। নিজের কাজে একটু বেশি উপার্জন চায়, উপার্জনের স্থিরতা চায়। এবং একই সঙ্গে ভাতাও চায়। দুটোই চায়। আমেরিকার মতো দেশেও ভোটের ইসু তাই সিলিকন-ভ্যালি নয়, রাস্ট বেল্ট, এবং সোশাল-সিলিউরিটি, স্বাস্থ্যব্যবস্থা ইত্যাদি। এতে লোকের বোঝার আদৌ কোনো ভুল নেই। পাকড়ে ধরে বোঝানোরও কিচ্ছু নেই। বোঝাতে গেলে কেউ কানও দেবেনা। বরং বুঝতে হলে বুঝতে হবে তাঁদের, যাঁরা বোঝাবেন বলে দাবী করছেন। কারণ তাঁরা একটা কল্পলোকে বসবাস করছেন। "
সৈকতের লেখার প্রেক্ষিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর world bank এর এই ডকুমেন্টগুলো রাখা থাক, দেখুন ব্যাঙ্কের তরফ থেকে
" The target is for India to grow at 8% annually and be a $7.5 trillion economy by
FY2032, with poverty rates falling below 5%.c The country partnership strategy, 2018–2022 of the Asian
Development Bank (ADB) for Indiad aims to support the Government of India’s goal of faster, inclusive, and
sustainable economic growth with its emphasis on three strategic pillars: (i) boosting competitiveness to create more
and better jobs; (ii) providing inclusive access to infrastructure networks and services, including public sector
management; and (iii) addressing climate change and increasing climate resilience. The partnership strategy states
that ADB will extend its assistance to improve the efficiency of public sector resource management at the state, local,
sector, and project levels.
ADB’s support to state governments in India for better public financial management can help them enhance
operational efficiencies and deploy scarce public resources for improved service delivery and growth-inducing public
investment. ADB’s policy-based loans in India since 2012 go to the heart of development, especially inclusive
development, with state budgets as the main policy instrument to pursue state governments’ development goals"
(
https://www.adb.org/sites/default/files/linked-documents/54001-001-sprss.pdf )
এবং এটাতে পশ্চিমবঙ্গের ওপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে ।
দ্বিতীয়টা বিশ্ব ব্যাঙ্কের ডকুমেন্টেশন ২০২১, যখন বিশ্বজুড়ে সামাজিক নিরাপত্তা নিয়ে ব্যাপক কাজকর্ম শুরু হয়েছিল বিশেষ করে covid ১৯ কে কেন্দ্র করে । তো সেখানে ব্যাংক লিখেছে,
"
The proposed PforR – Building State Capability for Inclusive Social Protection - will:
(i) Support GoWB’s objective in protecting the poor and vulnerable groups through expanding coverage of
the existing social assistance interventions at the State level and enabling improved delivery of cash
transfers through an integrated registry
(ii) Use technology tools combined with front-line cadres to provide new modes of mobile social care
support to the elderly and disabled; and
(iii) Create an institutional platform to improve coordination and effectiveness of government interventions
to address women’s weak labor force participation in the state.
The Bank’s proposed PforR aims to support the state government of West Bengal’s innovative and continuous efforts
to scale-up the state’s social protection system for vulnerable persons, and the human capital outcomes that
accompany these interventions."
এখানে পি ফর আর এর পুরোটা প্রোগ্রাম ফোর রেজাল্টস
(
https://documents1.worldbank.org/curated/en/432611634163461183/pdf/Draft-Environmental-and-Social-Systems-Assessment-ESSA-English-version-West-Bengal-Building-State-Capability-for-Inclusive-Social-Protection-PforR-P174564.pdf )
এখানে "ভিক্ষা" জাতীয় কথাগুলো তোলার প্রশ্নই ওঠে না ।