যদুবাবুর টিউশনি – প্রোবাবিলিটি ও প্যারাডক্সের গল্প
১৬ + ৭০ পৃষ্ঠার এই চটি বইটির নামটি মজাদার এবং মনোযোগী (সিরিয়াস) পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারে। পাঠক হয়তো নাম দেখে বেশ কিছুটা বিভ্রান্ত হয়েই সূচীপত্রের পাতাটি খুলবেন। তাতে কি তাঁর বিভ্রান্তি বাড়বে? না কমবে? আমার অবশ্য কমেছে। বেশিরভাগ অধ্যায়ের শিরোনাম থেকে বোঝা যায় যে বইটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গের কথা উঠে এসেছে এবং প্রত্যেকটি বিষয়েই আলোচনা করা হয়েছে। আমি নিজে "এলোমেলোভাবে নির্বাচিত" কয়েকটি প্রবন্ধ পড়েছি। যদুবাবুর লেখার ভাষাটি একেবারেই চলিত/কথ্য এবং খুব-ই মজাদার। কিন্তু, তা সত্ত্বেও ওর লেখার ভাষা আলোচনাধীন গুরুতর বিষয়গুলি থেকে আমার মনোযোগ বিক্ষিপ্ত করেছে বলে মনে হয়নি।
লেখক, জ্যোতিষ্ক দত্ত, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের স্নাতক। বন্ধুরা তাঁকে যদুবাবু বলে ডাকে, যার থেকে সম্ভবত এই বইটির নাম। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে পিএইচডি করেছেন। সুতরাং, এই বইয়ের বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য তিনি যে যোগ্য, সে বলাই বাহুল্য। এখানে এ কথাটাও বলা উচিত, যে, “আলোচনা করার যোগ্য” হওয়ার অর্থ এই নয় যে একজন আকর্ষণীয়ভাবে অথবা সুন্দর ভাষায় একটি বিষয়ের বর্ণনা করতে পারেন। তার থেকেও বড় কথা, মজাদার ভাবটি ধরে রাখতে গিয়ে, প্রায়শই গুরুতর সূচকগুলির সঙ্গে আপোষ করা হয়। লেখক সেই আপোষটুকু না করেই তার হাস্যরসটি দিব্যি ধরে রাখতে পেরেছেন।
বইটিতে আলোচিত গল্পগুলোর সম্বন্ধে আমি কিছু বলে দিতে চাই না। তবে, আমি অবশ্যই বলব যে লেখক প্রোবাবিলিটি অর্থাৎ সম্ভাবনাতত্ত্বের ধারণা ও প্রয়োগগুলিকে সহজে বোঝানোর জন্য খুব যত্ন নিয়ে গল্পগুলি বেছেছেন। একইসঙ্গে, কিছু গল্প এও ব্যাখ্যা করে যে কীভাবে সম্ভাবনাতত্ত্ব এবং পরিসংখ্যানগত (স্ট্যাটিস্টিক্যাল) ধারণার আইনের ভুল প্রয়োগ এবং ব্যাখ্যা - প্যারাডক্সিক্যাল পরিস্থিতিতে পরিণত হতে পারে। বিষয়-নির্বাচনের দক্ষতা, ভাষা ও গভীরতার ভারসাম্যের জন্য লেখককে অভিনন্দন।
আমি, বাংলা পড়তে পারে-এমন উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সকলকে, বইটি সুপারিশ করছি। লেখার ভাষা হাল্কা হলেও বইটি “সিরিয়াস-রিডিং”। যদুবাবু/জ্যোতিষ্কের লেখা প্রবন্ধ থেকে সবাই কিছু না কিছু শিখতে পারবে।"
Jadubabur Teushani – Probability o Paradox er Galpo
This booklet of 16+70 pages, with a funny title, is likely to attract the attention of a serious reader. The serious reader, utterly confused with the title, will open the table of contents page. Will the confusion then be increased or reduced? Well, it did reduce my confusion. Titles of most chapters indicated that serious issues have been narrated and discussed. I read some “randomly chosen” paragraphs. The language is grossly colloquial and often hilarious. But the language did not seem to distract my attention from the serious issues under discussion.
The author, Jyotishka Dutta, graduated from the Indian Statistical Institute. His friends in the Institute called him Jadubabu, which is where the title comes from. He did his Ph.D. in Statistics from Purdue University in the USA. Thus, the author is eminently qualified to discuss the topics in this book. Being qualified to discuss does not mean that a person can narrate attractively and eloquently. Further, in an attempt to be funny, often serious points are compromised. This author has excelled in his humorous narrative without compromising.
I do not wish to give away the stories discussed in this booklet. However, I must say that the author has chosen the stories judiciously to drive home important ideas and applications of probability. Concurrently, some of the stories also illustrate how incorrect application and interpretation of the laws of probability and statistical concepts can result in paradoxical situations. Kudos to the author for his deft of choice and balance of language and depth.
I recommend the book to anyone, including high-school students, capable of reading Bangla. The book is serious reading in spite of its light language. Everyone will get to learn something from the essays written by Jadubabu Jyotishka."
যদুবাবুর টিউশনি - প্রোবাবিলিটি ও প্যারাডক্সের গল্প
লেখকঃ জ্যোতিষ্ক দত্ত
প্রকাশকঃ গুরুচণ্ডা৯
মূল্য – ১০০ টাকা