ছানা বয়সে শুনতাম যে, রাতের বেলায় গাছের কাছে যেতে নেই। ওনারা সেই সময় ঘুমোন। কাছে গেলে বা ধরলে তাদের ঘুম ভেঙে যেতে পারে। আজ সুফি আর কাজুর সাথে এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা একদিন একটা মজার ম্যাজিক দেখাবো। মাঝরাতে পাড়াপ্রতিবেশি সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা ম্যাজিক করে গাছেদের জাগিয়ে তুলবো। সাথে আঙুল ঘুরিয়ে "আগ্লুশবুগ্লুসঘুপ্লুস" বলে একজোড়া করে ডানারও ব্যাবস্থা করে দেবো। রোজ রাতে সব গাছপালা তাদের ডানা মেলে উড়ে বেড়াবে। আমরা আমাদের ব্যালকনিতে বসে বসে সেসব কান্ড দেখবো। তারপর একটা বড় গাছ আমাদের ব্যালকনি দিয়ে উঁকি মেরে আমাদের ছানা গাছ গুলোকে তাদের সাথে ওড়ার জন্য ডাকতে আসবে। আমার ছানা গাছগুলো আমাকে জিজ্ঞেস করবে, উড়তে যেতে পারে কি না। আমি বলবো, যত খুশি ওড়ো। ওড়ার জন্য পারমিশন নিতে হবেনা। কিন্তু বাছারা উড়তে উড়তে পথেঘাটে কাউকে বাই চান্স দেখলে তাদের মাথায় পটি করার চেষ্টা করবেনা। কেমন?! আর বৃষ্টি নামলে তখন ভিজে ভিজে না উড়ে পারলে বাড়িতে চলে এসো। এই মার্কেটে সর্দি-কাশি-জ্বর হলে আমার ভোগান্তি হবে। বাড়িতে এসে সুফি-কাজুর মতো জানলা দিয়ে বৃষ্টি দেখো। আর সুফির দেখানো-শেখানো মতো জানলা দিয়ে হাত বাড়িও।
ছোটো বাচ্চা আর কুকুর - এদের মতো মিষ্টি সম্পর্ক খুঁজে পাওয়া ভার।
সুফি দেখি পুরাই রসগোল্লা বেবি। আর তার বন্ধুটিও সেরাম। লেখাটি ভীষণ মায়াময়
কাজু আমার প্রথম সন্তান। সুফির একমাত্র দাদা। আমার একমাত্র ছেলে। সুফি কাজুর বোন। ভাই বোনের সম্পর্ক সবসময়ই খুব মিষ্টি হয়...
এক্কেবারে একমত। আমাদেরও বাড়িরও একই সিচুয়েশন। বাড়ির পোষ্য গুলো নিজের ছেলে মেয়ের মতো হয়ে গেছে পুরো। আর ওরা যেমন উনকন্ডিশনালি ভালোবাসতে পারে , মানুষ কক্ষনো পারেনা.