এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  নাটক

  • লা লোবা

    প্রগতি চট্টোপাধ্যায়
    আলোচনা | নাটক | ০৫ অক্টোবর ২০০৮ | ১৪৭০ বার পঠিত
  • মেহিকো দেশে যে কল্পগাথাটি প্রচলিত আছে :

    তখন কেহই ছিলো না ........
    সন্ধ্যামুখীন সীসারঙের আকাশ আর বুনো ঘাসঝোপ ঘিরে না জোনাকিপোকা, না ঝিঁঝিপোকা। রোগা নদীটির নাবাল জমিতে নেই বুনো কুকুর-পরিবার ও তাদের তন্ময় হলুদ চোখ, ক্যাকটাস-ঝোপের গর্তে নেই সাবলীল সাপ। নিস্পন্দ অন্ধকারের দিকে পাশ ফিরে তাকানো বৃক্ষশাখায় নেই একটিও ঘুমন্ত কাক। এমনই প্রাণীশূন্য সন্ধ্যাবাতাস স্পর্শ করে সামনে এসে দাঁড়ায় এক জরতী স্ত্রী-মূর্তি। কোঁচড় হাতড়ে সে বার করে কয়েকটি অস্থি-অবশেষ। সেগুলো সে মাটিতে সাজায়,মন্ত্র পড়ে, চিত্ত অভিনিবেশ করে সৃজন প্রক্রিয়ায়। আর, পৃথিবীর সমস্ত জোনাকি পোকা- ঝিঁঝিপোকা - বুনো কুকুর- কেউটে সাপ - কাক, সবাই বেরিয়ে আসে ঐ অস্থি-অবশেষ থেকে।

    প্রাণীকুল একদিন সম্পূর্ণ হবে, আর তাদের বাঁচিয়ে - সাজিয়ে - আগলিয়ে শুভালাভালিতে রাখবে এক স্ত্রী-নেকড়ে, যাকে মেহিকো দেশের মানুষ তাদের ভাষায় বলে , "লা লোবা'।

    ইয়াসমিন- হায়েরো :

    ইয়াসমিন জসদনওয়ালা এবং হায়েরো ফ্রুতো ভেরগারা এই দুই মনের সংযোগে তৈরী হয়েছে সত্তর মিনিটের কাছাকাছি সময়ের থিয়েটার, "লা লোবা'।
    ইয়াসমিন এর একক অভিনেতা-কথক-গায়ক।
    হায়েরো পরিচালনায়, আবহে, সম্পাদনায়।
    শূন্য মঞ্চ, প্রপ-বিহীন।
    ইয়াসমিনের কাছে যে-সব জিনিস ছিলো তার তালিকা--
    ১) দু'তিনটি জীবাস্থি
    ২) গরু বা ছাগলের তিন-কোনাচে খুলি
    ৩) এক মাঝারি সাইজের তোবড়ানো অ্যালুমিনিয়মের হাঁড়ি, যার নীচে কালো কালি দিয়ে আঁকা এক ভয়াল জন্তুর মুখ।
    ৪) ইয়াসমিনের পরনের লাল ঘাঘরা
    ৫) গোল রিঙের চারধারে পশুলোম দিয়ে বুনে নেওয়া লম্বা পরচুলা, যা কখনো কখনো পুরুষ চরিত্রের দাড়ি হিসেবে ব্যবহৃত হবে।
    ৬) ময়লা হয়ে যাওয়া, ন্যাকড়ায় বানানো ন্যাতন্যাতে মেয়ে-পুতুল।
    ৭) একটি গোলাপ ফুলের তোড়া।
    ৮) মঞ্চে একটি ছোটো অগ্নিকুন্ড জ্বালানোর সামগ্রী।

    এছাড়া, আবহ-নির্মাণে মঞ্চের পাশে-বসা হায়েরো'র হাতে থাকে কয়েকটি পুরোনো হলদেটে হাড়, ( আবারও ! ) জাভার গং, একটি বড়সড় শঙ্খ,চার-পাঁচটি নারকেল মালা, তাঁর স্প্যানিশ উচ্চারণে কয়েকটি ইংরেজি শব্দ।
    থিয়েটারে আর কিছু টেকনিক্যাল প্রপ নেই। সারাক্ষণ মাইকহীন। ইয়াসমিন যতটা পারেন গলা চড়িয়ে বা নামিয়ে ছ'রকম ভাষার ( স্প্যানিশ, ইংরেজি, হিন্দি, গুজরাতি, উর্দু, সংস্কৃত ) চালুনিতে এই থিয়েটারের সারসত্য মোটামুটি কাঁকরহীন ভাবেই পরিবেশন করতে পেরেছেন।

    কাঁকরটির কথা পরে বলছি।

    সারসত্য :

    খরতম স্ত্রী-সংলাপ।

    দেখানো আছে স্ত্রী-ত্বের দুটি দিক।
    একদিকে সে সেই কোথা থেকে না-জানি আসা অচেনা বুড়ির মতন পরম প্রতিপালিকা, অন্যাধারে গৃহস্থলের চৌকাঠ ডিঙিয়ে একা একা থাকা এক "লা লোবা" -- যে " লা লোবা' হয়তো পৃথিবীর প্রতিটি মেয়ের রক্তস্রোতে উমঝুম এসে থমকে দাঁড়ায়, বলে, "চলো পালাই, দরজায় টাঙ্গানো ফ্যাকাসে ফুলছাপ পরদা একটানে দাঁতে-মুখে ছিঁড়ে দৌড়ে পালাই ......
    থিয়েটারে সশব্দে এসেছে ম্যারিটাল রেপ, চকলেট দিয়ে ভুলিয়ে বালিকা-ধর্ষণ,বোরখার আজন্ম অন্তরাল, গর্ভাধান,সন্তান-প্রসব ....... যা দেখাতে ইয়াসমিন ব্যবহার করেছেন তাঁর সাধাসিধে উপকরণগুলি, যা আগেই বলেছি। লাল ঘাঘরাটি খুলে নিয়ে মুখ ঢেকে বোরখা বানান,তোবড়ানো হাঁড়ি পেটের ওপর রেখে গর্ভ তৈরি করেন, ন্যাকড়ার পুতুল মায়ের সাধের খুকিটি, যাকে বুকের মধ্যে লুকিয়ে রাখেন ইয়াসমিন। নেকড়ে-মায়ের মতন তার চারধারে ঘুরে ঘুরে তাকে আগলে রাখেন। হাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে একসময় কালো রঙের আঁকা জন্তুর চেহারায় ইয়াসমিন একসময় হয়ে যান ধর্ষক স্বামী।

    সেই 'কাঁকর' এর কথা এবারে বলে নিই। নারীর পণ্যায়ন দেখাতে ইয়াসমিন একটি দশক-পুরোনো, সেল-বাই-ডেট কবে পার হয়ে যাওয়া পপ-গান ব্যবহার করেছেন, ''অ্যায়াম আ বার্বি গার্ল ... ইন দ্য বার্বি ওয়ার্ল্ড .....
    এই হলো থিয়েটারের একটি মাত্র কাঁকর।

    জিপসি-দম্পতি :
    ব্যাঙ্গালোরে একসময় মডেলিং করতেন ইয়াসমিন।
    পরে, কর্নাটকের হাম্পিতে এক থিয়েটার ওয়ার্কশপে খালেদ তায়েবজি ও পোল্যান্ডের 'ল্যাবরেটারি থিয়েটারের' জোলা সিনকুটিসের কাছে থিয়েটার শেখেন। কলম্বিয়ার থিয়েটার-শিল্পী হায়েরো ফ্রুতো ভেরগারা এই সময়েই ভারতে আসেন। হায়েরো'র মধ্যে থাকা লাতিন কলাশিল্পের চিরাচরিত র‌্যাডিক্যাল ভিন্নমুখিতায় ইয়াসমিনের থিয়েটার আরও সুস্পষ্ট হয়।
    কলম্বিয়ায় সাত বছর বাসকালে ইয়াসমিন-হায়েরো "লা লোবা'র উপস্থাপনা অনেকবার করেছেন।

    ২০০৭- এ ভারতে ফিরে আসেন তাঁরা। এখন তাদের অস্থায়ী আবাস ত্রিবান্দ্রমের শহরতলি--যেখানে গাছগাছালি, পাহাড়, ও একটি ছোটো নদী আছে। তাদের দু'টি শিশুপুত্র , আমীরুদ্দীন আর আহ্‌মদের খেলার সঙ্গী হলো পাশের বাড়ীর কান্নন।

    রক্ষণশীল ত্রিবান্দ্রমে এমন নন-কন্‌ফর্মিস্ট দু'টি মানুষ থিয়েটার শেখাচ্ছেন, নিজেরাও শিখছেন কেরালার মার্শাল আর্ট 'কালারিপায়াট'এর জটিল, ছন্দোময় পদচালনা এবং কথাকলির চিরাধুনিক মঞ্ছ-সপ্রতিভ ক্লাসিক আঙ্গিক। এইভাবে থিয়েটারের পেট্রিডিশে নির্মাণপ্রক্রিয়ায় তাঁরা ব্যস্ত আছেন।

    ইয়াসমিন-হায়েরো'র থিয়েটার , "লা লোবা' আসতে পারে আপনার শহরেও। দৈনিকের পাতায় চোখ রাখুন, পাড়ার চা-দোকানের দেওয়ালে, আফিস ক্যান্টিনের দরজায় সাঁটা পোস্টার নিয়মিত পড়ুন।

    চোখে পড়লে সুযোগ হারাবেন না, দেখে নিন লা লোবা।

    অক্টোবর ৫, ২০০৮
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০৫ অক্টোবর ২০০৮ | ১৪৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন