এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩০75867
  • কামদুনির কেসে রাজ্যসরকার কেন কিছু করছেনা, তাই নিয়ে অসীম গিরি কিছু লিখেছিলেন। মুসলিম ভোটের একটা অ্যাঙ্গেল এনেছিলেন। এই নিয়ে কুসুম্বা বা বাকিদের কী মত ?

    ওনার পোস্টঃ
    'BAIRER MOVEMENT NA UTTLE COURT E BICHAR HOBENA KARON PRESSURE DICHCHE POLITICS O PROSASON, KHELATA ONEK OPORER LOKHYO 2014R MUSLIM VOTE, KINTU ORA BUJHCHENA JE EEI VABE MUSLIM JONTOTAKE POA JABENA NATOK BAJI KORE JONOTA VOLANO JAAYNA, AMINUL TOH MUSLIM, MEYEDER BANCHATE GIE POLICE O PROMOTER GUNDAR JOGSAJOSHE OKE DAKAAT BOLAY THANAR SAMNE ATTOHOTMA KORECH!!!!!!!!!!!!BICHAR PEYECHE? SUJAT TOH BANGALI O HINDU KONOTAI NOI ULTE O PROSATITUTE BOLE PROCHAR PEYECHE, DAMAYANTI SEN RATARAI BODLI HOECHEN, EKHON SUNCHI JAVED SAMIM KEO SORANO HOECHE KARON ERA SOTTIE VALO KAJ KORCHILEN, FALE KAMDUNITE MUSLIM JONOTAR PROTI SORKAR JODI VABE JE TATE TADER RAPE NIE SOMORTHON PABE SETA HOBE NA, HINDU-MUSLIM BIVAJON TA AAJKAL LOKE BOJHE, ONTOTO WESTBENGAL E. IMAM VATA NIE EI MODHEY GORIB DALIT MUSLIMDER MODHEY SORKARER PROTI FEELING NOSTO HOECHE, SOHORE AAJ I EK TAXIWALABOLCHILEN JE TADER OPOR POLICER JULUMER KATHA, HISTORY KI BOLE? BESH DHOREI NILAM APARAJITAR DHORSON O TAKE HOTTA JARA KORECHE TARA CHARA PABE. KINTU KOTODIN THAKBE TAHOLE GOVT? SRTA KENO BUJHCHEN NA GOVT? TAPASHI MALIKER HOTTA KARIRAO CHARA PEYECHILO TATE CPM SORKAR TIKECHE? KENO MANONIA ETA BUJHCHEN NA JANINA, RABINDRANATH BOLECHILE, '' HATE TAROBARI THAKHILE TA SECHCHACHARI HOIYA UTTIEBEI ''(LOKOHITO PROBONDHO). KEE CHARA PABE? SARADA RHEKE PIYALI HOTTA, KAMDUNI THEKHE RNALIKOOL, KHORJUNA GHEDE KATWA, AMINUL, BARUN BISWASH SOB MANUSH VULE JABE VOTER BOXE??? HOI NAKI? 5 BOCHOR ACHCHA DHORLAM 10 BOCHOR TARPOR EKHON JEMON PURBOTONO SORKARER LOKJON HAAT KAMRACHCHEN TEMNIE HOBENA KI? AR JODI KEU VABEN 1972 ER MOTO OPERATION KORBEN SETAO 2013TE SOMVOB? CONGRESS JE CHOLE GECHILO 1977 O 1979 E ESECHE AR KI? KEE MONE REKHECHE SIDHARETHA ROY EKJON CHIEF MINISTER CHILEN. KEE TAR MRITTUR POR EKBARO SOK KORECHEN WEST BENGALE? HISTORY ETAI VOI, JAIL, HOTTAr rajniti die esob ki hoi naki? barier gorjon i pare obosthake narate.'
  • pi | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৪75868
  • একথা অনস্বীকার্য যে, জনগণ ও মিডিয়ার আরো চাপ তৈরি করতে হবে।
    মুভমেন্টের পরিধি বাড়ানো, সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়া , ভালো প্রস্তাব। কিন্তু আমার একটা অন্য প্রশ্ন ছিল। গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে। যে পরিধিতে এই ঘটনা অলরেডি ভালোভাবে সামনে এসেছে, প্রচারিত, মিডিয়াও মোটামুটি খুব খারাপ কভার করছে না, সেখানেও কি জনমানসে এনিয়ে বিশেষ তাপ উত্তাপ দেখা যাচ্ছে ? অন্ততঃ এখন, এই তিনমাস পর। তাৎক্ষণিক প্রতিক্রিয়া অবশ্যই ছিল। কিন্তু তারপর ? এখন আর ক;জন মানুষ এইনিয়ে সেভাবে কথা বলছেন, কিছু করার কথা ভাবছেন বা কিছু করা হলে সেখানে অংশ নিচ্ছেন ? কয়েকটি সংগঠন অবশ্যই কাজ করে চলেছেন ( যদিও সিপিএম ও মূলধারার রাজনৈতিক দলগুলি সেখানে লক্ষ্যণীয় ভাবে মিসিং), কিন্তু তার বাইরে সাধারণ মানুষের অংশগ্রহণ সেভাবে কোথায় ?
    এই কোর্ট কেসেই বাইরের জনগণ খুব বেশি সংখ্যায় গেলে একটা প্রভাব ফেলা যেত বলে বারবার অনেকে জানিয়েছিলেন, কিন্তু তাতে কতজন সাধারণ মানুষকে পাশে পাওয়া গেছে ? (ফেসবুকে এইনিয়ে কথা হচ্ছিল, তাতে তো আবার কিছু সিপিএম সমর্থক জানিয়েই দিলেন, কেন যাবো, গিয়ে কী হবে ইঃ )
    মানে, সেরকম একটা মাস স্কেলে কিছু করা, যা কিনা সংখ্যাত জোরেই একটা প্রভাব ফেলতে পারে। দিল্লির বিচারের রায় দিতে গিয়ে বিচারকেরা মাস কন্সেন্সাস আলোড়িত হবার কথা বলেছেন এবং তা হয়তো বিচার প্রক্রিয়াকে প্রভাবিতও করেছে। এখানেও হয়তো আলোড়িত হচ্ছে, কিন্তু তার সেরকম প্রতিফলন কোথায় ? ১৮ তারিখে কি পরের ডেট ? সেদিন খুব বড় করে কিছু করা যায় ? আবার একটা মিছিলের মত কিছু বা বিশাল সংখ্যায় জমায়েত ? আগের বারের মিছিলের সময় বা দিল্লি কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন একটা বিশাল আলোড়ন তোলা হয়েছিল, তার রেপ্লিকেশন সম্ভব কি ? আর সেই সঙ্গে পুরানো অন্যান্য, কিছুটা লো প্রোফাইল কেসগুলো ,যেগুলোর কী গতি হল এখনো জানা নেই, সেগুলোকেও অ্যাজেণ্ডায় অন্তর্ভুক্ত করা ?
    কোন একটা নির্ধিষ্ট কর্মসূচীকে কেন্দ্র করে আর একটু বেশি কিছু করা যায় কি ?
  • aranya | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩০75853
  • কামদুনি-র অপরাধী-দের কি তিনোমূলের হাই লেভেলে কানেকশন রয়েছে? নাহলে সরকার এত অসহযোগিতা করছে কেন?
  • কুসুম্বা | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৪:১০75869
  • ২সেপ্টেম্বর ব্যাঙ্কশাল কোর্টে যখন গিয়েছিলাম কামদুনি প্রতিবাদী মঞ্চের ডাকে, সেদিনই সন্ধ্যায় দেখছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নির্যাতিতা ছাত্রিটির রাজ্য মানবাধিকার কমিশনে যাওয়ার খবর| কমিশনে যাওয়ার কারণ হিসাবে মেয়েটি বলছিলেন যে টিএমসি নেতাদের দ্বারা তার যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকেই তিনি আর ক্যাম্পাসে ঢুকতে পারছেননা, এমনকি অফিস স্টাফদের কাছ থেকেও দুর্ব্যবহার পাচ্ছেন, পরীক্ষা দিতে পারেননি| তিনি টিএমসির লোকাল কাউন্সিলর ও টিএমসিপির রাজ্য সভাপতির নাম উল্লেখ করে এই বিষয়ে অভিযোগ করেন| এই অপরাজিতা কি বিচার পাবে? প্রবল সামাজিক-রাজনৈতিক চাপে মুখলুকানো পার্কস্ট্রীটের মেয়েটি যেদিন গণ্ডি ভেঙ্গে অপরাজিতা কামদুনির পাশে নির্ভয়ে প্রকাশ্যে আসে সেদিন সেও অপরাজিতা হয়ে যায়| নদিয়ার নাকাশীপাড়ার মেয়েটিকে যখন তার বাবা ও দাদা মিলে গলায় কাস্তের কোপ মারছিল তখন সে, গলাটা দুফাঁক হয়ে যাওয়ার আগে পর্যন্ত, চিৎকার করে বলছিল যে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে এবং তার সাথেই ঘর করবে| গৌহাটির সেই মেয়েটি রাতে একা একা রেস্তঁরায় গেছিল এবং বেরনর পর তাকে শারিরীক হেনস্থা করার সময় ক্যামেরার সামনে যুবকগুলির কর্তব্য পালনের সেই গর্বিত ভঙ্গীমা| আসানসোলের রূপনারায়নপুর পলিটেকনিক কলেজের সেই ছাত্রিটি, যাকে ইউনিয়ন রুমে কোল্ড ড্রিঙ্কসে ড্রাগ খাইয়ে দল বেঁধে ধর্ষণ করে ও এমএমএসে তার ছবি সার্কুলেট করে লুম্পেন ছাত্রনেতারা, সেই মেয়েটিও তার কদিন আগেই ইউনিয়নরুমে চলা কদর্য র‍্যাগিং-এর প্রতিবাদ করে বসেছিল| দিল্লীর তরুণ মেয়েরা শ্লোগান তুলছিলঃ খাপ সে আজাদী, বাপ সে ভী আজাদী|

    কাটোয়া, গেদে, জগাছা ও আরো আরো যারা তারা কি সব বিচার পাবে?
  • কল্লোল | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৪:২৩75854
  • কোন কানেকশনটন না। এটা স্রেফ মমতার ইগোর লড়াই। ঐ যে কামদুনিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। এগুলো তারই ফলশ্রুতি।
    ''সুঁটিয়া থেকে কামদুনি--যারা শাসক তারাই খুনি''
  • aranya | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৩৪75855
  • জাস্ট ইগোর জন্য - আশ্চর্য লাগে!
  • কল্লোল | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৪৬75856
  • কেন? ক্ষমতার দম্ভ তো বহুচর্চিত বিষয়।
  • Tim | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৫:১৯75857
  • ক্ষমতাকে অস্বীকার করলে ক্ষমতা প্রতিশোধ নেয় এভাবে। কামদুনিতে মন্ত্রীদের ক্ষমতাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এখন ক্ষমতা (নিজের প্রয়োজনে) ধর্ষকের হয়ে খেলছে। এটাই রাজনীতির স্বরূপ।
  • siki | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৩৭75858
  • এতটাও কি জেনারেলাইজ করা যায়? ক্ষমতাকে অস্বীকার করা হয় নি দিল্লির কাণ্ডে? ক্ষমতা তো সেখানে কোনও প্রতিশোধ নেবার চেষ্টা করে নি। দুটো নিরপরাধ ছেলেকে ধরেছিল এক কনস্টেবলের মৃত্যু ঘটানোর অপরাধে, দিল্লিতে যখন প্রোটেস্ট চলছিল। এক সপ্তাহের বেশি সে কেস টেকে নি, দুজনেই বেকসুর খালাস পেয়ে যায়।
  • Tim | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৪৫75859
  • নির্ভর করছে ক্ষমতার মালিক কতটা সহিষ্ণু তার ওপর। অন্তত ক্ষমতার হাতে সেই লাইসেন্স আছে ইচ্ছেমত ব্যবহার করার। আন্তর্জাতিক খবর হলে হয়ত কামদুনিও বিচার পেত।
  • siki | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৪৯75860
  • বেসিকালি পশ্চিমবঙ্গের রাজনীতির অব্স্থাটা এখন হয়ে দাঁড়িয়েছে গলির মালিকানা নিয়ে ছেঁদোগুণ্ডা বনাম পেটোগুণ্ডার দৈনিক ক্যালাকেলিতে। পলিটিকাল ম্যাচিওরিটি নেই এদের কারুরই। পলিটিকাল খচরামি করতেও একটু সূক্ষ্ম বুদ্ধি দরকার হয়, পশ্চিমবঙ্গের রাজনীতিকদের সেই সূক্ষ্ম বুদ্ধিমত্তা একেবারেই নেই। কিংবা "এতটাই সূক্ষ্ম, আদৌ আছে কিনা বোঝা যায় না।"
  • কুসুম্বা | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৮75861
  • ''এই যে এত মানুষ এতদিন ধরে কষ্ট সয়েও জানাতে চাইছে যে তারা চেনেন অপরাধীদের, জানেন তাদের অতীত কার্যকলাপও—এইসব চিৎকার কোর্ট সাক্ষ্য হিসাবে গ্রহন করবেনা কেন? আগোছালভাবে এই ধরণের প্রশ্নও শোনা যায়| ''

    কে দেবে জবাব! বিক্ষোভে ''বিচার প্রভাবিত হতে পারে'' এই যুক্তিতে হাই কোর্ট বারাসাত থেকে কলকাতায় মামলা সরিয়ে আনে| মামলা চালাচ্ছে সরকার, সরকারই যদি অপরাধিদের আড়াল করে বিচার প্রভাবিত করতে চায় সেক্ষেত্রে কি হাই কোর্টের কিছু করার নাই? অপরাজিতার পরিবার প্রধান বিচারপতিকে লিখিত জানিয়েছিলেন যে সরকারি উকিলের ভূমিকায় তাঁরা আস্থা রাখতে পারছেননা, তাঁরা জানিয়েছিলেন যে সিআইডির তরফ থেকে দোষিদের আড়াল করার প্রচেষ্টা যেহেতু বারাসাত কোর্টেই প্রকাশ হয়ে পড়েছে সেহেতু সিবিআই-এর হাতে তদন্তভার দেওয়া হোক| কিন্তু সে কথা কে শুনবে! ফলত, ১০ সেপ্টেম্বর কলকাতার সিটি সেসন কোর্টে শেষ পর্যন্ত যে চার্জ গঠিত হল তা কামদুনির মানুষ ও আন্দোলনকারীদের প্রতি মস্ত প্রতারণা| বারাসাত কোর্টের বিচারক যা নাকচ করে দিয়েছিলেন সেই লাইনেই গঠিত হল চার্জ| এমনকি হত্যার চার্জও আনা হয়নি!! বলা হয়েছে যে ধর্ষনের আঘাতজনিত কারনেই মৃত্যু! নৃসংস অপরাধটি যে দল বেঁধে সংঘটিত হয়েছে তাও অনুপস্থিত, প্রত্যেকের বিরুদ্ধে আলাদা আলাদা ধারায় অভিযোগ আনা হয়েছে|
  • siki | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৭75862
  • সিপিএম এবং অন্য বাম দলগুলো এই কেসে একেবারেই অনুপস্থিত?
  • | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৩75863
  • কামদুনি নিয়ে ইংরাজীতে প্রচুর লেখালেখি দরকার। ফেসবুকে আমরা যে যাই লিখি না কেন, যদি ইংরাজীতে লিখি সেটা অনেক বেশী লোকের অ্যাটেনশান পাবে।
    এছাড়াও একজন একটা জোরালো বক্তব্য ট্যুইট করলে সবাই মিলে অনবরত রি-ট্যুইট করে যাওয়া যায় #Kamduni জাতীয় সহজ কিছু একটা।

    সবাই একটু ভেবে দেখবেন?
  • কুসুম্বা | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৭75864
  • সিপিএমকে দেখছিনা। অন্য বামদল বলতে লিবারেশনের বিভিন্ন গণসঙ্গঠনের উদ্যোগ চোখে পড়েছে কিছু, বিশেষত মহিলা ও ছাত্র সংগঠন।
  • কুসুম্বা | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৬75865
  • দ ঠিক বলেছেন, আরেট্টু বৃহত্তর পরিধিতিতে যদি নিয়ে যাওয়া যায় বিষয়টা। এই যেমন দিল্লীর রায় দিতে গিয়ে বিচারকরা মাস কন্স্যেন্স আলোড়িত হওয়ার প্রসঙ্গ তুলেছেন।
  • de | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৯75866
  • একদম ঠিক -- দিল্লীতে লাগাতার গণ আন্দোলন এবং রেগুলার সর্বভারতীয় মিডিয়ায় আলোচনা, মূলতঃ এনডিটিভি বা সি এন এন এর মতো ইংরাজী মাধ্যমের মিডিয়ায় আলোচনা চলা, প্রশাসন আর বিচারব্যবস্থার ওপর একটা অলিখিত চাপ সৃষ্টি করেছিলো। কামদুনিকে সেই রকম জায়গায় নিয়ে যেতে পারলে এখানেও কাজ হবে।
  • কুসুম্বা | ***:*** | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:০৫75870
  • আগামী ১৮ ও ১৯ তারিখ পরপর দুদিন কেসের ডেট আছে। নজরদারী কর্মসূচী ওই দুদিন চলবে। আগামী কাল যাদবপুরে ''স্টুডেন্ট ইউথ এগেনস্ট জেন্ডার ভায়োলেন্স'' গ্রুপের ডাকে বিকেল চারটার কর্মসূচীতে কামদুনি প্রতিবাদী মঞ্চ ও সুঁটিয়া যুব মঞ্চের প্রতিবাদী মানুষেরাও অংশ নেবেন।

    https://www.facebook.com/events/515865621827417/
  • pi | ***:*** | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৩২75871
  • এটাও থাক।

    'PROTEST MEETING on KAMDUNI 19 Sept Thursday 3 pm . Venue : Bowbazar - Bank of India Crossing. Sub : Brutal assault by Kolkata Police on Kamduni Protestors at Kolkata, near Bankshall Court , resulting death of the main Witness of Kamduni Mass Rape Case. Kamduni Protestors are expected to Speak in the Meeting. All are requested to join the PROTEST MEETING. Organiser : APDR'
  • সে | ***:*** | ০৪ অক্টোবর ২০১৩ ০৮:৩৬75872
  • http://www.anandabazar.com/4pgn1.html
    কামদুনি ছেড়ে চলেই গেল নিহত ছাত্রীর পরিবার।
  • π | ***:*** | ১০ নভেম্বর ২০১৩ ০৩:০৬75873
  • ফেসবুক গ্রুপে একটু আগে অসীম গিরি এই পোস্টটা করেছেন ঃ
    'Asim Giri
    AAJKER KHOBOR ''KAMDUNI ''------- amra sara raat chot fot korbar por pouche jai kamduni , bhskarke police ekta health centre e nie gie ek doctor dekhie last e naki chappe pore barite die jaay, kintu or phone bondho, vor e o phone kore kolktay ek chitro silpike, fale poche joa hoi, gie dekha jaay nana jatio police , gramer mohilader ovijog bhaskar maar kheye chachate thakhe gramer lokjon joma hote police naki ''santi rashkyar jonney'' oke dhorte ba or kache jete daayna . bole '' okhane dhukie debo ghor thekhe berule'' . kal rate ek tmc r bondhu amar face book e likhechilen kal ami ja likhechi ekhane ta ''otironjito, tarpor tini lekhen tini khobor nie janachchen , na takke dekhini kothao, somvoboto aro otironjito ghotona sajate basto chilen''. amader satheo police khub vadro bavohar koreni ek maTRO IC O SADHARON POLICE CONSTBLE CHARA, MR. DALUI BOLE EK OFFICER kal santi rokhyar name onek valo valo ''katha '' bolechen meyeder , ar ami angul dekhie aaj kaTHA BOLAY AMAR HATUR BAYASHI OI OFFICERE AMAY DHOMKAN . HA HA HA HA, BHASKARKE VORTI KORA HOI RAJARHAAT-GOPALPUR POURO HOSPITALE , OR KANDHE CHOT, MATHAY GOLAy pete , barun biswaser motoi o pore thakle morei jeteo, bhaskar naki mood kheye srilohani koreche eei avijog kora hoeche fale or against e non-bailable case 354 , ar jara oke mereche sei '' osadharon manushjon er birudhey bailable offence deoa holo'' eta amra jenei esechi aro onek onek katha ache ja sei tmc vai er kathay otironjito , tai ar dilam na SOKOLE VALO THAKHUN, ASOLE KHOMATAY GELE DOL RAJNI ETC HOE JAAY RABON BA BIVISON HOI TATO DEKHCHI ONEK ONEK KAL TAINA???'
  • aranya | ***:*** | ১১ নভেম্বর ২০১৩ ০৪:৩৮75876
  • ডিভাইড এন্ড রুল পলিসি-টা ভালই শিখেছেন রানী ও তার পারিষদেরা
  • ab | ***:*** | ১১ নভেম্বর ২০১৩ ০৯:০৫75874
  • বলো হীরক রানীর জয়!
  • pi | ***:*** | ০৫ আগস্ট ২০১৪ ০৬:১৪75877
  • চন্দ্রস্মিতা জানাল। 'কামদুনির কেসে ঘন ঘন ব্যাঙ্কশাল কোর্ট যাওয়া হত। কামদুনির মানুষেরা আসতেন। তাঁদের বিভিন্ন ভাবে হয়রানি করত পুলিশ। এইরকম এক দিনে, আমরা ১৪৪ধারা ভঙ্গ করছি এই অভিযোগে পুলিশ আমাদের গ্রেপ্তার করে। আমাদের বলতে কলকাতার বিভিন্ন গণসংগঠনের যারা ছিলাম আমরা। কামদুনির মানুষকে আমাদের থেকে আলাদা করতে চাইছিল পুলিশ। তারাও যখন আমাদের সাথে থানায় যেতে জোরাজুড়ি শুরু করে তখন পুলিশ লাঠি চালায়(এই লাঠির ঘায়ে আহত হয়ে কামদুনির অপরাজিতার কাকার পরবর্তিতে মৃত্যু হয়) ও কয়েকজনকে গ্রেপ্তার করে। গত সেপ্টেম্বর মাসের সেই কেসের জন্য সরকার আমাদের বিরুদ্ধেই আবার গ্রেপ্তারি পরোয়ানা জারী করেছে। সাভাপ্রমস এর ৬জন কর্মী, একজন এপিডিআর কর্মী ও একজন প্রতিবাদী নাট্যকর্মী ও কামদুনির মৌসুমি কয়াল সমেত ৮জন--- মোট ১৬ জনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট।'

    সাভাপ্রমস মানে AIPWA।
  • Ishan | ***:*** | ০৬ আগস্ট ২০১৪ ০১:২৮75878
  • এই দিকে পিটি একটু নজর দিলে পারেন। কামদুনি নিয়ে কারা কী করছে, আর কারা গ্রেপ্তার হচ্ছে, সেটা জেনে যাবেন।
  • | ***:*** | ০৬ আগস্ট ২০১৪ ০৩:৫৯75879
  • এক বন্ধু কোলকাতা থেকে জানালো নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য আর এপিডিআরের এক মহিলা কর্মীর নামে ওয়ারেন্ট বেরিয়েছে।
  • কলরব | ***:*** | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৮75880
  • *
  • π | ০৭ অক্টোবর ২০২৩ ০৮:১৮524381
  • এটা তুললাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন