এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 14.139.***.*** | ০৪ মে ২০২১ ১৮:২৯105460
  • এসেম কে সমর্থন - আমি আজকাল কম আসি - এককালে ডিসির লেখা ও ভালো লাগতো - পিটিদাকে আজ থেকে দেখছি না - প্রবল বায়াসড ভদ্রলোক সিপিয়েম - এটা ওনার একটা মোটামুটি ডেফিনিশন - শুধু শুধু ওনাকে ব্যক্তিগত আক্রমণ ডিসি না করলেও পারেন! দিনের শেষে সেই তো এদেশ, সেই এদেশের পলিটিশিয়ান আর তাদের করাপ্শন আর নীতিহীনতা - এর ভুক্তভোগী তো আমরা আম আদমী সকলেই! সেই রাগ এখানে একে অন্যের ওপর না মেটালেও চলে।    

  • π | ০৫ মে ২০২১ ০০:৫১105474
  • PT | 203.***.*** | ০৫ মে ২০২১ ০৯:৩৩105480
  • @de
    "পিটিদাকে আজ থেকে দেখছি না - প্রবল বায়াসড ভদ্রলোক সিপিয়েম"


    আছি। পালাইনি। লজ্জা ও দুঃখ পেয়েছি। বামেদের পরাজয়ের জন্য নয়। নরম ও গরম সাম্প্রদায়িকতার জয়ের জন্য। আর তাই নিয়ে শিক্ষিত বাঙালীর মানুষের উল্লাস দেখে।

    দেগে দেওয়ার জন্য ধন্যবাদ। গুরুতে বহুদিন ধরেই লোক ধরে ধরে সিপিএম বলে দেগে দেওয়ার কাজটি চলছে। আর নিজেদের অবস্থান সমর্থন করার পক্ষে যুক্তির যত অভাব পড়ছে তত খিস্তির প্রাবল্য ও কোয়ালিটি বাড়ছে। আপাততঃ বিজেপি বলে দাগার কাজটি শুরু হয়েছে। অথচ গুরুতে তিনো, বাম-তিনো, তিনো-বাম, তিনোশাল, পথহারাবাম-তিনো ইত্যাদিরা রাজ করেন। এবং অনেকেই বিরোধী স্বরকে দাবড়ে দেওয়ার জন্য প্রায় মোদিশার ভাবশিষ্যের মতই আক্রমণাত্মক হয়ে ওঠেন। বোঝা গেল যে আপনার বিচারে তাঁরা অবশ্য সকলেই নিরপেক্ষ!!!

    আরো একটা কথা। যারা একদা গোপনে অথবা প্রকাশ্যে গুজব, অসত্য আর কাঁচা মিথ্যের চাষ করেছিলেন গুরুর পাতায়, তাঁরাই এখন গুজব আটকানোর জন্য বিপুল বাইট ব্যয় করছেন। ভাল কাজ সন্দেহ নেই। তবে কিনা আগের পাপ কাজগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলে পারতেন। এইসব অসৎ তিনোপন্থীরাও কি আপনার মতে "বায়াসড" নন?

  • dc | 122.178.***.*** | ০৫ মে ২০২১ ১০:১৩105482
  • দে দি কে দুয়েকটা ক্লারিফিকেশান :-)


    প্রথমত, এখানের কারুর ওপরেই আমার কোনরকম রাগ নেই। মানে এমনিতেই সেরকম কারুর ওপরেই আমার কোন রাগ নেই, আর এখানে তো দুয়েকজন ছাড়া কাউকে চিনিও না। 


    দ্বিতীয়, বিজেপিটিদাকে ব্যাক্তিগত আক্রমন। তার কারন পিটিদার ঘোমটার আড়ালে খ্যামটা নাচার অভ্যাস আছে। নিজে নানারকম ভাবে খোঁচাবে আর তারপর সরল গোলগাল মুখে "ভদ্রলোক" সাজার চেষ্টা করবে। তো আমার কথা হলো, পিটিদা লুঙ্গি তুলে নাচলে আমার হাততালি দিতে কোন অসুবিধে নেই। এই যেমন পিটিদা বললো ছাগোলের বাচ্চা, তাতে আমি বললাম পিটিদা চুতিয়ার বাচ্চা। পিটিদা ঢিল মারলে আমি কেন পাটকেল মারতে পারবো না? একা পিটিদাই হারামিগিরি করে যাবে? এ ভারি অন্যায়। 


    (দ দি কেঃ ওপরের কথাটা শুধু ক্লারিফিকেশানের জন্য)  

  • Somnath Roy | ০৫ মে ২০২১ ১০:২০105483
  • সিপিএমের শূন্যের মধ্যে ঢেউ পিটিদা। নিজের নিক সার্থক  করেছেন।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৫ মে ২০২১ ১০:২৯105484
  • আচ্ছা এগুলো কী হচ্ছে? একজন যদি তাঁর রাজনৈতিক অভিমত বা পছন্দের কথা প্রকাশ করেন বা সেই রাজনৈতিক অভিমতে অনড় থাকেন তাকে এভাবে ট্রোল করা হবে কেন? ডিসি খুবই আমুদে মানুষ, আমি খুব পছন্দও করি ওঁকে। কিন্তু উনি সিরিয়াস আলোচনা না করে নিছক গাল দিয়ে কী আনন্দ পান? মমতাও তো একক এমপি ছিলেন একটা সময়ে, তাই বলে তাঁর কোনও সমর্ত্থক থাকতে পারবে না? তাঁকে এভাবে কাঠি করবেন নাকি সোমনাথ? আরও মার্কামারা সিপিএম তো গুরুতে আছেন, কই তাদের ট্রোল করছেন না তো? কেন? আপনাদের কোনও ব্যক্তিগত বিদ্বেষ বা বিশেষ পিরিতি আছে?


    শুয়োরের খোঁয়াড়ের শুয়োরদের এই হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচ্যুডটা ঠিক হজম হচ্ছে না।

  • Somnath Roy | ০৫ মে ২০২১ ১০:৩৮105485
  • এলেবেলে, হজমি খেলে হজম হবে এই ভেবে কেউ হজমি খায়?

  • dc | 122.178.***.*** | ০৫ মে ২০২১ ১০:৪০105486
  • এলেবেলে, পিটিদা নিজের রাজনৈতিক অভিমত ব্যক্ত করুক না! আমার সে নিয়ে কিচ্ছু বলার নেই। তবে ছাগোলের বাচ্চা বললে চুতিয়ার বাচ্চা শুনতে হবে, এই তো হলো ব্যাপার। 


    (আবার, ক্লারিফিকেশানের জন্য।) 

  • sm | 2402:3a80:a9f:d653:0:4a:e00d:***:*** | ০৫ মে ২০২১ ১০:৪৪105487
  • ডিসি,পিটি আপনাকে কখন কোথায় ছাগলের বাচ্চা বলেছেন? আপনি ধারাবাহিক ভাবে একতরফা পিটি কে গালি দিয়ে চলেছেন। কেন?? 

  • এলেবেলে | 202.142.***.*** | ০৫ মে ২০২১ ১১:০০105489
  • ও তার মানে আপনাদের এখন এমনি এমনি হজমি খাওয়ার পিরিয়ড চলছে। বেশ, ভালো। তবে টিফিন পিরিয়ডটা আবার অনন্তকাল থাকে না আর কি। ওই বড়জোর আধঘন্টা। আর আমি খেয়াল রাখব বাকি মার্কামারা সিপিএমদের ঠিক কতটা কাঠি করা হচ্ছে এখানে। নইলে আমারও টিফিন পিরিয়ড শুরু হবে। 


    কে যে কখন ছাগলের বাচ্চা বলল কে জানে।

  • dc | 122.178.***.*** | ০৫ মে ২০২১ ১১:০৩105490
  • sm, আগেই বলেছি, পিটিদা গাল দিলে গাল খাবে। এই হলো ব্যপার।  

  • PT | 203.***.*** | ০৫ মে ২০২১ ১১:২০105491
  • একদল ভোটারকে "চাড্ডি" বা "মাকু" বলে দাগানো গেলে আরেক দলকে কেন "ছাগল" বলা যাবেনা?

    "ছাগলের তিন নম্বর বাচ্চা" একটি অতি পরিচিত ও ভ্দ্র বাংলায় বহুল ব্যবহৃত expression। এটি খিস্তি নয়। কেউ সে কথা বললে, আমাকে বলতেই হয় যে তিনি বহুদিন বাংলা ভাষার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এবং "লুঙ্গি তুলে" কে কি বলেছে এখানে সেটাও দেখিয়ে দিলে ব্যাপারটা পরিষ্কার হত।

    কিন্তু কাউকে "অমুকের বাচ্চা" বলে ব্যক্তি অক্রমণ করেছি বলে মনে করতে পারিনা। কেউ দেখিয়ে দিলে ক্ষমা চেয়ে নেব কিংবা অগ্রিম চেয়ে রাখলাম।

    কোন যুক্তিহীন খিস্তিবাজ খিস্তির ক্রমাগত ব্যবহার করে নিজের পিঠ বাঁচানোর জন্য যা খুশী তাই বাহানা দিতেই পারে। তাতে কিছুই প্র্রমাণ হয়না।

  • dc | 122.178.***.*** | ০৫ মে ২০২১ ১১:৩৪105492
  • আরে পিটিদা এসব কোন বাহানা না, আর বাংলা ভাষার প্রয়োগের ব্যপারও না। আপনি ছাগলের বাচ্চা বললেন, তাই আপনাকে (...) বললাম। এর পর যদি আবার লুঙ্গি তুলে নাচতে চান তো আবার গাঁড় মারা খাবেন। এসব আজেবাজে কথা বলবেন না, তাহলে আমিও কিছু বলবো না। এক্কেবারে পাতি ব্যপার। 

  • DS | 2a0b:f4c2:2::***:*** | ০৫ মে ২০২১ ১১:৩৯105493
  • দেখুন dc, মাস্টারদের সম্মান দিন। জাতির ভবিষ্যৎ ওনাদের হাতে। যত ইচ্ছে ট্রোল করতে দিন।  অমুককে অমুক বলতে নেই শোনেননি? মনে রাখবেন *র বাচ্চা বলার চেয়ে বাচ্চা * বলা পলিটিকালি অনেক কারেক্ট।

  • dc | 122.178.***.*** | ০৫ মে ২০২১ ১১:৪৭105494
  • "মনে রাখবেন *র বাচ্চা বলার চেয়ে বাচ্চা * বলা"


    সে তো জানি, ছোটবেলায় আমরা ওরকম বলতাম :d


    আর তাছাড়া আমি যে সব সময়েই পিটিদাকে খিস্তি করছি তা তো না, পিটিদা বহুদিন ধরে ছাগলে বাচ্চা হ্যান ত্যান বলে চলেছে। অনেকদিন ধরেই লুঙ্গি তুলে নাচছিল, একবার ইচ্ছে হলো পোঁদ মারতে, তাই মারলাম। এমন না যে সব সময়েই মারবো। আর এরপর থেকে এসব ফালতু কথাগুলো বাদ দিয়ে পোস্ট করে তাহলে তো আরওই মারবো না। এই সব আর কি। আপাতত কাজ করি গে :-)

  • PT | 203.***.*** | ০৫ মে ২০২১ ১১:৫৬105495
  • আমাদের সন্তানেরা কি গুরু পড়ে? 


    তারা কি জানে যে তাদের পিতা-মাতারা কোন নিকে লেখে আর কি ভাষা প্রয়োগ করে?

  • Somnath Roy | ০৫ মে ২০২১ ১২:১৬105496
  • এখানে বেশিরভাগ লোকই সেফ এইজন্য যা তাদের সন্তানেরা বাংলা পড়তে পারে না।

  • PKC | 2a0b:f4c1:2::***:*** | ০৫ মে ২০২১ ১২:১৭105497
  • এই তন্ময় এবার একটু হ্যাজানো বন্ধ কর না, অনেক তো হল, ব্রেকিং ব্যাড দেখছিলি দ্যাখ না, পলিটিক্যাল ডিসকোর্স তোর জিনিস না, ভালো বুঝিসও না, এসব ছাড় না।

  • PT | 203.***.*** | ০৫ মে ২০২১ ১২:১৯105498
  • মোদিশার আরেকজন ভাবশিষ্য উদয় হলেন।

  • de | 14.139.***.*** | ০৫ মে ২০২১ ১৪:২১105502
  • পিটিদা, 


     দুঃখ পাবেন না - অনেক অনিয়ম, বেনিয়ম আমার ও চোখে পড়ে, তবে সবকিছু নিয়ে মন্তব্য করি না, করার সময় নেই।  এছাড়াও প ব র  রাজনীতি এখন বেশ ভালোমত ঘোলা জল, সেখানে মাছ ধরা দেখা এবং সেই উল্লাস কে এসক্যালেট করতে গেলে, সব কাজকম্মো শিকেয় উঠবে।


    আপনাকে আলাদা করে দাগিয়ে দেবার কোন অভিপ্রায় আমার ছিলো না। আমিও সিপিয়েম সাপোর্টার - আগেও লিখেছি।  আগে না বললেও, পার্টির খারাপ সময় এটা - এখন বুক ফুলিয়ে বলবো যে আমি বামপন্থী। কিন্তু তার মানে এই নয়, যে সিপিয়েমের কিছু ফেবুবীরের সব আচরণ আমি সাপোর্ট করি। পার্টি টা এই ফেবু, টুইটার থেকে বাইরে বেরিয়ে যদি একটু সাধারণ মানুষের কাছে যেত, তাহলে এইরকম এক্সপোনেনশিয়াল ডিকে র হাত থেকে বাঁচতো। 


    এটা সব রকমের দলের জন্য প্রযোজ্য - আমায় যারা ভোট দিলো না, তাদের কাছে পৌঁছতে না পারাটা আমার ব্যর্থতা। সেখানে যদি আমি বলি যে যারা আমায় ভোট দিলো না, তারা ছাগল বা বুদ্ধু বা দুষ্টুলোক বলে দিলো না, সেটা নেহাতই বোকামো হয়। এই করতে গিয়ে তো ঠগ বাছতে গাঁ উজার হতে চলেছে। সুতরাং পার্টির ভাবা উচিত - কিভাবে মানুষের আপন হওয়া যায়। 


    আর নিরপেক্ষ কেউ নয় - প্রত্যেকে বায়াসড - নিরপেক্ষ বলে কিছু হয় না -

  • de | 14.139.***.*** | ০৫ মে ২০২১ ১৪:২৫105503
  • ডিসিকে আর কোন কথাই বলবো না - কোন কারণে ওনার বক্তব্য সমস্ত শালীনতার গন্ডি অতিক্রম করে গেছে - অশালীনতার কোন জাস্টিফিকেশন হয় বলেই মনে করি না -


    জানিনা কেন - কঠিন সময়, প্রচুর ফ্রাসট্রেশন মানুষের -


    সবাই ভালো থাকুন -

  • Ranjan Roy | ০৫ মে ২০২১ ১৫:২০105507
  • ছাগলের তিন নম্বর বাচ্চার কথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন নিজেদের দল সিপিএমের সম্বন্ধে, আগের বারের  নির্বাচনে কংগ্রেসের হাত ধরার প্রসঙ্গে। বলা হয় যে   ছাগলের তিন নম্বর বাচ্চার কাজ তিড়়িিং তিড়িিং লাফানো, কিন্ত কপালে      আছে মায়ের দুধের ভাগ না পাওয়া । এটি গাল নয় ,   ইডিওমেটিক এক্সপ্রেশন। পিটি ওই কনটেক্স্টে ছাড়়া   অন্য কাউকে ছাগলের বাচ্চা      বলেন নি।  


    ডিসি কোথাও ভুল করেছেন।  ব্যক্তিগত ভাবে পিটিক জানি। কাউকে 'শালা" বলাও ,unlike me, ওনার স্বভাব নয়।

  • @বিজেপিটি | 43.25.***.*** | ০৫ মে ২০২১ ১৫:৫৩105509
  • পশ্চিমবঙ্গের ভোটারদের ছাগল পিটি বহুদিন ধরে বলে আসছেন,বামফ্রন্ট গদি হারানোর পর থেকেই। কাঠাল পাতা খাওয়ার কথাও এসেছে। ডাইরেক্ট খিস্তিই।  ছাগলের তৃতীয় বাচ্চা জনিত মানিক সরকারের এক্সপ্রেশনের ধারেকাছেও সেটা যায় না। মাঝে লোকজন নিশেধ করায় কিছুদিন ছাগল বলা বন্ধ করেছিলেন। আবার কদিন আগে থেকে ঘোষণা করেই বলতে শুরু করেছেন।  ব্যক্তিগত পরিচিতির কারণে গার্ড করে লাভ নেই সিপিএম সংক্রান্ত কোনো সুস্থ আলোচনাকেই হোয়াট্যাবাউটারিতে নিয়ে গিয়ে লোকেদের ইরিটেশনের চূড়ান্ত করাটাই ওর স্ট্র্যাটেজি। যে মিডিয়াতে লিখছেন সেখানের ইউজারদের মনে সিপিএম সংক্রান্ত বিরক্তি জিইয়ে রাখাটাই ওর টার্গেট অ্যাকটিভিটি। নির্দিষ্ট রাজনৈতিক আলোচনার টই থাকতেও ভাটিয়া৯তে একই জিনিস ক্রমাগত টেনে আনা ও চালিয়ে যাওয়াও এই স্ট্র্যাটেজিরই অংশ। অন্য যে কোনো আলোচনা চলার সময়েও হঠাত একটা লিংক পেস্ট করে মুলোদের গালি দেওয়ার ছলে আবার সেই হোয়াট্যাবাউটারি শুরু করে সেই আলোচনা কার্যত থামিয়ে আলোচনাকারীদের ইরিটেট করাটাও। গুরুতে সুস্থ রাজনৈতিক আলোচনা বন্ধ হওয়ার মূল কারণ এই পিটি।

  • I am agree | 2405:8100:8000:5ca1::518:***:*** | ০৫ মে ২০২১ ১৬:১০105512
  • I am agree | 2405:8100:8000:5ca1::518:***:*** | ০৫ মে ২০২১ ১৬:১০105513
  • I am agree | 2405:8100:8000:5ca1::518:***:*** | ০৫ মে ২০২১ ১৬:১০105514
  • I am agree | 2405:8100:8000:5ca1::518:***:*** | ০৫ মে ২০২১ ১৬:১০105515
  • dc | 122.178.***.*** | ০৫ মে ২০২১ ১৬:১৩105516
  • "কোন কারণে ওনার বক্তব্য সমস্ত শালীনতার গন্ডি অতিক্রম করে গেছে - অশালীনতার কোন জাস্টিফিকেশন হয় বলেই মনে করি না"


    দে দির ​​​​​​​সাথে ​​​​​​​একদম ​​​​​​​একমত। ​​​​​অশালীনতার ​​​​​​​কোন ​​​​​​​জাস্টিফিকেশানই হয়না। ​​​​​​​তবে ​​​​​​​আমি ​​​​​​​কোন ​​​​​​​জাস্টিফিকেশান ​​​​​​​দিইও ​​​​নি।


    হারামির সাথে হারামিগিরি করতে মনে হয় জাস্টিফিকেশান লাগে না :-)


    রঞ্জনদা, বললাম তো, পিটিদার একটু ঘোমটার তলায় খ্যামটা নাচার অভ্যেস আছে। এদিকে অন্যের পোঁদে লেগে বেড়াবে ওদিকে নিজে পোঁদ মারা খেলে গোলমুখ করে বলবে দেখেছো কি দুষ্টু, আমার পোঁদ মেরে দিলো অথচ একটু ভেসেলিন লাগানোরও সুযোগ দিলো না! আর খেয়াল করে দেখবেন, পিটিদা একটা স্লিপারি স্লোপে আছে। এদ্দিন ছাগোল বলতো, এখন ছাগোলের বাচ্চা বলা শুরু করেছে। হারামিগিরির করার এটাই মুশকিল। পিটিদা শুরু করেছিল স্রেফ হারামিগিরি দিয়ে, কিন্তু এখন আস্তে আস্তে একটা চুতিয়া হয়ে উঠছে। লুঙ্গি তুলতে তুলতে কখন গাঁড়ে বেরিয়ে গেছে খেয়াল করে নি। তবে আবারো বললাম, এইসব ছাগোলের তৃতীয় সন্তান মার্কা খ্যামটা নাচ বন্ধ করলেই খিস্তিও খাবে না। সিম্পুল ব্যপার :-)

  • PT | 203.***.*** | ০৫ মে ২০২১ ১৬:২৫105517
  • পিটি কি জানত পিটি এত ক্ষমতাশালী? নাকি পিটি সযত্নে পালিত গুজব ফ্যাক্টরিতে ক্রমাগত কামান দাগায় গুজবপ্রেমীদের আলোচনা চালানো মুস্কিল হয়ে দাঁড়ায়?
    পিটি নিজেও বিশ্বাস করেনা যে কোন ইস্যুতে কোন আলোচনা বন্ধ করার বিন্দুমাত্র ক্ষমতা তার আছে।

  • সিএস | 2401:4900:3146:3e85:a460:db31:c975:***:*** | ০৫ মে ২০২১ ১৬:৩৮105518
  • আমার তো মনে হচ্ছে ডিসিও ইডিওম্যাটিক এক্স্প্রেশনই ব্যবহার করছেন। গাল কেন হবে ? ভালগার শব্দ ব্যবহার করছেন বলে অপরিচিত লাগছে, এই আর কি !

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন