এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Koushik Chatterjee | ২৮ আগস্ট ২০২৫ ২২:৩৬733703
  • কিছু ছাপার ভুল হয়েছে।  BRICKS নয় BRICS হবে। 25% এ কমে যাবে ইত্যাদি। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী।
  • শ্রীকুমার | 2405:201:8005:51fb:49c:d562:879f:***:*** | ২৮ আগস্ট ২০২৫ ২২:৪০733704
  • চীনের ভূমিকা এখানে বেশ গোলমেলে। একদিকে পাকিস্তানের সাথে অর্থনৈতিক, আর geo-pol strategy বজায় রাখা, আবার ভারতও চীনের সাথে আবার সম্পর্ক তৈরী করতে চলেছে। আগামী দিনে চীনের ভূমিকা এই উপমহাদেশে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
  • কালনিমে | 103.244.***.*** | ২৮ আগস্ট ২০২৫ ২২:৪০733705
  • Trump and cabinet playing the big bad wolf thing- I'll huff and I'll puff..
    কিন্তু negotiation 101 মানলে মনে হয় ভারতের neogotiation table এ না যাওয়াই উচিত যতক্ষণ না additional tariff reversal হয়
  • Koushik Chatterjee | ২৮ আগস্ট ২০২৫ ২৩:৩৫733711
  • Negotiation table এ যাবে কি যাবে না সেটা প্রশ্ন নয় ! প্রশ্নটা হলো তারা আমেরিকার মতো শক্তিধর দেশের চাপ উপেক্ষা করার ক্ষমতা রাখেন কি না?? যাদের ceasefire announce হয় ট্রাম্পের tweet থেকে, তাদের উপর অর্থাৎ ভারতীয় বড় বড় সব শিল্পপতি ও তাদের রাজনৈতিক প্রতিনিধিদের উপর আমার অন্তত ভরসা নেই !!! 
    শ্রীকুমার, বর্তমান পরিস্থিতি খুবই অস্থির, ফলে এখনই কোনও চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।।
     
  • Debanjan | 2409:4060:2003:3625:50d1:c69a:340d:***:*** | ২৯ আগস্ট ২০২৫ ০৬:৪৮733716
  • @ koushik chatterjee ,                                      খুবই প্রাসঙ্গিক লেখা লিখেছেন l অনেক ধন্যবাদ l  তবে পশ্চিম বঙ্গের দিক থেকে দেখলে খুব বেশী ক্ষতি হবে বলে মনে হয়না l আমাদের তো কোনো সেভাবে এক্সপোর্ট শিল্পই নেই কাজেই আমাদের কিছু ক্ষতি সেভাবে হবেনা বলেই মনে করি l Gujarat Maharashtra Tamil Nadu Karnataka এসব রাজ্যগুলো থেকেই সবচেয়ে বেশী রপ্তানি হয়ে থাকে কাজেই ওখানেই সবচেয়ে কর্মহানী হবার আশংকা l পশ্চিম বঙ্গে যেহেতু সেরকম এক্সপোর্ট শিল্প নেই কাজেই আশঙ্কাও নেই l কি বলেন ?
  • Koushik Chatterjee | ২৯ আগস্ট ২০২৫ ০৬:৫৯733717
  • @ Debanjan
    আপনি ঠিকই বলেছেন। তবে পশ্চিমবঙ্গ এর মাছ রপ্তানিতে (চিংড়ি মাছ) একটা ধাক্কা লাগতে পারে। এছাড়াও রাজ্যের চা ও বিভিন্ন  হস্ত শিল্প (Floral item) এর রপ্তানি বাণিজ্য এ প্রভাব পড়তে পারে। 
  • JSL | 208.127.***.*** | ২৯ আগস্ট ২০২৫ ০৮:০২733719
  • রপ্তানিকারক রাজ্যগুলিতে বহিঃরাজ্যের শ্রমিকদের ব্যাপারটা মাথায় রেখে হিসেব করা ভালো।
  • সুকুমার মিত্র | 2409:4060:2e07:41c3::67ca:***:*** | ২৯ আগস্ট ২০২৫ ০৯:৫৬733721
  • বন্ধু যদি উন্মাদ হয় তবে যা হওয়ার তাই হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানে ভারতের এমন দুর্দশা অতীতে কখনো হয়নি। ইসরাইলকে নিয়ে ঘুরে দাঁড়াবেন আমাদের চাওয়ালা বাবু। আসলে একটা সময় জাতীয় বুর্জোয়াদের একটা সদর্থক ভূমিকা থাকতো। বিশ্বায়ন পরবর্তী যুগে কর্পোরেট পুঁজি জাতীয় বুর্জোয়াদের আগে শেষ করেছে। বামপন্থী রাজনীতিবিদদের দূরদর্শিতার অভাবের জন্য বারবার শত্রু চিনতে ভুল করার মাশুল দিতে হচ্ছে দেশের আপামর শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত মানুষকে। লেখাটি ভালো হয়েছে। লিখে যেতে হবে। যে যেটুকু পারি সেভাবে বার্তা তুলে ধরতে হবে। এটাই সময়ের দাবি কারণ গণমাধ্যম বা সংবাদ মাধ্যম যখন পেড মিডিয়া হয়ে গিয়েছে সেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দুর্দশা দেশের দুর্দশাকে আরো বাড়াচ্ছে আরো বাড়বে। নাগরিক সাংবাদিকতাই একমাত্র ভরসা বা আশার আলো।
  • Koushik Chatterjee | ২৯ আগস্ট ২০২৫ ১৫:৫৬733726
  • @ সুকুমার মিত্র 
    লেখাটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা প্রায় স্বতঃসিদ্ধ যে শীত যুদ্ধের পর দুনিয়া আবার মোটামুটি দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর জোট ও অন্য দিকে রাশিয়া - চীন এর নেতৃত্বে ইরান, উত্তর কোরিয়া, নাইজের, ইয়েমেন ও আরও কিছু ছোট ছোট দেশ। ভারত এই দুপক্ষের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে চলছিল। ছিল বলছি এই কারণে যে,দ্রুত পরিস্থিতি পাল্টাচ্ছে। এখন সামগ্রিক ভাবে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার সঙ্কটের ফলে এই দোদুল্যমান দেশ গুলিকে কোনও এক পক্ষে অবস্থান নিতে হবে। আপনি যে ভাবে বলেছেন ,ঠিক তাই , আমাদের দেশের শাসকরা স্বাধীন অবস্থা নেওয়ার জায়গায় নেই। আমাদের দেশের বড় বড় শিল্পপতিদের ক্ষমতা নেই,যে তারা কোনও পক্ষের উপর নির্ভর না করে এক স্বাধীন অর্থনেতিক বিকাশের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এদের কাজই হলো বিদেশ থেকে প্রযুক্তি আমদানি করে মুনাফা করা। যেমন ধরুন,আম্বানি রাশিয়া থেকে তেল এনে সংশোধিত করে ইউরোপে বিক্রি করে থাকে। ভিতরে ভিতরে ভারতের সঙ্গে আমেরিকার যে আলোচনা চলছে তাতে কৃষি ও ডেয়ারি ক্ষেত্র কে তাদের পুঁজি বিনিয়োগ করার জন্য উন্মুক্ত করে দিতে হবে তাই নিয়ে দরকষাকষি চলছে। ইতিমধ্যেই ভারত টেসলার উপর কর কমিয়ে দিয়েছে, F - 35 জেট বিমান কেনার চুক্তিও হয়ে যাবে। তবে যাই হোক না কেন আমাদের দেশের জনগণের অবস্থা আরও খারাপই হবে। এটা নিশ্চিত, এবার কোন রাজ্যে বেশি কোন রাজ্যে কম ,এর তুলনা করা আর আফ্রিকার মধ্যে ঘানা বেশি বড়লোক না চাদ, এরকম একটা ব্যাপার। 
  • dc | 2402:3a80:453:e81d:545a:6ac:4360:***:*** | ২৯ আগস্ট ২০২৫ ১৭:৫৭733729
  • ট্রাম্প এর টারিফ ভারতের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে, আমেরিকার অর্থনীতিতে কি প্রভাব ফেলবে, আর গ্লোবাল অর্থনীতিতে কি প্রভাব ফেলবে - এই তিনটেই সমান গুরুত্বপূর্ন। 
     
    প্রথমত, যেকোন রকম টারিফ বা যেকোন রকম ট্রেড ব্যারিয়ারই হলো রিগ্রেসিভ আর অ্যান্টি-গ্রোথ। যে দেশ টারিফ চাপায় আর যে দেশের ওপর চাপায়, দুদেশেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, দুদেশেরই পার ক্যাপিটা ইনকাম কমে যায়। কাজেই ভারতের ওপর ট্যারিফ চাপানোর ফলে যেমন ভারতীয় এক্সপোর্টারদের ট্রেড ভলিউম কমবে, সেরকম আমেরিকান কনসিউমারদেরও আগের থেকে বেশী দামে ঐ জিনিষগুলো কিনতে হবে (পুরো ট্যারিফ কস্ট ভারতীয় কোম্পানিগুলো অ্যাবসর্ব করতে পারবে না মনে হয়)। দুদেশেরই ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় কোম্পানিগুলোর দুটো অপশান, এক নন-ট্যারিফড দেশে জিনিষ নিয়ে গিয়ে সেখান থেকে আমেরিকায় এক্সপোর্ট করা আর দ্বিতীয়, অন্য দেশের বাজার খোঁজা। দুটোই সময়বহুল আর আনসার্টেন। 
     
    তবে কথা হলো, ট্রাম্প একেবারেই ইউনিক স্যাম্পেল। অন্য রিপাবলিকান বা কনসার্ভেটিভরা ফ্রি ট্রেডের পক্ষে, তারা কেউই ট্রেড ব্যারিয়ারে বিশ্বাস করে না। কাজেই ট্রাম্পের টার্ম শেষ হলে নতুন যে প্রেসিডেন্ট হবে, সে রিপাবলিকানই হোক বা ডেমোক্র‌্যাট, ট্যারিফ আবার আগের জায়গায় নিয়ে যাবে। ট্রাম্প নিজেই হয়তো তার আগেই কমিয়ে দেবে, বিশেষত মিড টার্মের পর। ট্যাকো!    
  • | ২৯ আগস্ট ২০২৫ ১৯:৩৬733730
  • ইয়েস ট্যাকো। 
    কিন্তু এই ট্যাকো ভেবে ভেবে বিশ্বগরু কোন অল্টারনেট খোঁজার চেষ্টাই করে নি। এ তো পাড়ার মুদি দোকান না যে ঘোষেরা বড়বাজার থেকে সস্তায় আনছে আনুক চিন্নাস্বামী আর খান্ডেলওয়াল কিনে পুষিয়ে দেবে।  
    বরং ব্যাটাচ্ছেলে গিয়ে BRICS এ ব্যগড়া দিয়েছিল। 
  • dc | 2402:e280:2141:1e8:2d3e:632b:e8a8:***:*** | ২৯ আগস্ট ২০২৫ ২২:২৬733735
  • ব্রিকস এর কথা অবশ্য টই এর লেখকও বলেছেন, তবে সেটা আসল কারন নাও হতে পারে। ব্রিকস এর ​​​​​​​পক্ষে ​​​​​​​ডি-ডলারাইজেশান ​​​​​​​করা ​​​​​​​সম্ভব ​​​​​​​না, ​​​​​​​চীনও ​​​​​​​সেটা ​​​​​​​চায় ​​​​​​​না। গ্লোবাল ফাইনান্সিয়াল ​​​​​​​সিস্টেমের ​​​​​​​বিরাট ​​​​​​​বড়ো ​​​​​​​পরিবর্তন ​​​​​​​না ​​​​​​​হলে ​​​​​​​কোন ​​​​​​​দেশ বা ​​​​​​​ট্রেডিং ​​​​​​​ব্লকের পক্ষে ডি-ডলারাইজেশান ​​​​​​​সম্ভব না। ​​​
     
    এন্ডিটিভিতে একটা খবর বেরিয়েছে, জেফ্রিস বলছে এই টারিফের কারন ট্রাম্প খচে গেছে যে ওকে ইন্ডিয়া-পাক যুদ্ধ থামানোর জন্য ক্রেডিট দেওয়া হচ্ছে না। আমারও মনে হয় এটা একটা বড়ো কারন হতে পারে। ট্রাম্প একটা নোবেল পাওয়ার জন্য মরিয়া, কিন্তু ওদিকে রাশিয়া-ইউক্রেনে কিছু করতে পারছে না কারন পুটিনকাকা ট্রাম্পকে পুতুলের মতো খেলাচ্ছে। ভেবেছিলো ইন্ডিয়া-পাক যুদ্ধ থামানোর জন্য ক্রেডিট নেবে, কিন্তু সেখানেও ইন্ডিয়া বারবার বাধ সাধছে। কাজেই টারিফ।  
  • sourav sinha | ৩০ আগস্ট ২০২৫ ০৯:১৮733753
  • আমেরিকা world এর biggest consumer.
    তাই অন্য দেশে এক্সপোর্ট করে সমাধান সম্ভব নয় ।
     
    তা ছারা যদি অন্য দেশে এক্সপোর্ট করে সেখান থেকে আমেরিকায় এক্সপোর্ট করা হয় তবে সে দেশ কে আমেরিকায় বিষ নজরে পড়তে হবে।
     
    যে রাজ্য থেকে এক্সপোর্ট বেশি হয় সেই রাজ্য নিশ্চয়ই বেশি affected কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি শ্রমিকদের যারা রোজগার হারাবে। আর এই শ্রমিকরা বেশির ভাগ বিহার, পশ্চিমবাংলা, orissa, উত্তর প্রদেশ ও অন্য অনেক রাজ্য থেকে আসে।
     
    কেন এই অবস্থা ? 
    আমার মতে এই মুহূর্তে আমরা diplomatically খুবই weak to deal with america।
    একমাত্র সমাধান আমেরিকার সঙ্গে diplomatically deal করা।  we have brilliant diplomats but presently they are not in right places, I assume.
     
  • dc | 2402:e280:2141:1e8:edd5:6ed0:c01d:***:*** | ৩০ আগস্ট ২০২৫ ১০:০৪733755
  • ট্যারিফ বাস্টিং যে হয়না তা নয়, চীন, রাশিয়া থেকে শুরু করে আপেল, স্যামসাং ইত্যাদি অনেকেই করে। তবে এও ঠিক যে ধরা পড়লে ফাইন দিতে হয়। 
     
    আর শুধু "এই মুহূর্তে" কেন? আমরা প্রায় সবসময়েই ডিপ্লোম্যাটিকালি উইক ছিলাম। গত দশ বছরে বিশ্বগুরু খুবসে নিজের ফানুস ফুলিয়েছিল, কিন্তু এখন তার প্রিয় বন্ধু সেই ফানুসে পিন ফুটিয়ে দিয়েছে laugh 
    তবে ওদিকে দেখুন আমেরিকার কোর্ট বলেছে ট্রাম্পের টারিফ বেআইনী। ট্রাম্প সেটা অ্যাপিল করবে নিশ্চয়ই, দেখা যাক সেদেশের সুপ্রিম কোর্ট কি বলে। মোটকথা একেবারেই ফ্লুইড সিচুয়েশান, আগামী এক মাসের মধ্যে অনেক কিছু পাল্টে যেতে পারে।  
  • | ৩০ আগস্ট ২০২৫ ১০:০৪733756
  • আমার কিন্তু মনে হয় ভারতের কৃষি আর ডেয়ারি ফিল্ডে যেভাবে ট্রাম্প আমেরিকা ফহুকতে চাইচগে সেটা ভারত দিতে পারছে না বলেই ট্রাম্পের এই তুর্কিনাচন।  ভারত তুলোচাষের ক্ষেত্রে আমেরিকাকে দেওয়া সুবিধে ডিসেম্বর অবধি বাড়ালো। পারলে খাদ্যশস্য আর ডেয়ারিতেও কাছা খুলেই দিত বিশ্বগরু। কিন্তু এখানে আবার সঙ্ঘের চাপ যে না দেওয়া যাবে না। ফলে এখন এই অবস্থা। 
    দেখা যাক। 
  • | ৩০ আগস্ট ২০২৫ ১০:০৫733757
  • * যেভাবে ট্রাম্প আমেরিকা ঢুকতে চাইছে।
  • dc | 2402:e280:2141:1e8:edd5:6ed0:c01d:***:*** | ৩০ আগস্ট ২০২৫ ১০:১০733758
  • দ দি, ভারতের কৃষি আর ডেয়ারি সেক্টরে আমেরিকা বহুকাল ধরে ঢুকতে চাইছে, শুধু ট্রাম্প না, তার আগে বাইডেন, ওবামা, সবাই এটা নিয়ে চাপ দিয়েছে। এটা একটা ফ্যাক্টর তো অবশ্যই। তবে এক্স্ট্রা ২৫% যেটা চাপানো হলো, সেটার পেছনে ট্রাম্পের নিজের কারন থাকতে পারে। 
     
    (তবে ট্রাম্পের লোকজন যেটা বলছে, ইন্ডিয়া তেল ইমপোর্ট করার ফলে আম্বানির বিরাট লাভ হচ্ছে, সেটাও একদম সত্যি কথা)
  • | ৩০ আগস্ট ২০২৫ ১১:১১733760
  • হ্যাঁ আম্বানির বিরাট লাভ হচ্ছে। আর এই রাশিয়ান ক্রুড  তেল কেনার সুফল আমরা মানে এন্ড ইউজাররা পাই নি একেবারেই।
  • sourav sinha | ৩০ আগস্ট ২০২৫ ১১:৩৮733761
  • ভারতের ডেয়ারি ও এগ্রিকালচার এ আমেরিকা অনেকদিন থেকেই বাণিজ্য করতে চেয়েছে কিন্তু diplomatically আটকানো হয়েছে। কিন্তু এখন যে কোন সরকারি position এ সাইকোফেন্ট ও তোষামতকারীদের অগ্রাধিকার। যেমন রঘুরাম রাজন এর মত অর্থনীতিবিদদের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপুর্ন পদ থেকে চলে যেতে হয় ও কোন একজন ইতিহাসের MA কে ঐ পদে বসিয়ে চারবার extension দেওয়া হয়।
  • sourav sinha | ৩০ আগস্ট ২০২৫ ১২:১০733762
  • আমাদের দেশে অনেক brilliant ডিপলোম্যাটস আছে। কিন্তু তারা কোন position পাচ্ছে না।
  • s | 2405:8100:8000:5ca1::26e:***:*** | ৩০ আগস্ট ২০২৫ ১২:৩৫733763
  • ট্রাম্প ভারতকে ডেড ইকোনমি বলামাত্র যারা ইয়েস স্যার বলে সেলাম ঠোকে, তারা পাওয়ারে থাকলে হয়ত হতো না। জেফরির রিপোর্ট বলছে "Tariffs are primarily the consequence of the American president's personal pique that he was not allowed to play a role in seeking to end the long-running acrimony between India and Pakistan," the report noted.
    India has repeated that it does not welcome interventions by other countries in conflicts with Pakistan. 
  • lcm | ৩০ আগস্ট ২০২৫ ১৩:৪৩733764
  • খেয়াল করলে দেখুন বলছে, ইন্ডিয়া থেকে লাইভ এনিম্যাল এক্সপোর্ট হয় ... ইয়ে ...  ...   
  • dc | 2402:e280:2141:1e8:3170:98bc:1555:***:*** | ৩০ আগস্ট ২০২৫ ১৪:৫২733770
  • এলসিএমদা কি বলছেন আমাদের বিশ্বগরুটিকে ওদেশে এক্সপোর্ট করে দিতে? cheeky
     
    এই রিপোর্টে প্রতি সেক্টরে কতোটা এফেক্ট হতে পারে সেটা লিখেছে। তবে এখানটা খেয়াল করার মতোঃ 
     
    Some sectors of India's export ecosystem have long relied on the US as their largest overseas market. While critical sectors like smartphones, pharmaceuticals, and energy have been spared, others — particularly gems and jewellery, textiles, auto parts, and seafood — are facing a significant blow.
     
     
    এলসিএমদার গ্রাফে দেখাচ্ছে মেডিসিন ৮ বিলিয়ন মতো, সেটায় এখনো অবধি ছাড় আছে। আর স্মার্টফোন আর ইলেকট্রনিক্স এক্সপোর্ট হয়েছিল ৭ বিলিয়ন ডলার, তাতেও ছাড় আছে। 
  • :|: | 2607:fb90:bd1a:8765:9191:91ae:7790:***:*** | ৩০ আগস্ট ২০২৫ ২৩:৪৯733779
  • আনফর্চুনেটলি আমাদের বিশ্বগরুটি এক্সপোর্ট কোয়ালিটির না। :(
  • হীরেন সিংহরায় | ৩১ আগস্ট ২০২৫ ১১:০০733785
  • একটু  দেশদ্রোহী মন্তব্য করার লোভ সামলানো গেল না । মার্জনা চেয়ে বলি বিদেশি গাড়ি আমদানি করার ওপর ভারতীয় টারিফ গড়ে ৭০% , আমেরিকায় আমদানি টারিফ ছিল ২.৫% ! অন্য আইটেমে যাচ্ছি না। ছবিটা একই। ইউরোপিয়ান কমন মার্কেট এই জডায়ে আছে বাধা ছাড়াতে যেত চাই মন্ত্রটি ধারন  করে সফল হয়েছিল  
    অন‍্য তিনটি সেবা মানুষ ও জনতার অবাধ গতি)।
     
  • Koushik Chatterjee | ০২ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৬733850
  • অনেকে লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। হীরেন সিংহ রায়ের মত বিশিষ্ট লেখক ও ব্যাংকার যে এই লেখা পড়েছেন ও মন্তব্য করেছেন তাতে আমি সন্মানিত বোধ করছি। কিন্তু শেষ অর্থে যে উদ্দেশ্যে এই লেখা তা যেন সফল হলো না! 
    যে সব মন্তব্য এসেছে তাকে যদি এক জায়গায় করি তাহলে নিম্নলিখিত বিষয়গুলো দাঁড়ায়:
    ১. মোদির আগে দেশে স্বর্গরাজ্য ছিল, ও সেখানে ভালো ভালো কূটনৈতিক ছিলেন।
    ২. ট্যারিফ খুব খারাপ জিনিস, ট্যারিফ না থাকলে খুব বিকাশ হয়।
    ৩. মোদীর ফ্যাসিবাদ হঠাও, আগের নিও - লিবারেল স্বর্ণযুগ ফিরিয়ে আনো।
    ৪. একটু এদিক ওদিক টিউনিং করে নিলেই অর্থনীতি ভালোই চলবে।
    ৫. ব্যক্তি ট্রাম্প, মোদী এরা খারাপ এদের সরালেই সব কিছুই ঠিকঠাক চলবে। যদিও পুতিন নাকি ভালো। এখন তো আবার গোমড়া মুখো সি জিং পিং ও ভালো।
     আমার এই লেখার উদ্দেশ্য ছিল যে, নিও - লিবারেল অর্থনীতির যুগ শেষ হতে চলেছে, আবার সেই শীত যুদ্ধের সময়ের আয়রন কার্টেন এর মতো অবস্থা আসতে চলেছে বা বলা ভালো যে এসে গিয়েছে। এই অর্থনৈতিক ও ভু - রাজনৈতিক প্রেক্ষিতেই শুধু ভারত নয় বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্প ট্যারিফ কে দেখা ও তার মূল্যায়ন করা। যাতে আমরা পুঁজিবাদের যে সংকটের কারণে আমাদের দেশের আপামর জনসাধারণ বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষের উপর যে আরেক দফা আক্রমণ হচ্ছে তার পিছনের প্রকৃত কারণকে উন্মোচিত করতে পারি। আমি গুরুর পাঠকবর্গের কাছে এই প্রেক্ষিতে আলোচনা মতামত ও মতান্তর আশা করেছিলাম।
  • SNL | 103.25.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭733853
  • মি:চ্যাটার্জী ঠিকই বলেছেন। ট্যারিফ সমস্যা নয়,বরং ট্যরিফ হল আমেরিকান পুঁজিবাদকে সমস্যা থেকে বের করে আনার জন্য অনেক হাতিয়ারের মধ্যে একটি। ট্যারিফ কমে গেলে বা আগে যখন ট্যারিফ ছিল না তখন যেন ভারতের জনগণের অবস্থাটা খুব দারুণ ছিল এমনটা মোটেই নয়। আগের নিও লিবারেল পুঁজিবাদ ভালো ছিল ,কিন্তু এখনকার সংঘাতমূলক পুঁজিবাদ খুব খারাপ এমনটা মোটেই নয়। এগুলির প্রত্যেকটাই আসলে বিশ্ব পুঁজিবাদ বিকাশের বিভিন্ন ধাপ যেগুলির বিশেষ বৈশিষ্ট্য আছে যা মনোযোগের সাথে বিশ্লেষণ দাবী করে। অবশ্যই বিশ্লেষণকে হতে হবে অর্থনৈতিক,রাজনৈতিক। সমস্যার কারণ ট্রাম্প,মোদী বা ডিপ্লোম্যাটদের মধ্যে খুঁজে লাভ নেই। এই সব ব্যক্তিরা প্রত্যেকেই অর্থনৈতিক বাস্তবতার বিভিন্ন স্বার্থের প্রতিনিধিত্ব করে। যেমন, 'মাই ফ্রেন্ড ডোলাল্ড ট্র্যাম্প' থেকে 'মাই ফ্রেন্ড জিনপিং" হয়ে যাওয়াটা কোন ব্যাক্তির ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। এই ঘটনাটা অর্থনৈতিক বিশ্লেষণের দাবী রাখে। সেজন্য প্রয়োজন বাস্তবতার একটা অর্থনৈতিক বিশ্লেষণ করা। এরকম বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারব যে কিছুদিন পর 'মাই ফ্রেন্ড' বদলে যাবে এবং এটাও বুঝতে পারব যে আসলে কেউই কারো মাই ফ্রেন্ড নয়। পুঁজিপতি ও তাদের রাজনৈতিক প্রতিনিধিরা কেউই কারো মাই ফ্রেন্ড নয় এবং তাদের কেউই জনগণের মাই ফ্রেন্ড নয়। মি:চ্যাটার্জী সেই রকম একটা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যেটা খুবই ভালো। আশা করি তিনি ভবিষ্যতে আরও বিস্তারিতভাবে এই কাজটা করবেন।
  • Koushik Chatterjee | ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৬733854
  • @ SNL এ রকম মন্তব্য করলে লেখার উৎসাহ পাওয়া যায়। হতে পারে আমার লেখার প্রেক্ষিত টি ভুল, সেটা নিয়ে ও বিতর্ক চলতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। সমস্ত মন্তব্যই স্বাগত।
  • dc | 2402:e280:2141:1e8:d157:aace:ba2a:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩০733856
  • ট্রাম্প, মোদি, পুটিন, শি - এরা যে খারাপ তাতে তো কোন সন্দেহ নেই। ট্রাম্প জেনোফোবিক, রেসিস্ট, সেক্সিস্ট, বাকি তিনজন গণহত্যাকারী, প্রত্যেকেই অটোক্রেটিক। তবে হ্যাঁ, ডিপ্লোমেসি বা ট্রেড এ কোন পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট মিত্র হয় না, স্ট্র‌্যাটেজিক ইন্টারেস্ট বদলায়। 
     
    আমার মনে হয় ট্রাম্পের ট্যারিফ ট্রাম্প যাওয়ার পর অবশ্যই রিভার্স হবে। অন্তত তিরিশ চল্লিশ বছর ধরে ইন্টারন্যাশনাল ট্রেডে ট্যারিফ আর অন্যান্য নন-ট্যারিফ ব্যারিয়ার কমেছে, তার ফলে পৃথিবীর বেশীর ভাগ দেশ উপকৃত হয়েছে, গ্লোবাল প্রসপারিটি বেড়েছে। ট্রাম্প গেলে প্রায় সব দেশই আবার ফ্রি ট্রেডের দিকে যাওয়ার চেষ্টা করবে। 
    " আমার এই লেখার উদ্দেশ্য ছিল যে, নিও - লিবারেল অর্থনীতির যুগ শেষ হতে চলেছে, আবার সেই শীত যুদ্ধের সময়ের আয়রন কার্টেন এর মতো অবস্থা আসতে চলেছে বা বলা ভালো যে এসে গিয়েছে" - আমার এটা মনে হয়না, কারন ট্রাম্প ছাড়া আর কেউই ট্যারিফ বা ট্রেড ব্যারিয়ার সাপোর্ট করে না। 
     
    আর এই পুঁজিবাদের সংকট ব্যাপারটা ঠিক বুঝি না। ছোটবেলার থেকে শুনে আসছি পুঁজিবাদ ভয়ানক সংকটে, এই গেল বুঝি। কিন্তু এখনও পুঁজিবাদ দেখছি বহাল তবিয়তে আছে, ফ্রি মার্কেটও নানা দেশে কাজ করছে। (অবশ্য আমি নিজেই ক্যাপিটালিজম এর সাপোর্টার, কাজেই এটা আমার বায়াস হতে পারে)।  
  • ac | 192.42.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:০০733858
  • কৌশিকবাবু আপনার মাকর্সবাদী তত্ত্বকথা পড়লুম। খুব একটা খারাপ হয়নি। তবে নীরস। এই জন্যই আপনাদের দ্বারা কিছু হয় না। যেসব দেশে বিপ্লব করেছিলেন সব খ্যায় করে বসে আছেন।  কড়া কথা বললুম বলে মাপ করবেন। অত তত্ত্ব না বলে আপনি তো গল্পচ্ছলে বলতে পারতেন। আাপনার আগের  একটা লেখায় আপনি মেয়েদের অবস্থা নিয়ে একটা গল্প লিখেছেন। আপনাকে একখান পরামর্শ দিতে চাই। নিও লিবারেল,আয়রন পর্দা ওসব নিয়ে অত কঠিন জিনিস বাদ দিয়ে একটা নাটক লেখেন। একটা চরিত্র রাখেন সেই বাচ্চাটা যে করোনার সময় তার মরা মায়ের পাশে বসে মাকে ডাকছিল। আর একটা চরিত্র রাখেন আমাদের আদানী বাবুকে যে করোনার সময় তার সম্পত্তি ৪৫ গুণ করেছিল। আদানীবাবু ঐ বাচ্চাটারে বোঝাবেন নিও লিবারেল প্রসপ্যারিটি কারে কয়। ঐ বাচ্চাটা নিশ্চয় এতদিনে বড় হয়ে গেছে। সে আদাানী বাবুরে বলবে যে সে তার ছোটবেলা থেকে দেখা পুঁজিবাদের সংকট কারে কয়। যদি লিখতে পারেন জমে যাবে। চেষ্টা করে  দেখেন।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন