
Shomita Banerjee লেখকের গ্রাহক হোন
সে | 193.192.***.*** | ০৯ আগস্ট ২০২১ ১২:৩৫496596খুবই প্রয়োজনীয় বিষয়। সেরিব্রাল পালসি এবং অটিজমের পার্থক্য নিয়েও লিখবেন আশা করি।
Shomita Banerjee | ০৯ আগস্ট ২০২১ ১২:৫১496597অনেক ধন্যবাদ৷ অবশ্যই লিখবো৷ দুটো সম্পূর্ন আলাদা দুটো সমস্যা৷
খুবই ভালো লাগলো। পরবর্তী লেখা গুলোতে আরো বিশদে জানতে পারবো আশা করি
b | 14.139.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২২:১১496611এরকম একটি ছেলেকে আমি চিনি । খুব ভালো ছবি আঁকে। তার বাবার সাথে একদিন ফোন করে কথা হচ্ছিলো। ছেলেটি তখন আমার সাথে কথা বলে, প্রায় বারো বছর পরে। সে শুধু আমার নাম মনে রেখেছে, তাই নয়, আমি কবে তাদের বাড়ি গেছিলাম, ২০০৮ সালের জানুয়ারী মাসে , কোন দিন, কি বার, সব গড়গড়িয়ে বলে দেয়। রেন ম্যান সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছিলো।
Shomita Banerjee | ০৯ আগস্ট ২০২১ ২৩:৫৩496613ঠিক, একদমই তাই৷ রেনম্যান আর ফরেষ্ট গাম্প —এই দুটি সিনেমাতেই মূল চরিত্র অটিজমে আক্রান্ত৷
আরেকটি বাচ্চার সম্পর্কে সম্প্রতি জেনেছি। দক্ষিণ কোলকাতার। উত্তেজিত হলে অঙ্ক কষতে বসে যায়। ওটাই ওর প্রাণের আরাম। পড়ে ক্লাস থ্রিতে, কষে ক্যালকুলাস। টিচার ওকে পারমিশন দিয়েছেন দরকার পড়লে অন্য সহপাঠীদের অঙ্ক শেখাতে।
প্রাথমিক ভাষা শেখার সমস্যা কাটিয়ে উঠে ইংরেজিতে বই লিখেছে বিশ্বরহস্যের উপর-- আওয়ার ওয়ার্ল্ড, পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। অ্যামাজনে শুধু কিন্ডল ভার্সনে পাওয়া যাচ্ছে। ছেলেটি সেটা নিয়ে নির্বিকার, পড়ে ক্লাস থ্রিতে।
Shomita Banerjee | ১০ আগস্ট ২০২১ ১৭:১৭496633হতেই পারে, ASD বা অটিজম তো স্পেকট্রাম ডিসঅর্ডার, সেখানে প্রচুর বৈচিত্র দেখা যায়৷ ভাল লাগলো আপনার কাছ থেকে এই ছেলেটির কথা শুনে৷