দেশপ্রেমের বন্যায় ভাসবে দেশ,আর মাত্র কয়েক ঘন্টা বাকী।
গলির মোড়ে, মাছ বাজারের পাশে,
দোতলা ক্লাবঘরে- সুভাষের লাল সবজে ছবি
গাঁদার মালায় ভরে উঠবে।
সোস্যাল মিডিয়া,ফেবুর দেওয়ালে, হোয়াটসঅ্যাপ এর ডি.পি থেকে স্ট্যাটাসে-
তখন জাতীয় পতাকা'র নানান বাহার,
কি ভারত ভক্তির কোটেশন,
দেশপ্রেম মাখা সিনেমার পোস্টার থেকে
ভারতমাতা---সকলের অবাধ বিচরন চলবে।
সহ্য করতে হবে, হাসি হাসি মুখে 'লাইকস' ও দিতে হবে কখনো বা-----
বেশি নয়-মাত্র আর দুটো দিন,
দেশপ্রীতি তার পর শীতঘুমে যাবে।
যত্রতত্র পড়ে থাকা পতাকা, তার কাঠি,
কাগজের বাহারী শেকল
আর দেশপ্রেমিকের ছবি নিয়ে কাড়াকাড়ি
চলবে শীত ভোরে কাগজ কুড়োতে আসা ময়লা,ছেঁড়া সোয়েটারে হিসাবের খাতায় বাদ পড়ে যাওয়া শৈশবের হাতে।
আবারো জাগবে এই দেশপ্রেম
১৪ই আগষ্টের রাতে।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।