অদিতি ফাল্গুনী গায়েন... বিশাল বড় লেখিকা তিনি হতেই পারেন, তা বলে আমাকে চোর বলে সকলের সামনে অপদস্থ করবেন, এত বড় স্পর্ধা তার?? আমার এক শুভাকাঙ্খী আমাকে মেসেঞ্জারে ভাগ্যিস জানালেন, তাই আমি আমার সৌভাগ্যের ঝলক দেখতে পেলাম। সত্যজিতের ভূতের নেত্য বলে একটি প্রবন্ধ লিখেছিলাম, বাংলা ট্রিবিউনের একটি প্রবন্ধ থেকে এ বিষয়ে অনেক তথ্য পেয়েছিলাম, তার, শিরোনাম তথ্যসূত্রে উল্লেখ করেছি, শুধু ওঁর নামটা দিইনি বলে আমি চোর হয়ে গেলাম?? আমি তো বাংলা ট্রিবিউনে বেরিয়েছে বলে লেখাটা পড়েছি, ওঁর নাম দেখে পড়িনি! আমি নাকি ওঁর টাইমলাইনে পড়েছি। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুটি মেসেঞ্জারে বললেন, তুমি ওমুকের প্রোফাইল দেখো.. সেই দেখে আমি জীবনে প্রথম বার ওঁর টাইমলাইনে গেলাম।
প্রবন্ধ তো দূরের কথা, সামান্য স্ট্যাটাস আপডেটে কোন তথ্য দিলেও তার তথ্যসূত্র যথোচিত যত্নসহকারে দিতে আমি ভুলি না..
ঠিক আছে। সংবাদ মাধ্যমের নাম, শিরোনাম দেওয়া সত্ত্বেও শুধু লেখকের নাম না দেওয়ার অপরাধে ফাঁসীর আসামী হয়ে গেলাম। মেনে নিলাম।
কিন্তু শূর্পনখা!
যে দু চারজন আমার লেখা পড়েন তারা জানেন, আমি বেশ কিছুদিন ধরে রামায়ণ - চর্চায় রত আছি৷ রামায়ণ নিয়ে লেখালিখি করছি। 'আমি শূর্পনখা' গল্পের কনসেপ্টটা আমার রাজশেখর বসুকৃত রামায়ণের অনুবাদ পড়তে পড়তে মাথায় আসে এবং অশোক বনে সীতাকে চেটীরা যখন তর্জন গর্জন করছে তখন 'শূর্পনখা' নাম্নী এক নারীর সাপেক্ষে তিনি ফুটনোট দিয়েছেন যে এই শূর্পনখা রাবণ - ভগিনী নন, ইনি কোন চেটীই হবেন।
তখন আমার মাথায় এই আইডিয়াটা আসে এই অন্য শূর্পনখাকে নিয়ে লিখলে কেমন হয়? তাছাড়া হনুমানের সীতার প্রতি ও চেটীদের প্রতি অর্থাৎ নারীদের সাপেক্ষে এই আচরণগত বৈষম্য আমাকে পীড়া দিয়েছিল, স্ট্রাইক করেছিল, সেইটা নিয়ে সম্পূর্ণ আমার মনোজ রক্ত মাংস দিয়ে চরিত্র ও গল্প তৈরি করেও আমাকে চোর সুনামের ভাগী হতে হল? কেন ম্যাডাম, আপনার শূর্পনখা কোন দুঃখে আমার হতে যাবে বলুন তো?
হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি নামীদামী লেখক নই, তাই আমার নামটা 'তামিমৌ ত্রমি ' একেবারে গোটা গোটা অক্ষরে লিখে গণ মাধ্যমে আমার গায়ে থুতু ছেটাতে পারলেন, কিন্তু এপার বাংলার যে নামীদামী লেখকরা আপনার লেখা চুরি করে ধন্য হয়েছেন, কই তাদের তো নাম নিলেন না!!
তাহলে আপনার মেরুতে দণ্ড, ঐ তামিমৌ ত্রমি অবধি তাইতো!
আর বলিহারি, আপনার মেরুতে শুধু দণ্ড নয়; দোর্দণ্ড... যে-ই বললাম, শূর্পনখা নিয়ে কিছু বলতে গেলে আমি কোর্ট অবধি যাব, অমনি আপনি আমাকে অসভ্য বলে ব্লক করে দিলেন। তা তো দেবেনই... নইলে নির্বিঘ্নে আমার মুণ্ডপাত করবেন কি করে ?
আমি আপনাকে লিখে দিচ্ছি এতদিন নামীদামী হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আজ এই মুহুর্ত থেকে জন্মাল, যদি অকালে অপঘাতে না মরি, তাহলে একদিন আপনার থেকে আমি অন্তত নামী এবং দামী দুটোই হয়ে দেখাব- এটা চোরের মায়ের বড় গলা নয়, এটা আমার সহজাত আত্মবিশ্বাস।
তামিমৌ ত্রমি
"একদিন আপনার থেকে আমি অন্তত নামী এবং দামী দুটোই হয়ে দেখাব- এটা চোরের মায়ের বড় গলা নয়, এটা আমার সহজাত আত্মবিশ্বাস। "
শাবাশ!
করে দেখিয়ে দিন। কাজ দিয়েই এসব হীনমন্যতার মুখে ঝামা ঘষে দিতে হয়।
আপনারা পাশে আছেন, এর চেয়ে বড় জোর আমার আর কিছু নেই। খবরটা পাওয়ার পর থেকে হাসব না কাঁদব বুঝতেই পারছি না, একটা মানুষের সাধনার কোন দাম নেই?
ঠিক আছে। ময়দানে আছি যখন। লড়ে তো যাবই...