
ন্যাড়া লেখকের গ্রাহক হোন
সম্বিৎ | ০৩ অক্টোবর ২০২০ ১২:২৮97992#
dc | 103.195.***.*** | ০৩ অক্টোবর ২০২০ ১৫:৪৩98001বাঃ ছোট্ট গল্প, পড়তেও ভালো। দেবুই নিজের ছেলে, মানে নিজেই নিজের জন্ম দিয়েছে, কাজেই টেম্পোরাল লুপটাও সম্পূর্ণ।
ন্যাড়াবাবু নিশ্চয়ই এথান হক এর প্রিডেস্টিনেশান দেখেছেন?
আর ইয়ে, একটা জায়গায় ফরোয়ার্ড স্ট্রিম আর ব্যাকওয়ার্ড স্ট্রিম অল্প একটু গুলিয়ে গেছে।
রঞ্জন | 182.69.***.*** | ০৩ অক্টোবর ২০২০ ১৫:৫১98002হোক হোক, সিঙিবাডিতে ভুতের মেসের আরও গল্প হোক।
abar likhte habe | 43.25.***.*** | ০৩ অক্টোবর ২০২০ ২৩:৪৩98014ভাল ই ছড়িয়েছে। সীনটা হবে
সিংগিগিন্নি খ্যানখ্যানে গলায় চেঁচিয়ে থামলেন, "হয়েছে ছেলে সরমার-দেবু । বাজা শাঁখ ওরে । "
বাড়ির ভেতর থেকে উল্টো দৌড়ে বেরিয়ে এল দেবু। রিকসো য় চেপে বসবে। ভাড়া দিচ্ছে। দেবু আর দীনবন্ধুবাবু ভেলকি কম্পিটিশানের গল্পে এমন মশগুল যে কিছু খেয়াল করেননি।
জীবিত দেবু আর ভূত দেবুর গা ঘষাঘষি হতে দেখলাম জীবিত দেবু চমকে উঠল। আর ভূত দেবু স্রেফ কপ্পুরের মতন উবে গেল।
হাতে টানা রিকসোটা গাড়িবারান্দার তলায় সদরের সামনে দাঁড়ানো ছিল । সেটায় চড়ে দেবু অলে গেল । রিকসোওলার ঠুনঠুন আওয়াজ টার রেশ কানে রয়ে গেল।
সম্বিৎ | ০৪ অক্টোবর ২০২০ ০৭:০৩98018এত ইঞ্জিনিয়ার, ফিজিসিস্টদের ভিড়ে এসব গপ্প প্রকাশ করতে যাওয়াই ঝকমারি। এসবই ঠিক সমালোচনা, তবে জানেন তো চাণক্য বলেছেন, "ক্লাইম্যাক্স বিল্ড করতে যদি একটু এদিক-ওদিক করতে হয়, করে ফেল।"
রঞ্জন | 182.69.***.*** | ০৪ অক্টোবর ২০২০ ০৮:৩০98023আমি বাবা বিজ্ঞানের ছাত্র নই। তাই জুলিয়াস সিজারে ঘড়ির আওয়াজ নিয়ে ভাবি না। রসসৃষ্টি হলেই খুশি।
ভুতের মেসবাডি , আরও হোক।
সুকি | 49.207.***.*** | ০৪ অক্টোবর ২০২০ ০৮:৫৬98027আরে ন্যাড়াদা আমরাও রয়েছি তো পড়ার জন্য - আমাদের জন্য তো প্রকাশ করা জরুরী!
রঞ্জন | 182.69.***.*** | ০৪ অক্টোবর ২০২০ ০৯:২৪98031হাত মেলান সুকি!
নানা জায়গায় ছড়ানো আছে। আবার লিখুন। | 103.76.***.*** | ০৪ অক্টোবর ২০২০ ১৯:৫০98057দেবু বেরোয় সুর্যের আলোটি ফোটার উপক্রম হলেই। সাবধানের মার নেই। শহরের গাড়িঘোড়া বন্ধ হতে হতেই চিলেকোঠায় এসে সুড়ুৎ করে নিজের কুলুঙ্গিতে ঢুকে পড়ে।
এরকম হবে।
আবার সিঙ্গিদের ছোটছেলে ভুতের ভয় পেয়ে বৌকে ধাক্কাই না দিলে পাঁচতলার উপর থেকে পরদিন তাকে পড়তে দেখা কীভাবে সম্ভব হল?
সম্বিৎ | ০৫ অক্টোবর ২০২০ ০৭:১৯98070আর আমি ভূতের গপ্পো লিখব না, মিষ্টি টাইপের কিশোর প্রেমের গপ্পো লিখব। "সান অফ রোমিও" নামে সে গপ্পো শিগগিরই বেরোবে।
অন আ সিরিয়াস নোট, সিংগি-বউ সম্বন্ধে কেসটা বহুল আলোচিত ইন টাইম ট্র্যাভেল। ব্যাক-টু-দা-ফিউচার ছবির প্রথম সিকুয়েল যদ্দুর মনে পড়ে এই প্রেমিসের ওপর অনেকখানি নির্ভর করেছিল।
রাজর্ষি রায়চৌধুরী | 80.194.***.*** | ০৫ অক্টোবর ২০২০ ১৩:৫৬98077বাঃ! পান্তভূতের জ্যান্ত ছানা?
dc | 103.195.***.*** | ০৫ অক্টোবর ২০২০ ১৯:০৪98082আরে আমার তো এই গল্পটা পড়তে ভালোই লাগলো। আর টাইম ট্রাভেলে একটু এদিক ওদিক হতেই পারে, ও কিছু না।
"আবার সিঙ্গিদের ছোটছেলে ভুতের ভয় পেয়ে বৌকে ধাক্কাই না দিলে পাঁচতলার উপর থেকে পরদিন তাকে পড়তে দেখা কীভাবে সম্ভব হল? "
এ তো হতেই পারে, সবচে সহজ সমাধান হলো টাইমলাইন স্প্লিট (ভুতের পিওভি থেকে টাইমলাইন মার্জ)।
ভুতের রাজ্যে কীযেএক্টাবস্থা! :ডি
শেষের টুইস্ট টা অসাধারণ!