এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  সমোস্কিতি

  • যদিদং মোচ্ছব তব

    যদুবাবু লেখকের গ্রাহক হোন
    সমোস্কিতি | ১২ জুলাই ২০২৪ | ২৫২৯ বার পঠিত | রেটিং ৪.৮ (৪ জন)
  • ছোটবেলায় পুজোর পরে ভাসানের নাচ বা বিশ্বকর্মা পুজোর পরে পাড়ার মোড়ে মাইক বসিয়ে ডিস্কো-নাচ যারা দেখেছেন বা নেচেছেন, তাদের জন্য সুখবর। আপনাদের প্রত্যেকের নৃত্যশৈলী গোটা আম্বানি পরিবারের থেকে বেশি। বেশি মানে বেশ অনেকটাই বেশি। ভিডিও-ক্লিপ যা দেখলাম সে কি আশ্চর্য গ্যালাখ্যালা, সে কি খিল্লি। একে তো হিন্দি সিনেমার একেবারে ওঁছাস্য ওঁছা কিছু গান বাজছে নেপথ্যে, আর তার সেইরকম-ই জবড়জং স্টেজ, ওর থেকে এই আমাদের সুরুচি সংঘ ফি বছর অনেক সুন্দর স্টেজ নামাচ্ছে হেসেখেলে। তারপর যা দেখা গেলো, সে মানে চোখে ব্লিচিং পাউডার দিয়ে ধুলেও ভোলা যাবে না, একপাল কচি আম্বানি কিলবিল করে দরজা খুলে বেরিয়ে এসে সে কেমন যেন “হাত ঘোরালে নাড়ু দেবো” ভঙ্গিমায় হাত পা ঘোরাতে লাগলেন। তারপর মঞ্চে এলেন নীতা-কাকিমা, সে যেন বটক্স আর টক্সিক কেমিক্যালের এক আশ্চর্য প্রতিমা, শেষে হেথায় দাঁড়ায়ে দু-হাত বাড়ায়ে স্টেজে প্রবেশ বড়ো আম্বানির। তার পর যা হ’ল, তাতে ক্লাস সেভেনের পিটি ক্লাসের কথা মনে পড়তে বাধ্য। শিক্ষক হয়তো অদূরে বা অলক্ষ্যে দাঁড়ায়ে ঘুর্ঘুরাসন দেখিয়ে দিয়েছেন আর এক পাল অপদার্থ ছাত্রছাত্রী সেই দেখেও কিছুই না বুঝে ‘যেমন খুশি নাচো’ পোজে স্ট্রেচিং এক্সারসাইজ় করে যাচ্ছেন। এই যদি এদের লক্ষ কোটি টাকা খরচ করা নাচ হয়, তাহলে আর কিচ্ছু বলার নেই। (আর, গোটা জিনিষটাই এমন-ই ‘ক্লাসলেস’, যে একে মার্ক্সিস্ট ইউটোপিয়া বললেও কিছু বাড়াবাড়ি হয় না।)
     


    কিন্তু এহ বাহ্য। নিজেদের নেচেই শান্তি নেই। একে একে যতেক সেলিব্রিটি সবাইকে ধরে এনেছেন ও আনছেন। দেশের খানদানি তারকারা সবাই নেচেগেয়ে ফাটিয়ে দিয়েছেন, তারপর বরকর্তার হয়ে পরিবেশন-ও করেছেন। সে দৃশ্য দেখেও আরাম। তবে, শুধু দেশী ভৃত্যে বা নৃত্যে চিত্ত তো ভরে না, তাই ইতোমধ্যে নেচে গ্যাছেন রিহানা। সেই রিহানা যিনি কৃষক আন্দোলন নিয়ে ট্যুইট করার পর ভারতীয় ক্রিকেটার ও অন্যান্য সেলিব্রিটিরা একযোগে ‘এই তুই কে রে ব্যাটা বহিরাগত?’ বলে মহা ঠোঁট ফুলিয়েছিলেন। সে অন্যায় নয়, নিজের পুচ্ছে প্যান্ট নেই, সে কথা বলার অধিকার লোকের কেন-ই বা থাকবে? তবে সেই টুইটকুমার ও কুমারীগণ আর রিহানা এক-ই মাচায় নেচেগেয়ে, এক-ই ক্যাটারারের মেনু সাঁটিয়ে দাদাঠাকুরের সেই অম্লান উক্তিটি আরেকবার মনে করিয়ে দিলেন, “দুনিয়াটা কার বশ? দুনিয়া টাকার বশ”। এইবারে আবার এনেছেন কানাডার বিখ্যাত কুমার, না অক্ষয় নন, জাস্টিন বিবার। বিবারের দক্ষিণা শুনলাম ১০ মিলিয়ন মার্কিন ডলার – প্রায় ৮৩.৫ কোটি টাকা। তাও কম-ই মনে হোলো, বেচারি গেঞ্জি আর জাঙ্গু পরে নাচলেন। পাশেই এল-এম-এল ভেস্পার সিটের মত একটা বেশ ক্যাটকেটে লাল চামড়ার দামড়া জ্যাকেট পরেই দাঁড়িয়ে ছিলেন অনন্ত, কিন্তু হায় শিল্পীর বেদনা কে আর বোঝে?
     


    তবে, না, পুষ্প আপনার জন্য ফোটে না, আর শারুক্ষান-ও স্টেজে ওঠে না। এই অলীক কুনাট্যরঙ্গের বাছাই-বাছাই ক্লিপস ঘন্টায় ঘন্টায় কভার করছে সব বড় বড় প্রেসের চ্যানেল, মায় পিটিআই। সোশ্যাল মিডিয়াও তদ্রূপ। সে যেন গোটা দেশের বাবার বিয়ে লেগেছে। সবাই অশ্রুথরোথরো আহা ঐ দ্যাখো সতী-লক্ষ্মী মা-ঠাকরুন রথে যেতে যেতে হাত নাড়ালেন। দ্যাখো সে যেন রূপকথা থেকে সাক্ষাৎ নেমে আসা এক পরিবার। এ দৃশ্যের কোথাও কোনো মালিন্য নেই। যেমন প্লাস্টিকের ফুলে থাকে না কোনো পোকা। আর কে না জানে সমাজ-মাধ্যমে একটু সুবাস না ছড়ালে আপনার আসলে অস্তিত্বই নেই? দেকার্ত আজ বেঁচে থাকলে নির্ঘাত বলতেন, ‘I post, therefore I exist!’
     


    আপনি ভাববেন, আমজনতার কি এইসব দেখে রাগ হয়? হিংসে হয়? ছিনিয়ে খেয়ে নিতে ইচ্ছে করে? নাঃ। হয় না। কিস্যু হয় না। যারা বলে হয় তারা আঁতেল না হয় হাপ্প্যান্ট। শুনুন, হিংসে হয় সমানে-সমানে, বা সামান্য একটু উপরের লোকের উপর, তাকে একটু টেনে নামালে তৃপ্তির ঢেঁকুর ওঠে। আম্বানি কি আদানি সেই সব সীমার বহু বহু উর্ধ্বে। এদের জন্য হিংসে তো দূরস্থান, মানুষের মনে যা থাকে তার নাম একপ্রকার ভালোবাসা-ই। অ্যাডাম স্মিথ একে বলেছিলেন, “পিকিউলিয়ার সিম্প্যাথি” – অদ্ভুত সমবেদনা। আম্বানি-আদানির উচ্চাশা ও লোভ –  কী করে যেন পরিণত হয়ে যায় আবাল জনতার উচ্চাশায়। আমাদের দেশ বিশ্বের ধনীতম হওয়ার ধারেকাছেও নেই তো কি আছে, আরে বাবা ধনীতম ব্যক্তিটি তো আমার-ই দেশের। তাই আমরা গৌরবে বহুবচ্চন। আর আহা, এই এতো বড়ো বড়ো বিষ বিলিওয়নেয়ার বড়োলোক, ওরাই যদি এমন বৎসরব্যাপী মোচ্ছব না করে তো করবেটা কে? ও পাড়ার পিন্টুদা? অবশ্য পাড়ার পিন্টুদার-ও বিয়েতে সামান্য ভূমিকা আছে। পিন্টুদা জানেন, ঠিক বিয়ের মরশুম দেখেই জিও-র রিচার্জ বেড়ে গেছে টুক করে, তার দেখাদেখি অন্য দুই নেটওয়ার্কেও। এদিকে মোবাইল না রাখলে গরিবতম মানুষটাও রেশন পাবে না, হাসপাতাল যেতে পারবে না, সরকারি কোনো সুবিধাই পাবে না, তার জীবন একেবারে দুম করে আটকে যাবে ডিজিট্যাল ইন্ডিয়ার বিচিত্র সব অ্যাপ-নামক মাকড়সার জালে। পিন্টুদা সব জানেন। তবে, সবাই মিলে নেত্য করে সরকারি বিএসএনএল-কে খাটে তুলে দেওয়ার সময় পিন্টুদাও হয়তো ভেবেছিলেন ও সরকারের সদিচ্ছার ব্যাপারে পাঁচজনের সাথে ঐকমত্য হয়েছিলেন, মনেপ্রাণে বিশ্বাস করেছিলেন, “বাসারকারি হালা পারিসাবা ভালা হাবা”। বাসারকারি তো হয়ে গেছে। ফোন গেছে, এবার ট্রেন। “হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ় ট্রাজেডি, সেকেণ্ড অ্যাজ় ফার্স”।
     
    যা হোক, এই বিনাকা নৃত্যগীতমালার থেকেও কিছু যেন বেশি অশ্লীল ঐ লক্ষকোটি টাকার ঘি পোড়ানো প্রদীপের ঠিক নিচেই যে জমাটবাধা অন্ধকার সেইটি। ওদিকে ২০২৪-এর প্রথম ছয় মাসে মহারাষ্ট্রেই আত্মহত্যা করেছেন ৫৫৭ জন কৃষক, যার মধ্যে শুধু অমরাবতী গ্রামেই ১৭০। সেই খবর চাপা পড়ে যায় এই মোচ্ছবের খবরে যে রাজধানী মুম্বাইতে তিনদিনের অলিখিত ছুটি ঘোষনা করা হয়েছে, এই মোচ্ছবের জন্য রাস্তাঘাট বন্ধ থাকবে বলে, তাও আবার ‘পাবলিক ইভেন্ট’ বলে, যাতে কি না পাবলিকের আদৌ প্রবেশাধিকার নেই! জনৈক মুম্বাইকার তাতে অবশ্য কাঁধ ঝাঁকিয়ে বলেছেন, 'এতে আশ্চয্যির কিছু নেই, ওটা সত্যিই ওর বাপের রাস্তা।' এ তো তাও বড়লোকের মাহফিল, কদিন আগেই তাড়ু খেলায় বিশ্বকাপ জিতেছে বলে এক এক জন ক্রিকেটার পেয়েছেন ১১ কোটি। সেই দেবতাদের দেখতেও ভিড় উপচে পড়েছিল মেরিন ড্রাইভে। এই রাজ্যের-ই সেই সব নিস্তেল অন্ধকার গ্রামের লোকের কাছে বিয়ের দাওয়াত বা খেলার খবর গেছে কি না এই প্রতিবেদকের জানা নেই।
     
     
    অন্ধকার শুধু মহারাষ্ট্রেই নয়। গোটা দেশেই। সম্প্রতি, “ক্যাপিটাল”-খ্যাত থমাস পিকেটি ও তার সহকর্মীরা একটি বিস্তৃত গবেষণা করে দেখিয়েছেন যে এই মূহুর্তে দেশের এই “বিলিওনেয়ার রাজের” অর্থনৈতিক অসাম্য আমাদের ঔপনিবেশিক জমানার ব্রিটিশ রাজের সময়ের চেয়েও বেশি। তথ্য বলছে, দেশের সবথেকে ধনী ১% মানুষের হাতে যত শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে আছে, তা এর চাইতে বেশি আগে কোনোদিন-ই হয়নি। এবং এই ক্রমবর্ধমান অসাম্যের দায় প্রায় সমস্ত শাসকের-ই। পিকেটিরা দেখাচ্ছেন, স্বাধীনতার পরে অল্পদিনের জন্য অসাম্য একটু কমতির দিকে গেলেও, ৮০-র দশক থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ২০০০-এর পর থেকে সে গ্রাফ লাগামছাড়া হতে হতে, ২০১৪-১৫ আর ২২-২৩-য় এসে একেবারে আকাশছোয়াঁ বেগে উপরের দিকে উঠে গেছে। এর উপায়-ও বাতলেছেন, ওরাই। সরল করে বললে, যাদের নেট ওয়েলথ (গড় সম্পত্তি) ১০ কোটির বেশি তাদের ২% বার্ষিক কর, আর যেসব এস্টেটের মূল্যায়ন ঐ ১০ কোটির বেশি তাদের ৩৩% বার্ষিক কর চাপালে তাতে গোটা দেশের জিডিপি এক লাফে বেড়ে যাবে প্রায় ২.৭%, আর সামান্য টাকা খোয়াবেন সামান্য ০.০৪% অতি-ধনী মানুষ, এই আম্বানিদের মতন কিছু লোক। আর সুফল কত সেও আন্দাজ পাওয়া শক্ত না, এক লপ্তে আমাদের দেশের শিক্ষাখাতে বরাদ্দ দুইগুণ হয়ে যাবে আগের। পরের প্রজন্মের অশিক্ষার অভিশাপ অনেকটা লাঘব হবে। যেখানে এই মূহুর্তে আমাদের শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির মাত্র ২.৯%, আর লক্ষ ৬%। কিন্তু, এইসব-ই চাপা পড়ে যাবে বিয়েবাড়ি ও ক্রিকেটের খবরে। আমার দেশের সুবিধাবঞ্চিত শিশুরা জিওর নেটওয়ার্কে এইসব চকচকে রাঙতায় মোড়া রিয়েলিটির ছবির দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা ভেবে নেবে, কারণ ঐসব দেবভোগ তাদের আর কোনোদিন-ই অধিগত হবে না।
     
     
    হ্যাঁ, জানি “ব্যক্তিগত সম্পত্তি”। আম্বানির টাকা আম্বানি ওড়াচ্ছে, তাতে কার বাপের কী? তাও, এক এক করে শুনুন, আউটলুক আর টাইমস অফ ইণ্ডিয়ার মতে ছোটো আম্বানির বিয়েতে খরচ হয়েছে প্রায় ৫০০০ কোটি। সেই টাকায় কী কী হতে পারতো আপনি আন্দাজ করতেই পারবেন, তাও বলি। একটা ১০০-শয্যার হাস্পাতাল বানাতে খরচ হয় ১০০ কোটি, অর্থাৎ বিয়ের টাকায় হতে পারতো ৫০টা হাসপাতাল। একটা পানীয় জলের প্ল্যান্ট বানাতে খরচ হয় গড়ে প্রায় ২৫ লাখ টাকা, এই বিয়ের খরচায় হতে পারতো ২০ হাজারটা ঐরকম জলের প্ল্যান্ট। একটি শিশুকে টিকা দিতে যদি খরচ হয় হাজার দেড়েক টাকা, তবে ৩ কোটির বেশি শিশুর টিকাকরণে খরচ উঠে আসতো এই একটা বিয়ের টাকায়। এসব পাটিগণিত করেও অবশ্য লাভ নেই, কারণ ঐ, কার বাপের কী?

    তবে, এই যে বিপুল বৈভবের উলঙ্গ প্রদর্শনী – এর মধ্যে কিছু বার্তা কিন্তু দিনের আলোর মত পরিষ্কার। এক, পুঁজিই ক্ষমতার উৎস, এ কথা আজও সত্যি আগের মতই, তবে আগেকার মত সেই ক্ষমতার রাশ যাদের হাতে তারা কেউ আড়াল থেকে কলকাঠি নাড়েন না, বরং প্রকাশ্যে জানিয়ে দেন যে রাজদণ্ড ও মানদণ্ড দুইই তাদের হাতে। দুই, বিয়ের প্রদর্শনী-ই আসলে আম্বানি সাম্রাজ্যের বায়োডেটা ও শোকেস, নিশ্চিত বার্তা যে তুমি যাই পরিষেবা চাও, এদের থেকে ভালো ডেলিভারি কে দেবে, অ্যাঁ? আর হ্যাঁ সুপ্ত একটু হিন্দি-হিন্দু-হিন্দুস্তান বার্তাও কি নেই? আলবাৎ আছে। না থাকলে ঐ জোড়া বাঁপায়ের নাচের নেপথ্যে বলিউডি নয়, কিছু গুজরাতি গান চলতো, আর আমাদের প্রিয় বিপ্লবী শারুক্ষান স্টেজে উঠে বলতেন না, “...and for very good measure, 'Jai Shri Ram'.”

    আর তিন? তিনটা আপনি অলরেডি ধরে ফেলেছেন। আম্বানি বুঝিয়ে দিয়েছেন সর্বময় প্রভু অর্থাৎ ‘বিগ বস’ উনি নিজেই। সে আপনি যত বড়োই নেতা হোন আর ডালপালা মেলুন, আম্বানি চাইলেই কুচ করে কেটে বনসাই টবে ফিট করে দেবে আপনাকে। সে আপনি যতই অযোনিসম্ভূত হোন আর সততার প্রতীক, সেই বিশাল পুঁজিদেবতার থানে দুটো ফুলবেলপাতা চড়াতে হবে আপনাকেও।

    তবে এও ঠিক যে এই হরেক মাল দুটাকার বাজারের এই সাংঘাতিক পারভার্স আনন্দ-ই যদি গণতান্ত্রিক না হয়, তাহলে আর হালার কিসের গণতন্ত্র?

    সূত্রঃ
    1. “India tycoon Ambani’s son sets off in grand wedding procession”, Zoya Mateen & Meryl Sebastian, BBC News. https://www.bbc.com/news/articles/cq5x22w0xl0o
    2. https://www.deccanherald.com/india/maharashtra/557-farmers-ended-lives-in-6-months-this-year-in-maharashtras-amravati-division-govt-report-3099922
    3. https://www.telegraphindia.com/india/before-anant-ambani-radhika-merchant-wedding-mumbai-traffic-cops-post-on-public-event-sparks-online-trolling/cid/2033046
    4. Justin Bieber performs at India's mega wedding,  Flora Drury, BBC News https://www.bbc.com/news/articles/cd1de8gzevpo
    5. https://www.hindustantimes.com/entertainment/music/justin-biebers-fans-fume-over-his-paycheck-for-indian-wedding-hosted-by-ambani-amid-opulence-criticism-101720674678173.html
    6. Income and Wealth Inequality in India, 1922-2023: The rise of the Billionaire Raj, Nitin Kumar Bharti, Lucas Chancel, Thomas Piketty, Anmol Somanchi https://shs.hal.science/halshs-04563836/document
    7. https://economictimes.indiatimes.com/news/india/india-should-impose-tax-on-ultra-wealthy-to-tackle-wealth-inequality-says-study/articleshow/110395141.cms?from=mdr
    8. https://indianexpress.com/article/trending/trending-in-india/anant-ambani-radhika-merchant-wedding-mumbai-traffic-police-restrictions-viral-9438170/
    9. https://www.hindustantimes.com/trending/mumbai-bkc-companies-ask-employees-to-work-from-home-wfh-due-to-anant-ambani-wedding-traffic-curbs-101720754145860.html


     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • সমোস্কিতি | ১২ জুলাই ২০২৪ | ২৫২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • যদুবাবু | ১৩ জুলাই ২০২৪ ১৭:৩১534618
  • দ-দি, হ্যাঁ একেবারেই। 
     
    হীরেনদা, নাচছে তো সবাই। এ এক মাস হিস্টিরিয়া। ক্যাপ্টেন হ্যাডক হলে বলতেন "বিলিয়নস অফ ব্লু ব্লিস্টারিং বুলবুলস"! 
  • aranya | 198.23.***.*** | ১৪ জুলাই ২০২৪ ০৪:২২534649
  • কৃষক আত্মহত্যার কথা আর মিডিয়াতেও গুরুত্ব পায় না। পিছনের পাতায়, ছোট করে , নেহাত বাধ্য হয়ে খবর ছাপা  
    খুবই জরুরী লেখা, যদুবাবু। সব পয়েন্টেই একমত। 
    অতি ধনীদের করের পরিমাণ কিছুটা বাড়ালে আর বাণিজ্যিক ঋণ মকুব না করলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক বাড়ানো যায়, কিন্তু তার জন্য সরকারের সদিচ্ছা প্রয়োজন
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7d5c:3454:5d3b:***:*** | ১৪ জুলাই ২০২৪ ০৫:২৪534650
  •  যেটাতে আমার নিজের একদমই ইন্টারেষ্ট থাকে না সেটা হল - "ওই টাকায় এই হত"। এটা খুবই স্লীপারি স্লোপ। যে যেমন ভাবে দেখবেন।
     
    আমার আপনার সাথে আম্বানীর একটা মৌলিক পার্থক্য আছে। আমি আপনি খাটি। সেই খাটনিতে যা উৎপন্ন হয় তার কিছুটা আমি আপনি পাই। আর বাকিটা আম্বানি পায়। আমি আপনি যা খরচ করি সেটা আমাদের খাটনীর ফসল। আম্বানী যা খরচ করে সেটা হাজার হাজার অন্য লোকের খাটনীর ফসল। খুব বড় ফারাক। আম্বানীর ও টাকায় কোন অধিকার নেই। সেটা দিয়ে আসলেই অন্য কিছু হওয়া ন্যায্য।
     
    সারপ্লাস ভ্যালুর তত্ত্ব খুবই পুরোনো। শ্রমিক ভুলে যায় বলে মালিকের কুৎসিত বিলাস সমর্থন করে।
  • ar | 71.174.***.*** | ১৪ জুলাই ২০২৪ ০৬:০৪534651
  • https://x.com/mumbaikhabar9/status/1811752189548744769
    Ambani family has not paid dues worth ₹ 4381 crores to Govt body MMRDA on whose land in BKC it is enjoying grand multi crore wedding. RTI activist Anil Galgali reveals.
  • NRO | 165.124.***.*** | ১৪ জুলাই ২০২৪ ০৬:১২534652
  • 'দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায় একেবারে পেতে চায় আম্বানির ধনে অধিকার '. Yeah, sure! Why not? আম্বানি তাঁর নিজের ছেলের বিয়েতে কত খরচ করবেন কাকে ডাকবেন কি মেনু রাখবেন  সে সবে ওনার ফ্যামিলির কোনো অধিকার নেই - সব ঠিক করবেন বাঙালি ব্লগারের খাপ পঞ্চায়েত। মেনু থেকে ভেনু আর  গেস্টলিস্ট থেকে গিফ্টলিস্ট সব ঠিক করবে মুখে রাজা উজির মারা  বঙ্গনন্দন আর বঙ্গনন্দিনী রা। রবি দাদু সত্যজিৎ জেঠু আর উইগ পরা বঙ্গদাদা ক্রিকেটার হিরোর  পর এনারা এখন আম্বানির ধন কে আপন করে নিয়েছেন দেখছি! 
     
    এনাদের পরের খাপ পঞ্চায়েত বসবে বোধ হয় ইলোন মাস্ক কে নিয়ে। আরো রসালো টার্গেট কিনা। 
  • যদুবাবু | ১৪ জুলাই ২০২৪ ০৬:১৫534653
  • অরণ্যদা - থ্যাংক ইউ। 
     
    পলিটিশিয়ান - আমরা যেমন ভাবি বিভিন্ন তত্ত্ব debunked হয়ে গেলে একেবারেই মানুষের মন থেকে উড়ে যায়। আসলে সেরকম কিছুই হয় না। লোকে যা বিশ্বাস করার করেই যাবে। সেইটা এক নম্বর কথা। 
     
    আর দুই হচ্ছে এই যে বেশিরভাগ মানুষের ক্লাস সলিডারিটি বলে কিছু নেই। আশ্চর্যের ব্যাপার যে ওই ধনকুবেরদের হয়তো তাও আছে, একে অপরেরটা দেখে, মাঝের একটা বিশাল অংশের নেই। কেরোসিন শিখা, মাটির প্রদীপ, চাঁদ ইত্যাদি। 
     
    আমি Adam Smith এর লেখা থেকে একটু টুকে রাখি এখানেও। 
     
    "When we consider the condition of the great, in those delusive colours in which the imagination is apt to paint it. it seems to be almost the abstract idea of a perfect and happy state. It is the very state which, in all our waking dreams and idle reveries, we had sketched out to ourselves as the final object of all our desires. We feel, therefore, a peculiar sympathy with the satisfaction of those who are in it. We favour all their inclinations, and forward all their wishes. What pity, we think, that any thing should spoil and corrupt so agreeable a situation! We could even wish them immortal; and it seems hard to us, that death should at last put an end to such perfect enjoyment."
     
    ...
     
    "Our obsequiousness to our superiors more frequently arises from our admiration for the advantages of their situation, than from any private expectations of benefit from their good-will. Their benefits can extend but to a few. but their fortunes interest almost every body."
     
    ...
     
    "That kings are the servants of the people, to be obeyed, resisted, deposed, or punished, as the public conveniency may require, is the doctrine of reason and philosophy; but it is not the doctrine of Nature. Nature would teach us to submit to them for their own sake, to tremble and bow down before their exalted station, to regard their smile as a reward sufficient to compensate any services, and to dread their displeasure, though no other evil were to follow from it, as the severest of all mortifications."
     
    ~ The Theory of Moral Sentiments by Adam Smith (1759)
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7d5c:3454:5d3b:***:*** | ১৪ জুলাই ২০২৪ ০৬:৫৬534655
  • যদুবাবু, স্মিথের কোটটা ভারী ভাল লাগল। সময় সুযোগ মত বইটা পড়ে ফেলব।
     
    ক্লাস সলিডারিটি নষ্ট করার সব চেষ্টাই শাসকেরা চালিয়ে যায়। একটা শত্রুপক্ষ খাড়া করায়, কখনো ইমিগ্র্যান্টরা, কখনো ভিনধর্মীরা, কখনো বা মধ্যবিত্ত যাদের ডিএ চাওয়ায় সাধারণের লক্ষ্মীর ভান্ডার বিপন্ন হতে পারে। এই শত্রুরা সবাই খেটে খাওয়া। বামেদের প্রধান ব্যর্থতা হল একজোট হয়ে এই চেষ্টার বিরুদ্ধে না দাঁড়ানো। আশা রাখি জীবৎকালে অন্যরকম দেখে যাব।
  • যদুবাবু | ১৪ জুলাই ২০২৪ ০৭:০৩534656
  • পলিটিশিয়ান, আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। :) 
  • সুদীপ্ত | ১৪ জুলাই ২০২৪ ০৭:৪৫534657
  • ভালো লাগলো লেখাটা! এত অশ্লীল জিনিস আজকের দিনে দাঁড়িয়ে দেখতে হচ্ছে, দিনের পর দিন, ভাবা যায় না! স্মিথের কথাগুলো একেবারে অব্যর্থ!  
  • dc | 2401:4900:7b79:556c:e007:6f:71b:***:*** | ১৪ জুলাই ২০২৪ ০৮:২০534659
  • অ্যাডাম স্মিথ! অসাধারন। স্মিথের দুখানা বইই সবার জন্য এসেনশিয়াল রিডিং হওয়া উচিত :-)
  • সুকি | 49.206.***.*** | ১৪ জুলাই ২০২৪ ০৯:৫৫534663
  • আমার করা কমেন্টের প্রসঙ্গে কিছু আলোচনা হল। তেমন কিছু বলার নেই উত্তরে। বেশি পড়াশুনা না করা মানুষ - নিজের লিমিটেশন বুঝতে পারলাম। ভবিষ্যতে ভেবে চিন্তে কমেন্ট করব।  
  • AK | 2405:8100:8000:5ca1::5b:***:*** | ১৪ জুলাই ২০২৪ ১৯:৫২534690
  • দেখুন সুকি, অ্যাঃ হাজার টাকা দামের এই ডিশ, এ তো আমরা ছোটো বেলায় দশ টাকা দিলেও খেতাম না - আজ এদেশের রেস্টুরেন্ট তো কাল ওদেশের - এগুলো আমি কত সফল, আমি কেমন জীবন যাপন করি তার একটু বিজ্ঞাপন নয় কি? সেটা গুরুতে অনেকেই নানা ভাবে করে থাকেন, সেটা ব্যক্তিগত স্বাধীনতা। তবে গুরুজনের এই সাফল্য সবসময় তাঁদের প্রতিভার পরিচায়ক নয়, অনেকসময়েই ঠিক সময়ে ঠিক সাবজেক্ট পড়া, ঠিক চাকুরিতে ঢোকার ফল। তবু, তাঁরা নিজের পয়সাতেই ফুটানি করেন। ওদিকে আম্বানির কতো কোটি টাকা ট্যাক্স মুকুব হল আর কতো টাকা পাওনা বাকি থাকল সেই হিসেব খতালে ওদের সম্পর্কে এটা বলা যায় না। কাজেই কেউ যদি গায়ের ঝাল মেটাতে গুরুর লোকদের খামোকা গাল দেন, সেটা ঠিক করেন না
  • dc | 2402:e280:2141:1e8:5802:9e89:ce8b:***:*** | ১৪ জুলাই ২০২৪ ২০:২৮534691
  • "গুরুজনের এই সাফল্য সবসময় তাঁদের প্রতিভার পরিচায়ক নয়, অনেকসময়েই ঠিক সময়ে ঠিক সাবজেক্ট পড়া, ঠিক চাকুরিতে ঢোকার ফল"
     
    একদম একমত। জীবনে "সাফল্য" বা "অসাফল্যের" পেছনে লাক বা চান্স ফ্যাক্টর এর বিরাট বড়ো ভূমিকা, পড়াশোনা ইত্যাদির ভূমিকা অনেক কম। যদিও "সাফল্য" একেক জনের কাছে একেক রকম। তাও, সাধারনভাবে আমরা যাকে "সাফল্য" ভাবি সেটা অনেকটাই আ সিরিজ অফ চান্স এনকাউন্টারের ওপর নির্ভরশীল। 
  • ? | 188.24.***.*** | ১৪ জুলাই ২০২৪ ২০:৩৫534692
  • এটা সিরিয়াসলি ডিসি না ট্রোল একাউন্ট? ওই যে ভদ্রলোক বিজ্ঞানটিগ্গান নিয়ে লেখেন? এই লেভেলের গাম্বাট কমেন্ট দেখে বিশ্বাস করা শক্ত। 
     
    অবশ্য নিজের সোশ্যাল প্রিভিলেজকে স্বীকার না করে নিয়তিবাদের শরন নেওয়াই তো দক্ষিনপন্থীদের ট্যাকটিক।
  • dc | 2402:e280:2141:1e8:5802:9e89:ce8b:***:*** | ১৪ জুলাই ২০২৪ ২০:৩৯534693
  • নানা এটাই আমি, চেন্নাই এর ডিসি। আমি অনেক সময়েই এই লেভেলের গাম্বাট কমেন্ট করে থাকি। পুরনো টইগুলো একটু ঘাঁটলেই পেয়ে যাবেন। আর বিগ্গানটিগ্গান নিয়ে যা লিখি সেসব স্রেফ বাহবা পাওয়ার জন্য, ওতে ভুলবেন না। 
  • NRO | 165.124.***.*** | ১৪ জুলাই ২০২৪ ২১:৪৭534702
  • দেখুন আম্বানি রা ওসব ট্যাক্স ফ্যাক্স দেয় না দেবে না | আপনাদের ডাক শুনে আসার পাত্র আম্বানি আদানি রা নয় তাই একলাই চলুন | বরং কাল সকাল থেকে 'আমার কাজ কি মা আম্বানির ধনে ' গাইতে গাইতে সুবে সাম কঠোর পরিশ্রম শুরু করুন। রোজ দু দশ মিলিয়ন কামান আর জমান | দেখবেন দু দশ বছরে আপনার মিড্ ডে মিল এ জাতির ভবিষ্যৎদের মেনু তে এমু র ডিম্ আর bottled Alpine spring water পরিবেশন করে গাঁট্টা গোট্টা বানাতে পারছেন | 
  • Sharmistha Chakraborty | ১৫ জুলাই ২০২৪ ১৫:১৬534726
  • মুড়মুড়ে লেখা। হেবি লেগেছে। 
  • Suvasri Roy | ১৬ জুলাই ২০২৪ ০৪:০৪534754
  • লেখাটা ভালো। আসলে জাঁকজমকের নিচে সব চাপা পড়ে যায়।
    কৃষক আত্মহত্যা সত্যিই যন্ত্রণাদায়ক তবে জনগণ সেটা ভুলে থাকতে চায়। লক্ষ্যণীয় বিষয়- কৃষক আত্মহত্যা হয়েই চলেছে। সে দিক থেকে জনতার দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য সরকার এবং মিডিয়াও শত কৌশল করেই চলেছে। 
  • পাতিবাবা | ***:*** | ১৬ জুলাই ২০২৪ ০৪:৪৭534755
  • এসব দেখনদারি, শোম্যানশিপ। আমাদের মধ্যে অনেকেই আছেন, বেসিক নেচার। অনেকেই ইনিয়ে বিনিয়ে সেই দশ হাজারের জুতো, দামি হোটেল আর দামি খাবারের গল্প লেখে, আর কেউ পাঁচ হাজার কোটির ছেলের বিয়ের ব্যবস্থা করে। বেসিক্যালি, ব্যাপারটার মধ্যে - আমাকে দেখো, আমার আছে, তোমার নেই, তুমি এসব জানো এবং পারলে শেখো। এদের মধ্যে আবার বিনয়ও আছে। দেখো আমি শুধু দামি হোটেলের গল্পই লিখি না, আমি গ্রামের কথাও লিখি, গল্পের মধ্যে গ্রামের রেফারেন্স টেনে দিই, ঠিক যেমন আম্বানি সাহেব ঢেলে ফ্রিতে কাঙালি ভোজনে লোক খাওয়ান। ভাইলোগ, শুধু আমার টাকাপয়সার জোর দেখো না, মানুষ হিসেবে আমি কত মহান তাও দেখো।

    কিন্তু এরা ছাড়াও লোকজন আছেন, যাদের দেখানোর অত চাপ নেই। সাধারণ মানুষের মধ্যেই আছেন, যাদের সোশ্যাল মিডিয়ায় দেখানোর বাহার নেই, এক হাজারের জুতো কিনে বাকি নহাজার ডোনেট করে দিচ্ছেন কোনো সেলফি না তুলে, এমনও আছেন বই কি। শিল্পপতিদের মধ্যেও আছেন, টাটা বা প্রেমজিদের পরিবারে একেবারে বিয়ে থা হচ্ছে না তা নয়, সব জায়গায় তো জাস্টিন বিবার দের এনে ভিড় বাড়াতে হচ্ছে না।
  • dc | 2402:e280:2141:1e8:347a:747c:f2e9:***:*** | ১৬ জুলাই ২০২৪ ০৯:০১534758
  • হ্যাঁ, টাটাদের মধ্যে বেশ কিছুটা সাটলটি, রিফাইনমেন্ট আছে, যদিও তাজ হোটেলগুলো ঠিক পাঁচ তারা বলা যায়না। আজিম প্রেমজির কথা জানিনা, উনি তো সেভাবে খবরে আসেন না।  
  • পলিটিশিয়ান | 23.24.***.*** | ১৬ জুলাই ২০২৪ ১১:০৬534760
  • ট্রোলদের সাথে এনগেজ করার তো প্রশ্নই ওঠে না। অন্য মন্তব্যেও যুক্তির বদলে পার্সোনাল প্রেজুডিস বেশী মনে হলে এনগেজ না করতেই চাই।
     
    কিন্তু একটা কথা অনেক ইতস্ততঃ করে বলছি। সুকিবাবুর লেখা পড়ে আমার কখনো মনে হয়নি উনি দেখাচ্ছেন। বরং ওনার গল্পগুলো এনজয়ই করেছি। সে নিমোর গল্পই হোক বা দেশ বিদেশের গল্প। এখনো ধাতু নিয়ে ওনার একটা লেখার শেষটা পড়ব বলে অপেক্ষায় আছি।
     
    এই লেখায় ওনার মন্তব্যটা আমার যুক্তিসঙ্গত মনে হয়নি। আমি আমার বক্তব্যটুকু বলেছি। কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে কিছু বলিনি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন