এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুশান্ত কর | 117.2.***.*** | ৩১ মে ২০২২ ০৯:৪৮508292
  • সুন্দর লিখেছেন। শ্রমিকদের বীরত্ব পূর্ণ সংগ্রামের কথাও আসুক। 
  • মৃত্যুঞ্জয় দাস | 117.237.***.*** | ৩১ মে ২০২২ ১৭:৩৫508319
  • পুরো বিষয় আড়াল করে রাখার দায় মূলত তিনটে ইউনিয়নের। কথাটি এখন বুঝতে কারও আর অসুবিধা হচ্ছে না। তারা যদি চুক্তিতে জি-হুজুর না বলে প্রশ্ন তুলতো অসম মজুরি শ্রমিক ইউনিয়নের মতো, তাহলে হয়তো আগে থেকে আওয়াজ উঠতো।
     এখন প্রশ্নগুলো উত্থাপন শুরু হয়েছে বাগানের, চা-শ্রমিক ও তাদের পরিবারকে পথে বসানোর পর। এর একটা কারণ অবশ্যই তিন ইউনিয়নের সঙ্গে কথিত মৌ। তারাই তা জনসমক্ষে আনতে দেয়নি। এরপর যখন সমালোচনা শুরু হয়, তখন নিজেকে মহান দর্শাতে বিশেষত সিপিএমের ইউনিয়ন মজুরি শ্রমিক ইইনিয়নকে গালিগালাজ শুরু করে। এমনকী, এটি স্বীকৃত নয় বলে সাংসদের সঙ্গে সুর মেলায়। মাওবাদী, উন্নয়ন-বিরোধী তকমা দেওয়া ছাড়াও মজুরি শ্রমিক ইউনিয়নের নেতাদের গ্রেফতার সবই চলতে থাকে।
    এই লেখায় যথার্থ প্রশ্নই তোলা হয়েছে যে, বরাকের অন্য দুটি জেলাতে বিমানবন্দর স্থাপনের কথা বিবেচনা করা হয়ে নি কেন ? সবকিছুই তো কাছাড় বা শিলচরকেন্দ্রিক। হাইলাকান্দি ও করিমগঞ্জের কি দোষ ? বিকাশের বিকেন্দ্রীকরণ যেখানে কাম্য, উন্নয়নের প্রাকশর্তও--- সেখানে এই একচোখা সিদ্ধান্ত অবশ্যই সন্দেহের উদ্রেক করে। এবং ডলু চা-বাগানের মতো একটা ফলনশীল ও লাভদায়ী বাগানের বিনাশসাধনে সৃষ্ট বিমানবন্দর কখনও এতগুলো শ্রমিকের জীবন-জীবিকা দিতে পারবে না।  গণহারে চা-গাছ ওপড়ানো, বড়বড় শিরিষ জাতীয় ছায়াবৃক্ষ বিনষ্ট করা বা সমূলে ছেদনের ফলে পরিবেশের ভারসাম্যের ওপর যে প্রভাব পড়বে, আকাশে হাজার বিমান উড়িয়েও তার ক্ষতিপূরণ সম্ভব হওয়ার নয়।
     তবুও বাগান-শ্রমিকদের শেষতক্ লড়াইর সাক্ষী হয়েছে দেশদুনিয়া। তাঁদের কান্না ও মিনতির পরেও সেই লড়াই মনে রাখবে বরাক। 
     এ সংক্রান্ত আরও লেখা এবং গবেষণালব্ধ কাজ চলুক। 
     
    ধন্যবাদ পার্থপ্রতিম মৈত্র। 
     
    অভিনন্দন গুরুচণ্ডা৯।
  • santosh banerjee | ০২ জুন ২০২২ ২১:১৮508410
  • মজার ব্যাপার হলো এই...... Congress, BJP, CPM ....এরা আপাত দৃষ্টিতে বিরোধী পার্টি হলেও ঐ....""এক জায়গায় আছে মোদের মিল""এই ধর্মে বিশ্বাসী। তাই না ? শ্রমিকদের দাবী দাওয়া বা তাদের সার্বিক উন্নতির প্রশ্নে এরা প্রচন্ড সরকারি চাটুকার। ভারতবর্ষের সমস্ত বড়ো মাপের আন্দোলনে এই ভূমিকা জ্বল জ্বল করছে। ভাবতে অবাক লাগে এরাই আবার বর্তমান ফ্যাসিসট  , বর্বর , কর্পোরেট পা চাটা সরকারের বিরুদ্ধে গলা ফাটায়.. এই দুমুখো নীতি র ইউনিয়ন গুলো সবচেয়ে বিষাক্ত। বিজেপি কে বুঝি, ওটাতো ল্যাঙটা করেছে দেশটাকে ঐ কয়েকটি কর্পোরেট বরাহ শাবকের হাতে তুলে দিয়ে। কিন্তু CPM? এদের পতাকা টাই লাল মাত্র। সংসদীয় বজ্জাতি তে এরা বিজেপি'র বাপ !! আর Congress? ৭০ বছর ধরে এরাই তো শ্রমিকদের ঠকিয়ে এসেছে!!  
  • অরূপ বৈশ্য | 2401:4900:3a6e:91ac:e97d:f69c:5dc1:***:*** | ০৪ জুন ২০২২ ২৩:৩৬508491
  • অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ডলুতে হাজার শ্রমিকের দৃপ্ত মিছিল করে এবং যথাযথ প্রক্রিয়ার বিশদ ব্যাখ্যা উল্লেখ করে 2 ফেব্রুয়ারী প্রথম স্মারকপত্র সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাব্যক্তিদের কাছে প্রদান করে। একটি রেজিস্ট্রিকৃত ইউনিয়ন ডলু বাগানের শ্রমিকদের ন্যায্য দাবি উত্থাপন করার পর, জেলা প্রশাসন কেন ইউনিয়নকে আলোচনায় সামিল করার কথা চুক্তি করার আগেই ভাবলেন না, সেটা রহস্যজনক। 
    অসম মজুরি শ্রমিক ইউনিয়নের 2 ফেব্রুয়ারীর স্মারকপত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল, স্মারকপত্রের বিষয়বস্তু চুক্তি স্বাক্ষরকারী তিনটি ইউনিয়নের নজরে এসেছিল, তারপরও তারা এই যথাযথ প্রক্রিয়ার উপর কেন গুরুত্ত্ব দিলেন না, সেটাও রহস্যজনক। ট্রেড ইউনিয়ন শ্রমিকের অধিকার সুনিশ্চিত করবে, কিন্তু একটি শিল্পের কোনধরনের পরিবর্তন হলে তার কীধরনের বিরূপ প্রভাব শ্রমিকের উপর পড়বে সেটা বোঝার বিশেষজ্ঞ ট্রেড ইউনিয়ন নাও হতে পারে, সেজন্যই সোশ্যাল অডিটের আইনি বিধান রয়েছে, তিনটি ইউনিয়ন এব্যাপার চক্রান্তমূলকভাবে চেপে গেল, এমনকি ইণ্ডাস্ট্রিয়্যাল ডিসপিউট অ্যাক্টের 9এ ও 9বি ধারার কথা তাদের স্মরণে আসল না। এটা ভাবতে কষ্ট হয় যে, তারা এনভায়রেনমেন্ট অডিটের আইনি বাধ্যবাধকতা সম্পর্কেও অজ্ঞ। 
     
    সবচাইতে রহস্যজনক ও বিস্ময়কর বিষয় হচ্ছে, গোপনীয়তার শর্ত লাগিয়ে একটি ট্রেড ইউনিয়ন কী করে একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে? সিটু তো একধাপ এগিয়ে গিয়ে শিলচরের সাংসদের সাথে সুর মিলিয়ে নির্লজ্জের মত অতি বাম, ভূ-মাফিয়া, শ্রমিকদের উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়া, দুষ্ট চক্র ইত্যাদি অভিধায় অসম মজুরি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে প্রচারে নেমে পড়ে। এবার ভূমাফিয়াদের যোগসাজসের অভিযোগের তীর তাদের দিকেই ছুটে যাচ্ছে, চালাকি ও শঠতার মাধ্যমে মালিকের সেবাদাস হওয়া যায়, শ্রমিকের স্বার্থকে প্রাধাণ্য দেওয়া যায় না।
  • পার্থপ্রতিম মৈত্র | 2409:4060:104:4eab:bde7:6a79:98a:***:*** | ০৫ জুন ২০২২ ১৬:২৫508517
  • অরূপ বৈশ্য, আপনারা এই আন্দোলনের সহযোগী শক্তি হিসেবে কাজ করছেন। দূর থেকে শ্রমিক আন্দোলনের দৈনন্দিন গতি প্রকৃতির সত্যনিষ্ঠ বিবরণ দেওয়া কঠিন। বিশেষতঃ প্রশাসন যখন স্বাধীন সংবাদ পরিবেশনের কণ্ঠরোধ করতে চায়। চুক্তিপত্রে গোপনীয়তার শর্ত থেকে শুরু করে ১৪৪ ধরা জারি করে ডলু তে প্রবেশ নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে এটি বারবার প্রমাণিত হচ্ছে। আপনারা শ্রমিকদের বর্তমান অবস্থান নিয়ে অবহিত করলে সকলে সত্য জানতে পারে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন