
হুম | 162.218.***.*** | ১৭ মে ২০২১ ১৬:০৮106145সিপিএমের আত্মসমালোচনা প্রয়োজন।
কীসের আত্মসমালোচনা? দলটি ভুগছে আত্মম্ভরিতায় ও চিন্তার দৈন্যে।
২০১১ থেকে ভোট প্রতিশত ৪০% থেকে কমে আজ ৫% এ দাঁড়িয়েছে। এই নিয়মিত ধ্বসের কোনদিন কোন সত্যিকারের আত্মসমালোচনা হয়েছে? ভুল লাইনের জন্যে কেউ কোন নৈতিক দায়িত্ব নিয়েছেন? শুধু 'তুমিও ভাল, আমিও ভাল' গোছের দায়সারা কথাবার্তা। প্রবুদ্ধ বাবুর প্রত্যেকটি লাইনের সঙ্গে একমত। পাঁচবছরে একবার জেগে উঠে ব্রিগ্রেডএ জনসভা করে আত্মতুষ্টিতে ভুগবেন এবং আশানুরূপ ফল না পেলে জনগনকে ছাগল বলবেন।
উন্নয়নের প্রশ্নে এঁরা ছাপাবইয়ের কৃষি থেকে উত্তরণকেই বোঝেন। এই মডেলের ফলে ইউরোপ আমেরিকায় কৃষকের হাল কী হয়েছে সেটা ভাবেন না। এঁদের চিন্তায় ভারতে জাতিভিত্তিক কৌমীচেতনার কোন গুরুত্ব নেই। মার্কসীয় শ্রেণী বিস্লেষণই যথেষ্ট। তাই পাঞ্জাব-হরিয়ানার কৃষক আন্দোলনের সম্রর্থনে এরা আছেন কিন্তু তার সঙ্গে বাংলার কৃষকের সমস্বার্থ দেখতে পান না। কৃষক সমস্যার ক্ষেত্রে এঁরা অনেক গাছ দেখেন কিন্তু অরণ্য নয়।
আর তন্ময়বাবু যেসব প্রশ্ন তুলেছেন সেগুলো তো ২০১৬ সালেও ভ্যালিড ছিল। তখন এগুলো নিয়ে দলের মধ্যে এবং সমর্থক জনতার সঙ্গে ডায়লগ জরুরি মনে হয়নি? কেন/ সেবার উনি জিতেছিলেন বলে?
Abhijit Roy | 14.14.***.*** | ২৯ মে ২০২১ ১২:৪১106565খুব ভালো লাগলো লেখা টি পড়ে।খুবই সুন্দর বিশ্লেষণ।