
বাণীব্রত বসু | 223.235.***.*** | ০৩ নভেম্বর ২০২০ ১৪:১৫99594অসাধারণ!!
অনবদ্য লেখনী। এই পরবের ব্যাপারে ঠিক জানা ছিলনা।লেখক একেবারে জীবন্ত করে দিলেন।
স্বাতী রায় | 117.194.***.*** | ০৩ নভেম্বর ২০২০ ২২:৫৮99601ভারি মায়াময় লেখা। মনে পড়ে গেল আমাদের ও ছোটবেলায় ভাই ছাতু ছিল। সকাল সকাল স্নান করে ছাতুর দলা তুলে দেওয়া ভাই এর হাতে। তারপর গোটা অনুষ্ঠানটাকেই একসময় উড়িয়ে দেওয়া হল কলকাতার আকাশে।
দীপঙ্কর দাশগুপ্ত | 2409:4060:303:7832::1cac:***:*** | ০৪ নভেম্বর ২০২০ ১৫:২৮99617কী অসামান্য লেখা। মুহূর্তে মনটা কোথায় যে চলে গেল! আমার ছোটবেলায় পরিবারে ভাইছাতুর রেওয়াজ ছিল। মুুুষ্টিবদ্ধ হাতের ওপর থেকে যবের ছাতু ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া। তারপরে ঘরে পাতা দই, সবরি কলা সহযোগে বাটিতে করে যবেের ছাতু মেখে খাওয়া চিনি আর লবন দিয়ে। অমৃত।
সিদ্ধার্থ মুখোপাধ্যায় | 117.99.***.*** | ০৪ নভেম্বর ২০২০ ১৬:০৭99619" ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে
শ্রান্তজনে হাতছানিতে ডাকত কাছে আদর করে সোহাগ ভরে
নীল শালুকে দোলন দিয়ে রঙ ফানুসে ভেসে।
ঘুমপরী সে ঘুম পাড়াত এসে কখন যাদু করে
ভোমরা যেত গুনগুনিয়ে ফোঁটা ফুলের পাশে
আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ।
সেখানে বারোমাসে তেরো পাবণ আষাঢ় শ্রাবণ কি বৈশাখে
গাঁয়ের বধুর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত
গোলা সবার ঘরে ঘরে... "
★
সময়ের অমৃতযাপন ।
প্রকাশ পাল | 2401:4900:1108:3310:bd6c:a5dc:bd7d:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ১১:৪৮99659আমাদের ছোটবেলায়ও এরকম ভাইছাতুর রেওয়াজ ছিল। মুুুষ্টিবদ্ধ হাতের ওপর থেকে যবের ছাতু ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া। তারপরে খাওয়া দাওয়া ।
মনে পড়াতে খুব ভালো লাগল ।
একটি হীরক খন্ড লেখা!!!
মহাশ্বেতা চক্রবর্তী | 157.4.***.*** | ১০ নভেম্বর ২০২০ ০১:৫০99831অসাধারণ। মুগ্ধ হয়ে দুইবার, তিনবার করে পড়লাম। কোনো অনুষ্ঠানে পড়বার অনুমতি প্লিজ??
Piu Mukherjee | 2409:4060:181:7c8b::1d92:***:*** | ১৩ নভেম্বর ২০২০ ১৩:০৩100117Amar দাদুর বাড়িতে আছে জটাধারী তলা ....
| 117.194.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ১৯:১৩100132বাকরুদ্ধ, অন্তর স্থির করে দেয়।
বিরাট ক্যানভাসে আঁকা একটা অপূর্ব ছবি। মন্ত্র যেখানে ব্যক্ত করে তাগোর ঘরে মান না পাবার আশংকা, আর ভাইয়ের মুঠো আরো শক্ত হয়ে, এঁটে বসে দিদির হাতে, সেইখানে এসে মন কেমনের পাহাড় ভেঙে পড়ে।
এই সব পালাপরবের মধ্যে লুকিয়ে থাকে জীবনের সুগন্ধ, জীবনের নিষ্ঠুর আঁচড় !
আরো লেখা হোক, এইরকম মরমি, এইরকম মায়াময় !
বিরাট ক্যানভাসে আঁকা একটা অপূর্ব ছবি। মন্ত্র যেখানে ব্যক্ত করে তাগোর ঘরে মান না পাবার আশংকা, আর ভাইয়ের মুঠো আরো শক্ত হয়ে, এঁটে বসে দিদির হাতে, সেইখানে এসে মন কেমনের পাহাড় ভেঙে পড়ে।
এই সব পালাপরবের মধ্যে লুকিয়ে থাকে জীবনের সুগন্ধ, জীবনের নিষ্ঠুর আঁচড় !
আরো লেখা হোক, এইরকম মরমি, এইরকম মায়াময় !
বিরাট ক্যানভাসে আঁকা একটা অপূর্ব ছবি। মন্ত্র যেখানে ব্যক্ত করে তাগোর ঘরে মান না পাবার আশংকা, আর ভাইয়ের মুঠো আরো শক্ত হয়ে, এঁটে বসে দিদির হাতে, সেইখানে এসে মন কেমনের পাহাড় ভেঙে পড়ে।
এই সব পালাপরবের মধ্যে লুকিয়ে থাকে জীবনের সুগন্ধ, জীবনের নিষ্ঠুর আঁচড় !
আরো লেখা হোক, এইরকম মরমি, এইরকম মায়াময় !
দীপক দাস | 103.3.***.*** | ২১ নভেম্বর ২০২০ ১৩:৫৪100526খুব সুন্দর। চলবিলে সহজ বাতাসে কাঁপন তোলা জলতরঙ্গের মতো গদ্য। সুন্দর স্বচ্ছ।
মনে হল, বাঙলাদেশে এখনই যাই।♥️♥️
santosh banerjee | ১২ নভেম্বর ২০২১ ১৮:২৩501059