হাথরস
কুশপুতুলে রেকর্ড করলেন শ্রী যোগী আদিত্যনাথ। "ভিন্ রাজ্যের এক মুখ্যমন্ত্রীর যত কুশপুতুল দু’দিন ধরে শহরের নানা প্রান্তে পুড়ল, সাম্প্রতিক কালে কারও ক্ষেত্রে তা ঘটেনি!" -- লিখেছে আনন্দবাজার ।
এর মধ্যে হাথরসে যাবার চেষ্টা করলে রাহুল গান্ধিকে ঘাড়ধাক্কা দেওয়া হয়েছে। তৃণমূলকেও নাকি মারধোর করা হয়েছে। প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, মমতা ঠাকুরদের সঙ্গে বাকবিতণ্ডা, ধস্তাধস্তি হয়েছে পুলিশের। ডেরেককে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার ছবিও ধরা পড়েছে।
বাম-কংগ্রেস-তৃণমূল-আপ তো প্রতিবাদ করেইছে। খবর হল শিবসেনাও নাকি প্রতিবাদে মুখর। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, কংগ্রেসের সঙ্গে ?বিস্তর মতপার্থক্য রয়েছে তাঁদের। কিন্তু রাহুল গাঁধীর মতো এক জন জাতীয় স্তরের নেতার সঙ্গে হাথরসে যে আচরণ করা হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। রাহুলের সঙ্গে এই আচরণে দেশের গণতন্ত্রই গণধর্ষণের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আনন্দবাজারের প্রতিবেদন ।
এর মধ্যে লকেট চট্টোপাধ্যায় বলেছেন এনকাউন্টার চই। 'দোষীদের রাস্তার মাঝখানে সবার সামনে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত।'
লকেট বলেছেন যখন, খুবই যুক্তিযুক্ত কথা। কিন্তু কাকে মারা হবে খুব পরিষ্কার নয়। প্রসঙ্গত যোগী প্রশাসনের ময়নাতদন্তের রিপোর্টের কোথাও ধর্ষণের উল্লেখ নেই। বলা হয়, মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার কারণেই তীব্র শ্বাকষ্টের সমস্যা তৈরি হয়েছিল। দু'টি পা এবং হাত অসাড় হয়ে যায়। জিভের একাংশে যে গভীর কামড়ের ক্ষত ছিল, তা-ও ময়নাতদন্তের রিপোর্টে আছে। নেই শুধু ধর্ষণের উল্লেখ। ( এইসময় )
করোনা
এসবের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের করোনা হয়েছে। নিজেই ট্যুইট করে ট্রাম্প লিখেছেন, 'আজ রাতে মেলানিয়া ও আমার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের কোয়ারানটিন ও চিকিত্সা শুরু করেছি। একসঙ্গেই এটা আমরা কাটিয়ে উঠব।'
দেশজোড়া গন্ডগোল, হাথরস নিয়ে বিক্ষোভের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প দম্পতির দ্রুত আরোগ্য কামনা করতে ভোলেননি । মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্বাস্থ্য কামনা করে ট্যুইট করেছেন তিনি। (এই সময়)