
স্মৃতি ভদ্র লেখকের গ্রাহক হোন“সকাল শুরু হতেই আমাদের পাড়ায় যুক্ত হতো 'খটাস খটাস' শব্দ। শব্দটি এতই মিশে থাকতো আমাদের জীবনযাপনে যে, কোনোকারণে কারখানা বন্ধ থাকলে এক অদ্ভুত শূন্যতাবোধ হতো।
বাইরবাড়ির বারান্দায় বসেই দেখতাম তাঁতিরা গামছায় বাঁধা খাবার হাতে নিয়ে কারখানায় ঢুকছে, কখনো শাড়ি বুনতে বুনতেই গলা ছেড়ে গান গাইছে, আবার কখনো দলবেঁধে গোলেনারা দাদীর উঠোনে বসে ভাত খাচ্ছে।”
এই কথায় এপারে আমার গ্রামের বাড়ি, সিরাজগঞ্জের কথা মনে পড়লো। সেখানেও ভোর থেকে ঘরে ঘরে তাঁত চালানোর ‘ঠাকাস-ঠক’ মধুর শব্দ ভেসে আসে। ছেলেমেয়ে, বৌ-মাসি, বুড়োবুড়ি সকলেই কাপড় বোনায় পটু। গ্রামের রাস্তার দুপাশে দিগন্ত জোড়া ধানক্ষেতের বেড়ায় শুকোতে দেওয়া হয় রং-বেরঙের বাহারি সুতো।
আর কে না জানে, সিরাজগঞ্জের শাহজাদপুরের গর্ব রবীন্দ্র কাছারিবাড়ি এবং জগৎ বিখ্যাত জামদানী!
লেখাটি এক কথায়-- ভীষণ মায়াময়। ব্রেভো
i | 59.102.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩২97180
kk | 97.9.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ২১:১০97182
সুকি | 49.207.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ০৮:২৮97194এই ধরণের লেখা আমার খুব ভালো লাগে - চলতে থাকুক এই লেখা।