
৬ ডিসেম্বর ১৯৯২, স্বাধীন ভারতের ইতিহাসে অন্ধকারতম দিন ছিল দীর্ঘদিন। সেদিন একদল বর্বর নেতার প্ররোচনায় এবং সক্রিয় অংশীদারিতে এবং আর-একদল মূঢ় নেতার নিজের কাজ করতে পারার ব্যর্থতায় কিছু মানুষকে উত্তেজিত করে ভারতীয় সংবিধানের ‘ধর্মনিরপেক্ষ’ পরিচয়টিকে কালিমালিপ্ত করা হয়েছিল। এরপরেও স্বাধীন ভারত অনেক অন্ধকারময় লজ্জার দিন দেখেছে, কিন্তু অভিঘাতে এবং গুরুত্বে এই নীচতাকে অতিক্রম করতে লেগে গেছে প্রায় ২৩ টি বছর—৯ নভেম্বর ২০১৯, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি (তৎকালীন) রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ রায় দিলেন, বিতর্কিত স্থানটিতে রামলালা বিরাজমান ট্রাস্ট-এর দাবিই মান্য হবে, পরিবর্তে সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র পাঁচ একর জমি মসজিদের জন্য দিতে হবে।
নন্দিতা চৌধুরী | 45.113.***.*** | ০৮ আগস্ট ২০২০ ০৮:৩১96036অত্যন্ত প্রাসঙ্গিক লেখা । খুব ভালো লাগলো । আরও পড়তে চাই ।
করোনা, অযোধ্যা, এসব নিয়ে বেশ চলছে। আমরা দিব্যি ভুলে গেছি যে এই সুযোগে বেচে দেওয়া হচ্ছে বনভূমি, আমাদের নিঃশ্বাসের অক্সিজেন। বেচে দেওয়া হচ্ছে পরিষেবা।
আরো একটা স্বাধীনতা দিবস এসে পড়ল। কর্পোরেটগুলি প্রস্তুত হচ্ছে উদযাপনের জন্য