এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  বিবিধ

  • করোনা ভাইরাস অ্যান্টিবডি টেস্ট কি কাজের? এটা করা কি সহজ?

    Dipen Bhattacharya লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ১৭ এপ্রিল ২০২০ | ৫৩৩৬ বার পঠিত
  • করোনা ভাইরাস শনাক্ত করার সরাসরি পদ্ধতি হল Reverse Transcription Polymerase Chain Reaction (RT-PCR) । এই পরীক্ষাটি ভাইরাসের জিনোম সিকোয়েন্সের কয়েকটি অংশকে চিহ্নিত করে সেটির উপস্থিতি নির্দিষ্ট করে। পদ্ধতিটি সহজ নয় এবং সেটিকে ব্যাপকহারে ব্যবহার করতে হলে দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাতে হবে। এর মধ্যে আর একটি বিকল্প পরীক্ষার কথা আমরা জানছি, সেটা হল অ্যান্টিবডি টেস্ট। এটা কি RT-PCR থেকে সহজ? প্রশ্ন হল এটা কি RT-PCRআর বিকল্প হতে পারে? অ্যান্টিবডি টেস্ট PCR টেস্টের বিকল্প নয়, বরং এক অর্থে এটি PCR টেস্টের সম্পূরক।

    প্রথমত আমাদের দেহের সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা বা অনাক্রম্যতন্ত্র (Immune System) বেশ জটিল, সেই জটিলতায় না গিয়ে বলি আক্রান্ত শরীরে সৃষ্ট প্রতিরক্ষিকা বা অ্যান্টিবডি (antibody) এই প্রতিরোধে একটা বড় ভূমিকা পালন করে। এই প্রতিরক্ষিকা বা অ্যান্টিবডির ভাল নাম হল ইমিউনোগ্লোবিউলিন (immunoglobulin), এটি এক ধরণের Y-আকারের (গুলতি আকারের) প্রোটিন যার উৎস হল B জাতীয় লিম্ফোসাইট কোষ (বাংলায় লসিকাকোষ)। B-কোষ কীভাবে এরকম প্রতিরক্ষিকা উৎপাদন করে (বড় জটিল প্রক্রিয়া!) সেসবের মধ্যে না গিয়ে বলি এই অ্যান্টিবডি - আক্রমণকারী ভাইরাস বা ব্যাক্টেরিয়ার একটা অংশ – যাকে অ্যান্টিজেন, antigen, বাংলায় প্রতিরক্ষা-উদ্দীপক বলা হয় – তার সঙ্গে যুক্ত হতে পারে। এই যে অ্যান্টিবডি-অ্যান্টিজেন যৌগ সেটি (১) হয় কোষের মধ্যে সরাসরি ঢোকার ক্ষমতা হারিয়ে ফেলে, (২) নয় রক্তের মধ্যে complement নামে একটি প্রোটিনের সঙ্গে বিক্রিয়ায় ধ্বংস হয়, অথবা (৩) Phagocyte নামে এক ধরণের কোষের খাদ্য হয়ে যায়। কিছু B-কোষ আবার স্মৃতি কোষে রূপান্তরিত হয় যারা কিনা আক্রমণকারী ভাইরাসের অ্যান্টিজেন মনে রাখে এবং বহু বছর পরে আবার সেই ভাইরাসের আক্রমণ হলে খুব দ্রুত কার্যকরী প্রতিরক্ষিকা বা অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়।

    পাঁচ ধরণের অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিনের কথা আমরা জানি ImG, ImA, ImM, ImE এবং ImD। করোনা ভাইরাস অ্যান্টিবডি টেস্ট শরীরে ভাইরাসের প্রতিষেধক হিসেবে IgM এবং IgG তৈরি হয়েছে কিনা সেটার খোঁজ করে। দেহের প্রতিরক্ষায় IgMটি প্রথমে সঞ্চারিত হয়, প্রতিরক্ষিকাদের মধ্যে এদের আকার হল সবচেয়ে বড় এবং সেই বড় আকার তাদের অ্যান্টিজেনদের সঙ্গে সহজে যুক্ত হতে সাহায্য করে। কিন্তু এগুলো শরীরে বেশীদিন থাকে না - পাঁচ থেকে ছ’দিন মত থাকে তারপর ধ্বংস হয়ে যায়। কাজেই এই টেস্টে যদি IgM শনাক্ত হয় তো তার মানে হল সংক্রমণটা খুব বেশী আগে শুরু হয় নি। অন্যদিকে IgG সংক্রমণের শেষদিকে অনেক বেশী থাকে।

    পাঁচ ধরণের অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন (tebu bio blog)

    অ্যান্টিজেন হল ভাইরাস বা ভাইরাসের একটি অংশ যা কিনা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে ।

    টেস্টে রোগীর রক্ত নিয়ে একটি কাগজের লম্বা টুকরোর ওপর ঢালা হয়। সেই কাগজে গবেষকদের ল্যাবে তৈরি ভাইরাসের দেহ থেকে নিয়ে কপি-করা অ্যান্টিজেনও থাকে, সেই অ্যান্টিজেনের সাথে থাকে সোনার ন্যানোকণিকাযুক্ত কলয়েড । যে দুটি অ্যান্টিজেনের কথা আমরা জানি সেটা হল করোনা ভাইরাসের আবরণে যে গজাল প্রোটিন (Spike S) তার একটি পরিবর্তিত রূপ ও সেই গজালের একটি অংশ যাকে বলা হয় receptor-binding domain (RBD)। তবে এক এক কিট এক ধরণের অ্যান্টিজেন ব্যবহার করতে পারে। আমাদের শরীরে যদি IgM তৈরি হয় তবে সেটি ওই অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। কৈশিক প্রক্রিয়া বা capillary actionএর মাধ্যমে এই অ্যান্টিবডি-অ্যান্টিজেন যৌগ কাগজের মধ্যে দিয়ে এগোবে যতক্ষণ না সেটি একটি ফিতার মত রেখার সাক্ষাৎ না পায় যেটি এমন একটি যৌগ দিয়ে তৈরি যা কিনা IgMকে আটকে দিতে পারে। একে বলে অ্যান্টি-অ্যান্টিবডি। সমস্ত IgM-অ্যান্টিজেন এখানে আটকা পড়লে তাদের সঙ্গে যুক্ত কলয়েড-জাতীয় সোনা একটা লাল রঙ ধারণ করবে। কাজেই রুগীর রক্তে যদি IgM থাকে তাহলে একটা M যেখানে লেখা আছে সেই ফিতাটি লাল রঙ ধারণ করবে।

    টেস্ট কাগজে অ্যান্টিবডি, অ্যান্টিজেন ও অ্যান্টি-অ্যান্টিবডির অবস্থান (cliniscience)

    একইভাবে যেখানে IgG অ্যান্টিবডি-অ্যান্টিজেন যৌগ যেয়ে আটকাবে সেই রাখাটিতে যেখানে আছে IgGর সঙ্গে যুক্ত হতে পারে এমন একটি অ্যান্টি-অ্যান্টিবডি। রক্তে IgG থাকলে G ফিতাটি লাল হয়ে যাবে। এরপরে আছে একটি নিয়ন্ত্রণ (control) রেখা যেখানে রাখা অ্যান্টি-অ্যান্টিবডি SARS2এর IgM ও IgG থাকুক বা না থাকুক লাল রঙ ধারণ করবে যদি পরীক্ষা সফল হয়। C রেখাটি লাল না হলে পরীক্ষাটির পুনরাবৃত্তি করতে হবে।

    টেস্ট সফল হল চার ধরনের ফলাফল হতে পারে (cliniscience)

    ফলাফল
    নিচের গ্রাফটা দেখে আমরা ওপরের ফলাফলের কী মানে হতে পারে সেটা কিছুটা অনুমান করতে পারি। যদি পজিটিভ IgM হয় তো মনে করা যেতে পারে রোগী এই মুহূর্তে আক্রান্ত আছেন, যদি শুধু IgG হয় তাহলে হতে পারে সে আক্রান্ত হয়ে সেরে উঠছে এবং হতে পারে যে, ভবিষ্যতে আর তার সংক্রমণ হবে না। যদি দুটোই পজিটিভ থাকে তবে মনে করা যেতে পারে যে সংক্রমণের শেষের দিকে আছে রুগী। আর যদি কোনোটাই না দেখায় তবে রুগী আক্রান্ত নয়। দুঃখের বিষয় এই শেষের বক্তব্যটা যে সবসময় ঠিক তা নয়। এমন হতে পারে এই পরীক্ষায় যে অ্যান্টিজেন ব্যবহার করা হয়েছে সেটি রুগীর অ্যান্টিবডি চিনতে পারছে না। অবার এমনও হতে পারে যে, রুগী সংক্রমিত হয়েছে, কিন্তু যথেষ্ট সময় যায় নি অ্যান্টিবডি তৈরি করার।

    সংক্রমণের শুরু থেকে IgM ও IgGর পরিমাণ (cliniscience)

    প্রতিরক্ষিকা (অ্যান্টিবডি) পরীক্ষা শরীরে কিছু বিশেষ প্রতিরক্ষিকা আছে কিনা সেটা শনাক্ত করে, এটা বলে না যে, সেই প্রতিরক্ষিকাগুলো ভাল কাজ করছে কিনা, অর্থাৎ অসুখ সারিয়ে দেবার মত তাদের জোর আছে কিনা। আগেই বলেছি এই টেস্ট সংক্রমণের প্রথম কয়েক দিন হয়তো নেগাটিভ (ঋণাত্মক) ফল দেখাবে কারণ শরীরে তখনো যথেষ্ট অ্যান্টিবডি সঞ্চারিত হয় নি। অন্যদিকে কিছু গবেষণা বলছে যে, অসুখের চিহ্ন ফুটে ওঠার আগে একজন সংক্রমিত মানুষের অন্যকে সংক্রমণ করার ক্ষমতা সবচেয়ে বেশী হয়। এজন্য এই টেস্টটি যারা ইতিমধ্যে সংক্রমিত তাদের জন্য ভাল কাজ করবে, কিন্তু যারা সংক্রমিত, কিন্তু যাদের মধ্যে অসুখের চিহ্ন বর্তমান নয় তাদের জন্য তেমন কাজ করবে না। সেক্ষেত্রে চিরায়ত PCR টেস্টই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। চীন থেকে যে লক্ষ লক্ষ অ্যান্টিবডি টেস্ট কিট যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল সেগুলো ভালভাবে যারা সংক্রমিত শুধু তাদের ওপরই কাজ করে, যুক্তরাজ্যে ব্যাপারটা আগে বুঝতে পারে নি। এর আগে চীন থেকে RT-PCRএর জন্য যে কিটগুলো ইউরোপে পাঠানো হয়েছে সেগুলোও ভালভাবে কাজ করে নি। তার জন্য অবশ্য চীন বলেছে স্থানীয়ভাবে যারা পরীক্ষা করছে তারা প্রটোকল অনুযায়ী কাজ করছে না।

    অন্যদিকে এই টেস্টটি করা খুব সহজ, আঙুলের ডগা থেকে কয়েক ফোঁটা রক্ত নিলেই হবে। এতে বেশী সময় লাগে না, পরীক্ষাটি ১৫ মিনিটের মধ্যে করা যায়। বিভিন্ন দেশে এই টেস্টটি ব্যবহার করার কথা হচ্ছে সংক্রমণমুক্ত মানুষের সন্ধানের জন্য, সেই মানুষেরা বাড়ি থেকে বের হতে পারবেন। এটা বিশেষত স্বাস্থ্যকর্মীদের জন্য খুব কার্যকরী হবে। কিন্তু টেস্ট কিটটি বানানো অত সহজ নয়। যুক্তরাষ্টের FDA অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিয়েছে। মনে হয় গণস্বাস্থ্য হাসপাতালের বিশেষজ্ঞরা dot-blot পদ্ধতিতে অ্যান্টিবডি শনাক্তকরণেরই একটি উপায় উদ্ভাবন করেছেন। দেখা যাক কী হয় ।

    অ্যান্টিবডি টেস্ট সহজ, আবার সহজ নয় (The Guardian)

    এছাড়া অন্য সমস্যা হল কিট কাজ করলেও এই টেস্টে false positive ও false negative ফলাফল আসার সম্ভাবনা রয়ে গেছে। জনসংখ্যার অল্প পরিমাণ মানুষ (ধরা যাক শতকরা 4.5%) যদি আক্রান্ত হয় তবে পজিটিভ ফলাফল এলে আসলেই পজিটিভ হবার সম্ভাবনা 50%। অন্যদিকে 30% মানুষ আক্রান্ত হলে পজিটিভ ফলাফল এলে 90% ক্ষেত্রে সেটা সত্যি হবে। এছাড়া ভাবা হচ্ছিল যাদের একবার সংক্রমণ হয়ে গেছে তাদের রক্তে যথেষ্ট অ্যান্টিবডি থাকবে যা কিনা সংক্রমিত রুগীর শরীরে দিলে সে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। চীনের একটি গবেষণায় দেখা গেছে যে পরিমাণ অ্যান্টিবডি সংক্রমণমুক্ত মানুষের মধ্যে আশা করা গিয়েছিল তা নেই। হয়তো অন্য ধরণের অনাক্রম্যতা (immunity) তাদের মধ্যে কাজ করেছে যেটা আমরা এখনও বুঝতে পারছি না।

    তবুও বাংলাদেশে বা ভারতের মত দেশ জন্য এই পরীক্ষাটি কাজের। কারণ এর জন্য কোনো বিশেষ ল্যাব তৈরি করতে হবে না। প্রশিক্ষণও হবে সংক্ষিপ্ত। নাই মামা থেকে কানা মামা ভাল। সংক্রমণের বিস্তার কতটুকু জানা যাবে, তার থেকে শিক্ষা নেয়া যাবে। সাধারণ সর্দি-কাশি থেকেও আলাদা করা যাবে। শুধুমাত্র যে কিটগুলো আমদানি করা হবে দেখতে হবে তার গুণগত মান ঠিক আছে কিনা। এটা নিয়ে পৃথিবীতে ব্যাপক ব্যবসা চলছে যার সবগুলোই সাধু নয়।

    https://blogs.sciencemag.org/pipeline/archives/2020/04/08/covid-19-antibody-update-for-april-8

    https://blogs.sciencemag.org/pipeline/archives/2020/04/02/antibody-tests-for-the-coronavirus


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ১৭ এপ্রিল ২০২০ | ৫৩৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 162.158.***.*** | ১৭ এপ্রিল ২০২০ ১৬:১৬92416
  • ধন্যবাদ এই চমৎকার লেখাটির জন্য।

    আমার মতে,এন্টিবডি টেস্ট করার উদ্দেশ্য তো আলাদা।এটা মূলত দুটি উদ্দেশ্য সফল করবে।

    এক, যাঁদের IgG ডেভেলপ করে গেছে।তাঁদের সমাজে ইম্যুন্ড বলে ছেড়ে দেওয়া যায়।যাতে তাঁরা কাজকর্ম চালিয়ে যেতে পারেন।ইকোনমি সচল রাখতে পারেন।এজন্যই হট স্পট এলাকা গুলোতে এই টেস্ট গণ হারে করলে সুবিধা পাওয়া যাবে।

    এবারে আপনার প্রশ্ন আসতে পারে,এইসকল ব্যক্তি দের টেস্ট রেজাল্ট যদি ফলস পজিটিভ হয়,তাহলে কি হবে? যদিও সংখ্যাটি অল্প হবে কিন্তু এক্ষেত্রে 7 দিন পর রিপিট টেস্ট করলে আরো বেশি কনফিডেন্স পাওয়া যাবে।

    দুই,যাদের টেস্ট রেজাল্টে IgG এসে গেছে।ও যারা হেলদি আছেন।তাদের প্লাজমা সংগ্রহ করে রাখা যেতে পারে।যেটা কোভিড আক্রান্ত সিভিয়ার ইলনেস এ ভোগা রোগীদের ক্ষেত্রে প্রাণ দায়ী ঔষধ হিসেবে কাজ করবে।

    বাকি থাকে কেস ডিটেকশন এ এন্টিবডি টেস্টের অপারগতার দিকটি। প্রথম 1-2 সপ্তাহ খুব ইম্পর্ট্যান্ট।কারণ এই সময়ের মধ্যে IgM রক্তে উপস্থিত নাও হতে পারে।টেস্ট রেজাল্ট নেগেটিভ আসবে।

    এই সমস্যা দুর করার জন্য আছে র্যাপিড এন্টিজেন টেস্ট।এটি পুল্ড স্যাম্পল নিয়ে করা যেতে পারে।একসঙ্গে 20 -30 জনের স্যাম্পল নিয়ে টেস্ট করে, যদি নেগেটিভ ব্যাচ রেজাল্ট আসে তো কোন হেডেক নেই।

    পজিটিভ আসলে,আবার ইন্ডিভিজুয়াল টেস্ট করতে হবে।এই দু সাঁড়াশি আক্রমণ করলে বেটার ইল্ড মিলবে।

  • আনা দ্য রাভেন | 172.68.***.*** | ১৭ এপ্রিল ২০২০ ২৩:৪৬92429
  • এই সময়ে বাংলা ভাষায় লেখা অন্যতম জরুরী বিজ্ঞানভিত্তিক ইনফো। ধন্যবাদ গুরুকে দীপেন-দাকে আরও পড়ার সুযোগ  তৈরি করে দেওয়ার জন্য। 

  • Dipen Bhattacharya | ১৮ এপ্রিল ২০২০ ০৮:৩২92437
  • smকে ধন্যবাদ তাঁর সুচিন্তিত মন্তব্যের জন্য। ঠিকই বলেছেন, অ্যান্টিবডি টেস্টের উদ্দেশ্য আলাদা। আপনার অন্য সুপারিশগুলোও কার্যকরী। আশা করছি যাদের রোগটি হয়ে গেছে তাদের প্লাজমা কাজে লাগবে,তবে কয়েকটি গবেষণায় যে পরিমাণ অ্যান্টিবডি আশা করা হচ্ছিল সে পরিমাণ পাওয়া যাচ্ছে না বলছে, অন্তত তরুণদের ক্ষেত্রে। এ সম্বন্ধে কিছু শুনেছেন কী?

  • Dipen Bhattacharya | ১৮ এপ্রিল ২০২০ ০৮:৩৫92439
  • @আনা দ্য রাভেন - গুরুচণ্ডালীতে প্রথম ভীত পদচারণা :-)  সহৃদয় মন্তব্যের জন্য ধন্যবাদ।

  • কিংবদন্তি | ১৯ এপ্রিল ২০২০ ০১:৫৬92502
  • গণস্বাস্থ্য হাসপাতালের কিটের ব্যাপারে জানেন কিছু? কতদূর এগুতে পারছে? সরকার তো মনে হয় অনুমতি দিয়েছে কিট তৈরির। পরে আর কোন আপডেট দেখলাম না। 

  • হাঃ | 172.68.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৯:২৫92689
  • ইন্ডিয়া বলল র‍্যাপিড আন্টিবডি আর করবেনা। নিউইয়র্ক বলে সেটাই করবে। অথচ এদিয়ে না তো ৭-৮ -১০ দিনের আগে হলে ইনফেকশন বোঝা যায়, প্রচুর ফলস নেগেটিভ, এটা নেগেটিভ হলে pcr করবেও তো বলেনি। আবার হু বলে দিয়েছে antibody আছে বলে সেফ সার্টিফিকেট ও না দিতে। কমিউনিটি স্প্রেড ও নিউইয়র্কে বোঝার কিছু নেই, বহু আগেই হয়ে গেছে।

    কেন, আমেরিকার abbott এর তো র‍্যাপিড pcr ছিল৷ সেটা কাজ করছেনা আর? সেটাও ফেল করছে লিখেছিল। পুরাই ক্যাওস।

    New York state is expanding the criteria for who gets tested for the coronavirus as well as increasing antibody testing to determine how much of the state's population has been infected.

    On Saturday, Gov. Andrew Cuomo announced that first responders, medical workers and essential employees would be eligible to receive tests for the coronavirus. The governor also said that he would be authorizing some 5,000 independent pharmacies to serve as sites where the tests could be collected.

    "These people have been carrying the load and they have been subjected to the public all during these crisis and they're public-facing," Cuomo said while announcing the expanded criteria. "These are the people you interact with."

    In addition, the state would continue its antibody testing efforts to include transit workers and law enforcement.

    Workers at four New York City hospitals — some of the hardest hit by the pandemic — would also be tested for antibodies beginning Saturday.
  • হাঃ | 172.68.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৯:২৮92690
  • Sources in the Union Ministry for Health and Family Welfare said that Health Minister Harsh Vardhan, in a meeting of the group of ministers for the pandemic management, said the “outbreak in the country is under control and we can do without using the antibody testing kits as of now as there is doubt on the efficacy of the kits.”

    https://www.newindianexpress.com/nation/2020/apr/25/its-final-rapid-antibody-tests-for-covid-19-shelved-for-now-2135212.amp

    এমনিতেও অবশ্য হু র ওই ঘোষণার পর আন্টিবডি টেস্টের তেমন কোন মানেই নেই। স্প্রেড দেখতে চাওয়া ছাড়া। তা সেও তো হয়নিই বলছে!!

    এই আর্টিকলের অভিযোগগুলো সিরিয়াস। আন্টিবডি কিট এত জায়গায় ফেল করেছে জেনেও নেওয়া হল কেন? তথ্যগুলি সঠিক?

    আমেরিকার কিট কারা বানিয়েছে, নিজেরা?

    বাংলাদেশ কাদের থেকে নিল?

    কিট ফল্টি হবার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

    https://theprint.in/opinion/tharoor-modi-govt-wasted-money-faulty-chinese-covid-tests/408713/?amp
  • Dipen Bhattacharya | ২৬ এপ্রিল ২০২০ ১৩:২৩92701
  • Muhammad Sadequzzaman Sharif আজকের গণস্বাস্থ্যের সংবাদ সম্মেলন যদি দেখে থাকেন তো শুনেছেন যে তাঁরা শুধু অ্যান্টিবডি টেস্টই করবেন না অ্যান্টিজেন অর্থাৎ ভাইরাসের সরাসরি উপস্থিতি শনাক্ত করারও ব্যবস্থা করছেন। কেমন করে তাঁরা দ্বিতীয়টি করবেন সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেন নি। তাঁরা কিছু পরিসংখ্যান দিয়েছেন যা বেশ আশা বাদী মনে হল। অ্যান্টিবডি টেস্ট অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, তবে এরকম rapid antigen test হচ্ছে না, মনে হয় এর কার্যকারিতায় কিছু অসুবিধা আছে, WHOও সেটা সুপারিশ করছে না।

  • Dipen Bhattacharya | ২৬ এপ্রিল ২০২০ ১৩:৩৪92702
  • বাংলাদেশের টেস্ট কিটটা স্থানীয়ভাবে প্রস্তুত, গণস্বাস্থ্য হাসপাতাল ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কাজের ফসল। আজ তারা একটা সংবাদ সম্মেলন করেছিল, তাতে তারা যে পরিসংখ্যান দিল (sensitivity ও specificity) - তা মনে হল বেশ আশাপ্রদ এবং একই সাথে উচ্চাভিলাষী।  তারা antibody test ছাড়াও একটা rapid antigen test করতে চায়।
    WHO antibody test কে discourage করছে বলে শুনি নি, বরং তারা বলছে antibody testএ যথেষ্ট antibody পাওয়া যাচ্ছে না যেটা সত্যিই একটা আশঙ্কার কারণ। শত অসুবিধা থাকা সত্ত্বেও antibody test দরকার, কারণ আমাদের immunity তৈরি হচ্ছে কিনা সেটা শুধুমাত্র সেই test থেকেই বোঝা যাবে। WHO যেটা discourage করছে সেটা হল rapid antigen test - সেটা RT-PCRএ করাই শ্রেয়।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন