এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  রাজনীতি

  • যাঁরা বদলে দিতে পারেন (পর্ব ১)

    সায়ন্তন মাইতি লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ০৫ জুন ২০১৫ | ১৬১৬ বার পঠিত
  • আমাদের দেশে সাহিত্যের ইতিহাস ঘাঁটলে পাওয়া যাবে না এমন কোনো বিষয় নেই। আর্য   সভ্যতার সময় থেকেই সাহিত্যিকরা বয়সে সমাজের চেয়ে এগিয়ে থেকেছেন। আর যেটুকু এগিয়েছেন তার উপর আলো ফেলেছেন আগামীদিনের পাথেয় দেখিয়ে দিতে।   যেমনভাবে এখন অনেকে আলো ফেলছেন যৌনতার তুলনামূলক একটা উপেক্ষিত অংশের উপর    । বিষয়টা হল সমকামিতা।


    প্রাচীন ভারতে সমকামিতা গর্হিত ছিল না। কিন্তু মানুষ ধীরে ধীরে যৌনতার প্রতি অসহিষ্ণু হয়ে উঠল। এই পরিবর্তনের প্রমাণসাপেক্ষ বিবরণ পাওয়া যায় বৈষ্ণব    সন্ন্যাসী অমর দাস উইলহেলমের ‘ইণ্ডিয়াস স্লো ডিসেণ্ট ইনটু হোমোফোবিয়া’ বইতে। লেখক ‘গে অ্যাণ্ড লেসবিয়ান বৈষ্ণব অ্যাসোসিয়েশন’ (GALVA) এর প্রতিষ্ঠাতা। ভারতীয় বংশোদ্ভুত লেখিকা-গবেষিকা রুথ বানিতা একাধিক বইতে বিশদভাবে একই বক্তব্য রেখেছেন। উইকিপিডিয়াতে বইয়ের তালিকা দেখে নিতে পারেন। ভানিতার সাথে যুগ্মভাবে ‘সেম সেক্স লাভ ইন ইণ্ডিয়াঃ রিডিংস ফ্রম লিটারেচার অ্যাণ্ড হিস্ট্রি’ বইয়ের সম্পাদনা করেছেন ইতিহাসের অধ্যাপক সেলিম কিড়ওয়াই। তিনি প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি স্বঘোষিত সমকামী   । রামদেবের ‘হোমো-বাদ’এর উপর ‘আস্থা’শীল লোকজন বোধ হয় এঁদের নামই শোনে নি। কিন্তু এঁদের দৌলতে এখন অনেকের কাছেই প্রতীত যে, সমকামিতা ভারতীয় সংস্কৃতির অন্যতম ‘হেয়ারলুম’  ।  এছাড়া ছোটখাটো অগুনতি লেখায় প্রাচীন ভারতে ও প্রাচীন সাহিত্যে সমকামিতার কাঁড়ি কাঁড়ি উদাহরণ পড়েছি।


    এ তো গেল শুধু ইতিহাসে নমুনা। সমকামিতা সম্পর্কে কত বিজ্ঞানী যে কত গবেষণাপত্র প্রকাশ করেছেন, বলে শেষ করা যাবে না। পাঁচের দশকে আলফ্রেড কিনসের গবেষণার পরেও স্থানভেদে, কালভেদে প্রচুর গবেষণা হয়েছে। রোগ নাকি রোগ নয়, রোগ না হলে প্রাকৃতিক না অপ্রাকৃতিক, প্রাকৃতিক হলে সমাজের পক্ষে কি ক্ষতিকারক – প্রত্যেকটা পয়েণ্টের উপর অজস্র বিবৃতি বিভিন্ন বিজ্ঞানী ও চিকিৎসক দিয়েছেন। ফলস্বরূপ উক্ত তিনটে প্রশ্নের পরীক্ষিত ও সর্বজন বিদিত তিনটে উত্তর এসেছে যথাক্রমে ‘রোগ নয়’, ‘প্রাকৃতিক’ আর ‘ক্ষতিকারক নয়’। পাশাপাশি প্রমাণিত হয়েছে ‘গে জিন’ বা ‘গে মস্তিষ্ক’ বলে কিছু হয় না। বিপরীত লিঙ্গের প্রতি যৌন আকর্ষণের মতই এটাও মানুষের ব্যক্তিত্বের একটা অংশ। যৌনতা পরিবর্তনের সমস্ত প্রস্তাবিত পদ্ধতিও নস্যাৎ হয়েছে। আমি নতুন করে স্বতঃসিদ্ধের কথা বলব না। তাতে শুধু বক্তব্য কপি-পেস্ট করা হবে। সমকামিতাকে স্বাভাবিক প্রমাণ করা আর ‘সূর্য পূর্বদিকে ওঠে’ প্রমাণ করা এখন সমার্থক।


    আর সেই কারণেই সমকামিতা নিয়ে লিখতে গিয়ে অন্য রাস্তা ধরলাম। আমার আলোচনার বিষয়, সাহিত্যিকদের ভূমিকা। এ রাস্তায়ও অনেকে অনেক অবদান রেখেছেন। কিন্তু আমার লক্ষ একটু আলাদা। ঠিক কীভাবে জনমত গঠনের এই মাধ্যমটাকে কাজে লাগালে আমরা সমাজ বদলাতে পারব, সেইটা খোঁজা। বিশ্ব জুড়ে এত গবেষণা তো হল, কিন্তু সমাজের মানসিকতা বদল হল কই? অনেক অভিজাত পল্লীতেও তো সমকামিতা বিশাল বড় ট্যাবু। ...চলুন না, তাহলে মানসিকতা বদলের দিগদর্শন খোঁজা যাক। ২০১৩-র ১১ই ডিসেম্বর সুপ্রীম কোর্ট নিদান দিয়েছিল, সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। তারপর থেকে প্রতিবাদের দাপটে এই বিষয়ের প্রাসঙ্গিকতা উত্তরোত্তর বেড়েছে। সৌভাগ্যক্রমে দেশের মিডিয়া অত্যন্ত সক্রিয়। তাই এখনো কোনো গ্রেফতারের খবর পাওয়া যায় নি। বরং ক্ষোভের বশে অনেক মানুষ প্রকাশ্যে নিজেদের পরিচয় দিয়েছেন। ৩৭৭ এর সাংবিধানিকতাকে সক্রিয়তাবাদীরাও বুড়ো আঙুল (নাকি মধ্য আঙুল?) দেখিয়েছেন। অর্থাৎ আইন আসল শত্রু নয়। আসল শত্রু সমাজের মানসিকতা।  ২০০৯ থেকে ২০১৩ – খুব কি পরিবর্তন হয়েছিল সমকামীদের অবস্থার? অনেকের কাছে ‘গা-ঘিনঘিনে বস্তু’ না হলেও ‘হাস্যাস্পদ’ অথবা ‘করুণার পাত্র’ ছিলেন তাঁরা। এই অসুস্থ মানসিকতার মূল উপড়াতে এখন দায়িত্ব নিচ্ছেন সাহিত্যিকরা। মূলত যাঁরা ‘নিপীড়িত’ বিষয় ও ব্যক্তি নিয়ে বরাবর সংবেদনশীল। তাঁরাই পারবেন মনস্তত্ত্ববিদ, যৌন গবেষক, সমাজতত্ত্ববিদ, ধর্ম প্রচারক, ঐতিহাসিকদের উদার মতবাদের নির্যাসটুকু ছেঁকে নিয়ে সাধারণের কাছে পৌঁছে দিতে। তাঁরাই পারবেন ‘মাইণ্ডসেট’ নামক জগদ্দল পাথরটাকে নাড়িয়ে সময়কে এগিয়ে নিয়ে যেতে।


    সম্প্রতি জাতিসঙ্ঘে সমকামী কাপলদের সমান সুযোগ-সুবিধা দেওয়ার বিরুদ্ধে প্রস্তাব জানায় রাশিয়া (স্বনামধন্য হোমোফোবিক দেশ)। ভারত, পাকিস্তান, চীন, ইরান, ইরাক, কুয়েত, কাতার, ওমান, সিরিয়া, ইজিপ্ট, সংযুক্ত আরব, সৌদি আরবসমেত ৪৩টা দেশ রাশিয়ার সঙ্কল্পের পক্ষে সায় দিয়েছে। মূলত এশিয়ান উৎপাতেও জাতিসঙ্ঘের সাধারণ সমাবেশে এই সঙ্কল্প পর্যুদস্ত হয়, কারণ ৮০টা দেশ ভোট দিয়েছে রাশিয়ার বিপক্ষে। জাতিসঙ্ঘের মহাসচিব বান কি-মুন কড়া পদক্ষেপ নিচ্ছেন সমকামীদের সমানাধিকারের জন্য। ভারতে ভ্রমণকালে তিনি ৩৭৭ ধারার উৎপাটনের আর্জি জানান। এই ভারতই আবার ২০১৪-র সেপ্টেম্বরে LGBT ভেদাভেদের বিরুদ্ধে পাশ হওয়া পূর্ববর্তী সঙ্কল্পে ভোটদানে বিরত ছিল। তাহলে বুঝে দেখুন আমরা কোন দেশে বাস করছি। অবশ্য শাসনযন্ত্রকে আর দোষ দিই কী করে, জনগণের মধ্যেই উন্নাসিক জঞ্জাল ভর্তি! এইসব জঞ্জালের উক্ত তিনটে প্রশ্নের পরেও একটা বাড়তি প্রশ্ন থেকে যায়, ‘রোগ না হলেও, প্রাকৃতিক না হলেও, সমাজের পক্ষে ক্ষতিকারক না হলেও, আমাদের কি ভালো লাগে?’ ...বলাই বাহুল্য, এর উত্তর নেতিবাচক। ভালো লাগে না এবং সেই কারণে সামাজিকভাবে বয়কট করব। এখন, এই ধারণা বেশিরভাগ মানুষেরই আসে অজ্ঞানতা থেকে। এই উপসংহারে যারা আসতে পারে, বিশ্বব্যাপী গবেষণার ছিটেফোঁটাও তাদের জানা নেই। প্রাথমিক তিনটে প্রশ্নের উত্তর তারা খুঁজে নেয় চায়ের টেবিল বা ট্রেনের সিট থেকে, একটু ‘অ্যাডভান্সড’রা ফেসবুকের দেওয়াল থেকে। তাদের ‘সিঁধেল যুক্তি’র জটাজালে এত এত গবেষণার সারকথা গরম চায়ে হাবুডুবু খায় কিংবা ট্রেনে কাটা পড়ে। ....তাহলে সাহিত্যিকদের মুখ্য উদ্দেশ্য ‘এইসব মূঢ় ম্লান মূক মুখে দিতে হবে ভাষা।’ সেক্ষেত্রে শুধু গবেষণার আদ্যন্ত জানালেই চলবে না, একটু একটু করে চিরন্তনের সাথে ধাতস্থ করতে হবে। কীভাবে করা যাবে, সে আলোচনায় আসব। তার আগে বলি, আর একদল আছে যারা সমকামিতা সম্পর্কে লব্ধ প্রতিষ্ঠিত তত্ত্ব জেনেও ব্যাপারটা মেনে নিতে পারে না। এরা স্বঘোষিত সমাজ-সচেতক। সমাজতত্ত্ববিদরা যদি ধরে ধরে বুঝিয়ে দেন, তাতেও এরা নড়বে না। এদের মানসিকতা পরিবর্তন ভগবানেরও দুঃসাধ্য। তবু আশার বাণী শোনাই, যুগের সাথে সাথে এসব গোঁড়ার ভূমিষ্ঠ হওয়ার হার কমে আসছে। আর সাহিত্যিকদের প্রয়াসে সমাজের মেজরিটিই যদি একসময় বদলে যেতে পারে, তাহলে তাদের পরবশে এরাও পাতিত-শোধিত হয়ে যাবে। 


    আধুনিক সাহিত্যে সমকামিতাকে কেন্দ্র করে লেখা সবথেকে তথ্যবহুল বাংলা বইটি প্রকাশ পেয়েছিল ২০১০ সালে ঢাকার ‘শুদ্ধস্বর’ প্রকাশনা থেকে। নামঃ ‘সমকামিতাঃ একটি বৈজ্ঞানিক ও সমাজ মনস্তাত্ত্বিক অনুসন্ধান’। লেখক ড.অভিজিৎ রায় বিজ্ঞানের আঙ্গিকে সমকামিতাকে ‘স্বাভাবিক’ প্রমাণ করার জন্য কোনো গবেষণার কথাই বাদ দেন নি। সত্যি কথা বলতে গেলে, এই বইয়ের পর সমকামিতা নিয়ে নতুন কিছু লেখা সম্ভব নয়। যে কোনো বিতর্কে বইটা সাক্ষ্য হিসেবে খাড়া করলেই আলোচনায় যবনিকা পড়ে যাবে। কিন্তু সমস্যা হল, কলকাতার বাজারে বইটা পাওয়া প্রায় অসম্ভব। পড়তে চাইলে সফট কপি ছাড়া গতি নেই। অভিজিৎ রায় প্রতিষ্ঠিত ‘মুক্ত-মনা’ ওয়েবসাইটে ওনার অন্যান্য বইয়ের সাথে এই বইটারও কিছু অংশ সংকলিত হয়েছে। http://www.mukto-mona/Articles/avijit/home/page2.html এই লিঙ্কে সমস্ত বই পাওয়া যাবে। অনলাইনে কিনতে চাইলেও অর্ডার করতে পারবেন। এছাড়া ‘মুক্ত-মনা’য় এই বিষয়ে আরো মূল্যবান প্রবন্ধ আছে। অর্ণব দত্ত, সজল খালেদ প্রমুখের লেখা। ব্লগের ‘পুরানো আর্কাইভ’-এর ‘হিউম্যান রাইটস’ কলামে ‘গে রাইটস’ অপশনে ক্লিক করলে প্রবন্ধগুলো পাওয়া যাবে। গত ২৬শে ফেব্রুয়ারী ২০১৫ ঢাকা বইমেলার সামনে জামাতি মৌলবাদীদের চাপাতির ঘায়ে অভিজিৎ রায়ের অকালমৃত্যুর পর ঐ সাইট সাময়িক বন্ধ ছিল। অবশ্য আমার মত ওনার অন্ধ ভক্ত অনেকেই আছেন যাঁরা ওনার সমস্ত লভ্য বই-ই ডাউনলোড করে রেখেছেন। উৎসাহী পাঠকরা আমাকে মেইল করে চাইতে পারেন (sayantanmaity1990@yahoo.com), pdf ফাইলগুলো পাঠিয়ে দেবো।


    কলকাতা থেকে প্রকাশিত গবেষণাধর্মী বইয়ের মধ্যে রয়েছে অজয় মজুমদার ও নিলয় বসুর বই ‘সমপ্রেম’ (দীপ প্রকাশন) ।  বেশ কিছুদিন ধরে বইটা ‘বেস্টসেলার’ ছিল। অধ্যায়ভিত্তিক আলোচনায় অনেক না-জানা তথ্য পেয়ে যাবেন। ইংরেজীতে  ভারতীয়দের লেখা বিভিন্ন তাত্ত্বিক বইয়ের মধ্যে ১৯৭৭ সালে শকুন্তলা দেবীর ‘দ্য ওয়ার্ল্ড অফ হোমোসেক্সুয়ালস’ প্রথম প্রকাশ    । একবিংশ শতাব্দীতে LGBT Theme ইতিমধ্যেই একটা পরিশীলিত মাত্রা পেয়ে গেছে (বিশদ জানতে উইকিপিডিয়াতে ‘গে লিটারেচার’ দ্রষ্টব্য)     ।


    কলঙ্কিত ১১.১২.১৩-র পর থেকে পত্র-পত্রিকার ব্লগ ভরে উঠেছে শক্তিশালী কলমের যুক্তিনিষ্ঠ   বয়ানে। খবরের কাগজের মাধ্যমে আছড়ে পড়েছে একের পর এক প্রবন্ধ   - নিবন্ধের চাবুক। ফেসবুকেও দৃষ্টি আকর্ষকভাবে সোচ্চার হয়েছেন সাহিত্যিকরা। আইনসভা এবং সুপ্রীম কোর্ট – সবার কর্তব্যের গাফিলতি চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। এত লেখার হিসেব দেওয়া সম্ভব নয়। তবে ঠিক পরদিন আনন্দবাজারের সম্পাদকীয়তে উষশী চক্রবর্তীর প্রবন্ধটা বেশ মনে আছে। তার চেয়েও বেশি উল্লেখ্য ১৫.১২.১৩-র রবিবাসরীয়তে গৌতম চক্রবর্তীর ‘ভিনদেশি?’ শীর্ষক প্রবন্ধ। মনুসংহিতা, ঋগ্বেদ, মহাভারত, কৃত্তিবাসী রামায়ণ, বৌদ্ধধর্মে সমকামিতার একাধিক উল্লেখ লেখক দেখিয়েছেন। এসবের পাশে আমাদের ‘সংসদীয় গণতন্ত্রের’ কথা ভাবলে লজ্জাই করে। এছাড়া বিভিন্ন লিটল ম্যাগাজিনে সচেতনতামূলক অসংখ্য লেখা ছাপা হয়েছে।


    বিশেষভাবে তারিফ করতে হয় ‘গুরুচণ্ডালি’ প্রকাশনাকে ।   এদের অবদান তিনটি বই  । যুগ্ম সংখ্যা ‘অন্য যৌনতা’, ১৭টা আত্মকথা নিয়ে ‘আমার যৌনতা’ আর ঈপ্সিতা পালভৌমিকের ‘অসুখ সারান’। পাতিরাম, ধ্যানবিন্দুতে তিনটে বইই লভ্য। এর মধ্যে যুগ্ম সংখ্যাটা পড়লে সমকামিতা সম্পর্কে যে কারোর ধারণা পরিষ্কার হতে বাধ্য। স্বাভাবিকত্বের বয়ান প্রতিষ্ঠায় এত বিস্তৃত আলোচনা নিতান্তই দুর্লভ। সেইসাথে প্রায় প্রত্যেকটা লেখাতেই একসাথে এত বই ও ওয়েবপেজের রেফারেন্স। যৌনতাকে ঘিরে হয়ে চলা জঘন্য রাজনীতি নিয়েও লেখা আছে। প্রশ্নোত্তরে কথোপকথন রয়েছে একজন বাঙালী ও একজন আমেরিকানের। পাশাপাশি সাক্ষাৎকার দুটো পড়লে বুঝতে পারবেন, আমরা সামাজিকভাবে এখনো কত পিছিয়ে। ‘অসুখ সারান’-এর আদ্যোপান্ত ঈপ্সিতা পালভৌমিক লিখেছেন স্যাটায়ারের আঙ্গিকে  ।    অনেক বিদেশী সংস্থা সমকামিতা ‘কিওর’ করার ভাঁওতা দেয়। কিছু বিদেশী মনস্তত্ত্ববিদ ‘বিকৃত’ বলে আখ্যা দেন। লেখিকা কোনো কিছুই এড়িয়ে যান নি। ওয়েব অ্যাড্রেসও দিয়ে দিয়েছেন দেখার জন্য, যাতে বইটা পড়ার পর এমন সংস্থার কথা শুনলে কারোর মনে প্রশ্ন না জাগে। পরোক্ষভাবে চরম বিদ্রুপ করেছেন এদের। যারা সমকামিতাকে রোগ মনে করে সমাজের চাপে  ‘চিকিৎসা’ করাতে গেছেন, তাদের নারকীয় অভিজ্ঞতার কথাও লেখা আছে। সেসব পড়ার পর গুচ্ছের থেরাপি করে যৌনতা পাল্টানোর চেষ্টা বা অন্যকে পাল্টাতে পরামর্শ দেওয়ার বাসনা কারোর জাগবে না। কারণ, যা রোগ নয় তার সুশ্রূষা হয় না। বরং যারা উদার যুক্তির কাছে পরাস্ত হয়ে ‘প্রাকৃতিক’ বলে স্বীকার করে নিলেও সমকামীদের দেখলে নাক সিঁটকান, তাদের চিকিৎসার জন্য গুরুচণ্ডালির এই বইগুলো অব্যর্থ ওষুধ।


    গুরুচণ্ডালির ব্লগের ‘অন্য যৌনতা’ কলামেও নিয়মিত লেখা আসে। মুদ্রিত সংখ্যা তিনটেরও অনেক অংশ সংকলিত হয়েছে ওয়েব-এ। লেখার উত্তরে যেসব মতামত আসে, সেখান থেকেও অনেক দামী কথা পাওয়া যায়। ওয়েব অ্যাড্রেস দিয়ে রাখলাম। উৎসাহী পাঠকরা প্রত্যেকটা লিঙ্ক সাবলিঙ্ক খুঁটিয়ে দেখবেন- http://www.guruchandali.com/default/categories/anyajounata/ । আপনাদের কোনো জিজ্ঞাস্য থাকলে ওখানেই কমেণ্ট করে জিজ্ঞেস করুন। কেউ না কেউ উত্তর দিয়ে দেবেন।


    জেণ্ডার অ্যাক্টিভিস্ট পত্রিকাগুলো থেকেও কিছু মূল্যবান লেখা পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ পত্রিকার প্রকাশভঙ্গিই বড্ড অতিরঞ্জিত। সাম্যের মূল আদর্শটাকেই এরা ওভারহাইপিং-এর চাপে চৌপাট করে ছাড়বেন। তবে কলকাতার নামকরা লেসবিয়ান সংগঠন ‘স্যাফো ফর ইকুয়্যালিটি’ অনেক সচেতনতামূলক বই প্রকাশ করেছে। এদের দ্বিভাষিক মুখবন্ধ ‘স্বকণ্ঠে’ দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও বিক্রি হয়। খুব সম্প্রতি ‘স্বকণ্ঠে সংকলন’ তৈরী হয়েছে (ইংরেজীতে ‘সিলেক্টেড স্বকণ্ঠে’)। স্যাফো সম্পাদিত ইংরেজী বই ‘লেসবিয়ান স্ট্যাণ্ডপয়েণ্ট’ অবিসংবাদিত একটা গবেষণাপত্র। অধ্যাপিকা আশা অচুতান, মনোরোগ বিশেষজ্ঞা রঞ্জিতা বিশ্বাস এবং অধ্যাপক অনুপ কুমার ধর লিখিত। তাছাড়া উল্লেখযোগ্য ড.অমিত রঞ্জন বসুর গবেষণামূলক বই ‘লেসবিয়ানিজম ইন কলকাতা’। কিন্তু এক্ষেত্রেও সমস্যা, বইগুলো বাজারে পাওয়া যায় না। বইমেলার সময় ছাড়া হাতে পেতে হলে স্যাফোর অফিস ছাড়া গতি নেই। যদিও স্যাফো চেষ্টা করে অন্যান্য ইভেণ্টে বই রাখার। এই ওয়েবসাইট থেকে যোগাযোগের সমস্ত উপায় আর স্যাফোর যাবতীয় সার্ভিস সম্পর্কে জেনে নিতে পারেন। গুগলে ‘গে বাংলা স্টোরি’ কিংবা বাংলা ফণ্টে ‘সমকামী গল্প’ টাইপ করলে একগাদা চটিগল্পের লিঙ্ক চলে আসবে। অনুরোধ করছি, এগুলো পড়বেন না। কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ঠেসে দু-চারটে বটতলামার্কা বাক্য লিখলেই সাহিত্য হয় না। অপাঠ্য, কুপাঠ্য অক্ষরের সমাহার তৈরী হয়।


    সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু সিরিজের ‘কর্ভাস’ বলে একটা গল্প আছে। সেখানে শঙ্কু কাকদের শিক্ষিত করার জন্য অরনিথন বলে একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন। তার দরজা খুলে কাককে ঢুকিয়ে দিলে বৈদ্যুতিক মাধ্যমে সে শিক্ষিত হয়ে বেরিয়ে আসত, তারপর মানুষের মত আচরণ করত। আমি এ যাবৎ যে যে বইয়ের নাম বলে এলাম, সব ঐ অরনিথনের মত । ঢুকতে পারলে অবহিত করেই ছাড়বে। গল্প অনুযায়ী যন্ত্রে প্রথম ঢুকেছিল কর্ভাস নামের একটা কাক। শঙ্কু শুধু দরজা খুলে রেখেছিলেন, তার জ্ঞানলাভের ইচ্ছে ছিল বলে নিজেই লাফাতে লাফাতে ঢুকে পড়েছিল। আমরা হলাম কর্ভাস। যারা বিষয়টা জানতে চাই, তারাই এই বইগুলোতে হাত দেব। কর্ভাসদের মধ্যে কেউ কেউ সমাজে সাম্য আনার জন্য ওকালতি করবেন। তাদের আমি অনুরোধ করব, হোমোফোবিকদের সাথে বিতর্কে নামার আগে এই বইগুলোকে হাতের বর্ম করে নিন। অরনিথন নিরুৎসাহী পাখিদের জ্ঞান-বুদ্ধি বাড়িয়ে দেওয়ারও ক্ষমতা রাখত। কিন্তু তেমন কেউ শঙ্কুর কাছে ধরা দেয় নি। তেমনি, যারা প্রেমের পরমার্থ বিচার করে বংশবিস্তারে, তারা তো সহজে যন্ত্রে ঢুকতে চাইবে না! তাদের শিক্ষিত না করতে পারলে সমাজের অসুখ সারবে কী করে? এই যে এত এত গবেষণা হয়েছে বলে বললাম, সেসব আমাদের চেয়ে তাদেরই বেশি জানা দরকার। সুতরাং বিকল্প পদ্ধতিতে তাদের অরনিথনে আনতে হবে।


    (চলবে)


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০৫ জুন ২০১৫ | ১৬১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Akash | ***:*** | ০৬ জুন ২০১৫ ০৪:০৭86575
  • Otyonto tothyopurno k suchintitio lekha......eto" bitorkito" ekta bisoy k eto sensitive vabe futite tolar jonno lekhok k dhonyobad.....poroborti ongso tar opekhay thaklam
  • কৃশানু | ***:*** | ০৮ জুন ২০১৫ ১২:৫৩86576
  • বোঝাই যাচ্ছে, একটা দুর্দান্ত লেখা আসতে চলেছে। ভীষণভাবে অপেক্ষা করছি পরের পর্বগুলোর জন্য
  • অনামী | ***:*** | ২৬ জুন ২০১৫ ০৯:১৯86577
  • ঈশ্বর বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস স্বাভাবিক নয়, একটা অসুখ বলা চলে (বিশ্বাসের ভাইরাস শব্দবন্ধটি লক্ষ্য করুন), প্রাকৃতিক নয় (প্রানিজগতে আর কোনো প্রাণীর মধ্যে ঈশ্বর বা ধর্মবিশ্বাস নেই) এবং সমাজের জন্যে ক্ষতিকারক। প্লাস ঈশ্বর এবং ধর্ম বিশ্বাসীরা আমার মতন অসংখ্য নাস্তিকের মাথাব্যথার কারণ। তাহলে এদেরকেও ব্যান করে দেওয়া হোক না কেমন! কিছু লোককে বোঝানো খুবই দূর্ঘট! যেমন এই প্রাকৃতিক নয় এই কথাটা শুনলে গা জ্বলে যায়। জামা কাপড় পরাটা প্রাকৃতিক নয়, এন্টি বায়োটিক খাওয়াটাও প্রাকৃতিক নয়, গড়িয়াহাট থেকে বাজার করাটাও প্রাকৃতিক নয়। উলঙ্গ হয়ে, আফ্রিকার সাভানাতে শিকার করে বেঁচে থেকে, অসুখবিসুখ হলে বিনা এন্টি বায়টিকে মরা বা সিংহের খাদ্য হওয়াটাই প্রাকৃতিক। যেইরকম সমকামিতা হলো প্রাকৃতিক, কারণ তা প্রকৃতিতেই হরদম ঘটছে! কোনো ওষুধ, কোনো থেরাপি দিয়ে এর চিকিত্সা সম্ভব নয়। কারণ রোগের কোনো অস্তিত্ব নেই।
  • সায়ন্তন মাইতি | ***:*** | ০৫ জুলাই ২০১৫ ০৬:১৪86578
  • উপরের বক্তব্যটার সঙ্গে একটু differ করছি।
    ১) প্রাণীজগতের অন্যান্যদের মধ্যে 'worship' করার ক্ষমতাই নেই, 'ঈশ্বর' তাদের আকছে সংজ্ঞার অতীত। তাই, তাদের উদাহরণ খাড়া করে 'ঈশ্বরে বিশ্বাস অপ্রাকৃতিক' প্রমাণ করা যায় না। তাহলে তো মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোটাকেও উপরের উদাহরণগুলোর মধ্যে রাখতে হয়। কারণ, ওটা প্রাণীজগতে একমাত্র মানুষের মধ্যেই আছে।
    ২) বিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট না করে প্রকৃতিকে নিজের উপযোগী করে নেওয়া -- এটাও কিন্তু প্রকৃতিসিদ্ধ। সুতরাং, অ্যাণ্টিবায়োটিক খাওয়া কিংবা বাজার করাকে আপনি "এগুলোও তো অপ্রাকৃতিক"এর যুক্তি হিসেবে দেখাতে পারবেন না।

    মোদ্দা কথাটা হল, যারা সমকামিতাকে 'অপ্রাকৃতিক' বলে দাবী করে, তারা মানুষের 'choice'কে অপ্রাকৃতিক বলে। সুতরাং, তাদের পাল্টা যুক্তি দিতে গেলে এইভাবে বলাটা যুক্তিসঙ্গত যে, আস্তিকতা-নাস্তিকতার মত সমকামিতা-বিষমকামিতাও একটা 'choice'। আর, যা কিছু 'choice', তার মধ্যে একটাকে 'প্রাকৃতিক' গণ্য করে আরেকটাকে 'অপ্রাকৃতিক' বলা যায় না। তাহলে বিপরীতক্রমে সমকামিতাকে প্রাকৃতিক বলতে গেলে, বিষমকামিতাকেও অপ্রাকৃতিক বলারও জায়গা থাকতে পারে।

    এরপরের ধাপে যদি প্রশ্ন আসে, "কেন?", তার উত্তর আশা করি আপনি আমার এই লেখাটার পরের পর্বগুলোতে পেয়ে যাবেন। :-)
  • growing | ***:*** | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৫৪86579
  • দেখে ভালো লাগলো যে, লেখক উদার মতবাদের প্রচারকদের মধ্যে ধর্ম প্রচারকদের কথাও বলেছেন। বেশিরভাগ কুপমন্ডুক মানসিকতার লোক মনে করে ধর্মের সাথে যৌনতার যে কোনো অধ্যায়ের একটা বিরোধিতার সম্পর্ক আছে। সমকামিতা তো বটেই। ভাবতে খুব অবাক লাগে, সমকামিতা স্বাভাবিক না অস্বাভাবিক তার উত্তর খুজতে লোকে কোন ধর্মে কি লেখা আছে তার একটা মনগড়া ব্যাখ্যা বানিয়ে নেয়। অথচ আদতে কিন্তু সব ধর্মই স্বীকৃতি দিয়েছে। যে সময় ধর্মের বনিয়াদ তৈরী হয়েছে সেই সময় সমকামিতা লোকসমাজেও এত স্বাভাবিক ছিল যে আলাদা করে এই সম্পর্ককে স্বীকৃত ঘোষণা করার দরকার পরে নি। এইটাই তো সবথেকে বড় স্বীকৃতি। এইসব না জেনে না বুঝে সব ধর্মের গোড়া লোকেরা সমকামকে বিকৃত বলে

    এই কারণেই বলব লেখকের এইজাতীয় উদাহরণ দেওয়া অনেক effective । হিন্দুধর্মে দৃষ্টান্ত তো ছড়ানো। কিন্তু বৈষ্ণব ধর্মের যে আলাদা সংগঠন রয়েছে সেটা জানতাম না। আমার মনে হয়, সমকামিতা সম্পর্কে লেখক যদি আরো বিভিন্ন ধর্মের root অবধি গিয়ে আলোচনা করতেন, তাহলে আরো মানুষকে বিশ্বাস করানো সম্ভব হত। যাই হোক, সেটার জন্য এই অসাধারণ লেখাটাকে কোনো অংশে ছোট করব না। এত সুন্দর আর এত বিস্তারিত লেখা এর আগে কখনো পড়ি নি। লেখককে ধন্যবাদ ও অভিনন্দন
  • সায়ন্তন মাইতি | ***:*** | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৫৭86580
  • খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ, আমি স্বীকার করছি প্রত্যেক ধর্মের বুনিয়াদী স্তরে গিয়ে আলোচনা করলে আমার লেখাটা আরো পোক্ত হত। কিন্তু এই ব্যাপারে আমার জ্ঞান বেশি নেই। হিন্দুধর্ম আর বৌদ্ধধর্মে সমকামিতার প্রচুর নিদর্শন আছে, সেগুলো এদিক ওদিক অনেক লেখা থেকে জেনেছি। কিন্তু বাকীদের, মূলত খ্রীস্টান আর ইসলামের ব্যাপারে আমার একেবারেই জ্ঞান নেই।

    বিভিন্ন ওয়েবপেজে প্রত্যেক ধর্মে সমকামিতা কীভাবে treated হয়েছে, তার ওপর অনেক লেখা আছে। বিক্ষিপ্তভাবে পড়ে যেটা বুঝেছি, সব ধর্মেরই গোঁড়াপন্থীরা এর বিরোধী, আর উদাররা (অর্থাৎ যারা একনিষ্ঠভাবে তাঁর ধর্মের প্রতি অনুরাগী এবং পরধর্মসহিষ্ণু) সমপ্রেমকে আর পাঁচটা স্বাভাবিক ব্যাপারের মতই দেখেন। বিভিন্ন ধর্মের gist হিসেবে এই পেজটা বেশ কাজে লেগেছে-
    https://en.wikipedia.org/wiki/Religion_and_homosexuality

    তবে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এই ব্যাপারে ইণ্টারনেটের থেকেও বেশি সাহায্য করতে পারে ধর্ম সম্পর্কে সত্যিকারের পণ্ডিত মানুষের সাহচর্য। ওয়েবপেজ পড়ে এমন অনেক কথা জানা যায় না, যেগুলো তাঁদের কাছে বসে শুনলে জানা যায়। হিন্দুধর্ম ও দর্শন নিয়ে প্রচুর পড়াশুনা আছে তেমন মানুষের কাছ থেকে আমি সাহায্য পেয়েছি। ইসলাম, ক্রিশ্চান, জৈন প্রভৃতি ধর্মের basic জায়গা থেকে এই ব্যাপারে ব্যাখ্যা শোনারও খুব ইচ্ছা আছে। দেখা যাক....

    আপনার জানা থাকলে অবশ্যই বলবেন
  • yashodhara ray chaudhuri | ***:*** | ০৮ অক্টোবর ২০১৫ ০৮:১৪86581
  • যারা প্রেমের পরমার্থ বিচার করে বংশবিস্তারে, তারা তো সহজে যন্ত্রে ঢুকতে চাইবে না! তাদের শিক্ষিত না করতে পারলে সমাজের অসুখ সারবে কী করে?

    খুব ভালো লেখা
  • তুষার দত্ত | ***:*** | ২৮ জানুয়ারি ২০১৬ ০৫:১৩86582
  • বৌদ্ধ ধর্মে সমকামিতার উল্লেখ সুত্র জানতে চাই।
  • সায়ন্তন মাইতি | ***:*** | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৯86583
  • তুষার দত্তর উদ্দেশ্যে-

    বৌদ্ধ ধর্ম সম্পর্কে খুব বেশি পড়াশুনা আমার নেই। গুগলে বৌদ্ধধর্মে সমকামিতার প্রসঙ্গ খুঁজে যেসব লিঙ্ক পেয়েছি, সেগুলো থেকে মোটামুটি যা যা ধারণা করা গেছে, এক এক করে দিচ্ছি,

    ১) এই নিয়ে বৌদ্ধ ধর্ম প্রচারকদের মধ্যে মতামতের ভিন্নতা রয়েছে। কেউ সমর্থন করেন, কেউ করেন না। কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচারকরা গলা ফাটিয়ে 'হোমোফোবিয়া'র হয়ে প্রচার করেছেন, এমন আমার জানা নেই। হিন্দু, মুসলিম, খ্রীশ্চান, ইহুদি সব ধর্মেরই অন্ধ গোঁড়াপন্থীদের বেশিরভাগ যেমন উদ্ধতভাবে সমকামিতার বিরুদ্ধে বলেন, অনেক সময় সমকামীদের প্রাণনাশও দাবী করে বসেন, বৌদ্ধ ধর্মে যাঁরা সমকামিতাকে সমর্থন করেন না, তাঁরা তেমন উগ্র নন।

    ২) বৌদ্ধ ধর্মের কিছু প্রাচীন গ্রন্থে সমকামিতার উল্লেখ আছে। সেখানে সদর্থক হিসেবেই দেখানো হয়েছে। উইকিপিডিয়ার একটা পেজে বিশদে পেয়ে যাবেন।অঞ্চলভেদে সমকামিতা প্রসঙ্গে বৌদ্ধধর্মের দৃষ্টিভঙ্গি কিভাবে পাল্টেছে, সেটাও ঐ পেজে বিশদে লেখা আছেঃ

    https://en.wikipedia.org/wiki/Buddhism_and_sexual_orientation

    আবার, জাপান ও থাইল্যাণ্ডের 'ট্র্যাডিশনাল' বৌদ্ধধর্মের দৃষ্টিকোণ থেকে সমকামিতাকে কিভাবে দেখা হয়, তার অনেক বিবর্ধিত আলোচনা নিচের দুটো লিঙ্কে পেয়ে যাবেন। http://www.westernbuddhistreview.com/vol3/homosexuality.html
    এবং
    http://www.enabling.org/ia/vipassana/Archive/J/Jackson/homoBuddhaJackson.html

    'ট্র্যাডিশনাল' মতবাদ অনেক ক্ষেত্রেই রক্ষণশীল হয়। কিন্তু এখানে দুটো পেজ পড়ে যেটা মনে হল, সমকামিতার উল্লেখ বেশি না থাকলেও তাকে রক্ষণশীলতার মোড়কে চাপিয়ে দেওয়া হয় নি।

    ৩) তেরাভাদা বুদ্ধিজম, যেটা বৌদ্ধ ধর্মের সবথেকে উদার ও আধুনিক মতবাদ, সম্পূর্ণভাবে সমকামিতাকে সমর্থন করে।

    http://www.buddhanet.net/homosexu.htm

    দলাই লামা এই মতের প্রচারক। এই মুহূর্তে পৃথিবীর প্রায় সব বুদ্ধিস্টই তাঁকে সবচেয়ে বেশি মান্যতা দেন। তিনি ব্যক্তিগতভাবে সমকামী বিবাহের পক্ষপাতী

    http://www.telegraph.co.uk/news/worldnews/asia/tibet/10682492/Dalai-Lama-supports-gay-marriage.html

    ৪) তেরাভাদা, জেন এবং মহায়ন বুদ্ধিজমে সমকামিতা প্রসঙ্গে আরো বিশদ বর্ণনা পেয়ে যাবেন এই পেজেঃ http://www.religioustolerance.org/hom_budd1.htm

    এটা পড়ে যা মনে হল, কোনো মতই কিন্তু সমকামিতাকে 'বর্জনীয়' বলে নি। বরং প্রতিটি মত সহিষ্ণু মনোভাব পোষণ করে। বজ্রায়ন বুদ্ধিজম সম্পর্কেও খোঁজ করে দেখেছি, একই ব্যাপার। এর রেফারেন্স হিসেবে এই দুটো পেজও পড়ে দেখতে পারেনঃ
    http://www.religionfacts.com/homosexuality/buddhism
    এবং
    http://www.hrc.org/resources/stances-of-faiths-on-lgbt-issues-buddhism

    ৫) হিন্দুধর্মের মাইথলজিক্যাল গল্পে সমকামিতার নিদর্শন যেমন খুব বেশি, বৌদ্ধধর্মে সেই প্রাচুর্য আছে কিনা, বলতে পারব না। তবে নিদর্শন যে কম নেই, উপরের লিঙ্কগুলো থেকে স্পষ্টভাবে সে ধারণা করা যায়। আপাতভাবে স্পষ্ট উল্লেখ না থাকায় অনেক হোমোফোবিককে প্রচার করতে দেখেছি, "বৌদ্ধ ধর্মের অবস্থান সঠিক বোঝা যাচ্ছে না"। ...কিন্তু, আমার মনে হয় ওপরের লিঙ্কগুলো পড়লে সঠিকভাবেই বোঝা যাবে যে, বৌদ্ধধর্মের কোনো শাখাই 'সমকামকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী' নয়।
  • সায়ন্তন মাইতি | ***:*** | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১৬86584
  • আমার লেখায় অনিচ্ছাকৃত একটা ভুলের জন্য দুঃখিত। আমি এই পেজে এক জায়গায় লিখেছিঃ 'সৌভাগ্যক্রমে দেশের মিডিয়া অত্যন্ত সক্রিয়। তাই এখনো কোনো গ্রেফতারের খবর পাওয়া যায় নি'

    কিন্তু এই পেজে দেখতে পাচ্ছি, ২০১৪ সালে ৫৮৭ জন সমকামী গ্রেফতার হয়েছেন

    http://www.deccanherald.com/content/451095/600-homosexuals-arrested-2014.html#

    তবে পশ্চিমবঙ্গে এরকম গ্রেফতারের খবর নেই।
  • Akash | ***:*** | ২৫ মার্চ ২০১৬ ০৫:১৬86585
  • lekha tar niche comment gulo porte giye sayantan er ekta comment chokhe porlo jekhane lekhok 'somokamita' ba 'biporitkamita' k manuser byaktigoto "choice" blecho !! Ei "choice" sobdto ta somporke amr apotti ache . jokhoni kno kichu "choice" krar prosno ase tokhoni kothao jano "socheton vabe beche neoa" bojhay.

    kintu somokami ba bisomokami ra keu tader jouno ta k beche ney na ....eta tader byaktitwer obichedyo ekta ongso.

    kajei somokamita k choice na ble byaktigoto oviruchi ba byaktigoto pochondo bla jete pare.
  • সায়ন্তন মাইতি | ***:*** | ২৫ মার্চ ২০১৬ ০৫:৫০86586
  • ঠিক আছে। এটা মাথায় রইল। অনেকে 'পছন্দ' বোঝাতেই 'choice' বা 'preference' ব্যবহার করে। কিন্তু অর্থগত পার্থক্যটা যে বেশ স্পষ্ট, সেটা মাথায় রাখা দরকার।
  • pi | ***:*** | ২৫ মার্চ ২০১৬ ০৬:০৬86587
  • কিন্তু উভকামীদের জন্য তো চয়েজ হতেই পারে।
  • রৌহিন | ***:*** | ২৭ মার্চ ২০১৬ ০১:১৩86588
  • চয়েস শব্দটাতে আপত্তির কারণ দেখিনা। শুধু উভকামী কেন, ক্যুইয়ার রাও তো চয়েস হিসাবেই নেন। তাতে অসুবিধার তো কিছু নেই।
  • Akash | ***:*** | ০৫ এপ্রিল ২০১৬ ০৯:২৬86589
  • According to American Psychological Association the definition of sexual orientation is :
     
    an enduring emotional, romantic, sexual, or affectional attraction toward others. ... Sexual orientation exists along a continuum that ranges from exclusive heterosexuality to exclusive homosexuality and includes various forms of bisexuality." 

    Now this 'enduring emotional, romantic, sexual or affectional attraction towards ' people of same sex is not something that homosexual people choose.it is their innate trait.

    BUT , a person can CHOOSE whether to act on his feelings or not. a gay man can "choose" never to hv sex with people of same sex and instead marry a girl , beget children and hv a family.now though this man is gay in feelings but" heterosexual" in practice.

    Though he is married and hv sex with a girl he would never b a straight but only a "straight in practice."
  • সপ্তম চৌধুরী | ***:*** | ১১ অক্টোবর ২০১৯ ১০:২৫86590
  • সমকামিতা নিয়ে কামসূত্রে কিছু বলা হয়েছে... মহর্ষি বাৎস্যায়ন ওখানে কামসূত্রের বিরোধিতা করেননি... বরং সূক্ষ্ম একটা সমর্থন লক্ষ করা গেছে...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন