@দেবাশিসবাবু, আপনার মন্তব্যের উত্তরে আমার প্রত্যুত্তরের দ্বিতীয় ভাগ:
সপ্তমত, আপনি লিখেছেন, " ধ্যান-গবেষণা সম্পর্কে ‘ভুয়ো’ বা ‘চিট’ জাতীয় শব্দের প্রয়োগে আপনি আহত, কারণ, আপনি বিষয়টিকে জরুরি সিরিয়াস চর্চার বিষয় বলে মনে করেন। বেশ, আহত হতেই পারেন। কিন্তু সমস্যা হচ্ছে, আমি যেহেতু একে গণপ্রতারণা বলে মনে করি, এবং বিজ্ঞান ও যুক্তিকে অত্যন্ত সম্মান করি, তাই একে ‘বিজ্ঞান’ বলে হাজির করবার চেষ্টা হলে আমিও অত্যন্ত আহত হই। আপনার থ্রেডে এসে সময় ও শ্রম খরচা করে এই যে বকর বকর, সেটা ওই আঘাতেরই ফসলবিশেষ।"
এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনি যদি কিছুকে গণপ্রতারণা বলে মনে করেন, তার মানে সেই ব্যাপারটা গণপ্রতারণা হয়ে যায় না । ধ্যান নিয়ে গবেষণার ব্যাপারটি একটি "চেতনা" নিয়ে গবেষণার মতন ব্যাপার, বিজ্ঞানের অন্যতম শর্ত যে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ এবং সেই পর্যবেক্ষণ করে যা পাওয়া গেল তাকে বিচার বিবেচনা করে তার ভিত্তিতে তত্ত্ব ও হাইপোথিসিস করে তাকে empirically দেখা এখানেও হয় । কাজেই আপনি যদি সত্যি যে দাবি করছেন " বিজ্ঞান ও যুক্তিকে অত্যন্ত সম্মান করি", তা যদি করেন, তো খুবই ভালো কথা, তবে বিজ্ঞান ব্যাপারটি কি তাকে জেনে বিজ্ঞানকে সম্মান করলে আলাপ আলোচনা করতে সুবিধে হয়, কারণ বিজ্ঞানের এবং বিজ্ঞান যাঁরা অনুসরণ করেন, তাঁরা কোন কিছুকেই বিশ্বাস বা অবিশ্বাস করেন না, তাঁদের কাছে সমস্ত ব্যাপারই খুঁটিয়ে দেখার, কৌতূহলের , তুচ্ছ তাচ্ছিল্যের নয় । আপনি যুক্তি কে সম্মান করেন, সেও ভাল কথা । যদি ধরে নিই আপনি এক্ষেত্রে যুক্তি বলতে rationalism বোঝাতে চাইছেন ("যদি ধরে নিই ", আপনি তা নাও হতে পারেন, আপনি বিজ্ঞান ও যুক্তির "ভক্ত" হতে পারেন, যেমন বিভিন্ন ধর্মের ভক্ত দেখা যায়, সেক্ষেত্রে পরবর্তী কথাগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই):, তাহলে একটা ব্যাপার আপনার জানার কথা যে সত্যের সন্ধানে rationalism যেমন একটি পথ, তেমন empiricism এর পথও একটি পথ, এ দুটোর মধ্যে আপাত বিরোধ থাকার কোন সঙ্গত কারণ নেই, যদি না উভয় তরফের অন্ধ ভক্তরা একে অপরকে আক্রমণ করতে থাকেন । এই কথাটি এই জন্যে লিখলাম, যে, ধ্যানের বৈজ্ঞানিক গবেষণায় "চেতনা"কে নিয়ে ("consciousness ") নিয়ে গবেষণার একটি ভূমিকা রয়েছে । এখন চেতনা নিয়ে গবেষণা করতে গেলে empiricism বাদ দিয়ে করা সম্ভব নয়, rationalism ই একমাত্র অবলম্বন নয় । শুধু তাই নয়, এমন অনেক ব্যাপার আছে, যেগুলো intuitive । Francesco Varela র কথাগুলো দেখুন,
> "Intuition is not some fluffy stuff Many people react to the mention of intuition with suspicion. In this context, intuitive capacity does not refer to some elusive, will-oí-the-wisp inspiration. It is, on the contrary a basic human ability which operates constantly in daily life, and that has been widely discussed in studies of creativity. Think about mathematics: ultimately the weight of a proof is its convincing nature, the immediacy of the evidence which is imposed on us, beyond the logical chains of symbolic reasoning. This is the nature of intuitive evidence: born not of argument but from the establishment of a clarity that is fully convincing. We take this capacity for granted but do little to cultivate it in a systematic manner. Obviously there is no contradiction here between reasoning and inference: intuition without reasoning is blind, but ideas without intuition are empty"
এখন শুধু deductive logic প্রয়োগ করে দেখতে চাইলে আর অন্য কিছু না গ্রাহ্য করলে কোনটা "প্রতারণা" আর কোনটা নয়, তার তারতম্য বিচার করা কিন্তু সহজ নয়, এবং আমরা সম্পূর্ণ cross-purpose এ আলোচনা চালিয়ে যাব ।
ভুয়ো বিজ্ঞান নিয়ে আপনার বক্তব্য যা লিখেছেন এ নিয়ে আলাদা করে লেখার কিছু নেই, এনারা কি লিখেছেন আমি পড়িনি,
ধরে নিচ্ছি আপনি পড়েছেন ।
যেখানে আপনি লিখেছেন,
"পরিষ্কার করে বলা দরকার, এই বিকল্প চিকিৎসার হিড়িককে (ধ্যান ইনক্লুডেড) আমি ‘ভুয়ো’ বলি বটে, কিন্তু শুধু আমি একাই বলি, এমনটা নয়। যেমন ধরুন, প্রায় দেড় দশক আগে চিকিৎসা-গবেষক এডজার্ড আর্নস্ট এই ধরনের যাবতীয় চিকিৎসার স্বরূপ উন্মোচন করে যে বইটি লিখেছিলেন তার নাম ছিল, “Trick or Treatment – The Undeniable Facts about Alternative Medicine”। বইটির বক্তব্য বিষয়ে নিয়ে আমি এখন আলোচনায় ঢুকছি না, যদিও পরে তা করতে হতেও পারে। কিন্তু আপাতত লক্ষ করে দেখুন, লেখক ওই যে ‘ট্রিক’ শব্দটি এখানে ব্যবহার করছেন, তার বাংলা অর্থ তো প্রতারণা, তাই না? প্রায় ওই একই সময়ে বায়োস্ট্যাটিস্টিশিয়ান বার্কার বওজেল আরেকটি বইতে একই বক্তব্য পেশ করেছিলেন, চিকিৎসা-গবেষণার পদ্ধতি ও তার অন্তর্নিহিত পারিসংখ্যায়নিক ধ্যানধারণাগুলোর অসাধারণ খুঁটিনাটি সহ। বইটির নাম, “Snake Oil Science: The Truth About Complementary and Alternative Medicine”। উভয় বইতেই হোমিওপ্যাথি, আকুপাংচার, জড়িবুটি ইত্যাদি ‘বিকল্প চিকিৎসা’-র সঙ্গে ধ্যান নিয়েও কিছু কথাবার্তা ছিল। এঁরা দুজনেই অত্যন্ত যোগ্য বিশেষজ্ঞ বলে আমার ধারণা। অবশ্য, আপনি এঁদেরকে ‘রীতিমতন সার্টিফায়েড’ বলে গণ্য করেন কিনা, তা আমার জানা নেই।"
এরা যদি বিশেষ কোন গবেষণা নিয়ে লিখে থাকেন, তাহলে হয়তো ঠিকই লিখবেন, এঁরা কি নিয়ে লিখেছেন সে সমস্ত না জেনে আমি কি কমেন্ট করবো?
দশম, “Buddhist and Psychological Perspectives on Emotions and Well-Being”। না, এটা আমার কাছে আছে, পাঠানোর দরকার নেই। কিন্তু, এই রেফারেন্স ও তার উদ্ধৃত অংশটি দিয়ে ঠিক কী প্রমাণ করতে চাইলেন, বুঝতে পারিনি। ‘মনের সমতা’ বলতে ঠিক কী বোঝাচ্ছেন তার একটা অর্থপূর্ণ ব্যাখ্যা আমি আপনার কাছে চেয়েছিলাম, কারণ, কমপক্ষে সেইটুকু না হলে, ‘ধ্যান করে মনের সমতা আনা যায়’ --- এ দাবির আর কোনও মানেই থাকবে না। তো, এখানে আপনি তার যে অংশ উদ্ধৃত করেছেন তার মোদ্দা বক্তব্য হচ্ছে, বৌদ্ধ ধর্মতত্ত্বে যাকে ‘সুখ’ বলা হয়েছে সেটাই নাকি আসলে মনের সমতা। পরিষ্কার করে বলা জরুরি যে, এগুলো মনোবিজ্ঞান সংক্রান্ত কোনও চর্চা নয়, যদিও মনোবিজ্ঞানের কৃত্রিম গন্ধ সঞ্চার করবার একটা চেষ্টা এর মধ্যে আছে। "
আমি এর আগের পোস্ট এ মনোবিজ্ঞানের সঙ্গে বৌদ্ধধর্মের কি সংযোগ তাই নিয়ে লিখেছি । এখানে এইটুকু লেখা থাকে, যে ব্যাপারটি মোটেও কৃত্রিম গন্ধ সঞ্চার ধরণের কিছু ব্যাপার নয় ।
আপনার (খ) সম্বন্ধে, “
https://sbinstitute.com/wp-content/uploads/2021/03/buddhadharmashamathaprojectarticle.pdf”। এখানে একটি গবেষণায় অংশ নেবার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বর্ণিত হয়েছে। একটি ধর্মীয় স্থানে ধর্মীয় পরিবেশে ধর্মীয় নেতার তত্ত্বাবধানে কিছু লোক ধ্যান করছে, এবং তার ফলে তাদের শারীরিক ও স্নায়বিক নানা পরিবর্তন পরীক্ষায় ধরা পড়ছে, এবং বিশেষত তাদের সংবেদন-ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে --- এটাই মোদ্দা বক্তব্য। যদি ধরেও নিই যে এই পরীক্ষায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের বৈজ্ঞানিক সততা নিয়ে কোনও সন্দেহ নেই, তার পরেও বলতে হয় যে এ ধরনের পরীক্ষার আদৌ কোনও অর্থ নেই, যদিও এ ধরনের ননসেন্স পেপার নিয়মিতই গুচ্ছ গুচ্ছ প্রকাশ হয়ে থাকে। এ পরীক্ষায় যারা ধ্যান করছে তাদের কন্ট্রোল হিসেবে থাকছে এমন লোক যারা ধ্যান করছে না। কী অর্থ হয় এ কন্ট্রোলের? ওখানে যারা স্বেচ্ছায় পরীক্ষিত হতে গেছে তারা সকলেই ধ্যানে বিশ্বাসী লোক, সেভাবেই তাদেরকে বাছা হয়েছে --- পরিষ্কার না বললেও এটা সহজবোধ্য। "
আমার সন্দেহ আপনি এই ধরণের গবেষণা সম্বন্ধে যা যা লেখা হয়েছে ঠিক মতন পড়েন নি বা হয়তো ওপর ওপর পড়েছেন, বা পড়লেও বোঝেন নি । স্বাস্থ্য সংক্রান্ত যে randomised controlled trial গুলো করা হয়েছে, বিশেষ করে MBSR এর efficacy দেখার জন্য, যাদের কে নিয়ে করা হয়, তাদের কারোরই ধ্যানের পূর্ব অভিজ্ঞতা থাকলে তাদের সেই গবেষণায় সাধারণত নেওয়া হয় না । এখন কে ধ্যানে বিশ্বাস করেন, কে করেন না, সেই ব্যাপারটায় গবেষকদের কোন নিয়ন্ত্রণ নেই, এবং যেহেতু ব্যাপারটা randomised হবার দরুন এই ব্যাপারটা আলাদা করে কাজ করে না । বাকি রইল control, তারা ধ্যান করে "না" ঠিক নয়, তাদের এমন একটি অবস্থায় রাখা হয়, যেটা ধ্যানের মতন, কিন্তু ঠিক mindfulnesss মেডিটেশন নয় ।
যেমন, নিচে একটি randomised controlled trial এর মেথডের বর্ণনা দিলাম, দেখুন, (এটা একটা উদাহরণ মাত্র,এরকম আরো আছে),
"Study Participants
Healthy individuals aged 30–60 years with unmedicated BP in the prehypertensive range (SBP 120–139 mm Hg or DBP 80–89 mm Hg) were sought for this trial.
Participants could not be taking antihypertensive medication, could not be experienced with meditation practices, could not be current smokers, and could not report any disease (e.g., myocardial infarction, heart failure, chronic kidney disease, diabetes) that would mandate treatment with drugs that could substantially affect BP.
Enrollment began in January 2006. Participants were enrolled in 7 cohorts ranging in size from 3–11. MBSR and PMR (
Progresive Muscle রিলাক্সেশন) treatment groups included some non-protocol patients in order to increase the group size so that a high-quality group treatment experience could be provided to every patient enrolled in the trial. That is,
some individuals who were not enrolled in the trial participated in the treatment groups. The circumstances of their involvement was that they had responded to the advertisements but were not eligible for enrollment. Reasons for ineligibility included falling outside the age range, taking antihypertensive medication, previous experience with meditation, being a smoker, or not being pre-hypertensive.
When patients were ineligible but remained interested in participating in treatment, they were allowed to opt to participate in one of the treatments. There were 13 non-protocol participants in each group. No baseline BP data were collected from non-protocol patients, and their presence was designed to maintain an adequate group size. The CONSORT chart in
Figure 1 presents the flow of patients through the trial. Patient accrual from recruiting efforts and eligibility screening is presented in
Figure 2.
Procedure
The Institutional Review boards of Kent State University and SUMMA Health System reviewed and approved the study procedures. Prospective participants completed a telephone screening that included questions about their medical history. If there were any concerns about whether or not a patient was “healthy” for purposes of eligibility, the case was reviewed by the study physician (RAJ). Those who appeared eligible then scheduled an initial BP screening, which consisted of three separate BP readings separated by 5 minutes after 10 minutes of quiet rest (additional details in the measures below). This initial screening was followed by a second screening approximately one week later that followed the same procedures, and participants were scheduled for a pre-treatment assessment approximately one week later. When they returned, a third screening that used the same procedures was conducted. If BP remained in the pre-hypertensive range, the patient was enrolled and the pre-treatment assessment was completed at the same visit. Thus, BP had to remain in the prehypertension range on three separate determinations over a three-week period for patients to be eligible. If BP was not in the pre-hypertensive range at any of the three screenings, the patient was no longer eligible and was not enrolled. Participants who were eligible and who consented to participate in the study were enrolled in the study and completed a pre-test assessment including clinic and ambulatory BP. After the pre-test assessment, patients were randomized to eight weekly sessions of MBSR or PMR using an order of assignment generated by random number, stratified for gender and ethnicity. After the eight sessions, patients returned for reassessment of both clinic and ambulatory BP, as described below in the measurement procedures.
Blinding
Concealment of treatment allocation was maintained by having different study personnel perform recruitment and treatment assignment functions so the investigators responsible for recruiting and assessments were not aware of random assignment. The adequacy of this blinding procedure was assessed using a questionnaire asking the primary research assistants to predict group membership. No patient volunteered their treatment assignment to the research assistants, and research assistants were unable to predict group membership (Cohen’s к = .135, p = .37), confirming adequacy of blinding. Furthermore, investigators responsible for random assignment and the delivery of the treatments were not aware of assessment results (e.g., BP values) until after the study was complete. The blind was not broken until after the final assessment.MBSR
The MBSR program consisted of eight group sessions, each 2.5 hours long, and delivered on consecutive weeks. MBSR included instruction and practice in mindfulness meditation skills along with discussion of stress, coping, and homework assignments. The MBSR therapist participated in the mindfulness exercises with group members during the weekly sessions, and group members were instructed to practice these mindfulness exercises outside group meetings for at least 45 minutes per day, 6 days per week. Homework was collected by the study therapist and consisted of weekly logs in the participant folder with spaces for each day of the week for participants to record the duration of homework completed.
Group members were taught three main varieties of mindfulness skills: the body scan exercise, sitting meditation, and yoga exercises. The body scan exercise entails lying down with one’s eyes closed and deliberately focusing one’s attention on various parts of the body with the goal of noticing nuances of sensations going on within the body. In sitting meditation, participants sit in a relaxed and wakeful posture with eyes closed and deliberately bring their attention to the sensations of breathing. Finally, group members learned a series of physically non-strenuous yoga exercises designed to bring mindful attention to bodily sensations during gentle movements and stretching. The daily homework exercises consisted of repeating body scan work, sitting meditation and yoga exercises at home to provide practice and generalization of the skills. Group members were provided audiotapes or CD’s with guided MBSR exercises to assist their homework. In addition, group members were encouraged to bring mindful attention to daily activities such as walking, standing, and eating.
Progressive Muscle Relaxation Training
The PMR treatment was based on a manual created for this study, adapted from other sources (
18). PMR consisted of eight group sessions lasting 2.5 hours each delivered on consecutive weeks. PMR patients received instruction and practice in PMR skills, which involved learning to achieve a state of relaxation by alternately tensing and relaxing various muscle groups, along with homework assignments. The PMR therapist participated in the exercises with group members during the weekly sessions. Sessions progressed from 16 muscle group relaxation to 7 muscle groups, 4 muscle groups, and finally relaxation by recall. Relaxation by recall was intended to allow participants learning PMR to apply relaxation skills during their daily lives, and there was explicit instruction on generalizing the relaxation response to stressful situations. Group members were instructed to practice these exercises outside group meetings for at least 45 minutes per day, six days per week. Homework was collected by the study therapist and consisted of weekly logs in the participant folder with spaces for each day of the week for participants to record the duration of homework completed. They were provided with audio recordings of to assist their home PMR exercises.
Measures
Clinic BP
All clinic BP assessments were completed in a quiet, climate controlled room. All measures were completed in the same room, and in accordance with American Heart Association guidelines for taking BP (
19). Participants were asked to refrain from consuming caffeine for at least 60 minutes prior to their appointment time. Patients had their BP assessed on their non-dominant arm while sitting in a chair with their feet flat on the floor and their arm supported at heart level. Patients rested quietly for 10 minutes, and then had 3 seated BP readings taken, each 5 minutes apart using an automated oscillometric BP device (Accutor Plus Oscillometric BP Monitor, Datascope Corp, Mahwah, NH). An automated oscillometric BP device was chosen in favor of manual sphygmomanometer for several reasons. First, mercury has been phased out (
20). Second, the Accutor Plus performed well in a validation study (
21). Specifically, the Datascope Accutor Plus received a grade of A (British Society of Hypertension) for both systolic and diastolic BP and met the Association for the Advancement of Medical Instrumentation guidelines (the mean difference between the BP device and the mercury standard were ≤ 5 mmHg). Finally, an automated device eliminated any potential experimenter bias. Clinic BP assessment procedures were the same at the BP screening, pre-test, and post-test assessment visits. Pre-test and post-test clinic BP are based on one visit and are not aggregated across several visits.
Ambulatory BP
Following the laboratory assessments, participants completed 24-hour ambulatory BP monitoring. Participants were instrumented with an Oscar (Suntech, Raleigh, NC) oscillometric BP monitor at the time of their assessment, and the monitor was programmed to take three BP measurements each hour between the hours of 6 AM to 11 PM and two BP measurements were taken each hour between the hours of 11 PM to 6 AM. Participants were instructed to lower their arms to their sides as soon as they sensed the cuff inflating and to keep it relaxed and still until a few seconds after the deflation had finished because of possible movement artifact. Artifactual values were deleted after inspection by an experienced examiner blind to patient condition using modified Casadei criteria (
22). Participants wore the ambulatory BP device for a continuous 24-hour period. Daytime and nighttime BP values were defined by patient diary entries indicating sleep and waking times.
Data analysis
The primary outcome measures were clinic SBP and DBP, and secondary outcome variables were ambulatory SBP and DBP. Clinic BP for analyses was derived by taking the average of the three BP readings from the final pre-test visit and the three readings from the post-test assessment visit. Ambulatory SBP and DBP were derived by computing the mean of all valid readings obtained during waking hours and nighttime sleep. Hierarchical linear regression analyses using pre-intervention clinic BP levels as control variables were conducted separately for change in clinic SBP and DBP. A variable representing treatment condition was regressed on change in clinic BP score from pretest to posttest while controlling for pretest clinic BP levels in separate analyses. The same analytic strategy was used for ambulatory BP. Analyses were based on intent to treat with baseline values carried forward when post-treatment values were missing, although analyses were repeated with completers to check for consistency. That is, discrepant results for completers could reveal a bias in the intent-to-treat analyses given the higher drop out among patients randomized to PMR. Furthermore, although evaluating group effects on change scores is equivalent to the interaction term from a 2 (group; MBSR vs. PMR) by 2 (time; pretreatment vs. posttreatment) factorial design, for completeness these interaction terms were reported for clinic BP as well as mean values of posttreatment BP. All analyses were conducted at the .05 level of significance and were not corrected for multiple comparisons. Data were analyzed using IBM SPSS Version 20 (Chicago, IL) using linear regression procedures with forced entry of control variables. Means reported in the table are unadjusted means from simple descriptive statistics."
আমি যে জায়গায় ঘন করে দিয়েছি সেগুলো পড়লে বুঝবেন যে:
* ধ্যানের পূর্ব অভিজ্ঞতা থাকলে এ ধরণের ট্রায়ালে লোক কে নেওয়া হয় না
* আপনার ধারণা " তেমন কন্ট্রোল এখানে আদৌ নেই, আদর্শ ‘ডাব্ল ব্লাইন্ড কন্ট্রোল’ তো অনেক দূরের গল্প!" টি ভুল ধারণা, ডাবল ব্লাইন্ড করা সম্ভব
* আপনার ধারণা সব রেজাল্ট Bias এর কারণে ("তাদের ওপরে একটা দারুণ কিছু চলছে এবং তার ফলে তাদের মধ্যে একটা অসাধারণ কিছু ঘটা উচিত --- শুধু এই প্রত্যাশাটুকুর কারণেই অনেক কিছু ঘটে যেতে পারে।") এই সন্দেহ সব ক্ষেত্রে খাটে না, অন্তত এই ধরণের গবেষণায় সেটি হবার সম্ভাবনা নেই, কারণ রক্ত চাপ এর ম্যাপ ব্যাপারটি তে response bias ব্যাপারটির কোন ভূমিকা নেই ।
* আপনি যদি ধরে নেন, যে সকলের এই গবেষণা সফল হলে স্বার্থ চরিতার্থ হবে (মানে ইউনিভার্সিটি থেকে শুরু করে হেলথ সার্ভিসের সকলের), তাহলে তো সত্যি কিছু বলার নেই ।
এই সিরিজে আপনার শেষ বক্তব্য, " ... তা সে যা-ই হোক, এখানে নাকি ‘মনের সমতা’ কি সেটা ভেঙে বোঝানো আছে --- আপনার এই কথায় আশান্বিত হয়ে গোটাটাই পড়ে দেখলাম। এখানে মনের সমতাকে কতকগুলো উপাদানে ভাগ করা হচ্ছে। অভিপ্রায়মূলক, আবেগমূলক, নৈতিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক --- এইসব। ব্যাপারটা এমনিতে চমৎকার, এবং আমি এর সঙ্গে আরও কয়েকটা যোগ করতে পারি। "
আপনি যদি তালিকায় যোগ করতে চান, করুন না, কারণ এই প্রজেক্ট টিতে যাঁরা কাজ করেন, আমি তাঁদের ব্যক্তিগত ভাবে চিনি, আপনি যা যা যোগ করতে চাইবেন তাঁদের পাঠিয়ে দেব । এ তো ভাল কথা ।
তারপর আপনি লিখেছেন, "কিন্তু প্রশ্নটা হচ্ছে, এ দিয়ে গবেষণার কী সুবিধে হল! আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, ‘মনের সমতা’ ব্যাপারটার কোনও সুনির্দিষ্ট সংজ্ঞা ও মাপনযোগ্য পদ্ধতি আছে কিনা --- যেমনটি বিগ ফাইভ বা বুদ্ধিমত্তা বা উদ্বেগ মাপার ক্ষেত্রে আছে --- এবং তা দিয়ে ধ্যানের ফলাফল কেউ সফলভাবে মেপেছেন কিনা। তার উত্তরে এইসব হাবিজাবি বস্তু পেয়ে আমি অত্যন্ত হতাশ।"
না, সেটা নেই, এবং এই ধরণের স্কেল তৈরী করা যেতে পারে, তবে তাতে চেতনা সংক্রান্ত বা ধ্যান সংক্রান্ত বিষয় মাপার বিশেষ সুবিধে হবে না । হয়তো মানসিক সমতা এক রকম মাপা যাবে, তবে মানসিক সমতা হল কি না, লোকের প্রশ্নের উত্তরের চেয়ে সরাসরি EEG বা MEG (Magnetoencephalography ) বা ব্লাড অক্সিজেন লেভেল ডিপেন্ডেন্ট ইমেজিং দিয়ে করা আরো জরুরি, যে সমস্ত ব্যাপার নিয়ে এই লেখার সিরিজ টাকে শুরু করা ।
এখন এ লেখা শেষ করতে পারলে হয়, :-)