অরিন এবং কালনিমে
আরে কিস্যূ মাটি হবে না। যত ইচ্ছে নানারকম কমেন্ট করুন। তাতে আমার লাভ।
বুঝিয়ে বলছিঃ
আমি আগের বেশ কয়েকটা উপন্যাসের মতন লেখার মধ্যে একটা খেলা খেলছি। প্লট ইত্যাদি, শুরু ও শেষ --কিছুই ভেবে বা নোট বানিয়ে রাখিনি। একটা আবছা ধোঁয়া ধোঁয়া আইডিয়া নিয়ে লেখা শুরু করেছি। একটা এপিসোডের পর মাথা পুরো ব্ল্যাংক হয়ে যায়।
দু'তিন দিন পর ভাবতে শুরু করি--আচ্ছা, এই পথে এগোলে কেমন হয়?
পাঁচদিনের মাথায় লিখতে বসি।
তারপর লেখা যে কোনদিকে দৌড় মারবে তা আমি নিজেও জানি না।
কিন্তু আপনাদের কমেন্টে আমি ভাবার মালমশলা পাই।
যেমন অরিন আগের পর্বে কমেন্ট করেছিলেন -- এ আই মহিলা কিন্তু ঘরের বাসন ধোবে না।
দেখুন, এই পর্বে ওই আইডিয়াটা ঢুকিয়েছি।
আবার ধরুন, আমি কোন দিকে যাচ্ছি আপনারা সেটা প্রায় ধরে ফেলেছেন । এখানে পোস্ট করুন। আমি হয়ত অগ্রিম সতর্ক হয়ে স্টিয়ারিং অন্যদিকে ঘুরিয়ে দেব।
এটাই তো মজা। এটাই চ্যালেঞ্জ ।
দর্শন , ইতিহাস ইত্যাদির গম্ভীর চর্চার পর এই খেলা অত্যন্ত স্টিমুলেটিং।
কাজেই নির্দ্বিধায় কমেন্ট করুন, আইডিয়া থ্রো করুন। আমি হয়ত নেব, হয়ত নেব না। অথবা বদলে দেব!
গিন্নি বলেন--রঞ্জনের কোন কল্পনাশক্তি নেই। কান পেতে এর ওর পেরাইভেট শোনে। তারপর এদিক ওদিক পারমুটেশন কম্বিনেশন করে নিজের মৌলিক লেখা বলে চালিয়ে দেয়।
ও হচ্ছে মহাচোর!!