এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Guru | 2409:4060:391:20eb:fea3:323b:5e1d:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ০৯:৩৭539192
  • খুব ভালো এনালাইসিস করেছেন l আমার প্রশ্ন হচ্ছে অপেক্ষাকৃত গরিব গ্রাম বা শহরতলীতে যুদ্ধ বন্ধ করব বলে ট্রাম্প কেন ভোট পেলেন ? আর এই ভোটের ফলে কি ইউক্রেনে বা পশ্চিম এশিয়াতে কি সত্যি যুদ্ধ্ বন্ধ হতে পারে ?
  • dc | 2402:e280:2141:1e8:893:3abe:528a:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ০৯:৫৪539193
  • "এই বিভাজনটা খুব কৌতুহলোদ্দীপক। লক্ষ্য করে দেখবেন, ডেমোক্রাটদের ট্রাম্পবিরোধী প্রচার মূলত আজকের আইডেন্টিটি পলিটিক্স নির্ভর (অর্থনীতি নিয়ে নানা কথা বলেন নিশ্চয়ই, কিন্তু অর্থনীতি বা স্বাস্থ্যব্যবস্থা যে ভেঙে পড়ার মুখে, সেটা একদমই স্বীকার করেননা)। তাঁদের ফোকাসে সবসময়ই থাকে ট্রাম্প জাতিবিদ্বেষী, নারীবিদ্বেষী ইত্যাদি। বড় সার্ভিস সেক্টর কোম্পানিগুলোও এই আইডেন্টিটি পলিটিক্সের খুব বড় সমর্থক"
     
    এখানটা ঠিক ​​​​​​​বুঝলাম ​​​​​​​না। ​​​​​​​মেয়েদের ​​​​​​​সমানাধিকার ​​​​​​​নিয়ে বললে ​​​​​​​বা ​​​​​​​রেসিয়াল ​​​​​​​ইনইকুয়ালিটি ​​​​​​​নিয়ে ​​​​​​​বললে ​​​​​​​সেটা "আজকের ​​​​​​​আইডেনটিটি ​​​​​​​পলিটিক্স" হয়ে যায়? কিন্তু মেয়েদের অধিকার নিয়ে নানা আন্দোলন তো অন্তত একশো বছর ধরে হচ্ছে!  মেয়েদের নিজেদের এজেন্সি নিয়ে তো বহু বহু আন্দোলন হয়েছে! সেটা কিভাবে "আজকের" আইডেনটিটি ​​​​​​​পলিটিক্স হয়ে গেল? 
     
    আর কালোদের অধিকার নিয়েও তো বহু পুরানো আন্দোলন আছে! সেই যে কে একজন স্বপ্নও দেখে ফেলেছিল, আর মিসিসিপি বার্নিং সিনেমাও হয়েছিল। সেসব আন্দোলনও কি মাইক্রোসফট আর গুগল সমর্থন করেছিল? "এই কেবল এবং কেবলমাত্র আইডেন্টিটি-পলিটিক্স, এটা গত কুড়ি বছরের একটা নতুন ঘটনা। বড় পুঁজির একটা অংশ এটাকে এনডোর্স করে, সন্দেহ হয়, অ্যাজেন্ডাটা মূলত তাদেরই, ডেমোক্রাটিক পার্টি শুধু আজ্ঞাবহ মাত্র" এই আন্দোলনগুলো কুড়ি বছরের নতুন ঘটনা?  
     
     
  • dc | 2402:e280:2141:1e8:893:3abe:528a:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১০:০৫539194
  • "উল্টোদিকে ট্রাম্পের মূল ফোকাস প্রথম থেকেই ভেঙে পড়া অর্থনীতি, মূল্যবৃদ্ধি। অন্য দেশ থেকে লোক এসে কাজ খেয়ে নিচ্ছে, বিদেশে  যুদ্ধ করে বাজে খরচা হচ্ছে, সবই ওই একই প্যাকেজের অংশ। এটা গ্রাম এবং একটু পিছিয়ে পড়া শহরতলীতে খুব ভালো কাজ করেছে"
     
    এখানে কিছুটা একমত, যদিও ট্রাম্প অর্থ্নীতি আর ইমিগ্রেশান আলাদাই রেখেছে, বান্ডিল করেনি। বহু টক শোতে দেখলাম, নিজেও কয়েকজনের সাথে কথা বলেছি, তাতে মনে হয়েছে এই ইলেকশানে মূল ইস্যু ছিল ইকোনমি আর ইমিগ্রেশান। ইকোনমি মানে মূলত ইনফ্লেশান, কারন গত কয়েক বছরে নাকি জিনিসের দাম খুব বেড়েছে। আর ইমিগ্রেশানের একটা মজা আছে। যেমন ধরুন, ল্যাটিনো পুরুষরা, পুয়ের্টোরিকানরা এবার ঢেলে ট্রাম্পকে ভোট দিয়েছে, যা কিনা ডেমোক্র‌্যাটদের অবাক করেছে। এখানে একটা সেন্টিমেন্ট কাজ করেছে, তা হলো শাট দ্য ডোর বিহাইন্ড মি। আমি নিজে তো লিগালি চলে এসেছি, এবার আর কেউ যেন আসতে না পারে। 
  • abp | 2405:8100:8000:5ca1::64:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১১:০২539196
  • আমি নিজে তো লিগালি চলে এসেছি, এবার আর কেউ যেন ইললিগালি  আসতে না পারে - এটা আজকের আনন্দবাজারেও আছে ।
     
    "আমার এক সহকর্মী জানালেন, গত কাল এক হিসপ্যানিক মহিলার সঙ্গে তাঁর কথা হয়েছিল। স্প্যানিশ টানে কথা বলা মহিলাটি অনুপ্রবেশ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন। জো বাইডেন প্রশাসন মেক্সিকো সীমান্ত খুলে দিয়েছিল। আমার শ্বেতাঙ্গ সহকর্মী বলছিলেন, যাঁরা কষ্ট করে অভিবাসন অর্জন করেছেন, তাঁরা কিন্তু এই অনুপ্রবেশ বরদাস্ত করবেন না।"
  • dc | 2402:e280:2141:1e8:e1d9:98f3:923:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১১:১২539197
  • ইমিগ্রেশান নিয়ে ট্রাম্প আর রিপাবলিকানরা সাত আট বছর ধরে লাগাতার ক্যাম্পেনিং করে গেছে। রিপাবলিকান স্টেটগুলো তথাকথিত স্যাংচুয়ারি স্টেটে ইল্লিগাল ইমিগ্র‌্যান্টদের বাসে করে পাঠিয়েছে। সৈকতবাবু যে বল্লেন রুরাল রিজিয়নগুলো ট্রাম্পকে ভোট দিয়েছে, এটা একদম ঠিক কথা, আর এই বিরাট রুরাল রিজিয়নের ভোটারদের কাছে ইনফ্লেশান আর ইমিগ্রেশান মেজর ইস্যু ছিল। ট্রাম্পের সবথেকে বড়ো ক্যাম্পেন প্রমিসগুলোর মধ্যে আছে একেবারে প্রথম দিন থেকে মাস ডিপোর্টেশান, বর্ডার অ্যারেস্ট, আর ট্রাভেল ব্যান (মূলত মুসলিম দেশগুলোর থেকে)।  
  • ¥ | 2401:4900:3a0c:5e14:1ee5:cffc:b390:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১১:১৮539198
  • 'গর্ভপাতের অধিকার, এলজিবিটিকিউ, লিঙ্গ বিভাজন আসলে সোশ্যাল কন্সট্রাক্ট'---এই সব নিয়ে প্রয়োজনের বেশি মাতামাতি অর্থাৎ woke culture প্রকৃত শ্রেণীচেতনা ভুলিয়ে দিচ্ছে।।.সৈকত বাবু বর্ণিত এই সো কল্ড মেধাবীরা বাম আন্দোলনের প্রভূত ক্ষতি করে চলেছে।..গোটা দুনিয়া জুড়েই...
  • dc | 2402:e280:2141:1e8:e1d9:98f3:923:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১২:৩১539205
  • হুঁ, এলজিবিটিকিউ+ অবশ্য মাইক্রোসফট আর গুগলের ঘাড়ে চাপিয়ে দেওয়া যেতে পারে। বা ওর‌্যাকলের ঘাড়ে।  
  • X | 2001:67c:2628:647:8::***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৪539210
  • লক্ষ্য করে দেখবেন ওবামা এরা থেকে ডেমোক্র্যাট ও লিবারেল ক্রমশ সমার্থক শব্দ হয়েছে। উল্টোদিকে রিপাবলিকান ও কনজারভেটিভও সমার্থক শব্দ হয়েছে। এইটে বিপজ্জনক। কেননা ডেমোক্র্যাটিক পার্টি লিবারেল আইডিওলজির ওনার হতে পারেনা। কিন্তু ওরা বলছে যারা আমাদের ভোট দেবেনা, তারা লিবারেল নয়। অর্থাৎ ডেমোক্র্যাটদের আর লিবারেল হবার দায় রইল না, লিবারেলদের দায় ডেমোক্র্যাট হবার। প্রতি ইলেকশনে এই আইডেন্টিটির খেলা চলছে। ভেবে দেখবেন রেস জেন্ডারের বাইরে গিয়ে এইটে আসল আইডেন্টিটি পলিটিক্স। একটা আইডিওলজির ইজারা নেওয়া o পলিসির প্রশ্ন সম্পূর্র্ণ এড়িয়ে যাওয়া।
  • dc | 2402:e280:2141:1e8:e1d9:98f3:923:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১৪:২৪539211
  • একমত। কনসারভেটিভ মানেই রিপাবলিকান নয়, লিবারাল মানেই ডেমোক্র‌্যাট নয়। আগে এই ব্যাপারগুলো স্পষ্ট ছিলো, তবে গত দুয়েক দশক ধরে বোধায়, মিডিয়া এই সমীকরনটা বানাতে চাইছে। 
  • Debasis Bhattacharya | ০৭ নভেম্বর ২০২৪ ১৪:৫৯539212
  • কনজারভেটিভ আর ডেমোক্র্যাটের ঝগড়াটা অনেকটা কোক আর পেপসি-র ঝগড়ার মত। একটারও টেস্ট ভাল না, আর স্বাদের ফারাকও তেমন কিছু খুঁজে পাইনি। তবুও বিরাট ঝগড়া। 
     
    সো বিগ কোয়ারেল, উইথ সো লিটল ডিফারেন্স। অ্যামেজিং, এ'ইন্ট ইট? 
  • PRABIRJIT SARKAR | ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৩২539214
  • ব্রিটেন আমেরিকা দু জায়গায় সরকার বিরোধীরা জিতেছে। আন্টি এস্টাব্লিশমেন্ট ফ্যাক্টর। দু জায়গায় খাঁটি সাদা নেতা থাকলে সরকার পক্ষের ফল এর চেয়ে ভাল হত। বেশি অর্থনৈতিক কষ্ট হলে ইমিগ্রেশন বড় ইস্যু হয়।
  • ¥ | 2401:4900:3a15:93f:638b:2126:75b3:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৪539218
  • https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://en.wikipedia.org/wiki/Google%2527s_Ideological_Echo_Chamber&ved=2ahUKEwjH_7DGjcqJAxVagFYBHSrqEnEQFnoECBYQAQ&usg=AOvVaw0mtOR1c-RjSxsyHJe2utbw
     
    জেমস ডামোর, গুগলের এই ইঞ্জিনিয়ার গুগল তার অভ্যন্তরে কীভাবে আইডেন্টিটি পলিটিক্স প্র্যাকটিস করে তার বিবরণ দিয়েছিলো এবং এর ফলে সে তার চাকরী খোয়ায়...বিবর্তনীয় মনোবিজ্ঞানের আলোকে নারী পুরুষের মনোজগৎ বিশ্লেষণ করে এই জায়ান্ট টেক কোম্পানীর একজন এমপ্লয়ী একটি সিদ্ধান্তে উপনীত হলো, ধরা যাক 'পুরুষের এনালিটিক্যাল স্কিল নারীর চেয়ে বেটার'-----এই সত্যকথন সিলিকন ভ্যালিতে তাকে 'ক্যানসেল' করে দেবে 
  • Guru | 103.4.***.*** | ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৬539219
  • দেবাশীষ বাবু যে ! অনেকদিন পরে আপনাকে দেখে খুবই ভালো লাগছে |
  • dc | 2402:e280:2141:1e8:cc66:645a:5e8b:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১৯:৩৫539222
  • দেবাশীষবাবু, এখানে দ্বিমত আছে। আপনি কি কনজারভেটিভ আর লিবারালদের ঝগড়ার কথা বলতে চাইলেন? তাহলে বলবো, এই দুই দলের মধ্যে আইডিওলজি আর ওয়ার্ল্ড ভিউতে বিস্তর ফারাক আছে, প্রায় দুশো বছর ধরে য়ুরোপ, ইউকে, ইউএস প্রভৃতি দেশের বহু বিখ্যাত দার্শনিক আর পলিটিশিয়ানরা ভারী ভারী বই লিখেছেন :-) মূলত, আমি যেটুকু জানি, কনজারভেটিজম জোর দেয় ইন্ডিভিজুয়ালিসম আর মিনিমাম গভর্নমেন্ট ইন্টারভেনশান এর ওপর, আর লিবারালিজম জোর দেয় সোশ্যাল জাস্টিস আর ইকোয়ালিটির ওপর। এছাড়া আমেরিকান কনসার্ভেটিজম এর সাথে য়ুরোপিয়ান কনসার্ভেটিজম এর কিসব যেন ফারাক আছে, সেরকম আমেরিকান লিবারালিজম এর সাথেও য়ুরোপিয়ান লিবারালিজম এর ফারাক আছে। 
     
    আর যদি গপ আর ডেমোক্র‌্যাটদের ঝগড়ার কথা বলেন, তাহলে বলবো অনেক কিছুতে এদের মিল আছে, কিন্তু অনেক কিছুতে নোটিসেবল তফাতও আছে। আমেরিকান রিপাবলিকানদের মধ্যে নিওকনসার্ভেটিভদের প্রভাব বেশী, ডেমোক্র‌্যাটদের মধ্যে অতোটা না, আর ডেমোক্র‌্যাটরা নানারকম ইন্টারভেনশানিস্ট পলিসি সাপোর্ট করে, রিপাবলিকানরা সেটা করেনা। ডেমোক্র‌্যাটরা অ্যাবর্শানের পক্ষে, গান কন্টোলের পক্ষে। এলজিবিটিকিউ+ এর প্রবক্তা, বড়োলোকদের ওপর ট্যাক্স বসাতে চায়। রিপাবলিকানরা এসবের বিরোধিতা করে। অ্যান্টি-অ্যাবর্শানিজম আর গান রাইটস রিপাবলিকানদের খুব প্রিয় বিষয়। আরও নানারকম ফারাক আছে। 
  • Guru | 103.4.***.*** | ০৭ নভেম্বর ২০২৪ ১৯:৫২539223
  • আমি দেবাশীষবাবুর সঙ্গে এই ব্যাপারে একমত যে আম্রিকাতে ডেমোক্রাট আর রিপাব্লিকানরা মোটামুটি একই রকম একটা ব্যাপারে | সেটা হচ্ছে ইস্রায়েল আর জায়নবাদীদের প্রতি নিঃশর্ত সমর্থন | হয়তো আম্রিকি অর্থনীতি স্ট্রাকচার এর জন্যে দায়ী | এছাড়া দুটো দলই মূলতঃ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাপোর্ট করে যেখানে যার জন্যে তৃতীয় বিশ্বে একের পর এক যুদ্ধ চলে | এই ব্যাপারে দুদলের মধ্যে একটা bipartisan consensus তৈরী হয়েছে | AIPAC জাতীয় সংগঠন এই জন্যে কাজ করে | আম্রিকি সেনেট্ নির্বাচনে এই সংগঠন টাই প্রচুর টাকা খাটিয়ে দু দলের মধ্যে একটা কনসেনসাস তৈরী করে | গান রাইটস বা এবোরশন এসব বিষয়ে যা ডিবেট দেখেন এগুলো সার্কাস মাত্র মানুষকে বোকা বানানোর জন্যে |
  • Guru | 103.4.***.*** | ০৭ নভেম্বর ২০২৪ ২০:০৪539224
  • "আমেরিকান রিপাবলিকানদের মধ্যে নিওকনসার্ভেটিভদের প্রভাব বেশী, ডেমোক্র‌্যাটদের মধ্যে অতোটা না"
     
    এটা একেবারেই ঠিক নয় | নিওকনসার্ভেটিভদের জন্যে ইরাক যুদ্ধ হয়েছিলো | এই কমলা হ্যারিসের ক্যাম্পেনে লিজ চেনি তার সমর্থনে কাজ করেছেন | এই লিজ চেনি ইরাক যুদ্ধের সময়ের আম্রিকি প্রেসিডেন্ট জর্জ বুশের ডান হাত তার ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির নিজের মেয়ে | এই ডিক চেনির মুখ্য ভূমিকা ছিলো ইরাক যুদ্ধের পিছনে | ইউক্রেন যুদ্ধের দুজন কান্ডারী ভিক্টোরিয়া নুল্যান্ড এবং রবার্ট কাগান সহ অনেকেই সমর্থন করেছেন কমলা হ্যারিসের ক্যাম্পেনে | নিওকনসার্ভেটিভ মূলতঃ সবাই যুদ্ধপন্থী আর জায়নবাদের সমর্থক | সেটা ইরাক আফগানিস্তান ইউক্রেন ইস্রায়েল যেখানেই হোক না কেন | ডেমোক্র্যাট রিপাবলিকান দুদলেই এরা আছেন যেহেতু আগেই বলেছি আম্রিকাতে দুটো দলেই একটা bipartisan consensus কাজ করে সারা পৃথিবীতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে | কাজেই "রিপাব্লিকানদের মধ্যেই নিওকনসার্ভেটিভদের প্রভাব বেশী, ডেমোক্র‌্যাটদের মধ্যে অতোটা না" এটা একেবারেই ভুল | সত্যি কথা হচ্ছে যে নিওকনসার্ভেটিভদের প্রভাব দু দলেই বেশী যেহেতু দুটো দলই মোটামুটি সারা পৃথিবীতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে |
  • Guru | 103.4.***.*** | ০৭ নভেম্বর ২০২৪ ২০:১৬539226
  • অর্থনীতির প্রশ্নেও মূলতঃ দুটো দলের নীতি মোটামুটি ওই bipartisan consensus নিয়েই চলে | বিশ্বায়ন ওয়াশিংটন কনসেনসাস ইত্যাদি সব বিষয়েই দুই দল মূলতঃ একই নীতি গ্রহণ করে তবে হয়তো কিছুটা ফারাক আছে অর্থনীতির রূপায়ণ এবং রিপ্রেসেন্টেশনে | সেটা খুব গৌণ একটা byaparঅর্থাৎ যুদ্ধ এবং বিশ্বায়ন এই দুটো বিষয়েই এরা একমত |
  • Debasis Bhattacharya | ০৭ নভেম্বর ২০২৪ ২০:২২539227
  • গুরু, আপনি ভাল আছেন তো?
     
    ডিসি, আমি রিপাব্লিকান আর ডেমোক্রাটদের কথাই বলেছি। সংরক্ষণশীল আর উদার মতাদর্শ ও রাজনীতির পার্থক্য বিষয়ে যৎসামান্য ধারণা আছে। তবে, আমি একটা হালকা রসিকতা হিসেবেই কথাটা বলেছি, খুব একটা সিরিয়াসলি নেবেন না। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ নভেম্বর ২০২৪ ২০:৩০539228
  • আসলে দেবাশিসদার ওপরের মন্তব্যটা পুরো কমিউনিস্টসুলভ হয়েছে (তাঁর জন্য আমিও পড়ে আনন্দ পেয়েছি),তাই বোধহয় অনেকে ভড়কে গেছেনlaugh
  • Guru | 103.4.***.*** | ০৭ নভেম্বর ২০২৪ ২০:৩৩539229
  • অনেক ধন্যবাদ দেবাশীষ বাবু | ভালোই আছি তবে প্যালেস্টাইনে জেনোসাইড ইস্যুটা নিয়ে বেশ বিচলিত | সেটা বোধয় আমার কমেন্টস গুলো থেকে বুঝতেই পারছেন | কিছু মনে করবেননা |
  • dc | 2402:e280:2141:1e8:cc66:645a:5e8b:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ২০:৩৬539230
  • দেবাশীষবাবু, আচ্ছা। "সংরক্ষণশীল আর উদার মতাদর্শ ও রাজনীতির পার্থক্য" সম্পর্কে আমারও খুবই কম ধারনা, এদিক ওদিক পড়ে যেটুকু বুঝেছি আর কি :-)
     
    এই প্রসঙ্গে মনে পড়লো, এসব বিষয়ে গুরুতে অনেক বছর আগে মনোজ্ঞ আলোচনা হতো, সেরকম কোন একটা টইতে পাই ম্যাডাম, নাকি অন্য কেউ, একটা কুইজ দিয়েছিলেন, সেটায় দুটো অ্যাক্সিস ছিল - ইকোনমিক অ্যাক্সিস আর সোশ্যাল অ্যাক্সিস। অর্থাত কেউ একই সাথে ইকোনমিকালি রাইট লিনিং হতে পারে কিন্তু সোশ্যাল ইস্যুতে লেফট লিনিং হতে পারে। এসব নানা ব্যাপার গুরু করে করে শিখেছি :-)
  • দেবাশিস্ ভট্টাচার্য | 2401:4900:7076:fecf:639f:f073:6765:***:*** | ০৮ নভেম্বর ২০২৪ ০০:০৫539238
  • গুরু,
     
    কিছুই মনে করিনি, মনে করবার আছেটা কী এখানে? আপনার উদ্বেগগুলো কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি লাগে, কিন্তু সেটুকু বাদ দিলে আপনি তো ভারি ভাল মানুষ, মন্তব্য পড়লেই বোঝা যায়। আর তাছাড়া, প্যালেস্টাইন ভয়ঙ্কর উদ্বেগের ব্যাপার তো বটেই!
     
     
    কৌতুহলী এবং ডিসি, 
     
    আমাদের দেশে কে কম্যুনিস্ট আর কে নয় সে বিচার একদিকে হাস্যকর রকমের সহজ সরল, এবং আর একদিকে আবার ভয়ঙ্কর রকমের অনিশ্চিত। জ্যোতি বসু, শিবদাস ঘোষ, চারু মজুমদার --- এদেরকে গালি দিলে আপনি কম্যুনিস্ট-বিরোধী ঘোর বুর্জোয়া --- এইটুকু খুব সোজা আর সরল। তবে, ঠিক কাকে গালি দিলে কোন লোকটা আপনাকে বুর্জোয়া বলবে, এবং ঠিক কতদিন ধরে বলবে --- এইটা ভয়ঙ্কর অনিশ্চিত। সেই জন্যিই, ওসব লিয়ে মাতা ঘামানো ছেড়ে দিইচি মোয়ায়!
     
     
     
     
  • Guru | 2401:4900:706f:9ca2:3927:6167:fc35:***:*** | ০৮ নভেম্বর ২০২৪ ০৮:২৮539241
  • @দেবাশিসবাবু ,  অনেক ধন্যবাদ দাদা l নতুন কিছু sci-fi ছোটগল্প লিখলেন কি ? ALTER YouTube চ্যানেল টী আপনার কাছ থেকেই জেনেছি l খুবই ভালো লাগে এটা l sci-fi নিয়েও এরকম দেখতে ভালো লাগে l আপনার জানা আছে কি ? ভালো কথা , টেকনোলোজিক্যাল ডেভেলপমেন্ট ও জিয়োপলিটিক্স নিয়ে সম্প্রতি একটা পেপার হাতে এসেছে l আপনার কেমন লাগলো জানাবেন l 
  • Guru | 2401:4900:706f:9ca2:3927:6167:fc35:***:*** | ০৮ নভেম্বর ২০২৪ ০৮:২৯539242
  •  @দেবাশিসবাবু , এই যে সেই পেপারের লিংক l https://rujec.org/article/118505/
  • Guru | 2401:4900:706f:9ca2:3927:6167:fc35:***:*** | ০৮ নভেম্বর ২০২৪ ০৮:৩৬539243
  • @দেবাশীষ , প্রযুক্তি , আধুনিকতা ও ভূরাজনীতির সম্পর্ক তো আমার আপনার দুজনেরই খুবই পছন্দের জিনিস। এই নিয়ে আপনি কিছু লিখলে খুবই ভালো লাগবে l
  • &/ | 151.14.***.*** | ০৮ নভেম্বর ২০২৪ ০৮:৫১539244
  • গুরু গুরু গুরু গুরু গুরু, এই টইটা দেখেছেন? আপনার তো বিশ্বের ব্যাপারে অনেক আগ্রহ। এ যে বিশ্বেরই ব্যাপার!
    https://www.guruchandali.com/comment.php?topic=31423
  • Guru | 2401:4900:706f:9ca2:3927:6167:fc35:***:*** | ০৮ নভেম্বর ২০২৪ ১০:৪৫539246
  • @এন্ডোর , দেখলাম l তবে এবিষয়ে কথা বলবার জন্যে আমার আরো পড়াশোনার দরকার l আপাতত প্যালেস্টাইনের জেনোসাইড নিয়ে আগ্রহ বেশী l আইডেন্টিটি পলিটিক্স বড় জটিল বিষয় l আমি এইটুকু বলতে পারি যে লিবারেল বাইডেন প্রশাসন নোবেলবিজয়ী লিবারেল ইউনুস সাহেবের সরকারকে বাংলাদেশে গদীতে বসিয়েছে l কিন্তু এখন এরকম ঘটনা বেশ দুর্ভাগ্যজনক চিন্তাজনক এবং অভাবনীয় l কিংবদন্তী বা বিপ্লব রহমান হয়তো আরো ভালো বলতে পারবেন এব্যাপারে l পপুলিস্ট ট্রাম্প সরকার কি করবে এবার বাংলাদেশ নিয়ে কে জানে ? তবে মনে হয়না এসব নিয়ে আগামী পাঁচ ছয় মাসের আগে কিছু হবে l বাংলাদেশ এখন আম্রিকার প্রায়োরিটি নয় l ইউক্রেন আর পশ্চিম এশিয়া অনেক বড় প্রায়োরিটি l তবে এটুকু বলতে পারি , ট্রাম্প যদি নিজের রক্ষণশীল বেসের কথা ভেবে ফ্যামিলি ভ্যালু ইত্যাদি নিয়ে সাপর্ট চান তাহলে বাংলাদেশের মুক্তমনাদের তুলনাতে তথাকথিত মৌলবাদী বা ছাগুদের সমস্যা কমই হবে l তবে জল এতদূর গড়াবে বলে মনে হয়না l আসলে বর্তমানের পোস্ট ওয়ার অন টেরর আম্রিকাতে রাশিয়া বা চীন বড় সমস্যা ইসলামিক মৌলবাদ বা উগ্রপন্থা খুব তেমন প্রাসঙ্গিক  নয় l কাজেই বাংলাদেশে মৌলবাদ নিয়ে ট্রাম্প খুব একটা মাথা ঘামাবেন বলে মনে হয়না l আবার গাজা জেনোসাইড নিয়ে অনেক আম্রিকা প্রবাসী বাংলাদেশী যারা হয়তো মুক্তমনা ততটা নন ট্রাম্পকেই ভোট দিয়েছেন l কাজেই ট্রাম্প এনিয়ে মুক্তমনাদের খুব একটা সাহায্য করবেন বলে মনে হয়না l
  • বিপ্লব রহমান | ০৮ নভেম্বর ২০২৪ ১১:০৫539248
  • @Guru, 
    মনে হয় না, বাংলাদেশের ক্ষেত্রে  মার্কিন নীতির কোনো পরিবর্তন ট্রাম্প জামানায় হবে। আম্রিকা হলো সেই বিশ্ব মোড়ল, যার হাকিম নড়ে তো হুকুম নড়ে না! 
     
    বরং বিশ্ব যুদ্ধনীতিতে ট্রাম্পের ট্রাম্প কার্ড কি হয়, সেটাই দেখার বিষয়। তবে ইসরায়েল প্রশ্নে শ্যাম চাচার নিয়ত একই থাকার কথা। নাকি!? devil
  • Guru | 2401:4900:706f:9ca2:3927:6167:fc35:***:*** | ০৮ নভেম্বর ২০২৪ ১১:৩৮539249
  • @বিপ্লব রহমান , ধন্যবাদ ভাই l আমি আপনার এই এনালাইসিসের সঙ্গে একমত l তবে , বাংলাদেশেরই স্বার্থে নতুন মুক্ত অবাধ নির্বাচনের প্রয়োজন এবং খুবই তাড়াতাড়ি l দেখা যাচ্ছে অরাজনৈতিক এবং কোন পপুলার  ম্যান্ডেটহীন ইউনুস সাহেবের পক্ষে এতো বড় বাঙালী জাতিকে বেশিদিন সামলানো সম্ভব নয় l.  প্যালেস্টাইন ইস্যু নিয়েই আমি বেশী চিন্তিত l 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন