এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 2401:4900:2302:7f42:8aa:b597:30b3:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ০৮:৪৫538576
  • এই ব্যাপারটা এর আগেও দুয়েকবার খবরে দেখেছি, কিন্তু বিশ্বাস হয় নি। পঁচিশ বছর বা তারও বেশী সময় ধরে এইসব চলছে কিন্তু কেউ কোথাও এ নিয়ে মুখ খোলেনি? ব্যাচের পর ব্যাচ ছাত্র, ডাক্তার, অধ্যক্ষ ইত্যাদিরা এসেছেন আর তারা চুপচাপ এই চক্র চলতে দিয়েছেন? কি জানি, আমার তো একেবারেই অবিশ্বাস্য মনে হচ্ছে। 
  • PRABIRJIT SARKAR | ১৭ অক্টোবর ২০২৪ ০৮:৪৭538577
  • আমি ১২ সেপ্টেম্বর খেরোর খাতায় আর জি কর নিয়ে কয়েকটি ঘটনা নিউজ লিঙ্ক দিয়ে পোস্ট করেছিলাম।
  • dc | 2402:e280:2141:1e8:4152:aff4:ab9b:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ০৮:৫৪538578
  • মনে সাধারন পানুর শুটিং নিয়ে অভিযোগ উঠলে তাও বুঝতাম, সে তো আমাদের ছোটবেলায় মুনমুন সেনের পানুও হন্যে হয়ে খুঁজেছি কিন্তু পাইনি, কিন্তু তাই বলে অর্গানাইজড নেক্রোফিলিয়া তো ভয়ানক সিরিয়াস অভিযোগ! সেটাও নাকি অন্তত পঁচিশ বছর ধরে চলছে! সিপিএম যতোই তোলাবাজি করুক আর হলদি নদীতে কুমির নিয়ে আসুক, এরকম ব্যাপার চলছে জেনেও চুপচাপ থাকবে, তা তো মনে হয়না! আরেকটা কথা হলো, পঁচিশ বছর ধরে যদি এসব চলে, তাহলে তো নিশ্চয়ই অন্তত দু একটা অন্য সরকারি হাসপাতালেও এসব হয়েছে! নাকি যতো রহস্য শুধুই আরজি করে? 
  • হিজি-বিজ-বিজ  | 2603:8000:a403:4186:bdb6:6a8e:167b:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ০৯:৫২538579
  • নেক্রোফিলিয়া টা অতিরঞ্জিত লাগছে। পর্নোগ্রাফি টা অবশ্য তদন্তসাপেক্ষ। তো সে তো আরজি কর এর হোস্টেলে শুনেছিলাম। তবে খুন থ্রেট ইত্যদি তে  সুবর্ণ গোঁসাই যে নাম আস্লে অবাক হব না। মুনমুন সেনের পানু অবশ্য ভূত বা ভগবানের মতো।
  • PRABIRJIT SARKAR | ১৭ অক্টোবর ২০২৪ ১১:১৫538581
  • সত্যজিৎ রায় তার একটা সিনেমায় (মনে হয় জন অরণ্য) দেখিয়েছেন একটা হাসপাতালের অনেক নার্স পার্ট টাইম দেহ ব্যবসায়ী।  সেক্স রাকেট চলছে নার্স কোয়াটারে। ওরা মৃদু প্রতিবাদ করেছিল।
  • দীপ | 2402:3a80:4318:ba17:778:5634:1232:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ১২:৩৪538583
  • বামেরা অনেক অন্যায় করেছে বলেই তো মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে!  তা লেখক কি সেসব দেখিয়ে আজকের অন্যায়কে সমর্থন করতে বলছেন? 
    সংবাদপত্র তখন এই খবরগুলো প্রকাশ করেনি কেন? এখন এসব বলছে? 
    সুবর্ণ গোস্বামী দোষী হলে অবশ্য‌ই তার শাস্তি হোক।
    আর বর্তমান সরকারের অন্যায়ের ব্যাপারে লেখকের কি বক্তব্য?
     
     
  • PRABIRJIT SARKAR | ১৭ অক্টোবর ২০২৪ ১২:৪০538584
  • ঐ যুগে ওরা করেছে তাই এই যুগে একই অপরাধ কম বা বেশি আমরা করলে তোমরা বিচার চাইতে পারো না। আমরা তোমাদের ঐতিহ্যের ধারক বাহক। তাই প্রতিবাদ না করে সমর্থন কর।
  • দীপ | 2402:3a80:4318:ba17:778:5634:1232:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ১২:৪১538585
  • পুরোনো কথাই যখন উঠলো, তাহলে একটু পুরোনো কথাই মনে করিয়ে দেওয়া যাক।
    ২০২২ সালে একজন ভারতীয় মহিলা পর্যটক পর্তুগাল বেড়াতে গিয়েছিলেন। মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন, বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানে চিকিৎসাসঙ্কটে তাঁর মৃত্যু হয়। হয় অ্যাম্বুলেন্স পেতে দেরি হয়েছিলো, অথবা  যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিলো, সেখানে ঐ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না।
    কিন্তু এই নিয়ে সরকার যথেষ্ট সমালোচনার মুখে পড়ে। শেষপর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন! 
    পুরোনো কথাই একটু মনে করিয়ে দিলাম!
  • syandi | 2402:e280:3d81:135:78fb:6d1e:e93a:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ১২:৫১538586
  • এই সৌমিত্র বিশ্বাস হল গিয়ে সি বি আই এর প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাসের ভাইপো। সেই দোর্দণ্ডপ্রতাপ উপেন বিশ্বাস যিনি লালুপ্রসাদকে জেলের ভাত খাইয়ে ছেড়েছিলেন তাঁর ভাইপো।  
  • PRABIRJIT SARKAR | ১৭ অক্টোবর ২০২৪ ১৩:৪২538589
  • উপেন কিছু করতে পারলো না?
  • বহমান | 150.129.***.*** | ১৭ অক্টোবর ২০২৪ ১৭:২২538591
  • বাম আমলে, 'এখানে খুন হলো কেন?' - প্রশ্ন তুললেই জবাব আসত, 'কেন্দ্রীয় চক্রান্ত'। নয়তো, বিহারে 3 টে খুন হয়েছে, রাজস্থানে 5 টা খুন হয়েছে, ইত্যাদি ইত্যাদি তথ্য। ব্যাপারটা এমন হাস্যকর জায়গায় চলে গিয়েছিল যে বাংলায় বৃষ্টি না হলে বলা হত কেন্দ্র মেঘ পাঠাচ্ছে না। সেই tradition সমানে চলেছে। আজ, বাংলায় কেন ধর্ষণ হল বললেই, জবাব আসে উন্নাও, হাতরাস, মহারাষ্ট্র। নয়তো এই ধর্ষণের পিছনে CPMএর চক্রান্ত বা link খুঁজে বার করা। এই নিবন্ধেও দেখছি ২০২৪ এ ধর্ষণের জবাব দিতে গিয়ে অত্যন্ত বলিষ্ঠভাবে ২০০১ এর ঘটনা টেনে আনা হয়েছে। Well done. এখন নিশ্চিত হয়ে হাসতে হাসতে বলি, এই tradition কালও চলবে।
  • JAYANTA GUHABISWAS | ১৭ অক্টোবর ২০২৪ ১৭:৪৩538592
  • 2011 সালে তৃণমূল ক্ষমতায় এলো। প্রয়োজনে সৌমিত্র বিশ্বাসের মৃত্যু নিয়ে একটা বিচারবিভাগীয় তদন্ত করতে পারতো। এতদিন তো একটা কথা ও শুনিনি। যেই অভয়ার বিচার চেয়ে শুরু হয়েছে আন্দোলন সাথে সাথে নোংরা খেলায় মেতে উঠলো তৃণভোজীরা। ধিক্কার। 
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:c422:4ef2:21f3:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ১৯:২৯538596
  • এখন অভয়ার  নৃশংস মৃত্যুর সুপ্রিম কোর্টের মনিটরিং এ সিবিআই তদন্ত হচ্ছে। ডাক্তার এবং সাধারণ মানুষেরা পথে নেমেছেন।
    বর্তমান সরকারের বিশ্বাসযোগ্যতা তলানিতে।
    তাই সাংসদ পদত্যাগ করেছেন।  পৌরসভার ডাক্তার প্রতিবাদসূচক ব্যাজ লাগিয়ে ডিউটি করেছেন।  পুলিশকে বিনা কারণে আটকের জন্য ক্ষমা চাইতে দাবি করে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। 
     
    এটা এই আন্দোলনের পজিটিভ দিক,  লোকের ভয় ভেঙে যাচ্ছে।
     
    কিন্ত তাই বলে সৌমিত্র বিশ্বাসের মৃত্যুর তদন্ত কেন হবে না, কেন মায়ের তদন্ত চেয়ে পাঠানো আবেদন মুখ্যমন্ত্রীর দফতর থেকে পাঁচ পাঁচবার হারিয়ে যায় -- সে প্রশ্ন আজ তোলা যাবে না?
    এর জন্য গাল খেতে হবে!
     
    প্রশ্নটা সিপিএম তিনো  নয়। 
    প্রশ্ন জনৈক ডাক্তার সুবর্ণ গোস্বামীকে নিয়ে -- যাঁর  বিরুদ্ধেই প্রয়াত সৌমিত্র বিশ্বাসের মা লিখিত অভিযোগ করেছিলেন। 
    ইনি আবার গোরক্ষকদের কায়দায় 150 গ্রাম সিমেনের গল্প ছড়িয়ে মাস হিস্টিরিয়া তৈরি করছিলেন-- এমন ডাক্তার। 
    আজ লুকিয়ে রাখা কংকাল বেরিয়ে পড়েছে,  তো সেটা নিয়ে মুখ খোলা অপরাধ?
     
    থ্রেট কালচার দেখছি একটা সংস্কৃতি! সর্বব্যাপী!
     
     
    প্রশ্নটা ক্ষমতার সঙ্গে থাকার। 
    আজ সন্দীপ ঘোষেরা যা করছলেন ,  দল ক্ষমতায় থাকাকালীন সুবর্ণরা ঠিক তাই করছিলেন। 
     
    দুজনেই সমান ঘৃণ্য। 
  • PRABIRJIT SARKAR | ১৭ অক্টোবর ২০২৪ ১৯:২৯538597
  • জয়ন্ত বাবুর বক্তব্য ঠিকই লাগছে।
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:c422:4ef2:21f3:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ১৯:৪১538598
  • তৃণমূল সরকার অনেক কিছুই করেনি। তদন্ত করেনি -- তাই বলে সৌমিত্র বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যুর দাবি বাতিল হয়ে যায় না।
     
     
     
  • পলিটিশিয়ান | 23.24.***.*** | ১৭ অক্টোবর ২০২৪ ১৯:৪৬538599
  • সূবর্ণ গোস্বামী শুনলাম উকিলের চিঠি দিয়েছেন।
  • :|: | 174.25.***.*** | ১৭ অক্টোবর ২০২৪ ২০:০৮538600
  • বিকাশ উকিল? 
    জাস কৌতূহল। 
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:c422:4ef2:21f3:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ২০:১৩538601
  • খুব ভালো।
    হো জায়ে দুধ কা দুধ,  পানি কী পানি।
    আমরাও সত্যাসত্য জেনে ঋদ্ধ হব।
     
    কিন্ত চিঠি কাকে দিয়েছেন? মানে কার  বিরুদ্ধে?
    রাজ্য সরকার? নিউজ লন্ড্রী? বর্তমানের? টাইমস অফ ইন্ডিয়ার?
     
    2001 সালের কেস? নাকি সীমেন কেস?
     
     
  • dc | 2402:e280:2141:1e8:e91d:19db:a3ef:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ২০:৩০538602
  • খুবই জটিল কেস। 
  • পলিটিশিয়ান | 23.24.***.*** | ১৭ অক্টোবর ২০২৪ ২০:৩৭538603
  • আপাততঃ বর্তমান পত্রিকা আর একজন এসইউসি নেতাকে দিয়েছেন শুনলাম। পরে হয়তো কুনাল এবং আরো কয়েকজনকে দেবে।
     
    নেটে একটা ভিডিও দিয়েছেন দেখলাম সুবর্ণবাবু। সেখানে এই ঘটনার ওনার দিকটা বলেছেন। হাতের কাছে নেই। আগ্রহ থাকলে খুঁজে নেবেন।
  • dc | 2402:e280:2141:1e8:e91d:19db:a3ef:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ২০:৫১538604
  • এটার একটা সিবিআই তদন্ত হোক। রাজ্যপাল আনন্দর তত্ত্বাবধানে। 
  • যাহ | 2409:40e6:36:60d6:4d:93ff:feab:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ২১:৪১538605
  • সেকি, উনি সৌমিত্র বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন না? অন্য সবাই তো অনেক পরে আসবেন। কাগজে বড় করে ভাইয়ের বিবৃতিও বেরিয়েছে।
    পড়ুন, শুনুন। 
     
    মনে হয় এসব জেনেই জুনিয়র ডাক্তাররা ওইভাবে সিপিএম এর বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলেন। আর কিছু দল, যেমন অনিকেত মাহাতোদের দল তো আন্দোলন থেকে বেরিয়েই গেছেন, অন্তত আপাতত। খুবই ক্যাঁচাল বেঁধেছে।  এসব কারণেই হবে।  আফটার অল, ৮৩ তে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভেঙ্গেছিল এই সিপিএমই।  ডাক্তারদের পিটিয়ে লাট করেছিল। সেসব খবরও পড়েছেন নিশ্চয় শিবু পলিটিশিয়ানরা। 
  • | ১৭ অক্টোবর ২০২৪ ২১:৪৮538606
  • এটাও সেই 'মঞ্জুলিকা আমি সোমা মুখার্জি বলছি' র মত কেস নয় তো? সত্যিই ভাই তো? 
  • Bhutanoya | ১৭ অক্টোবর ২০২৪ ২১:৫৭538607
  • এত জায়গা থাকতে হাসপাতালেই এসে সেক্স র‍্যাকেট খোলার নেক্রো কনটেন্ট বানানো ছাড়া অন্য কারণ কী হতে পারে? হাসপাতালের ভেতরের ব্যাপার বিশেষ জানিটানি না, তাই জিজ্ঞেস করছি। অবশ্য যদি এই নেক্রো কনটেন্টের গল্পটা আদৌ সত্যি হয়। কোথায় ভেবেছিলাম পাতি চুরিটুরির কথা শুনব, ওষুধ ঝাড়া, ইকুইপমেন্ট ঝাড়া, ল্যাব, এম আরদের সাথে সেটিং ইত্যাদির কথা, সেখানে সোজা নেক্রোফিলিয়া। আলাদাই।
  • dc | 2402:e280:2141:1e8:e91d:19db:a3ef:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ২২:১৩538609
  • হ্যাঁ, নেক্রোফিলিয়া আমারও মনে হচ্ছে ওভারডোজ হয়ে গেছে। ওষুধ পাচার, অচল যন্ত্রপাতি কেনা ইত্যাদি তো হয়েই থাকে, আরজিকরেও নিশ্চয়ই হয়েছে। ডাক্তারদের হস্টেলে পানু শুটিং, সেও উপযুক্ত প্রমান পেলে নাহয় মেনে নেওয়া যায়। বাকিটা নয়। ওটা একেবারে অন্য লেভেলের, ২৫ বছর ধরে ওরকম জিনিস চাপা রাখা যায়না। 
  • dc | 2402:e280:2141:1e8:e91d:19db:a3ef:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ২২:১৯538610
  • "তার পরে চলত সহবাস, যা মোবাইলের ক্যামেরা বন্দি করা হত"
     
    আচ্ছা ২০০১ সালে মোবাইলের ক্যামেরায় ভিডিও তোলা যেত নাকি? তখন কি মোবাইলের ক্যামেরা থাকতো? আমি ২০০০ সালে প্রথম স্যামসাং মোবাইল হাতে পেয়েছিলাম। তাতে তো ক্যামেরার কোন সিনই ছিল না!  
  • তুলনীয় নয় | 2409:40e6:36:60d6:b4a2:4aff:fe5f:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ২৩:১৩538611
  • সোমা মুখার্জির থেকে এই অডিও আলাদা। এটা একটা সাক্ষাতকার।  অপর পক্ষে যিনি সেটা নিয়েছেন, তাঁর নাম ধাম বলা আছে, একটা চ্যানেল চালান। অবশ্যই এর জন্য লায়েবল। সোমারটা হোয়াটাসাপ অডিও। সোর্স ট্রেস ও ভেরিফাই করার কোন উপায় নেই। সোমা মুখার্জি নামে ওখানে কোন ডাক্তারকেই পাওয়া যায়নি।
    এখানে এই ভাই একজন রিয়েল ব্যক্তি, পাড়া প্রতিবেশী আত্মীয় যে কেউ ভেরিফাই করতে পারেন।  এটা ভাইয়ের নাম করে ফেক অডিও চালিয়ে দেওয়ার কেস হতে পারার চান্স বেশ কমই। 
     
  • কালনিমে | 103.244.***.*** | ১৭ অক্টোবর ২০২৪ ২৩:৩৮538612
  • Necrophilia ব‍্যাপারটা এমনকি আ* বা* পত্রিকার পক্ষেও বেশি বলে মনে হয়- আমার তো ধারণা ছিল এটা খুবই নিশ মার্কেট হবে - বা যেমন হরর ফিল্ম এ হয়। তবে হস্টেল এ শুটিং বাইরে থেকে লোক এনে হলে আশ্চর্য হবো না। 
    বিশেষত যে সময় মোবাইল বলতে লোকে বুঝত নোকিয়া ৩১০ টাইপ - সাইবার কাফে তে পেজ লোড হত ধীরে। তবে সিডির রমরমা সে সময়েই। কিন্তু এই রকম কন্টেন্ট এর কথা তখন শুনিনি 
  • হে হে | 2405:8100:8000:5ca1::66:***:*** | ১৭ অক্টোবর ২০২৪ ২৩:৪৩538613
  • ঘেসোগুলো অনশন থেকে নজর ঘোরাতে নেবে পড়েচে
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১৮ অক্টোবর ২০২৪ ০২:০৩538614
  • কিন্তু, ডিসি, মোবাইলে ছবি তোলার ব্যাপারটা ইদানীংকালে আরজিকরের মর্গে যা হত, তার পরিপ্রেক্ষিতে লেখা। এটা আবাপে বেরিয়েছিল, লিকেজ, সিবিআইয়ের না মনে হয় , আবাপের নিজের। ২০০১ এ মোবাইলের কথা তো লেখা হয়নি।
     
     
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন