

ইশরাত তানিয়া | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৪:১৩92679রাখাইনদের দেশান্তরী হবার কথা জানলাম। ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার অনুভব সমস্ত তর্কাতর্কির উর্ধ্বে। এই অনুভবের মীমাংসা হয় না। লেখককে ধন্যবাদ!
শক্তি | 172.69.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৭:০১92681বিপ্লব রহমানের মরমী লেখাটি নিয়ে গেল বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মায়াবী জনপদে, যেখানে পাহাড়ের সবুজের মধ্যে মনোরম কালো রঙ কাঠের বিশাল বাড়ি গাছের গুঁড়ির স্তম্ভে বসানো ।গোলাপ ফুলের মতো সুন্দর, সপ্রতিভ শিক্ষিত মেয়ে ডলি এবং তার স্বজাতি প্রাচীন ঐতিহ্য , সংস্কৃতির উত্তরাধিকার নিয়ে বিপন্ন ।আসন্ন দেশত্যাগ কল্পনা করে কাতর ।অতুল সহমর্মিতা নিয়ে বিপ্লব পর্যবেক্ষণ করতে চেয়েছেন এদের সংকট ।ঝরঝরে প্রকাশ ভঙ্গি ।খুব প্রসাদ গুণ ।ভালো লাগলো
অনেক ধন্যবাদ ইশরাত। আগামীতেও সাথে থাকুন।
শক্তি দি, তোমার পাঠ ও পর্যবেক্ষণ সব সময়েই ঋদ্ধ করে। কৃতজ্ঞতা জেন।
b | 172.68.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৮:৪২92688"Imagine there's no countries
It isn't hard to do..." ভাল লেখা। ভাল থাকবেন।
ব, সৈকত দা,
অবশ্যই একদিন সব কাঁটাতার ঘুচে যাবে। অমর একুশে বইমেলা হবে আন্তর্জাতিক, বিশ্বজুড়ে উদযাপন হবে একটিই স্বাধীনতা দিবস। অনেক ধন্যবাদ
রাখাইন সম্পর্কে জানলাম কিছু টা।নিজের ভিটেমাটি যে কতটা অন্তরের । খুব হৃদয়স্পর্শী।