এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  সমাজ

  • এক রিমঝিমের ডাকে মধ্যরাত দখল লক্ষ রিমঝিমের / সুসমীর ঘোষ 

    Samir Ghosh লেখকের গ্রাহক হোন
    আলোচনা | সমাজ | ১৫ আগস্ট ২০২৪ | ৩৯৩ বার পঠিত

  • এককথায় বলা যায় তা হল মধ্যরাতে ইতিহাস লিখল মেয়েরা।১৯৪৭-এর স্বাধীনতার পর দেশের গঙ্গা, যমুনা, ব্রম্ভপুত্র দিয়ে অনেক জল বয়ে গেছে।লাফিয়ে লাফিয়ে গ্রাফ বেড়েছে অর্থনীতির, হলিউডি সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে জেল্লা বেড়েছে বলিউডের, ভারতীয় শিল্পপতির সন্তানের বিয়ের খরচ দেখে চোখ কপালে উঠেছে গোটা বিশ্বের।দিপাবলীর রাতে মহাকাশ স্টেশন থেকে ভারতকে যতই আলো ঝলমলে দেখা যাক না কেন স্বাধীনতার এত বছর পরেও যা মোছে নি তা হল নারী-পুরুষ বৈষম্য।এ নিয়ে আলোচনা,তর্ক-বিতর্ক,প্রতিবাদ,আন্দোলনও তো কম হল না।নির্ভয়া থেকে হাথরস,পার্কস্ট্রিট থেকে কামদুনি – কম মোমবাতি তো জ্বলল না।
     
    কিন্তু আরজি করের ঘটনায় বাংলার বুকে ‘মেয়েরা রাত দখল করো’ ডাকের জেরে যে প্রতিবাদ, অধিকার আদায়ের আন্দোলনের জন্ম নিল তা এককথায় অভূতপূর্ব, ঐতিহাসিক।এমনটা বাংলার বুকে আর কখনও ঘটে নি।শুধু বাংলা কেন গোটা দেশেও মাত্র দিনকয়েকের ডাকে এমন ঢেউয়ের মাথায় চড়ে আন্দোলন ছড়িয়ে পড়ার নজির নেই।তবে মেয়েদের রাত দখল করার ডাক যে আগে কোথাও হয় নি তা নয়। সাত তাড়াতাড়ি ইন্টারনেটের তথ্য ঘেঁটে পাওয়া যাচ্ছে নারী স্বাধীনতা আন্দোলনের অংশ  হিসেবে ‘রিক্লেম দ্য নাইট’ প্রথম শুরু হয়েছিল ১৯৭৭ সালের ১২ নভেম্বর,ইংল্যান্ডের  লিডসে।এক মহিলার খুনের ঘটনায় সে দেশের পুলিশ নিরাপত্তার দোহাই দিয়ে মেয়েদের রাতে বাড়ি থেকে না বেড়োনোর নিদান দেয়।এর পরেই ‘রিক্লেম দ্য নাইট’  আন্দোলনে নামে মহিলারা।

    মহিলাদের উপর নির্মম অত্যাচারের ঘটনায় কলকাতা সহ নানা শহরে প্রতিবাদে বারবার সরব হয়েছে মানুষ।দিল্লি,বেঙ্গালুরুতে হয়েছে ‘রিক্লেম দ্য নাইট’ আন্দোলন।কিন্তু তা বাংলার 'রাত দখলের ডাক’-এর মত আগুনে চেহারা নেয় নি কোনোভাবেই।অথচ এই ডাকের শুরু হয়েছিল একেবারে এক ব্যক্তিগত ডাক থেকে।আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার  পরিস্থিতিতে মেয়েদের অধিকার  আদায়ে 'রাত দখলের' প্রথম ডাক দেন প্রেসিডেন্সি কলেজের  প্রাক্তনী,রিমঝিম সিনহা।গত ১১ অগস্ট তিনি তাঁর ফেসবুকে রাত দখল করার কথায় তিনি লেখেন:
     
    "রাতকে দখল করো!
    আমি রিমঝিম সিনহাআমি শুনলাম আর.জি.কর-এর প্রিন্সিপাল বলেছে, রাতে মেয়েটির একা ওদিকে যাওয়া ঠিক হয়নিরাতে একা থাকা ঠিক হয়নি
    আমি রাতেই থাকবো১৪ই অগাস্ট রাত ১১.৫৯ নাগাদ স্বাধীনতার, আমার নারী স্বাধীনতার জন্য রাতে বাইরে থাকবোগান গাইবো-গান শুনবো-আড্ডা দেবোযা ইচ্ছে তাই করবো
    "রাত মেয়েদের জন্য সেফ নয়"
    "পোষাক সেফ নয়"
    "মেয়েটির চরিত্র ঠিক নয়"
    এসব আর শুনতে বাধ্য নই
    সারারাত বাইরে থাকবো
    যারা থাকতে চান, কমেন্টে জানান
    তাঁর এই “রাতকে দখল করো!” পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার-কমেন্টের ঝড় বয়ে যায়।চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে যত অস্বচ্ছতার,গাফিলতির অভিযোগ সামনে এসেছে ততই এই ডাক ছড়িয়ে পড়ে। বলতে গেলে, সোশ্যাল মিডিয়াতেই সংগঠিত হয়ে পড়ে এই অভিযান।
     
    প্রথমে ঠিক ছিল 'রাত দখলের ডাক’-এ সাড়া দিয়ে ১৪ অগস্ট রাত্রি ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজস্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা। নিজেদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবিতে রাস্তায় নামার ডাক যে এত বড় সাড়া পাবে, তা কেউই কল্পনা করেননি।এই মধ্যরাতে জমায়েতে একে একে জুড়ে যায় শ্রীরামপুর, ব্যারাকপুর, দুর্গাপুর, বোলপুর, ক্যানিং, গোবরডাঙা থেকে জলপাইগুড়ি,কোচবিহারের নাম।যত সময় গেছে ততই এলাকা জুড়েছে এই তালিকার সঙ্গে। ১৪ তারিখ বিকেলে বেলা ৪.৩০ মিনিটে আপডেট করা ‘প্রতিস্পর্ধার জমায়েত,প্রতিস্পর্ধার স্বাধীনতা’ শিরোনামে যে জায়গার তালিকার পিডিএফ চোখে পড়ল তার পাতার সংখ্যা ৬।তাতে রাজ্যের বাইরে রয়েছে বেঙ্গালুরু, মুম্বই,হায়দরাবাদের নাম।রয়েছে পোল্যান্ডের মেনস্কয়ারের ঠিকানা।
     

    সন্ধ্যে থেকেই আসতে লাগল নানা জায়গায় জমায়েতের খবর।মধ্যরাত তখনও অনেক দেরি।'রাত দখলের ডাক’-এ শ্রীরামপুরে জমায়েত দুটো,পূর্ব আর পশ্চিম।একটা বটতলা আর অন্যটা ইএসআইয়ের বিপরীতে।রাত সাড়ে দশটায় শোনা গেল  বটতলায় এখনও সেভাবে জমায়েত শুরু হয় নি।অথচ মাত্র ৪০ মিনিটের ব্যবধানেই  দেখা গেল রাস্তার দখল নিয়েছে মেয়েরা, বটতলার পাঁচমাথার মোড়ে শুধু মানুষ আর মানুষ। খবর পেলাম শ্রীরামপুর পশ্চিমে মহিলাদের জমায়েত বিপুল আকার ধারণ করেছে। আপন হতে বাহির হয়ে মেয়েদের পাশে থাকতে হাজির হয়েছেন বহু পুরুষও।  
     

    বটতলা জুড়ে তখন ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর স্লোগান।মা আর মাসিদের সঙ্গে নিয়ে  এই আন্দোলনে সামিল আমার মেয়ে রিমঝিম,তার দিদি দেবাঙ্কিতা,বন্ধু শ্রেষ্ঠা।হাজির  বন্ধু জপার ছোট মেয়ে অর্জিতা।বিরাটিতে তখন প্রতিবাদে সামিল সুস্মিতার মেয়ে।কলেজ স্ট্রিটের জমায়েতে হাজির জপার বড় মেয়ে সৃজিতা।পথে নেমে সামিল হতে না পারলেও এ লড়াইয়ে নিজেকে নিতে পারছে বেহালায় মিঠুর মেয়ে, বোলপুরে অভিজিতের কন্যা।একটু রাত বাড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্ত তখন মেয়েদের দখলে।আরজি করের ঘটনাকে সামনে রেখে পুরুষতন্ত্র আর সামাজিক বৈষম্যকে উৎখাত করতে রাতে ঘরের বাইরে থাকার এ এক স্বতফূর্ত অভিযান। এ কোনও রাজনৈতিক দলের চোখরাঙানিতে বাধ্য হয়ে আসা সমাবেশ নয়, কোনও ধর্মীয় জমায়েতও নয়।যোগদানের কোনও বাধ্যবাধকতাও নেই, তবুও মধ্যরাতে  রাজপথে ঢল মেয়েদের।বুকের ভেতর নারী স্বাধীনতার জন্যে, নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্যে পথে এবার সাথীর উদ্যম।এ এক অভিনব আন্দোলন যার সাক্ষী থাকলাম আমরা।দেখলাম এক রিমঝিমের ডাকে ‘রাতকে দখল করো’ অভিযানে সামিল লক্ষ লক্ষ রিমঝিম।তাঁর ডাক যে এত বড় সাড়া পাবে, তা আশা করেন নি রিমঝিম নিজেও।নিজের অন্তরের ডাক শুনে পথে নেমে তা সফল করেছেন লক্ষ রিমঝিম। কুর্নিশ তাঁদের সকলকেই। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ১৫ আগস্ট ২০২৪ | ৩৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন