এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ধারাবাহিক

  • খিড়কী থেকে সিংহদুয়ার 

    স্বাতী রায় লেখকের গ্রাহক হোন
    ধারাবাহিক | ২৫ এপ্রিল ২০২২ | ১৬৪৭ বার পঠিত
  • জীবন বয়ে যায়। চারুলতারা লুকিং গ্লাস দিয়ে দেখে। আলোর প্রতিফলন হয়। বদল হয় রংএরও। কখনো গোলাপি, কখনো সবুজ, কখনো ধুসর, কখনো অন্য কোন রং। সব চারুলতারাই কি এক রং দেখে? না, দেখে না। রং-এর ঠিকানা খোপের গায়ে লেখা!  খোপও কি আর এক আধটা। শিক্ষিত-অর্ধশিক্ষিত-অশিক্ষিত,  ছোটব্যবসায়ী-বড়ব্যবসায়ী-চাকুরীজীবি-শ্রমজীবি, বনেদী-উঠতিধনী-মধ্যবিত্ত-ধনহীন, উঁচুজাত-নিচুজাত, ঘটি-বাঙ্গাল – আরও কত কি! বহুতলীয় ক্ষেত্র – কত যে অ্যাক্সিস কে জানে! এর মধ্যে এক একটি বিন্দুতে এক এক চারুলতার আসনটি পাতা। আসনটি নড়লে চড়লে বদলে যায় দেখার রং। স্ট্যান্ডপয়েন্ট থিওরী। নামটা জেনেছে বুড়ো হয়ে।
     
    স্ট্যান্ডপয়েন্ট। বা মানুষের অবস্থানবিন্দু। মানুষের স্বপ্নেরও নিয়ন্ত্রা। রু জানে সেটা। ইতিমধ্যে খেলাচ্ছলে একটা চাকরীর পরীক্ষা দিয়েছিল। পেয়েও ছিল চাকরীটা। তখনও গ্রাজ্যুয়েশনও শেষ হয় নি। কাজেই নেয় নি চাকরীটা। তাতে কিছু গুরুজনের ভ্রুকুঞ্চন। এই বাজারে কেউ চাকরী পেয়ে ছাড়ে? আরও পড়বে? কেন? পড়াশোনা তো চাকরী পাওয়ার জন্যেই।   
       
    শুধু চাকরীর জন্য পড়া? নিজের জন্যও না? সেই দিকটা ঝাপসা। পড়া এনটারটেইনমেন্ট। “দুপুরবেলা সবার খাওয়া হলে বসবে তুমি মহাভারত হাতে”। কিন্তু আত্মবিকাশের জন্য পড়া? উত্তর নেই। তুমুল তর্ক বাধে। ছোটবেলায় রচনা লিখেছিল। “বড় হয়ে স্কুলশিক্ষক হতে চাই”। বড় হতে হতে সব বদলে গেছে। শিক্ষকতায় ঘোর এলার্জী জন্মেছে রু’র। ৮০’র দশকের শিক্ষকদের দেখা চারপাশে। অর্থচিন্তা, সংসারচিন্তাতেই দিন যায়। দিনগত পাপক্ষয়। বৃত্তে ঘুরে বেড়ায় জীবন। বদ্ধ। পড়ানোতেই শেষ। সেখানটায় অনেকেই খুব পোক্ত। তবু সিলেবাসের বাইরের জীবনে? নিজের শেখার ক্ষেত্রটি সংকীর্ণ। ব্যতিক্রম নেই তা নয়। তাঁরা ব্যতিক্রম হিসেবেই পরিচিত। বই-এর স্তূপে ডুবে থাকা আপনভোলা জ্ঞানী পন্ডিতের ছবি অধরাই থাকে। রু’র ফেভারিট। ছবির পিছনে আঁকা নিশ্চিন্ত, উদ্বেগহীন বিত্তস্থিতু জীবন। অদৃশ্য কালিতে। রু তখনও পড়তে শেখে নি। রু ছটফটিয়ে ওঠে। বছরের পর বছর স্কুলের এক ক্লাসে এক জিনিস পড়িয়ে যেতে হবে! অসম্ভব!
     
    উত্তর আসে, মেয়েদের জন্য স্কুলের চাকরীই ভালো। সময়বাঁধা। বছরে দুটো বড় ছুটি। রু তেলেবেগুণে জ্বলে যায়! মেয়েদের জন্য মানে? ছেলে-মেয়ে মানুষ করতে হবে না? থমকে যায় রু। এর উত্তর তখনো জানা নেই। বিয়ে, সন্তান। জীবন মানে তেমনই জানে তখনো। তবু কোথায় যেন জ্বালা ধরে। “মেয়েদের জন্য” মানে ছেলে হলে স্বপ্নটা অন্য হত? আরও রাগ, কারণ কথাটা মেয়েদের থেকেই আসে। বাপ-কাকাদের চোখে বরং ছক-ভাঙ্গার প্রশ্রয়। অবশ্য তাঁরাই আবার কদিন পরে বলেন, “মেয়েদের জন্য” আর্কিটেকচার-ই ভালো। “মেয়ে” বলেই বহু-আকাঙ্খিত ইভনিং-কোর্সের অ্যাডমিশনের লিস্টের প্রথমদিকে নাম উঠলেও ভর্তি করা হয় না। ছেলেরা রাতবিরেতে বাড়ি ফিরতে পারে। মেয়েরা কি তাই পারে নাকি! ভালো-মন্দ কিছু হয়ে গেলে! মেয়ে, মেয়ে, মেয়ে।  
     
    তবে সে পরের কথা। স্কুলজীবনে রু সেসব শোনে নি তখনও। শুধু প্রশ্রয়টুকুই চিনেছে। মহানগর-দেখা আর শঙ্কর-পড়া বিদ্যে সম্বল। ছিটকে উঠে রু বলে, সওদাগরী অফিসের বড়বাবুর সেক্রেটারি হব তাও ভালো, স্কুলে পড়াব না। নিস্তব্ধতা নামে। ক্রোধ ছিটকে ওঠে। অনেক পরে ব্যঙ্গের স্বর শোনে। কথাটা আজ ডাইরিতে লিখে রাখিস। দশ বছর পরে মিলিয়ে দেখিস। শব্দ শুনে রু’র সন্দেহ হয়। তাহলে কি ‘ডিগনিটি অফ লেবার’ কথাটা ভুল? তবু জেদ জন্মায়। বেসরকারি অফিসেই চাকরী চাই। সেখানে চাইলে আকাশ সীমানা। ... বহু, বহু পরে রু’র অবশ্য আপসোস হয়।  পড়ানোও কত রকমের। অনেকখানেই পড়ানো আর নিজের শেখার কোন বিরোধ নেই। সেটা বোঝেই নি সেই বয়সে! জব স্যাটিসফ্যাকশনের বিভিন্ন দিকও জানত না। জানত না চাকরীর ক্ষেত্রে কর্তব্যের সীমানাও অজর নয়। ব্যক্তিত্ব নির্ভর। কেউ সীমানার সীমাবদ্ধতা দেখে। কেউ দেখে সম্ভাবনা। এত বোকা কেন ছিল! কেউ বলেও নি এসব।  মিসটেক। মিসটেক।
     
    সেই এক কথা। এইবার কলেজেও শোনে রু। আর একটু সাজান-গোছান ভাবে। মেয়েদের জন্য আকাডেমিক লাইন ভালো। থার্ড ইয়ারের দ্বিতীয় সেমেস্টার হল ইন্ড্রাস্ট্রিয়াল ট্রেনিং।  একটা গোটা সেমেস্টার। কোথায় করবে? জানা নেই। পরিচিতর জগতটা নেহাত ক্ষুদ্র। বেসরকারী অফিস, তায় কম্পিউটার-ওলা বেসরকারী অফিসের কাউকেই চেনে না। মামার-শালার-কাকার-পিসের-খুড়তুতো ভাইদের কাছে চিঠি নিয়ে ছোটে। আধা ভরসা জোটে, কিন্তু পুরো ভরসা মেলে না। শিক্ষকেরা ভরসা দেন, বার্ক বা আইএসআইতে হয়ে যাবে।  অত চিন্তার কিছু নেই। আর না হলে ডিপার্টমেন্টেই করবে। পরে অ্যাকাডেমিক লাইনে যেতে গেলে সেটাই ভালো।  রু’র মুখ কালো হয়ে যায়। আবার! স্যারের মুখের উপর কিছু বলতে পারে না। মুখ নিচু করে শোনে। আর খোঁজের মাত্রাটা বাড়িয়ে দেয়। সারা কলকাতা ঢুঁড়ে বেড়ায়। যেখানে যা সন্ধান পায়! অন্য স্যারদের মায়া হয়। তাঁরা এখানে ওখানে পাঠান। সেই সুত্রে প্রথম পা ফেলা। সেক্টর ফাইভ। ১৯৯৩ সাল। এসডিএফ বিল্ডিং ।

    করুণাময়ী থেকে যাত্রা। ধূ ধূ মাঠ। তেরচা পেরোয় মাঠ। মেঠো পথ। ওই দূরে দেখা যায় এসডিএফ বাড়ী। আরও এখানে ওখানে মাটি খোঁড়া চলছে। বাড়ী উঠবে। মাঠের মাঝে বাঁদিকে একটা বাড়ি। অদ্ভুত নীল রং এর। আইবিএম ব্লু। রং দেখেই চিনে ফেলে রু। এই তাহলে RS Software. গল্প শুনেছে অনেক। মাঠের শেষ প্রান্তে এসডিএফ বিল্ডিং। সফটওয়্যার ডেভেলপমেন্ট ফ্যাক্টরি। সরকারী ইনফ্রাস্ট্রাকচার। বেসরকারী উদ্যোগ। জনহীন প্রান্তর। পাশেই আদিগন্ত জল। একদফা ইন্টারভিউ হল। রু কে বলা হল দ্বিতীয় দফার জন্য অপেক্ষা করতে। ঘণ্টা দুয়েক লাগবে। অনেক সময়। একটু চারপাশ ঘুরে দেখে আসা যাক।  এসডিএফের বাইরেটা। রাস্তা তখন এসডিএফেই শেষ। সামনে মাটি ফেলা। বোধহয় রাস্তা তৈরির কাজ চলছে। পায়ে চলা রাস্তা। জলের ধার দিয়ে । চাপ-বাঁধা নির্জনতা। খানিকপরে একটু ভয়-ভয়ই লাগল। মানে মানে ফিরে চলল রু।

    স্যারদের সাহায্যে বায়োডেটা পাঠায় আরও কিছু জায়গায়। ইন্টারভিউ-এর ডাক আসে। ক্যামাক স্ট্রীটের এক অফিস থেকে। রু’দের এক শিক্ষক দায়িত্ব নিয়েছেন সেখানে। ইন্টারভিউ-এর পরে বলা হয়, দুদিন পরে ফোন করো। দুদিন পরে, ক্লাসের শেষে, একটা পিসিও তে যায়। জীবনে প্রথম টেলিফোন করা। কাঁপা-কাঁপা গলায় বলে, হ্যালো! পিসিও থেকে বেরিয়ে মনে হয়, মাটির দুহাত উপর দিয়ে হাঁটছে। অবশেষে! বেসরকারী অফিসের ভিতরে ঢোকার অফিসিয়াল ছাড়পত্র মুঠিতে। এসডিএফের অফিসটা থেকেও ডাক আসে। মনে মনে স্যারদের কৃতজ্ঞতা জানায়। একটা হার্ডল পেরোল। পরের হার্ডল চাকরী।         
     
     
    (ক্রমশঃ )
     
    (সমতট  বর্ষ ৫১ সংখ্যা ৩ ও ৪ এ পুর্ব প্রকাশিত )
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ধারাবাহিক | ২৫ এপ্রিল ২০২২ | ১৬৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ এপ্রিল ২০২২ ২০:৫৩506894
  • সেই নীলবাড়ি! গ্লোবসিন হল ৯৭ তে।  বিডিজি এত্ত বেশী অফার দিলেন যে নীলবাড়ি থেকে হুড়মুড় করে একগাদা লোক চলে এলো। দেবাশীষ নীলাঞ্জনা অনন্যা গৌতম কাঞ্জিলাল এই কজনের নাম মনে আছে। আমার প্রথম ভদ্র সভ্য চাকরি গ্লোবসিনে তার আগে লিটারেলি কলের জল খেয়ে স্রক ৫ এ ঘুরে ঘুরে  বায়োডেটা দেবার দিন। আমি আর দেবপ্রিয়া হাঁ করে এই নীলবাড়ি গ্রুপের গল্প শুনতাম। এরা মেনফ্রেম এক্সপার্ট। গ্লোবসিন তখন ৪০ লাখ দিয়ে একটা s-390 কিনেচে। 
     
    দুই বছর বাদে তখন গ্লোসিনের সমস্ত চাকচিক্য শেষের মুখে, আমি  নীলবাড়িতে ইন্টারভিউয়ের ডাক পেলাম, চাকরিও। 
     
    মেয়েদএর জন্য স্কুল টিচারিই ভাল এ আমিও শুনে হাড়ে জ্বলে যেতাম। 
  • স্বাতী রায় | ২৫ এপ্রিল ২০২২ ২৩:৫৫506899
  • সত্যি ! যুক্তির বহর কি! 
     
  • নির্মাল্যকুমার মুখোপাধ্যায় | 223.223.***.*** | ২৬ এপ্রিল ২০২২ ১০:৫৬506910
  • “দুপুরবেলা সবার খাওয়া হলে বসবে তুমি মহাভারত হাতে”। কিন্তু আত্মবিকাশের জন্য পড়া? উত্তর নেই। ''-- চরম পঙক্তি। উফ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন