
:|: | 174.254.***.*** | ১০ জুন ২০২০ ০৩:২৪94183
সৈকত ভট্টাচার্য | 115.187.***.*** | ১০ জুন ২০২০ ০৮:০১94186বেশ। বিষয়টি মাথায় থাকল। :)
বুদ্ধ ধর্মে পণ্ডিত অতীশ দীপংকর ও শান্তরক্ষিতের অবদান আরো জানার আগ্রহ রইল। ত্রিপিটকের ইতিহাসও জানতে চাই।
এই পর্বটি খুব ছোট হলো কী? তারপর?
এপারে বিক্রমপুরে অতীশের জন্মস্থানে জাদুঘর আছে, আর বেশ কয়েক বছর আগে সরকারি উদ্যোগে তার দেহভস্ম তিব্বত থেকে এনে ঢাকার কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ বিহারে রাখা হয়েছে, আগেও বলেছিলাম।
b | 14.139.***.*** | ১০ জুন ২০২০ ১০:০৫94192
Debanjan | 115.96.***.*** | ১১ জুন ২০২০ ২০:১৩94223Khub bhalo likhchen aapni Saikat. ekta proshno royeche. Uponahadesher Uttar poschim angsho (bortomane Pakistan) ebong purbo angsho (bortomane Bangladesh) eei duti jaigai Muloto Muslim sonkhyagoristho. Ebong aitihasik bhabe eei sthanguli asole eksamaye Bouddhyo songodkritir utkorshota dekhechilo. Itihaser eei duti ghotonar modhye kono somporko aache ki naki sudhuy kaktaliyo? aapni ekjon expert aapni eei byapar ta ektu vishleshan kore bolben aapnar lekhay?
সৈকত ভট্টাচার্য | 115.187.***.*** | ১২ জুন ২০২০ ১৮:০৬94243প্রথম কথা আমি পন্ডিত নই একেবারেই। তিব্বতের বিষয়ে বিস্তর বইপত্র পড়ে এই লেখা।
বাংলাদেশ এবং পাকিস্তানে ইসলামের প্রসার অনেক পরে হয়েছে। বৌদ্ধধর্ম ধীরে ধীরে মূল পথ থেকে সরে গিয়ে তন্ত্রর দিয়ে সরে গিয়ে নিজের বিনাশ ডেকে আনে - এই ভারতবর্ষে। তারপর ক্রমশঃ ইসলাম শাসকদের চাপে ধর্ম পরিবর্তন হয়। তবে সেসব অনেক পরের ইতিহাস। আমার এই লেখার মধ্যে হয়ত আসবেনা।
সৈকত দা,
মূল লেখায় বিষয়ে থাকায়ই ভাল। বেশী ছড়িয়ে ফেলা ঠিক হবে না।
তবে বই প্রকাশ করলে পাদটীকা বা পরিশেষে কিছু নোক্তা যোগ করে দিতে পারেন, ইতিহাস পরম্পরা সম্পর্কে কিছু ধারণা দিতে।
চূড়ান্ত বিচারে সবই লেখকের অভিরুচি। এই আমার মত।
লেখা এগিয়ে চলুক।