
শঙ্খ | 103.242.***.*** | ২৬ মে ২০২০ ১৯:১৭93730
Atoz | 151.14.***.*** | ২৬ মে ২০২০ ২২:০৬93738দুর্দান্ত! সত্যিই থ্রিলার সিনেমার মতো।
#
সৈকত দা, লেখায় প্যারাগুলোর মাঝে লাইন স্পেস দিন, তাহলে অনলাইন পাঠে চোখের আরাম হয়, চণ্ডালের আব্দার। :)
হ্যাঁ হ্যাঁ। কপি পেস্ট করার সময় সব ঘেঁটে যায়। পরের বার থেকে খেয়াল রাখব।
মৈত্রেয়ী চৌধুরী | 202.142.***.*** | ২৮ মে ২০২০ ০১:৫৪93795আজ ই লেখা টি প্রথম দেখলাম এবং গোগ্রাসে গিললাম। পড়তে খুব ভালো লাগছে। বিষয় নির্বাচনের বৈচিত্র্যের জন্য অনেক ধন্যবাদ।
একটি পরামর্শ না দিয়ে পারছি না। তিব্বতী নামগুলো প্রচলিত উচ্চারণে দিলে ভালো হতো। যেমন প্রথম তিব্বতী লিপিকার থোমি সামভোটা নামেই সবিশেষ পরিচিত। এ বিষয়ে আপনি কলকাতার এশিয়াটিক সোসাইটির বা কলকাতা ইউনিভার্সিটির তিব্বতী ভাষাবিদ দের সাথে কথা বলতে পারেন।
অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য এবং মন্তব্যের জন্য। আমি মূলতঃ ইংরিজি বানান দেখে বাংলা বানান লিখছি। তাই হয়ত বানানের হেরফের।
Alaka Chattopadhyay কিন্তু 'তোনমি সম্ভোট' লিখেছেন।
মৈত্রেয়ী চৌধুরী | 202.142.***.*** | ২৯ মে ২০২০ ০৪:০০93817আমি আমার পরিচিত তিব্বতী শিক্ষকদের এমনটাই উচ্চারণ করতে শুনেছি, যদিও আমি নিজে ভাষাটাকে আয়ত্ত করতে পারিনি। আপনার উত্তরের জন্য অনেক ধন্যবাদ।