কোরোনাভাইরাস কে ইতিম্যধ্যেই ওয়ার্ল্ড হেলথ অর্গানিজনশন মহামারী এর আখ্যা দিয়েছে. এবং এটা আর আমাদের কাছে জূজূ হিসেবে নেই, আমাদের রোজকার জীবন প্রতক্ষ্য ভাবে প্রভাবিত হচ্ছে এর জন্যে। কিন্তু এখনো এর প্রতিরোধ করার হাতিয়ার বলতে আমাদের কাছে শুধু পরে রয়েছে েকে ছড়ানো আটকানো। যার প্রথম ধাপ সোশ্যাল ডিস্ট্যানসিং, সবার থেকে যেটা আমরা এখুনি করছি। কিন্তু তা শুধু প্রথম ধাপ যতক্ষণ না আমরা এর কোনো প্রতিষেধক আবিষ্কার করি. আমি আজ যখন এই লেখা তা লিখছি তখনি ১৯৬৪৮ জন মারা গেছে, এবং 470,973 জন আক্রান্ত। এবং আপনি যখন এটা পড়বেন, ততক্ষনে এই নম্বর অনেক বেড়ে গেছে।
এবং অন্য কোথাও না হলেও শুধু গুরুচন্ডালি তেই আপনি এর সম্বন্ধে অনেক কিছু পড়তে পারবেন। আমার আজকের লেখা তা নিয়ে নয়. আমি আজ দেখাতে চাই আমরা সবাই কিভাবে সাহায্য করতে পারি গবেষক দের এর প্রতিষেধক আবিষ্কার করতে।
কেন প্রোটিন ফোল্ডিং?
প্রোটিন ফোল্ডিং বিওকেমিস্ট্রি এবং ওষুধ আবিষ্কার এর অন্যতম প্রামাণ্য রাস্তা। আমাদের প্রায় সমস্ত ওষুধ যা আমরা ব্যবহার করি বিভিন্ন অসুখে, তারা প্রায় সবাই কোন না কোনো প্রোটিন কে টার্গেট করে কার্যকরী হওয়ার জন্যে। তাই প্রোটিন আবিষ্কার করো কোনো নতুন ভাইরাস এর জন্যে একটা আবশ্যিক ধাপ যাতে কার্যকরী ওষুধ আবিষ্কার করা যায়. প্রোটিন আবিষ্কার না করলে ওষুধ তৈরী করা কোনো যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্র না চিনে যুদ্ধ করার সামিল। প্রোটিন চিনলে অনেক কার্যকরি ভাবে ওষুধ ডিসাইন করা যায়.
চীন এর গবেষক রা কোভিড ১৯ এর জেনেটিক ব্লুপ্রিন্ট ওপেন এক্সেস ডেটাবেস এ রিলিজ করেছে। কিন্তু জেনেটিক কোড থেকেই প্রোটিন বার করা সহজ সাধ্য না. এবং এখানেই প্রোটিন ফোল্ডিং কাজে আসে.
ফোল্ডিং@হোম
আমরা আমাদের প্রোটিন ফোল্ডিং এর জন্যে ফোল্ডিং@হোম এর ব্যবহার করবো। আমাদের মধ্যে অনেকে এক কালে সেটি@হোম এ কান্ট্রিবিউটে করতাম যা মহাকাশে প্রাণ খোঁজার কাজ করতো। এই প্রজেক্ট তার ই উত্তরসূরি। এর সাহায্যে আমরা আমাদের সবার কম্পিউটার এর অব্যবহৃত কম্পিউটেশন পাওয়ার donate করতে পারবো যাতে গবেষণাকে রা প্রোটিন ফোল্ডিং এর কাজ সহজে করতে পারে। সাধারণত তা এতটাই প্রসেসর ইনটেনসিভ যে গবেষক দেড় সুপারকম্পিউটার এর সাহায্য নিয়েও মাসের পর ম্যাশ অপেক্ষা করতে হয়. কিন্তু আমাদের সবার কম্পিউটেশন পাওয়ার জুড়ে দিলে আমরা তা অনেকটাই সহজে করতে সাহায্য করতে পারি।
আপনাকে কি করতে হবে?
- শুধু একটা কম্পিউটার যাতে উইন্ডোস / ম্যাক/লিনাক্স আছে
- ইন্টারনেট কানেকশন
কিকরে সেটআপ করবেন?
- প্রথমে ইনস্টলের টি ডাউনলোড করুন এখন থেকে https://foldingathome.org/iamoneinamillion/
- তারপরে নিচের ছবিটি ফলো করুন
- একবার ইন্স্টল্ হয়ে গেলে আপনার কাছে ওয়েলকাম পেজ আসবে।
বিস্তারিত ভাবে ইন্স্টলেশন পদ্ধতি টা দেখতে চাইলে নিচের ভিডিও তে স্টেপ বই স্টেপ বোঝানো রয়েছে
সব হয়ে গেলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন
অপশনাল প্যারামিটার :
ভিডিও টিতে দেখলে আপনি দেখবেন তাতে আপনার আইডেন্টিটি আর টীম এর কোথাও বলা হয়েছে। এগুলো না করলেও কিছু হবেনা, কিন্তু যদি করেন তাহলে আপনি নিজের কান্ট্রিবিউশন এবং টীম এ যোগদান করলে টীম হিসেবেও সবার একসঙ্গে কান্ট্রিবিউশন তা দেখতে পারবেন।
টীম ডিটেল:
টীম : 248733
নাম: Covid19India
পুনশ্চ: এর ইংরিজি প্রতিবেদন টি এখানে পাবেন : https://blog.rabimba.com/2020/03/help-finding-cure-for-covid19-foldinghome.html
ar - ভিজয় পান্ডে এর জনের সম্পত্তি বলে তো জানতাম না ফোল্ডিং কে। এটা একটা ক্রউড সৌর্সড কম্পিউটেশন প্লাটফর্ম বলেই জানতাম এবং তাদের কল্যানে গণ্ডাখানেক পেপার বেরিয়েছে বলে তো জানি
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/32134250?dopt=Abstract
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/32113343?dopt=Abstract
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/32107702?dopt=Abstract
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/32052350?dopt=Abstract
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/31984465?dopt=Abstract
আরো গণ্ডাখানেক আছে যদিও। এগুলো সবই সুহাদ ২০২০ এর. অটো কপি পেস্ট করতে পারছিনা।
এবং ওই ওপরে যেটা বললাম যে অন্যেরে সাধারণত তাদের কাজ এখানে অফলোড করতে পারে, জাস্ট রান্ডমলি দুটো প্রজেক্ট খুঁজে যা দেখলাম তা নিচে দিলাম
Projects 11742,11748
CORONAVIRUS PROJECT
Coronavirus SARS-CoV-2 (COVID-19 causing virus) protease in complex with an inhibitor
Further description coming shortly once we've dealt with the workload of getting these projects out, thanks for your patience!
his project is managed by Rafal Wiewiora at Memorial Sloan Kettering Cancer Center.
একটি স্টুডেন্ট এর সাবমিট করা জব.
Cause: covid
CORONAVIRUS PROJECT
Coronavirus SARS-CoV-2 (COVID-19 causing virus) protease - potential drug target
This project is managed by Neha Vithani at Washington University in St. Louis.
Neha is a postdoc at Washington University School of Medicine in St. Louis in Greg Bowman's lab.
এবং আপনিও একটু এপাশ ওপাশের বোতাম টিপে দেখুন এরকম অনেক গণ্ডাখানেক প্রজেক্ট পাবেন যার সঙ্গে ঠিক আপনি যা লিখেছেন তার কোনো সম্পর্ক পাচ্ছিনা। সারা বিষের কাছে আবেদন ছিল তাদের কম্পিউটিং unused পাওয়ার কে ব্যবহার করে সাহায্য করতে। এবং করছেও। এবং তাতে পিয়ার রেভিউড পেপার ও যে বেরোচ্ছে তও তো দেখতেই পাচ্ছি।
mark zuekcreberg - তাই নাকি। তা আপনার এতো জ্ঞান এর তথ্যসূত্র তা কি জানতে পারি? নিজে না করলেও অন্যকে এভাবে নিরুৎসাহিত করা বর্তমান প্রেক্ষিতে ইভিল।
হয়তো আপনার এই অসাধারণ জ্ঞান থেকে নিম্নের সাইট গুলো ও উপকৃত হতে পারে
https://techcrunch.com/2020/03/26/coronavirus-pushes-foldinghomes-crowdsourced-molecular-science-to-exaflop-levels/
https://exhibits.stanford.edu/data/browse/folding-home