এটি একটি খুবই সংক্ষিপ্ত লেখা এবং এর মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্ডল স্টোর এ বাংলায় বই পাবলিশ করলে ক্রেতা হিসেবে যদি আপনার কোনো সন্দেহ থাকে. তার অবসান করা.
প্রেক্ষাপট: গুরুচন্ডালি এর তরফ থেকে কিছুদিন থেকে ই-বই পাবলিশ করা হচ্ছে গুগল প্লে স্টোর এ এবং আমাজন কিন্ডলে. উভয় ক্ষেত্রেই ন্যূনতম মূল্যই নির্ধারণ করা হচ্ছে. এসবের মাঝে কিছুদিন ধরে বেশ কিছু concerned পাঠক এবং অন্যান্য প্রকাশক রা ভাবার চেষ্টা করছেন যে কি হবে যদি আমাজন থেকে এই বই গুলিকে সরিয়ে দেওয়া হয় (কিন্ডলে বাংলা বই এখনো unsupported, allowed কিন্তু unsupported ). তাহলে কি সেই পাঠকেরা প্রতারিত হবেন না? তাদের কিনে নেওয়া বই কর্পুরের মত উবে যাবেনা? ("আমার বই কি উবে যাবেনা? উবে যাবেনা কি আমার বই?")
এই প্রশ্ন আমরা কিন্ডল সাপোর্ট এ করলে তারা বলে যাবেনা. কিন্তু আমরা আমাদের বৈজ্ঞানিক দের ও বিশ্বাস করিনা pandemic এর সময়. কিন্ডল সাপোর্ট আবার কে তার সামনে. সুতরাং আমাদের সামনে একটাই রাস্তা খোলা থাকে . নিজেরাই ব্যাপারটা যাচাই করে দেখা . এর জন্যে আমরা নিমোক্ত টেস্ট করার বেঞ্চমার্ক নির্ধারণ করি
কেউ বই কিনে নিলে এবং তারপর সেই বই যদি রিমুভ হয়ে যায় তাহলে
এর জন্যে আমরা একটি টেস্ট বই পাবলিশ করি এবং ৪৯ টাকা দাম রাখা হয়. এই পরীক্ষায় অংশগ্রহন করেন তারেক নুরুল হাসান , স্বাতী রায়, দময়ন্তী এবং এই অধম. আমরা এই বই তা আমাদের নিজেদের একাউন্ট থেকে কিনি এবং কিনে ফেলার পরে সেটাকে রিমুভ করে দেওয়া হয়. আমরা চেক করে দেখি যে সেই পেজ থেকে সেটা কেনা যাচ্ছেনা এবং তারপর বই এর পেজ টিও সরে যায়. ওরকম কোনো পেজার এর ই অস্তিত্য থাকেনা. যখন আমরা নিশ্চিত বই টি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে আমরা তখন অপরের সব কোটি scenario টেস্ট করি. আমরা এই টেস্ট টি ৩ দিন ধরে করি বই টিকে রিমুভ করে দেয়ার পরেও.
এবং আমরা আনন্দের সঙ্গে বলতে পারি যে উপরোক্ত সমত ক্ষেত্রে খুব সুন্দর ভাবে আমাদের টেস্ট পাশ করে গেছে. তার মানে কোনো ক্রেতা কোনো বই কিনলে সেই বই রিমুভ হয়ে গেলেও ক্রেতা তার লাইব্রেরি তে সব সময়েই বই টিকে পাবে এবং সমস্ত রকম ভাবে ব্যবহার করতে এবং পড়তে পারবে.
আশাকরি আমাদের এই ছোট্ট টেস্ট এর প্রয়াস আমাদের প্রকাশক এবং ক্রেতা বন্ধুদের প্রশ্নের উত্তর দেবে
আমি আরেকটু যোগ করি।
কিন্ডলে বাংলা এলাউড নয় মানে কিন্তু বাংলা সেখানে নিষিদ্ধ নয়। কিন্ডল অফিসিয়ালি বাংলা সাপোর্ট করছে না তার একটাই কারণ- ওরা ওদের সবগুলো ডিভাইসে (বিশেষ করে পুরনোগুলোতে) বাংলা ফন্ট ঠিকমত দেখা যাবে কি না এ ব্যাপারে নিশ্চয়তা দিতে রাজি নয়। সেটা খুবই স্বাভাবিক। এ কারণেই প্রকাশক হিসেবে আমরা পাঠকদের অনুরোধ করি বই কেনার আগে স্যাম্পল নামিয়ে দেখে নিন আপনার ডিভাইসে সেটি পড়া যাচ্ছে কি না। আপনি সন্তুষ্ট হলে তবেই বইটি কিনবেন। যদি দেখেন পড়তে সমস্যা হচ্ছে, তার মানে আপনার ডিভাইসে ফন্ট ঠিকমত আসছে না। সে ক্ষেত্রে বিকল্প আছে গুগল বা অ্যাপল বুক, যারা বাংলা সাপোর্ট করে। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। তাহলেই আর কোনও সমস্যা থাকবে না।
ভালো আছি ইন্দ্রাণীদি। :)
আসলেই বহুদিন পরে দেখা। আপনি কেমন আছেন?