বৈড়াল # ৩
~~~~~~~
ফার, পাইনের বন
যেমন দেখতে হয়, সেরকমই
গলিত শবের মত
কুয়াশারা তরল
স্থবির
সারাদিনে পাঁচ বার
যাই আসি
কবরখানায়
শোক প্রস্তাব নয়
সাথে থাকে শীতের বিড়াল ||
বৈড়াল # ৫
~~~~~~~
তিক্ত ও কষায় স্বাদ
বিড়ালের জন্যে নয়
এ জগত মৎস্যময়
মাছ কিলবিলে নদীগুলি
এমনটি বেশ হত
এই ভেবে পোশাকি বেড়াল
মুখ নিচু করে খায়
দিনগত আঁশ-কাঁটা
নাগকন্যের নাড়ি-ভুঁড়ি |
বৈড়াল # ৯
~~~~~~~~~
উলের বলের মত
ক্ষয়মান প্রতিটি বিকেল
অতএব হে পাঠক
অকালপ্রবীণ
কাঁটা ও চুলের মাঝে
এইবেলা মাছ খুঁজে নিন
সায়াহ্নে আপন পুচ্ছ
ধাওয়া করা
বিড়ালের শোভনীয় নয় |
বৈড়াল # ১১
~~~~~~~~~
ধ্বনি ও ধ্বনির মাঝে
আড়াআড়ি শুয়ে থাকে
লোমশ বেড়াল
আমিও ক্রমশ যাই
আরও দূরে
ছিন্নঘুম কুবলয় পাসপোর্ট বিহীন |
নিকটেই কারা যেন গুলি
খেল ভাতের বদলে কারা
সুপক্ক
কেবাবের ভোজ বসিয়েছে
আড়চোখে
থাবা চাটে ভোরের আঁধার ||
বৈড়াল #১২
~~~~~~~~~
মোরগ ফুলের পাশে
সমাধিটি আলগোছে রাখা|
সারাটা দুপুর আলো
ঝিরি ঝিরি
গিলোটিন সাজ
মাথাটি রয়েছে পাতা
নীচে তার থাবার পশম ।।
ছবি ঃ মৃগাঙ্কশেখর গাঙ্গুলি