সুপর্ণা থাক বা না থাক, হইহই করে এসে গেল শীতকাল। বইমেলা আসছে, আসছে ঝিলভর্তি পরিযায়ী পাখিদের দঙ্গল।
আপনি আসছেন তো?
গুরুর স্টল নং ৪১৫।
গুরুর ফেসবুক পাতাঃ https://www.facebook.com/guruchandali
নিয়মিত খোঁজখবরের জন্য নজর রাখুন এখানে, বা ফেসবুক পাতায়। লাইক দিন ও শেয়ার করুন বন্ধুদের। খবরাখবর ছড়িয়ে দেওয়াটা জরুরি, কারণ, গুরু স্টলটি এবার একটু একটেরে।
আমাদের নববর্ষ কেবলই গুলিয়ে যায়, সুপর্ণা। কারণ গুরুর রাজত্বে সূর্য অস্ত যায়না।
যদিও বইমেলার ব্যানারে লেখা ছিল, আমাদের ঠেক আছে, ঠিকানা নেই, কিন্তু আপাততঃ ঠিকানা একটাই। বইমেলা ২০১৪। স্টল নং ৪১৫। গন্তব্য গুরু।
আর আমাদের ফেসবুক পাতাতে অনেকেই হাজিরা দিয়েছেন। তাঁদের ধন্যবাদ। যাঁরা এখনও দেননি, তাঁরা চটপট হাজির হয়ে যানঃ https://www.facebook.com/guruchandali
আমাদের নিয়মিত আপডেটগুলি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না।
জানুয়ারি ২: আজকের ছোট্টো আপডেট এই, যে, ম্যাচের আগে যেমন নেট প্র্যাকটিস, বইমেলা ও নন্দন মেলার আগে, রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে কলেজ স্কোয়্যার মেলা।
নেট প্র্যাকটিসের এ হল প্রথম দিন। সবে কিটব্যাগ নিয়ে মাঠে নামছেন খেলোয়াড়রা। এখনও ঘুম সরেনি চোখ থেকে, আলতো আড়মোড়ার সুখ লেগে আছে শরীরে। নতুন বই বেরোয়নি এখনও। সেসব আসবে ধীরেসুস্থে। কোন কোন বই বেরোচ্ছে জানার জন্য নজর রাখুন এই পাতায়।
কিন্তু আসল খবরটা হল, আমরা নেমে পড়েছি মাঠে। মরশুম শুরু হয়ে গেল যে। মেলা চলবে ২ থেকে ৪ জানুয়ারি। শীতের আমেজ নিতে একবার ঢুঁ মেরে যান কলেজ স্ট্রিটে।
জানুয়ারি ৩ : আজকের ভাট চটি বিষয়ক। নতুন কিছুই বলার নেই, বিগত কয়েকটি বইমেলার পর মানবসভ্যতায় চটির ভূমিকা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। তবু গুরুর পক্ষ থেকে শুধু একবার স্মরণ করিয়ে দেওয়া, যে, এবারের বইমেলাতেও থাঅছে আমাদের সস্তা ও পুষ্টিকর চটি সিরিজ। তালিকা? ক্রমশঃ প্রকাশ্য।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------