এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হাহা্হাহা | 185.106.***.*** | ১৩ মার্চ ২০২৪ ০৮:০৫529314
  • এই গঙ্গারাম বেশ হাঁদাগঙ্গারাম ভাব ধরে বিজেপীর সিট কত বাড়তে পারে সেই হাওয়া তোলার চেষ্টায় লেগে আছে। আগে  একবার সবকটা সিটই বিজেপীকে দিচ্ছিল। সবাই দু;য্যা করায় এখুন একটু সাবধানে এগোচ্ছে। লেগে থাকার চেষ্টা দেখার মত।
  • ওঁ গঙ্গা | 14.139.***.*** | ১৩ মার্চ ২০২৪ ০৮:১১529315
  • আরে বিজেপি তো ৪২ টাই  পাবে। শান্তি  হল  তো ? যান এবার কাজ করুন গিয়ে ।
  • গঙ্গাবাবু | 14.139.***.*** | ১৩ মার্চ ২০২৪ ১০:১৮529316
  • ভাবতে পারেন আমি ঠাট্টা করছি, কিন্তু এই দেখুন সাহেবের প্রেডিকশন ঃ
     
    "Good morning," said Deep Thought at last.
    "Er... Good morning, O Deep Thought," said Loonquawl nervously, "do you have... er, that is..."
    "An answer for you?" interrupted Deep Thought majestically. "Yes. I have."
    The two men shivered with expectancy. Their waiting had not been in vain.
    "There really is one?" breathed Phouchg.
    "There really is one," confirmed Deep Thought.
    "To Everything? To the great Question of Life, the Universe and Everything?"
    "Yes."
    Both of the men had been trained for this moment, their lives had been a preparation for it, they had been selected at birth as those who would witness the answer, but even so they found themselves gasping and squirming like excited children.
    "And you're ready to give it to us?" urged Loonquawl.
    "I am."
    "Now?"
    "Now," said Deep Thought.
    They both licked their dry lips.
    "Though I don't think," added Deep Thought, "that you're going to like it."
    "Doesn't matter!" said Phouchg. "We must know it! Now!"
    "Now?" inquired Deep Thought.
    "Yes! Now..."
    "Alright," said the computer and settled into silence again. The two men fidgeted. The tension was unbearable.
    "You're really not going to like it," observed Deep Thought.
    "Tell us!"
    "Alright," said Deep Thought. "The Answer to the Great Question..."
    "Yes...!"
    "Of Life, the Universe and Everything..." said Deep Thought.
    "Yes...!"
    "Is..." said Deep Thought, and paused.
    "Yes...!"
    "Is..."
    "Yes...!!!...?"
    "Forty-two," said Deep Thought, with infinite majesty and calm.
     
  • dc | 106.208.***.*** | ১৩ মার্চ ২০২৪ ১২:০৪529318
  • আরে এটা তো খেয়াল করিনি! laugh
     
    তাহলে কি পবই সেই জায়গা যা স্লার্টিবার্টফাস্ট বানিয়েছিল আর যেখানে ইঁদুররা এক্সপেরিমেন্ট চালাচ্ছে? laugh
  • dc | 106.208.***.*** | ১৩ মার্চ ২০২৪ ১৪:১৪529320
  • তামিল নাড়ুতে ডিএমকে আর এআইএডিএমকে, দুদলই সিএএর বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। কারন শ্রীলংকা থেকে আসা তামিলদের বোধায় রিফিউজি স্ট্যাটাস নিয়ে ভয় আছে।
  • | ১৩ মার্চ ২০২৪ ১৪:৫২529321
  • যে কোন সুস্থবুদ্ধির মানুষই সিএএ র বিরোধিতা করবে। নাগরিকত্বের আবেদন করা মাত্রই ইনডায়রেক্ট মানে দাঁড়ালো অবৈধ অনুপ্রবেশকারি। ফলে এতদিন যা যা পেয়েছে সেগুলো বাতিল।  কোন গম্মেন্ট স্কীমের সুবিধাভীগী হলে সেটা বাতিল হয়ে যাবে। এরপঅরে একটা লেনদি প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে প্রমাণ করতে হবে।  তো সেই প্রসেসে স্থানীয় সরকারী আধিকারিকরা নানাভাবে হেনস্থা ও পয়সা খাবার গল্প থাকবে। 
     
  • | ১৩ মার্চ ২০২৪ ১৪:৫৩529322
  • *সুবিধা ভোগী
  • দীমু | 182.69.***.*** | ১৩ মার্চ ২০২৪ ১৯:৪৪529331
  • যদি কেউ আবেদন করে কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ না করতে পারে , তাহলে তাদের কি হবে সেটা নোটিফিকেশনে লিখেছে?তাদের সব খোঁজ তো সরকার ইতিমধ্যে পেয়ে গেল।
  • dc | 2401:4900:2341:2ef1:10ab:f63c:da61:***:*** | ১৩ মার্চ ২০২৪ ২০:২৫529332
  • হ্যাঁ, আবেদন করা মানেই ধরে নেওয়া হচ্ছে যে আবেদনকারী এখন রিফিউজি, তিনি নাগরিকত্ব চাইছেন। মানে কোন কারনে আবেদন নাকচ হলেই ব্যাস। স্টেটলেস এন্টিটি।  
  • r2h | 192.139.***.*** | ১৩ মার্চ ২০২৪ ২০:৩৩529333
  • আচ্ছা, লোকজন খামোখা আবেদন করবে কেন? মানে, কেসটা কি? ফেবুতে একজন সমর্থক দেখলাম লিখেছেন এই তো আমি অবেদন করলাম। কেউ নিজেকে শরনার্থী হিসেবে প্রতিপন্ন করতে চাইলে তবেই তো দরখাস্ত করতে হবে, নাকি?

    অথবা সরকার সমন পাঠালে...?
  • dc | 2401:4900:2341:2ef1:10ab:f63c:da61:***:*** | ১৩ মার্চ ২০২৪ ২০:৫২529334
  • কেউ যেচে বাঁশঝাড় নিজের পেছনে আমন্ত্রন করতে না চাইলে তো আবেদন করবে বলে মনে হয়না। তবে হ্যাঁ, সরকারের দিক থেকে নানাভাবে চাপ দিতে পারে, পুলিশ কাউকে ধরে বলতে পারে তুমি রিফিউজি, অতএব আবেদন করো। তাছাড়া সিএএ আর এনারসি বোধায় একসাথে অপারেট করবে, তখন বহু লোক বিপদে পড়ে আবেদন করতে বাধ্য হবে। হয়তো আমাকে বললো তোমার দুই দাদুই তো ছোটবেলায় ফ্যামিলির সাথে বাংলাদেশ থেকে মাইগ্রেট করে এসেছে দেখছি, তাহলে তো তুমি ইন্ডিয়ান নও, তোমার আধার কার্ড বাতিল করে দিলাম। তখন আমি আবেদন করতে বাধ্য হবো।  
  • বকলম -এ অরিত্র | ১৩ মার্চ ২০২৪ ২১:০৯529335
  • কেউ আবেদন করবে না রে বাবা, খামোখা এই নিয়ে চিন্তা করছেন কেন। আবেদন কেউ তখনই করবে যখন বুঝবে এতে তার রোজকার জীবনে কী লাভ হবে, কতদিনে হবে ও তার মাঝের সময়ে কী হবে। আগা পাস তলা না ভেবে কেউ এইসব জিনিস ছোঁয় না। তারপর অনলাইন ভজকট প্রসেস। নিশ্চিন্ত থাকুন। তার তৃণমূল এলাকা ধরে সচেতনতা ক্যাম্পেইনও শুরু করেছে, ফলে কিছুই হবে না।
     
    ওই নাটক তৈরি করার জন্য ওদের পার্টির পোষা দু-একটা উল্লুক করবে, আর কেউ না। এমনকি বিজেপিও উদ্যোগ নিয়ে করাবে না কোনো সাধারণ মানুষকে কারণ পরে ওই তারা মুশকিলে পড়লে বুমেরাং হবে। ওরা ভালই জানে যে এটা ফালতু কাজ করেছে, বরং আসাম উত্তর পূর্ব এবং ভারতে অন্যত্র ওদের বিপক্ষে যাবে। খেয়াল করবেন, মুসলমান ও বাংলাদেশি বিদ্বেষী ভারত এন আর সি চায়, তাড়াতে চায়, কাউকেই ঢোকাতে চায় না। উত্তর দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব কেউই বাংলাদেশের হিন্দুদের (শিখ বৌদ্ধ খ্রিস্টান তো দেশেই পছন্দ করে না) প্রতি কোনো আত্মীয়তা বোধ করে না। দিল্লি ও ব্যাঙ্গালোরে ঝুপড়ি থেকে বাংলাভাষী লোকগুলোকে (পশ্চিমবঙ্গেরই ছিল) তাড়ানোর সময়ে ওরা শুধুই তাদের বাংলাদেশি ঠাউরেছে, মুসলমান অমুসলমান দেখেনি।
  • r2h | 192.139.***.*** | ১৩ মার্চ ২০২৪ ২২:৩৩529336
  • কেউ আবেদন করবে কিনা ভেবে চিন্তা করছি না, কোন কেসে কেউ আবেদন করবে (বা করতে হবে), সেটা ভাবছি।
    সরকারের অতি অনুগত লোক চিরকালই ছিলেন, তারা এমন কিছু খারাপ লোকও না; যাঁরা ভাবেন সরকার বাহাদুর বলছে মানে এ তো করতেই হবে, বা করলে ভালো হবে। এঁরা সরকারকে দলের ওপরে স্থান দেন (আইডিয়ালি যা হওয়া উচিত)। তো এইটা বোঝা দরকার, সরকার থেকে কি আবেদন করতে উৎসাহ দেওয়া হচ্ছে, বা হবে? বা না করলে সমস্যা হতে পারে - এমন কোন ধারনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? 
     
    • বকলম -এ অরিত্র | ১৩ মার্চ ২০২৪ ২১:০৯
    • ... ওরা ভালই জানে যে এটা ফালতু কাজ করেছে, বরং আসাম উত্তর পূর্ব এবং ভারতে অন্যত্র ওদের বিপক্ষে যাবে। 
    ফালতু কাজ মানে কী? অনর্থক কাজ? না, বিজেপি আরেসেসের এজেন্ডার সঙ্গে তো ভালো'ই ফিট করছে। খারাপ কাজ? ভালো বা খারাপের পার্সেপশনের বিস্তার খুবই বিশালঃ)
    উত্তর পূর্বের হিন্দু বাঙালী, বিশেষ করে উচ্চ ও মধ্যবিত্তরা, অনেকেই উদ্বাহু সমর্থন করবেন- নিজের নাক কাটা যাওয়ার সম্ভাবনা থাকলেও!
    এতে জাতি উপজাতির মধ্যে ভয়ানক শিফ্ট হওয়ার সম্ভাবনা।
    তবে বিজেপি দাঙ্গা অপছন্দ করে - এমন অভিযোগ কোথাও শুনিনি!
  • | 103.76.***.*** | ১৩ মার্চ ২০২৪ ২২:৩৪529337
  • জনগণনা হোল্ড-এ রাখার ব্যাপারটা এখনও বোঝা যাচ্ছে না? সেনসাস এর সাথে সিএএ ক্লাব করানো হবে। জনগণনার সময়েই প্রয়োজনীয় ডকুমেন্টপত্র দেখে আবেদন করতে হবে কি হবে না তার রিপোর্ট তৈরি হবে।
  • r2h | 192.139.***.*** | ১৩ মার্চ ২০২৪ ২২:৩৬529338
  • হুঁ, জনগণনার সময় কাগজ দেখা, এবং তারপর চিহ্নিত করা - এইটা হিউজ।
  • | ১৩ মার্চ ২০২৪ ২২:৫৪529339
  • ফালতু মোটেই নয়।  এনপিয়ার এর ডেটা আধার থেকে কালেক্ট করেছে। পরের স্টেপ এনয়ারসি এবং ডিটেনশান ইত্যাদি।  জেনেরালি বাঙালি খেদাও লক্ষ। ডিটেনশান ক্যাম্পের আরেকটা উদ্দেশ্য হল  বিনামুল্যে শ্রমিকের সাপ্লাই।  টেক্সাসে মোদী ঘুরে ডিটেনশান ক্যাম্প দেখে এসেছিল।  সেটা আবার গোদী মিডিয়া চেপে গিয়েছিল।
  • aranya | 2601:84:4600:5410:380b:b4a:576c:***:*** | ১৩ মার্চ ২০২৪ ২৩:১৫529340
  • 'উত্তর দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব কেউই বাংলাদেশের হিন্দুদের (শিখ বৌদ্ধ খ্রিস্টান তো দেশেই পছন্দ করে না) প্রতি কোনো আত্মীয়তা বোধ করে না' 
    - গুড পয়েন্ট। এটা আমি এক আর এস এস - বিজেপি বড় নেতাকে জিগিয়েছিলাম- বাবরি মসজিদ যখন ভাঙলেন, তার প্রতিক্রিয়ায়  বাংলাদেশে, পাকিস্তানে অনেক হিন্দুর তো প্রাণ গেল, জানাই ছিল যে তেমনটা হবে। তার মানে আপনারা বাংলাদেশী হিন্দু বা ইন জেনারেল, বাঙালী হিন্দুদের জন্য কেয়ার করেন না। 
    আমতা আমতা করেছিলেন, কোন উত্তর দিতে পারেন নি 
  • | ১৩ মার্চ ২০২৪ ২৩:২৩529342
  • আসামে এন আর সি করা হয়েছে। তাতে শেষ তালিকা অনুযায়ী  ১৯ লক্ষ নাগরিকত্ব চ্যুত হয়েছে। এর মধ্যে ১২ লক্ষ হিন্দু  আর ৭ লক্ষ মুসলমান ও অন্যান্য।  এই নাম তুমুল হইচইয়ের পর সরকার বলেছিল সংশোধিত তালিকায়াসবে। ২০২০ থেকে এখনো আসে নি।
  • Arindam Basu | ১৩ মার্চ ২০২৪ ২৩:২৮529343
  • "জনগণনা হোল্ড-এ রাখার ব্যাপারটা এখনও বোঝা যাচ্ছে না? সেনসাস এর সাথে সিএএ ক্লাব করানো হবে। "
     
    মনে হয় ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরীর পর আবার জনগণনা শুরু হবে। 
  • aranya | 2601:84:4600:5410:380b:b4a:576c:***:*** | ১৩ মার্চ ২০২৪ ২৩:৩৭529344
  • আসামে এখন ঠিক কতগুলো ডিটেনশন ক্যাম্প আছে আরে তাতে কতজন বন্দী - এ নিয়ে কোন তথ্য আছে? 
  • r2h | 192.139.***.*** | ১৪ মার্চ ২০২৪ ০০:১১529346
    • aranya | ১৩ মার্চ ২০২৪ ২৩:১৫
    • ...তার মানে আপনারা বাংলাদেশী হিন্দু বা ইন জেনারেল, বাঙালী হিন্দুদের জন্য কেয়ার করেন না। 
      আমতা আমতা করেছিলেন, কোন উত্তর দিতে পারেন নি 
     
    হুঁ, এরা বাঙালি হিন্দুদের জন্য বা পশ্চিম পাকিস্তান বাঙালি মুসলমানদের জন্য কেয়ার করেনি, কিন্তু বিপুল সংখ্যক বাঙালি তাও সহি হিন্দু বা সহি মুসলমান হওয়ার চেষ্টায় উতলা, শুধু বাঙালি হতে চাইলে যেখানে বিনা আয়াসেই হাওয়া যায়!
     
    আত্মীয়তা বোধ করে না ঠিক না, গরীব আত্মীয়ের প্রতি বড়লোক আত্মীয়ের মত আরকি। চেষ্টা করো, তোমরাও আমাদের মত হতে পারবে - এরকম একটু।
    আমাদের যেহেতু সামাজিক হায়ারার্কি, জাতপাত খুবই আত্মস্থ, তাই সেসব কেউ হৃদয়ে নেয় না!

    তবে আত্মীয়তা আর কে-ই বা কার প্রতি বোধ করে। ১৯৪৩ এ গ্রামের বাঙালির প্রতি শহরের বাঙালি, বা ৪৭ এ পূবের বাঙালির প্রতি পশ্চিমের বাঙালি - উপেক্ষা, হোস্টিলিটি, হেনস্থা ও ঘৃণার তুলনায় সহমর্মিতা ও দরদের উদাহরন কমই চোখে পড়ে।
  • aranya | 2601:84:4600:5410:380b:b4a:576c:***:*** | ১৪ মার্চ ২০২৪ ০০:১৫529347
  • অরিন, আপনার দেওয়া রিপোর্টে পড়লাম, ২১৭ জন ডিক্লেয়ার্ড ফরেনার রয়েছে এই নতুন ট্রানসিট ক্যাম্পে। ৬ টা ​​​​​​​ডিটেনশন ​​​​​​​সেন্টার ​​​​​​​থেকে ​​​​​​​সবাই ​​​​​​​কে নতুন ট্রানসিট ক্যাম্পে আনা ​​​​​​​হয়েছে। 
    ১৯ লাখ নাগরিকত্ব চ্যুত লোকের মধ্যে মাত্র ২১৭ জন ! বিজেপি সরকার খুবই আন্ডার পারফর্মিং। নাকি বুঝতে ভুল করছি ? 
  • aranya | 2601:84:4600:5410:380b:b4a:576c:***:*** | ১৪ মার্চ ২০২৪ ০০:২২529348
  • 'শুধু বাঙালি হতে চাইলে যেখানে বিনা আয়াসেই হাওয়া যায়'
    - ব্যাক্তি মানুষের যে বিবিধ পরিচিতি, তার মধ্যে ধর্মীয় আইডেনটিটি টা সবচেয়ে বাজে, মনে হয়। বাঙালী পরিচিতি ভাষা ভিত্তিক, ধর্মের চেয়ে অনেক ভাল 
    সবচেয়ে ভাল হয়ত নয়। মুজিব যেমন চাকমা দের বলেছিলেন - 'তরা সব বাঙালী হইয়া যা' , সেটা তাদের নিশ্চয় পছন্দ হয় নি 
  • Arindam Basu | ১৪ মার্চ ২০২৪ ০০:২৪529349
  • সে তো নতুনটায়, তার আগে আরো ১১০০ মত কয়েদ হয়েছে। খুঁজে পেতে বার অরি সে ডাটা। মনে হয় ভারতে হাজার পাঁচেক ইললিগাল ইমিগ্রাণ্ট ডকুমেন্টেড। কোথায় পড়েছিলাম মনে করতে পারছি না।
  • aranya | 2601:84:4600:5410:380b:b4a:576c:***:*** | ১৪ মার্চ ২০২৪ ০০:২৫529350
  • আচ্ছা, আমিও খুঁজে দেখব @অরিন 
  • বকলম -এ অরিত্র | ১৪ মার্চ ২০২৪ ০০:৪৫529352
  • "আত্মীয়তা বোধ করে না"
    – দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশী হিন্দুদের প্রতি *করে না*, বিন্দুমাত্র না। মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারে ওটাকে ব্যবহার করে।  
     
    "ফালতু কাজ"
    – নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিজেপির পক্ষে ফালতু বলেছি, তার কারণ গুলো পরেই লিখেছি। তবে যদি সংবিধান পাল্টানোর উপায় না পায়, তাহলে আইনি দিক থেকেও, কারণ এটা একদম পরিষ্কার সংবিধান বিরোধী আইন, টিকবে না।
     
     
    আর দুটো জিনিস মেনে চলা দরকার:-
    ১) বিজেপি যে আলোচনাটা চায়, সৃষ্টি করে, সেটা না করা, যে আলোচনাটা চায়না সেটা করা।
    ২) কোনো পরিস্থিতিতেই, উদ্বেগ আশংকায় হোক বা হতাশায়, বিজেপিকে শক্তিশালী বলা বা বোঝানো যাবে না।
  • সিএস  | 103.99.***.*** | ১৪ মার্চ ২০২৪ ১১:২০529360
  • আসছে সে আসছে, চুপি চুপি আসছে, নিঃশব্দ চরণে।

    এন আর সি এখন চেপে রেখেছে, হিন্দু ভাই-বোনেদের জন্যই সিএএ করছি, এটাই এখন লাইন, হোম মিনিস্ট্রি লিখছে - বলছে যে এতে তো 'তোমাদের' ভয় পাওয়ার কিছু নেই।

    ভোটটা উতরে গেলেই হল, 'ওদের' ভোটটা নিয়ে, এদিকের ভোটটা রেখে, এবং শুধু উতরোন নয়, বিভিন্ন রাজ্যে জোটটোট করে ভোট পার্সেন্টেজটা বাড়ানোও উদ্দেশ্য।

    তারপর দাপানো কাকে বলে দেখাব।
  • Arindam Basu | ১৪ মার্চ ২০২৪ ১২:০৭529362
  • সি এস, "হোম মিনিস্ট্রি লিখছে - বলছে যে এতে তো 'তোমাদের' ভয় পাওয়ার কিছু নেই।"
     
    "অভয় দিচ্ছি, শুনছ না যে ? ধরব নাকি ঠ্যাং দুটা ?
    বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা !
    আমি আছি, গিন্নী আছেন, আছেন আমার নয় ছেলে—
    সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে ।"
     
    কি যে ভয়ংকর দিন আসছে ভারতে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন