এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • দীপ | 2402:3a80:198b:ad4:678:5634:1232:***:*** | ০৯ আগস্ট ২০২৫ ২০:৪১733155
  • #এ_কোন_সকাল_রাতের_চেয়েও_অন্ধকার 

    ভোর হয়েছে, তবে আজ সূর্য রাতের চেয়েও অন্ধকার।
    আজ নাগরিক হিসেবে এক ব্যর্থতার সকাল।

    ঠিক এক বছর আগে ভোর রাতে সরকারি হাসপাতালে ডিউটিরত অবস্থায় এক ডাক্তার কন্যা নির্মমভাবে ধর্ষিত হয়ে খুন হয়ে গেছেন। তিনি দরিদ্র মা বাবার একমাত্র সন্তান। তিনি উচ্চ বংশের, উচ্চ বর্ণের, উচ্চকিত সমাজের প্রতিনিধি এমন নালিশ কেউ করেনি। তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এমন কথাও শুনিনি। 
    এইসব কথা ওঠে, কারণ এই রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটলেই শুনতে হয় এস্কর্ট সার্ভিসের মেয়ে (অর্থাৎ বেশ্যা), ছোটো ঘটনা, বিরোধীপক্ষের সঙ্গে যুক্ত । 
    তবে সরকারি হাসপাতালে ডিউটিরত অবস্থায় ধর্ষিত হয়ে মৃত্যু—এরকম ঘটনাও কেউ আগে জানেননি, শোনেননি, হয়তো কল্পনাও করেনি। 

    কন্যার বাবা জানিয়েছিলেন, তাঁকে পরদিন সাড়ে দশটা নাগাদ হাসপাতাল থেকে জানানো হয়, মেয়ে তাঁর আত্মহত্যা করেছে। সেখানে পৌঁছোবার ৩ ঘন্টা বাদে মা বাবাকে মেয়ের ক্ষতবিক্ষত, নগ্ন দেহ দেখতে দেওয়া হয়। মুখ, চোখ যোনিদ্বার ছিন্নভিন্ন— অটোপ্সি রিপোর্ট বলেছে ‘genital torture’। তারপরেও হাসপাতাল থেকে বাবাকে জানানো হয়েছিল তাঁদের ডাক্তার কন্যা আত্মহত্যা করেছেন। 

    • এখন আমরা সকলে জানি, সিবিআই কর্তৃক 'অনুমোদিত সত্য', ‘রক্ষক এক ভক্ষক’ সিভিক ভলান্টিয়ার একাই সব করেছে। 
    পুলিশ শোকাকুল বাবাকে টাকা দিতে চেয়েছিল, ১৪ আগস্ট রাতে হাসপাতালের সেই ভয়ঙ্কর সেমিনার রুমের পাশের ঘরে ভাঙচুর চালানো হয়েছিল, ২৩ আগস্ট সিবিআই সুপ্রিম কোর্ট-এ বলেছিল তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে - সব ওই ‘বেঁড়ে ব্যাটা’ করেছে।
     
    সিবিআই শিয়ালদা কোর্টে প্রথম থেকেই গা ছাড়া মনোভাব নিয়ে চলেছিল। সুপ্রিম কোর্টেও, এই রাজ্যের অন্যান্য মামলার মতো এই মামলার গতিবিধি মোটা টাকার কংগ্রেসী আইনজীবীদের প্রচেষ্টায়, সিবিআই-এর অকর্মণ্যতায়, বিভিন্ন স্বর্গীয় বোঝাপড়ায় কাগজের নিচে চাপা পড়েছে। 

    আমরা শপথ নিয়েছিলাম — 
    • যতদিন না তার সঠিক বিচার হয়, কামদুনি বা হাঁসখালির মতো অসহায় যন্ত্রণাকাতর ডাক্তার কন্যাটিকে আমরা আর ভুলে যাব না।
    • শিরদাঁড়া সোজা রেখে দাবি আদায় করব—কোনো ফাঁদে আর পড়ব না।

    সেই শপথ কি আমরা রাখতে পারলাম? আমরা কি তিলোত্তমাকে বিচার দিতে পারলাম? 

    নাকি অপেক্ষা করছি আরেক তিলোত্তমার শতছিন্ন দেহের জন্য?

    Madhusree Bandyopadhyay
  • দীপ | 2401:4900:3fcb:9262:74e6:7f1e:c8a8:***:*** | ১০ আগস্ট ২০২৫ ০২:১২733165
  • অভয়া রেপ হয়ে মরবে। তামান্না বোমা খেয়ে। তাদের মা বাপেরা মিছিলে হাঁটতে গিয়ে পুলিশের মার খাবে। যে মিছিল পরিচালনায় থাকবে হয় ডানপন্থী বিজেপি বা বামপন্থী সিপিএম। সেই বিজেপি যার সরকারের সিবিআই এক বছর ধরে তদন্তের নামে প্রহসন চালিয়ে এই সিস্টেমিক মার্ডারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে একটা কোনো তথ্য তুলে আনবে না। সেই সিবিআই যারা রিপোর্ট করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের। সেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যাদের একবারও দেখা করার ফুরসৎ হবে না ভিক্টিমের মা বাবার সাথে। তাদের দলের বঙ্গীয় নেতারা অভিযান করবে নবান্ন। 
     
    অন্যদিকে এসব সেটিং নিয়ে অনর্গল বকে যাওয়া বঙ্গীয় বাম-কংগ্রেস ইন্ডিয়া জোটের নামে সঙ্গী করবে সেই তৃণমূলকে। দিনে ভোট চুরি নিয়ে চূড়ান্ত তথ্য নির্ভর প্রেসমিট করে সেই কংগ্রেসের রাহুল গান্ধী রাত্রির নৈশভোজে অভিষেক ব্যানার্জির সাথে আলাপ আলোচনার এক্সক্লুসিভ ফোটোশ্যুট করবেন। সেই অভিষেক ব্যানার্জি যিনি নিজের লোকসভায় সাত লাখের বেশি মার্জিনে জিতেছেন। এই সব নৈশভোজেই আবার পুরোদস্তুর উপস্থিত থাকবেন প্রবল তৃণমূল বিরোধী সিপিএমের সর্বোচ্চ নেতা এম এ বেবি। সেই সিপিএম না চেষ্টা করবে তৃণমূল বিহীন ইন্ডিয়া জোট গঠনের আর না চেষ্টা করবে নিজেরা জোট থেকে বেরিয়ে আসার।
     
    আর এসবের ওপরে স্বতপ্রবৃত্ত আম্পায়ার হয়ে গোটা বিষয়টি তদারকি করবেন ভারতীয় বিচারব্যবস্থা, যাকে নিয়ে আবার কিছু বলা বারণ।
     
    অতএব নবান্ন অভিযান, সিজিও অভিযান, রাত দখল, রিক্লেইম, মিছিল, মিটিং, পথসভা, রাখীবন্ধন সব শেষে আমরা সবাই যে যার বাড়ি ফিরে আসবো। বাড়ি ফিরবে না কেবল দুই জন, যার একজন আমার সমবয়সী, অন্যজন আমার চেয়ে অনেক ছোটো।
     
    ফেসবুক
  • aranya | 2601:84:4600:5410:55d6:f650:191b:***:*** | ১০ আগস্ট ২০২৫ ০৯:১৭733168
  •  'মৃতদেহ সরানোর পর তারা গদির নিচে উক্ত ব্লুটুথ ইয়ারফোনটি পেয়েছিলেন'
     
    - এটা নিম্ন আদালতের রায়ে ছিল, সৈকতের ২১ শে জানুয়ারীর লেখা থেকে। 
     
    গদির নিচে ইয়ারফোন টা গেল কিভাবে ? ধরে নিচ্ছি সঞ্জয় নিজে সেটা গদির নিচে রাখবে না   
  • গোদি মিডিয়া | 115.23.***.*** | ১০ আগস্ট ২০২৫ ০৯:৩০733169
  • "রাখবে" কেন? ধস্তাধস্তির সময়ে ছিটকে গদির নিচে চলে যেতে পারে।   
  • aranya | 2601:84:4600:5410:55d6:f650:191b:***:*** | ১০ আগস্ট ২০২৫ ১০:০৯733170
  • গদি একটা ভারী জিনিষ। সেটা তুলে তার নিচে না রাখলে , 'ধস্তাধস্তির সময়ে ছিটকে' গদির নিচে কিছু চলে যাচ্ছে  - এটা আমার সম্ভাব্য মনে হচ্ছে না 
    তবে জজের হয়ত মনে হয়েছে, এটা সম্ভব 
  • দীপ | 42.***.*** | ১১ আগস্ট ২০২৫ ১২:৩৫733198
  • অভয়া মঞ্চের দুই কনভেনর Dr Punyabrata Gun ও Dr Tamonas Choudhury কে ঠাকুরপুকুর থানা সমন পাঠিয়েছে দ্যাখা করার জন্য । না দ্যাখা করলে নাকি arrest করবে । আমরা মনে করছি এটা থ্রেট কালচারেরই অংশ । ভয় দেখিয়ে গণতান্ত্রিক নাগরিক আন্দোলন কে টুটি চিপে ধরতে চাইছে এই সরকার। 

    এর প্রতিবাদে আজ বিকেল চারটায় আমরা মিলিত হবো এর তীব্র প্রতিবাদ জানাতে । দলমত নির্বিশেষে এই পুলিশি হুঙ্কারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। ওরা ভয় পাওয়াতে চাইছে । ওদের বোঝাতে হবে যে আমরা ভয় পাইনা । আইনের লড়াই আইনের পথে চলবে। আমরা থাকব এর প্রতিবাদ করতে । 

    জমায়েত ঠাকুরপুকুর রিলায়েন্স এর সামনে 

    https://maps.app.goo.gl/RsmFhKCWM3KvGxZ19?g_st=aw
     
     
    ফেসবুক 
  • r2h | 134.238.***.*** | ১১ আগস্ট ২০২৫ ১৮:২২733216
  • অরণ্যদা, এই গদি, ইয়ারফোন - এসব জিনিসগুলি নিয়ে নিশ্চয় আদালতে তর্ক বিতর্ক হয়েছে, বিকাশ ভট্টাচার্য, বৃন্দা গ্রোভার ইত্যাদি খুবই অভিজ্ঞ আইনজীবিরা এসব নিয়ে নিশ্চিতভাবেই প্রশ্ন তুলেছেন - সেখানে তর্কের গতিপ্রকৃতি কি হয়েছিল?
    রেটরিক্যাল না, সত্যিই জানতে চাই। 
    এই প্রশ্নটা তুমি বহুবার করেছো গুরুর পাতায়, তাই এইটা তোমার চোখে সবথেকে বড় গরমিল এমন অনুমান করি, তাই গুরুর বাইরেও নিশ্চয় খোঁজ করেছো - সেখানে কি জানা গেল, মানে আইনজীবিরা এটা নিয়ে আর কনটেস্ট করেননি কেন?
  • | ১১ আগস্ট ২০২৫ ১৮:৪৩733217
  • এটা রায়ে বেশ বিস্তারিত বলা আছে তো হুতো।  গদি মানে আমরা যেমন হুমদো গদি ভাবি তেমন কিছু নয় একটা পাতলা তোশক ছিল পাতা। ওইরকম তোশক অল্প নড়াচড়া করলেই বেঁকেচুরে ভাঁজ হয়ে যায়। ইন ফ্যাক্ট বেশিরভাগ ডাক্তারখানায় যেমন পাতলা তোশক থাকে ওই জিনিষই ছিল। বিচারক বলেছেন  ওর তলায় হেডফোন যাওয়া  খুবই প্র‍্যাকটিকাল।  তোশক আর গদি দুই অর্থেই mattress লেখে লোকে। এক্ষেত্রে কেস ডায়েরিতেও তাই করেছে। 
    কোথাও একটা ছবিও দেখেছি লাল কালো চেক ১ ইঞ্চি কি সোয়া ইঞ্চির তোশক। তবে ছবিটাও রায়ে ছিল কিনা মনে করতে পারছি না। 
  • aranya | 2601:84:4600:5410:d8bb:4659:c712:***:*** | ১১ আগস্ট ২০২৫ ১৮:৫০733219
  • থ্যাংকস, দ। 
    হুতো, আমি এই প্রশ্নের উত্তর অন্য কোথাও পাই নি, দ- এর ব্যাখা যুক্তিযুক্ত মনে হচ্ছে 
  • | ১১ আগস্ট ২০২৫ ১৮:৫২733220
  • ওটা আমার ব্যাখ্যা নয়।  পুলিশের বজতব্য বিচারক মেনে নিয়েছেন কোন অসঙ্গতি পান নি। 
  • | ১১ আগস্ট ২০২৫ ১৮:৫২733221
  • *বক্তব্য
  • r2h | 134.238.***.*** | ১১ আগস্ট ২০২৫ ১৮:৫৯733222
  • দমদি, হ্যাঁ, আমারও এইটা যুক্তিযুক্ত মনে হয়েছে, আধুনিক ম্যাট্রেস আর বহুব্যবহৃত বারোয়াড়ি তোষক তো এক না। তাও এই প্রশ্নটা বারবার দেখে মনে হল হয়তো কিছু ধোঁয়াশা আছে।
  • aranya | 2601:84:4600:5410:d8bb:4659:c712:***:*** | ১১ আগস্ট ২০২৫ ১৯:১৫733223
  • দ, অবশ্যই। আপনার নিজস্ব ব্যাখা বলতে চাই নি । রায়ে উল্লিখিত যে ব্যাখাটার কথা আপনি লিখলেন, সেটার কথা বলছি। 
     
    হুতো, এটা একটা বড় প্রশ্ন ছিল , আমার কাছে। গুরুর পাতায় বহুবার এ প্রশ্ন করেছি কিনা মনে পড়ছে না, তবে সৈকতের যে লেখায় নিম্ন আদালতের রায়ের বর্ণনা ছিল, সেখানে এই প্রশ্ন করেছিলাম 
  • প্রশ্ন | 171.7.***.*** | ১১ আগস্ট ২০২৫ ১৯:৩৩733224
  • সিবিআই সুপ্রিম কোর্টে একটা চিঠি পেশ করেছিল। চিঠি পড়ে বিচারক বলেছিলেন এরকম কেস তিনি তিরিশ বছরে দেখেননি। চিঠিতে কি ছিল? 
     
    সিবিআই প্রাথমিক চার্জশিটে সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ তুলেছিল। সেই লাইনে আর এগোল না কেন?   
  • আরও প্রশ্ন | 171.7.***.*** | ১১ আগস্ট ২০২৫ ১৯:৪৬733225
  • Why was a second post-mortem request denied? Who instructed a senior officer of the Kolkata Police to offer cash to the victim's parents? বিস্তারিত দ্য ওয়্যার থেকেঃ https://thewire.in/law/rg-kar-mamata-banerjee-cbi-bengal-police-court
  • r2h | 134.238.***.*** | ১১ আগস্ট ২০২৫ ২০:০৯733226
  • এগুলি নিয়ে আইনজীবিরা কিছু করেননি? আদালত কী বলেছে? পরবর্তীকালে আইঅনজীবিরা কি এমন কিছু বলেছেন যে আদালত পক্ষপাতদুষ্ট আচরণ করেছে?

    বৃন্দা গ্রোভারকে ছেড়েই দিলাম, বিকাশরঞ্জন ভট্টাচার্য কিছু বলেছেন?

    অরণ্যদা, স্যরি, বহুবার না, একাধিকবার।
    আসলে এই ব্যাপারটায় আমার নানান সময় মনে হচ্ছে অনেকে এমন কিছু প্রশ্ন বারবার করছেন যার উত্তর আসলে তাঁদের কাছে আছে। তাতে অন্য কোন সমস্যা নেই, শুধু, এতে আসল ইস্যু ধামাচাপা পড়ে গোয়েন্দা গোয়েন্দা খেলা জমে ওঠে।
    আর ভিক্টিমের পরিজনের প্রতি একটা বিশাল অত্যাচার হয়।
    আর এইসবের কারনটা কিঞ্চিৎ হীন বলে আমার মনে হয় - দাবীটা সুবিচারে না (এমন ভয়াবহ অপরাধের প্রকৃত 'সু'বিচার বলে তো কিছু হয় না, প্রচলিত আইনের সীমাবদ্ধ গণ্ডীতে সুবিচার বোঝাতে চাইছি), দাবীটা 'আমার মনমত' বিচারের।

    জনমত কিন্তু ছিল। দলমত নির্বিশেষে গোটা কলকাতা, পশ্চিমবঙ্গ, গোটা দেশ ফুঁসে উঠেছিল। নিতান্ত ঘনিষ্ঠ দলীয় স্বার্থ না থাকলে কেউ সরকারের দোষ আড়াল করতে যায়নি। সরকারের অকর্মণ্যতা পাহাড় প্রমান। এই জনরোষকে বড় ভাবে নারী সুরক্ষা, কর্মক্ষেত্রে সুরক্ষা - এইসব বিষয়ে কিছু ইতিবাচক করার জন্য কাজে লাগানো যেত।
    তার বদলে সবাই মিলে পাণ্ডব গোয়েন্দা সাজতে গিয়ে পুরো আন্দোলন মাটি করে দিল।

    আজ আবাপ ফেক নিউজের রমরমায় ক্ষতিগ্রস্ত আন্দোলন নিয়ে স্টোরি করছে। লজ্জা আর ঘৃণা এরা বিসর্জন দিয়েছে, ভয়টা পারেনি। আর লোভটা বড় হয়েছে।
  • ^⁠_⁠^ | 2405:8100:8000:5ca1::ca:***:*** | ১১ আগস্ট ২০২৫ ২১:৩৮733227
  • সরকারের সাফাই গাওয়ার লোকের অভাব হয়েছিল নাকি? বইমেলার স্টল থেকে কলাটা মূলোটা সবের জন্যই তো সরকারি গুডবুকে থাকতে হয়। পুরো আন্দোলনটাকে ধারাবাহিকভাবে রিডিকিউলৎকরতে হয়। বাবা-মা অসৎসঙ্গে পড়ে গোল্লায় যাচ্ছেন বলে হাহাকার করতে হয়। কপু কত এফিসিয়েন্ট, রায়টি কত মহান তার সুখ্যাতি করতে হয়। একটি সিভিক ভলান্টিয়রই যে সর্বময় সেটি দিনের পর দিন গলা ফাটিয়ে বলে যেতে হয়। প্রশ্ন করলে সেটিকে সুবিচারের জন্য নয়, মনোমত বিচারের জন্য বলে দাগিয়ে দিতে হয়। অনেক বাধ্যবাধকতা রে দাদা।
  • :-)) | 2405:8100:8000:5ca1::98:***:*** | ১১ আগস্ট ২০২৫ ২১:৫০733228
  • সে আর বলতে রে দাদা। কত লোক ভেবেছিল এই তালে ডাইনী পিসিকে সরিয়ে রাজপাটে বসবে। সেকালে এট্টা মড়া পেলে এলসি আর দিদিরভায়েরা দাতে নখে লড়ে যেত। একালে হিস্যেদার বেড়েছে।  নৌশাদেরও ভাগ চাই ভেন্দু তো সোজা সিংহাসনটাই চাই চিমড়ে সেলিমের পেটে খিদে মুখে লাজ। বিকাশউকিল পেলিয়ে বেচেছে। উদিগে ইভেন্ট ম্যানেজমেন্টে লাখ লাখ টাকা উড়িয়ে বেশ চলছিল কিন্তু এত্তগুনো লুভিষ্টি মুখ সামলায় কে?ডাইনিপিসী দেখল এই মওকা।  বেশটি করে দিল সবটি ঘেটে। জ্যোতিবোসের ছিষ্টি করা সিভিকের দোষ ছিপিএম দেখবে না। ভেন্দু জানে সিংহাসন পেলে সিভিকরাই সামলাবে।
    ন্যায়বিচার এরা চেইছিল শুনলে পাবলিক মুখ ফিরিয়ে হাসে।
  • r2h | 134.238.***.*** | ১১ আগস্ট ২০২৫ ২২:১৬733229
  • বইমেলার স্টলের জন্য সরকারের গুডবুকে থাকার ব্যাপারটা আরেকটা বোকা মিথ্যে।
    এইটাই আমার অবাক লাগে। সরকারের বিরোধীতা করার জন্য হাজার একটা সত্যি কারন আছে। সেসব ছেড়ে মিথ্যে কথা বলা আর ছড়িয়ে যাওয়া, এ অতি জুভেনাইল। মানে ঐ করে কীই বা আর হবে।

    বাবা মা অসৎসঙ্গে - এটা কে বলেছে আমি জানি না, কিন্তু ক্ষুদ্র স্বার্থের জন্য তাঁদের ক্রমাগত ব্যবহার করা হয়েছে- এটা সত্যি। তাঁদের দিক থেকে এই ভয়াবহ অপরাধের সুবিচার একমাত্র কাঙ্খিত - তার জন্য তারা যতদূর হয়, যার সঙ্গে হয় যাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সংগঠন, দলগুলির কাছ থেকে ওঁরা প্রকৃত সহমর্মিতা পেয়েছেন বলে মনে হয়নি, সবাই হিসেব কষেছে।

    কপু এখানে এফিসিয়েন্সি দেখিয়েছে- এটা অবশ্য আমিও মনে করি। এবার তার জন্য সরকার আমাকে কলাটা মুলোটা দেবে কিনা সে সরকারে বিবেচনা, দিলে তো খুবই ভালো। কবে থেকে একটা বাওজাম বাগানের শখ, পেলে দুই বিঘে প্রস্থে ও দীঘে...।
  • aranya | 2601:84:4600:5410:d8bb:4659:c712:***:*** | ১১ আগস্ট ২০২৫ ২২:৫৩733230
  • কিছু কলা মুলো পেলে সত্যি ই ভাল হত , ব্যক্তিগত আর্থিক অবদানে (দত্তক ) বই ছাপাতে হত না, বাওজাম বাগানটাও সেশ মেশ হয়ে যেত :-)
     
    মেয়েটির বাবা-মা দ্বিতীয় বার পোস্ট মর্টেম করাতে চেয়েছিলেন। তাদের দাবি অগ্রাহ্য করে সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হল কেন, সেটা একটা জরুরী প্রশ্ন , ওপরেও একজন লিখেছেন। 
     
    এছাড়া ১৪ ই অগস্ট একটা মব হাসপাতালে ভাঙচুর করে। পুলিশ আটকাতে পারে নি (নাকি আটকানোর চেষ্টা করে নি ? )।  এই  ভাঙচুরের উদ্দেশ্য কি ছিল ?
     
    সেমিনার রুমের কাছে একটা ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে। সিবিআই সেই ঘর এখনও পরীক্ষা করে নি। কেন? 
     
    এই সীলড ঘরের ব্যাপার-টা ডাক্তার বন্ধুদের কাছে শোনা। মিডিয়াতেও দেখেছি। 
     
    এমন কতিপয় প্রশ্ন রয়ে গেছে, প্রচন্ড এফিসিয়েন্ট কপু এবং সিবিআই এর তদন্তের পরেও 
  • aranya | 2601:84:4600:5410:d8bb:4659:c712:***:*** | ১১ আগস্ট ২০২৫ ২৩:০৩733232
  • কলকাতা বইমেলায় স্টল দিতে হলেও সরকারের গুড বুকে থাকতে হয়, এটা জানা ছিল না। বামপন্থী স্টলও তো থাকে। যাবৎ বাঁচি, তাবৎ শিখি 
  • ?? | 2405:8100:8000:5ca1::2f:***:*** | ১১ আগস্ট ২০২৫ ২৩:০৭733233
  • ^_^
    সুপ্রকাশ গণশক্তি যুগশঙ্খ এরা তো দেখি কলাটা মুলোটা নয় রীতিমত বিরিয়ানিটা পিজাটা যোগাড় করছে। তাতে করে কি আর বিচার এগোবে কিচু?
  • :) | 2405:8100:8000:5ca1::5c:***:*** | ১১ আগস্ট ২০২৫ ২৩:২০733234
  • কপু অবিশ্যি এভিডেন্স হাওয়া করায় আর প্রেস কনফারেন্স করে ফেক নিউজ ছড়ানোয় ব্যাপক এফিসিয়েন্সি দেখিয়েছে।
  • hihi | 2405:8100:8000:5ca1::5c:***:*** | ১১ আগস্ট ২০২৫ ২৩:৩৪733235
  • পুণ্যব্রত গুণ ন্যায়বিচার চেয়েছে? খ্যাক খ্যাক। আজকেই কলাটা মূলোটা দিয়েছে কপু দ্যাখো গিয়ে। একমাত্র সৎ সত্যবাদী সন্দীপ ঘোষ ছাড়া কাউকে ন্যায়বিচার চাইতে দেখলুমনিকো।
  • r2h | 134.238.***.*** | ১১ আগস্ট ২০২৫ ২৩:৪২733236
  • অরণ্যদা, এসব নিয়ে আইনজীবিরা প্রশ্ন তোলেননি? তুলে থাকলে তা নিয়ে তদন্তকারী দপ্তরগুলির ব্যাখ্যায় আদালতের রায়ে কোন বক্তব্য নেই? থেকে থাকলে তা নিয়ে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবিদের কি মত -আদালতের রায় গ্রহণযোগ্য, না ফাঁক ফোকর আছে?

    এ খুবই দুঃখের বিষয় যে এমন পোস্ট করছি যা প্রকারান্তরে রাষ্ট্রযন্ত্রের কাজের সপক্ষে বলা হয় -আমি মনে করি জনসাধারনের সততই রাষ্ট্রযন্ত্রের কাজ নিয়ে সচেতন ও ক্রিটিকেল থাকা দরকার।
    কিন্তু তথ্য বিচার না করে ঐ গোয়েন্দা গোয়েন্দা খেলায় দীর্ঘমেয়াদী গুরুতর প্রশ্ন চাপা পড়ে যায় বলে মনে হয় - যেমন কর্মক্ষেত্রে নিরাপত্তা, মেয়েদের স্বাধীনভাবে চলাফেরা, ডাক্তারদের কাজের চাপ - এসব বিষয়ে কী হল। এসব নিয়ে সরকারের কোন সদিচ্ছা আছে বলে তো মনে হয় না, নাগরিক সমাজেরও কি আছে? 
    সত্যি কোন দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে প্রশ্ন, না নিজের পূর্বসিদ্ধান্তে খাপ খাওয়ানোর চেষ্টা - তা নিয়ে প্রশ্ন জাগে।

    আর তথ্য, নথিপত্র বিচার করে যদি মনে হয় এসব প্রশ্ন রয়ে গেছে, তাহলে তো অবশ্যই।
  • | 2405:8100:8000:5ca1::d3:***:*** | ১১ আগস্ট ২০২৫ ২৩:৫৮733241
  • শাসকের পক্ষে অস্বস্তিকর প্রশ্নগুলিকে গোয়েন্দা-গোয়েন্দা খেলা আখ্যা দিয়ে দীর্ঘমেয়াদি বিষয়ে চলে যাওয়াটা - মহিলাদের নিরাপত্তা, পুরুষতন্ত্রের বিরোধিতা, বেকারিত্ব ও মূল্যবৃদ্ধি, কমুনিজমের সংকট - খুবই, কি বলে, সমীচীন হয়েছে।
  • r2h | 134.238.***.*** | ১২ আগস্ট ২০২৫ ০০:২৭733246
  • সে তো বটেই, অস্বস্তিকর প্রশ্ন চেপে দেওয়ার চেষ্টা অত্যন্ত অসমীচীন ও আপত্তিকর।

    আমার প্রশ্ন হল "এসব নিয়ে আইনজীবিরা প্রশ্ন তোলেননি? তুলে থাকলে তা নিয়ে তদন্তকারী দপ্তরগুলির ব্যাখ্যায় আদালতের রায়ে কোন বক্তব্য নেই? থেকে থাকলে তা নিয়ে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবিদের কি মত -আদালতের রায় গ্রহণযোগ্য, না ফাঁক ফোকর আছে?"

    তদন্ত, বিচার - এগুলি তো আধুনিক যুগে একটা প্রক্রিয়া, পুরোপুরি জনতার হাতে চলে যাওয়া সম্ভবই না। তো, তথ্য, নথি, তদন্ত ও বিচার প্রক্রিয়া কী বলছে? উত্তর কি অলরেডি আছে? ম্যাট্রেস ইয়ারপিসের সংক্রান্ত প্রশ্নের মত?
    সেসব বিবেচনা না করলে জিনিসটা গোয়েন্দা গোয়েন্দা খেলা ছাড়া তো আর কিছু হয় না।

    আর দীর্ঘমেয়াদী জিনিস নিয়ে সরকারের ওপর চাপ কি দেওয়া যায় না?

    তবে ডক্টর পুণ্যব্রত গুণের থানায় হাজিরার সময় সুবর্ণ গোস্বামী কুণাল সরকাররা তাঁর সঙ্গে সলিডারিটি জানানোর জন্য সঙ্গে যান কিনা তা নিয়ে কৌতূহল ছিল একটু।
    অবান্তর কৌতূহল।
  • দীপ | 2401:4900:1227:4f5d:7f6:ff27:95d:***:*** | ১২ আগস্ট ২০২৫ ০০:২৭733247
  • সশ্রদ্ধ নমস্কার! 
     
  • lcm | ১২ আগস্ট ২০২৫ ০০:৪৪733248
  • বিচারব্যবস্থা তো একটা সিস্টেম, সেখানে কিছু পদ্ধতিগত ধাপ আছে.... একটা ক্রাইম হলে, কে ক্রাইম করল তার প্রমাণ চাই, বা, স্বীকারোক্তি, বা কিছু জিনিস চাই ... প্রমাণ লোপাট হয়ে গেলে, কারা সেই প্রমাণ লোপাটের ক্রাইম করল তারও প্রমাণ চাই... প্রমাণ লোপাটের প্রমাণ যারা লোপাট করল তারও প্রমাণ চাই.... শুধু কনভিকশন দিয়ে তো প্রথাগত বিচারব্যবস্থায় হবে না ...
  • hmm | 2405:8100:8000:5ca1::95:***:*** | ১২ আগস্ট ২০২৫ ১০:২৯733252
  • রামজন্মভূমি মামলায় মনোমত রায় না পেয়ে যারা বিচারব্যবস্থার উপর খড়্গহস্ত, তারাই আবার আরজিকরে পছন্দসই রায় পেয়ে কী সাংঘাতিক সুবিচার হয়েছে মর্মে প্রবন্ধ লিখবে...
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন