
এ কোনো পূর্ণাঙ্গ ইতিহাস বই না। ১৯৩০ থেকে ২০২০ পর্যন্ত বাঙালির ইতিহাস লেখা অতি দুরূহ কাজ। সেই সম্পূর্ণতার ধারেকাছে যাওয়া এই লেখকের কম্মো না, এখানে সে চেষ্টা করাও হয়নি। স্রেফ কিছু ভুলে যাওয়া আখ্যানকে খাপছাড়া কিন্তু কালানুক্রমিক ভাবে সাজানো হয়েছে। ভয়াবহ কোনো মৌলিকতার দাবিও এই বইয়ে নেই। কিছু বিশ্লেষণ মৌলিক, কিন্তু তথ্য যা আছে, তার কোনোটাই অজানা কিছু না। সবই জনারণ্যে উপস্থিত। তাহলে এই বই লেখাই বা হল কেন, প্রকাশই বা করা কেন? কারণ একটিই। বাঙালির কোনো ইতিহাস নেই। তার কারণ এই নয়, যে, বাংলার নানা পর্বের ইতিহাস কেউ লেখেননি। বরং উল্টোটাই। বাঙালির ইতিহাস রচনার জন্য যা উপাদান প্রয়োজন, সবই নানা জায়গায় মজুদ। কিন্তু স্রেফ তথ্যই তো ইতিহাস না। দৃষ্টিভঙ্গিহীন কোনো ইতিহাস হয়না। বাংলার ইতিহাসে ভারতীয় জাতিয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে বিস্তর লেখালিখি হয়েছে, লেখা হয়েছে অ-ভদ্রলোকীয় দৃষ্টিভঙ্গি থেকে, এমনকি বিশ্বমানবতার দৃষ্টিভঙ্গিও অপ্রতুল না। কিন্তু বাঙালির দৃষ্টিকোণ থেকে বাঙালির ইতিহাস, এ বস্তু অপ্রতুল। যাঁরা লিখতে পারতেন, তাঁরা সযত্নে এই কোণটি এড়িয়ে গেছেন। আশ্চর্যের কিছু নেই, এও এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই। ভারতীয় যুক্তরাষ্ট্রকে বহুস্বর থেকে এককেন্দ্রিক একটি রাষ্ট্রব্যবস্থায় পরিণত করার রাজনীতি। সে রাজনীতি মূলত স্বতঃসিদ্ধে রূপান্তরিত হয়েছে।
দ | 2402:3a80:1357:abf8:4022:9759:463b:***:*** | ২৭ এপ্রিল ২০২১ ০৮:৫৫105214ওহ এইখানে। আচ্ছা