এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গোদি মিডিয়া কী বস্তু, একদম প্রত্যক্ষ জ্ঞানে জানলাম 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২৫ নভেম্বর ২০২৫ | ৩৫৩ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • আমাকে তিন-চারদিন ফেবু লিখতে দেয়নি, এই ফাঁকতালে প্রত্যক্ষ জ্ঞানার্জন হয়ে গেল, গোদি-মিডিয়া কী বস্তু। ব্যাপারটা রোমাঞ্চকর, তাই লম্বা হলেও পড়ুন। তিনদিন আগে সকালে উঠে মেলবাক্স খুলে দেখি, গুরুচণ্ডালির ইউটিউবে বেশ কটা ভিডিও কপিরাইট স্ট্রাইক খেয়েছে। কী হয়েছে? না, সেদিন ছিল "সীমান্তে নাকি বাংলাদেশীদের ভিড়" নামক মুখোশ খোলার ভিডিও। ক্ষেপে গিয়ে এবিপি আনন্দ, তার মিডিয়া এজেন্টকে (সেই কোম্পানির নাম markscan ) দিয়ে খুঁজে খুঁজে বার করেছে গুরুচণ্ডালির কোন কোন ভিডিওয় এবিপি আনন্দের ক্লিপ আছে। তারপর কপিরাইট ক্লেম করে অনেকগুলো নামিয়ে দিয়েছে। ইউটিউব জুড়ে। বেশি ভিউ যেগুলোর সেগুলো নামিয়েছে, সবকটা পারেনি, অত অধ্যবসায় থাকলে তো হয়েই যেত।  

    আমরা কিন্তু ভয়াবহ কিছু করিনি। সুমন্দেকে সম্মান দিয়ে কর্নেল সুমন্দে বলেছি। আর ফেবুতে যেমন লিখি, "কর্নেল সুমন্দে বলেছেন", ভিডিওতে মুখে না বলে, একদম দেখিয়ে দিয়েছি। তারপর সেটা নিয়ে খিল্লি টিল্লি। এ খুবই স্বীকৃত পদ্ধতি, কোনো বিকৃতি না করে যাঁর বক্তব্য তাঁর নিজের মুখে শোনানো। এবিপি আনন্দ নিজেও করে থাকে। এমনকি ওরা তো ইন্টারনেট থেকে ভিডিও নামিয়ে করাচি দখল হয়ে যাবার "খবর" করে। এটা স্বীকৃত প্রথা, কপিরাইটে আটকায় বলে কখনও দেখিনি, শুনিও নি। একটু-আধটু রাগ অবশ্য হতেই পারে। কারণ ভিডিওর কয়েকটায় গুছিয়ে ভিউ হচ্ছিল, আমার ধারণা, এবিপির আসল ভিডিওর চেয়ে বেশিও হচ্ছিল কোনো কোনো ক্ষেত্রে। কর্নেল হয়তো কোনো বিশেষজ্ঞকে বলেছেন, "আপনি বাথরুমে গেলেন তার মধ্যেই করাচি দখল হয়ে গেল", সেটা দেখেছিল পাঁচশো লোক, আমরা বলতে হেসে গড়িয়ে পড়তে পড়তে এক লাখ লোক দেখে ফেলল। কিংবা ওঁরা গম্ভীর কণ্ঠে আবেগ দিয়ে বলছিলেন, বাংলাদেশ সীমান্তে মাথার মিছিল, আমরা সেটা দেখিয়ে বললাম, দেখেছেন. সব বাংলাদেশীই কীকরম কলকত্তাইয়া ভাষায় কথা বলে? সেটা খ্যাখ্যা করে হাসতে হাসতে গাদা লোক শেয়ার করল। কিন্তু তাতে এত রাগ?  মানে মোদ্দা দাবীটা হল, তিলোত্তমা মজুমদারের ঢঙে "এ মা দেকেচো কত্তো লোহিঙ্গা? কী লকম ডেমোগ্রাফি বদলে যাচ্ছে?" অথবা "দেকেচো এছাইআল টা কী ভালো কলেচে জ্ঞান জেঠু", কিংবা "কী ছুন্দর কলাচিটা দখল হয়ে গেল গো" - এ ছাড়া  আর কিছু বলা যাবেনা। বললেই রাগ হয়ে যাবে।

    কাণ্ড দেখে তো গেলাম ফেবুতে একটু খিল্লি করতে গিয়ে। গিয়ে দেখি, ও মা, শুধু এবিপি না, ফেবুও খুব রেগে গেছে। আমাকে বলছে পোস্ট, কমেন্ট সব কিছুই করা বারণ। কারণ? খুঁজতে গিয়ে দেখি, সেই একই কাণ্ড। গুরুর পেজে একখানা গুরুর ভিডিওতে  নাকি এবিপির কপিরাইট ভঙ্গ হয়েছে। সেইটাই সমস্যা। গুরুর পেজে উঠেছে ভিডিও, ধরেই নিলাম এবিপির খুব সমস্যা হয়েছে, উড়িয়েও দেওয়া হয়েছে, তো তাতে আমাকে বিধিভঙ্গের আওতায় ফেলা কেন? ও মা, তারপর দেখি কাণ্ড আরও কঠিন। ফেবুতে কুল্যে একটাই ভিডিও ছিল, সেটা ইউটিউবেও আছে, একটা লোকাল কপিও ছিল। সেটা খুলে দেখি, তাতে এবিপি আনন্দের কোনো ক্লিপ, অডিও কিছুই ব্যবহার করিনি। তাতে বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে কটাক্ষ আছে, গোদি-মিডিয়ার নাড়ুগোপালকে নিয়ে ব্যঙ্গ আছে। কিন্তু এবিপির কোনো মাল নেই। এইটাকে দেখিয়ে ফেবুতে এবিপির এজেন্ট markscan  দাবী করেছে কপিরাইট লঙ্ঘন করা হয়েছে। যা দুরবস্থা হয়েছে, এরপর তো এবিপি আনন্দ শব্দটা উচ্চারণ করলেই বলবে কপিরাইট গেছে। এরকম শেষবার দেখেছিলাম সিঙ্গুরের পাড়ায়। একটা লোকের নাম ছিল, ধরা যাক পাঁচু। পাঁচুর সবসময় সন্দেহ ছিল লোকে তাকে নিয়ে ঠাট্টা করছে। এমনই কাজ্কর্মের চোট। তা, একদিন কেউ পাঁচুকে পাঁচু বলে ডাকাতেই সে খুব রেগে গিয়ে গাল দিতে লাগল। যে ডেকেছে,  সে অবাক হয়ে বলল, আমি আবার কী করলাম? পাঁচু আরও রেগে বলল, জানিসনা, পাঁচু নামটাই একটা ইয়ার্কি?  

    এই কপিরাইট লঙ্ঘন আবার এবিপির হয়ে খুঁজে বার করেছে markscan । তাদের ওয়েবসাইট আছে, ফেবু পেজও আছে, ভালোবাসা জানিয়ে আসতে পারেন। সেখানে গিয়ে দেখি টেকনোলজি নিয়ে খুব বড়-বড় কথা বলা আছে। যাদের টেকনোলজির দৌড় এই, যে, ভিডিওতে "আনন্দ" শব্দটা শুনলেই মনে হয় কপিরাইট লঙ্ঘন, তাদের টেকনোলজি খুবই হাইফাই, বোঝাই যাচ্ছে। কিছু ভালোবাসা অবশ্যই প্রাপ্য।  আর ফেবুও অসামান্য, কোনো এক হরিদাস পাল এসে দাবী করল, সৈকত বাঁড়ুজ্যে নিজের ঘরে বকবক করছে, এটা আমাদের কপিরাইট, ব্যস তারাও ল্যাজ তুলে স্ট্রাইক মেরে দিল। ইউটিউবে কিন্তু এটা করা যায়নি। 

    অবশ্য এও হতে পারে, আমি অলৌকিকভাবে ফেবুতে ভুল করে এবিপির কোনো ভিডিও তুলে দিয়েছিলাম। যদিও পকেটে করে এবিপির ভিডিও নিয়ে ঘুরিনা। সেটা জানার কোনো উপায় ছিলনা, কারণ ফেবু আমাকেও ভিডিওটা দেখতে দিচ্ছেনা। তা, আমি তাই করলাম কি বিনীতভাবে markscan কে মেল করে জানালাম, যে, মিথ্যে কপিরাইট ক্লেম করা কিন্তু মার্কিন আইনভঙ্গ। যদি আইনভাঙা হয়ে থাকে তো আমি মার্কিনদেশে আইনী পথে এগোতে পারি। আমার লোকাল কপি দেখাচ্ছে, যে, আমি এবিপি আনন্দর কোনো ক্লিপ ব্যবহার করিনি। তোমাদের যদি মনে হয়, ভিডিওয় আইনভঙ্গ হয়েছে তো প্রমাণ দাও। নইলে দাবীটা প্রত্যাহার কর। ২৪ ঘন্টার মধ্যে। 

    এখনও চব্বিশ ঘন্টা যায়নি। ঘন্টা আষ্টেক পরেই দেখলাম, ফেবু খুলে গেল। আমার অ্যাপিল নিয়ে অজস্র মেল আসছে। কোথাও কেউ নাড়াচাড়া করছে বোঝা যাচ্ছে। মেলের উত্তর অবশ্য এখনও পাইনি। যথাযথ উত্তর না পেলে বোঝা যাবে, ওদের নিজের পক্ষে বলার কিছু নেই। 

    এই কদিন ফেবু দেখতে পাচ্ছিলাম, লিখতে পারিনি। মেসেঞ্জারেও উত্তর দেওয়া যাচ্ছিলনা। যাঁরা আমার হয়ে, বা বলা ভাল গোদি-মিডিয়ার অসহিষ্ণুতার বিরুদ্ধে এবং বাক-স্বাধীনতার পক্ষে লিখেছেন, তাঁদের ধন্যবাদ। আর এবিপি আনন্দ এবং তাদের এজেন্ট markscan কেও ধন্যবাদ, নিজেদের স্বরূপ দেখিয়ে দেবার জন্য। আপনারা নিজের কর্ম দিয়ে প্রমাণ করলেন, আমি যা বলি তাইই ঠিক। আমার বক্তব্য এবং ধর্মযুদ্ধ চলবে।  

    আর ওরা এরপর নিশ্চয়ই নতুন কোনো ছুতো বার করবে। তাতে চিন্তার কিছু নেই। এই সমস্ত পরিস্থিতির জন্যই আমাদের আস্ত সাইট আছে। কমিউনিটি আছে। ফেবুতে আটকে দিলেও সেখানে থাকবেই। ভিডিও উড়ে গেলেও, সেখানে পাচার করব। আমাদের হোআ গ্রুপে সমস্ত আপডেট থাকবে। যে ভিডিও মুছে গেছে, যদি দেখতে চান, সব লেখার আপডেট যদি পেতে চান, তো অবশ্যই আমাদের হোআ গ্রুপে জুড়ে যান । অনেকেই ভাবেন, লিখে কী হয়, লেখা বা ভিডিও ছড়িয়ে কী হয়। কী হয় দেখতেই পাচ্ছেন, গোয়ালঘরে বিপর্যয় ঘটানো যায়। এতটাই, যে, তাদের উঠেপড়ে লাগতে হয় আটকানোর জন্য। এই মহান কর্তব্যে হাত লাগাতে চাইলে অবশ্যই জুড়ে যান। নাম-ধাম-খ্যাতি কিসুই হবেনা, কিন্তু তৃপ্তি গ্যারান্টেড। মিডিয়া-জমিদারির যুগ শেষ। মেজর-কর্নেলরা এখন আমার পুরোনো পাড়ার পাঁচু। নিজেদের নাম শুনলেই রেগে যাচ্ছেন।  
     
    হোআ গ্রুপে ঢুকতে হলেঃ
    https://chat.whatsapp.com/IIH1nHCuUuP0zUhKD5LMjS
    ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুনঃ
    https://yt.openinapp.co/4lyf2

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:4154:d846:b666:***:*** | ২৫ নভেম্বর ২০২৫ ০৯:৩৯736129
  • অবশ্যই সাথে আছি। য়ুটুব চ্যানেলে আগেই সাবস্ক্রাইব করেছি। আরও কিছু করতে হলেও করবো। 
  • অরিন | ২৫ নভেম্বর ২০২৫ ১০:২৪736132
  • আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপনার যা মনেহবেসেইমত তথ্য পরিবেশন করবেন, মুক্ত ওয়েবের এইটাই শর্ত। সেখানে আপনাকে ভিডিও দেখানো জবরকস্তি বন্ধ করে আনন্দবাদার অন্যায় করেছে। আমরা আশা কপব আপনি থামবেন না। 
    ভবিষ্যতে আপনার ভিডিওর কপি Fediverse এ, মানে mastodon বা Peertube ( https://joinpeertube.org ) এ রাখার কথা ভেবে দেখতে পারেন। আমার peertube এ ভিডিও হোস্চ করার ভাল অভিজ্ঞতা, কোন downtime নেই, যে কেউ যে কোন সার্ভার থেকে follow করকে পারে, যদি ইউটিউব থেকে ভবিষ্যতেও ভিডিও সরিয়ে নেবার বা আপনার একাউন্ট ব্লক কশার মত অসভ্যতা হয়, peertube এ আসুন। আপনার নিজের সার্ভারে হোস্ট করুন, স্বাধীনভাবে বিচরণ করুন। 
    চালিয়ে যান। 
    এদের বিষদাঁত ভাঙার কাজ আরো জোরালো হোক। 
  • আলোকময় | 42.***.*** | ২৫ নভেম্বর ২০২৫ ১৪:৩৬736146
  • চালিয়ে যান !
  • Suman Mukherjee | ২৬ নভেম্বর ২০২৫ ১১:৫৩736170
  • হোয়াটস্যাপ গ্ৰুপ তো ফুল দেখাচ্ছে 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ নভেম্বর ২০২৫ ১২:০৪736171
  • আরেকবার চেষ্টা করে দেখুন তো, এবার মনে হচ্ছে জয়েন করতে পারবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন