যেগুলো গুল নয়:উনিজী উবাচ:
1. বিদেশের ব্যাংকে যত কালোটাকা রয়েছে তা উদ্ধার করলে সব গরীবের অ্যাকাউন্টে 15 লাখ করে দেয়া যায়।
মোটাভাই পরে সেটাকে নির্বাচনী জুমলা আখ্যা দিয়েছেন।
2. পরীক্ষার হলে প্রথমে সবচে কঠিন প্রশ্নের উত্তর লেখা উচিত। সহজগুলো পরে।
3. উনি প্রাইভেটে পরীক্ষা দিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তৃতীয় বিভাগে স্নাতক হয়েছেন।
4 গুজরাত থেকে এম এ পাশ করেন প্রথম বিভাগে। বিষয়: Entire Political Science!
অনলাইনে সার্টিফিকেট দ্রষ্টব্য।
5 উনি দ্রুত একটা বই পড়ে ফেলেন --বিশেষ ক্ষমতায়। এক একটা পাতা বাঁ থেকে ডাইনে নয়, উপর থেকে নীচে মাথা ঝাঁকিয়ে স্ক্যান করেন। ফটোগ্রাফিক মেমরি।
6. উনিই এদেশে প্রথম ডিজিটাল ক্যামেরায় ছবি তোলেন এবং আড়বাণীজিকে ই-মেল করে অবাক করে দেন। ওদুটো তখন এদেশে ছিল না।
7. নর্দমার গ্যাস থেকে স্টোভ জ্বালিয়ে চা বানানোর পরামর্শ দিয়ে অনেক চাওলাকে অনুপ্রাণিত করেন।
8. বালাকোটের সময় বিমান বাহিনীকে পরামর্শ দেন মেঘের আড়াল থেকে বোম ফেলতে। তাহলে পাকিস্তানের রাডার দেখতে পাবে না।
9 2022 নাগাদ কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
10. গণেশের শুঁড় হল পৌরাণিক যুগে প্লাস্টিক সার্জারির অকাট্য প্রমাণ।
11 উনি পিতামাতার বায়োলজিক্যাল সন্তান নন, পরমাত্মার।
আর গুজরাত দাঙ্গার সময় উনি রাজধর্ম পালন করেন নি-- অটলজীর তিরস্কার।