এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  অপর বাংলা

  • বাংলাদেশে প্রক্সি যুদ্ধে জয় কার?

    বিপ্লব রহমান লেখকের গ্রাহক হোন
    অপর বাংলা | ০৫ আগস্ট ২০২৪ | ১৪৮৫ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩
    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাচীন দল আওয়ামী লীগকে কবরে পাঠিয়ে ন্যাকারজনকভাবে সদলবলে দেশ থেকে পালিয়ে বাঁচলেন। 

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের   জোয়ার ভেসে গেল টানা ১৫ বছর ধরে বিনা ভোটে জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী দুঃশাসন। 
     
    এই ১৫ বছর নির্রাচনের নামে প্রহসন হয়েছে, নিশিরাতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে ভোট হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। এ নিয়েও জনমনে ক্ষোভ নেহাত কম নেই। ভেংগে যেতে বসা সংসদের তাই কোনো জবাবদিহি ছিল না, সেটি গঠিত হয়েছিল কেবলই আওয়ামী লীগ ও কিংস পার্টি দিয়ে, পোষা বিরোধী দল ছিল যথারীতি জাতীয় পার্টি। 
     
    ইতিমধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধির সমন্বয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। 


    দেশ এর আগে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদের পতন দেখেছে। এই লেখক নিজেও ১৯৯০ এর ছাত্র-গণঅভ্যুত্থানের কর্মী ছিলেন। এরশাদ তবু ক্ষমতা থেকে পদত্যাগের পর দেশেই থেকেছেন। দুর্নীতির দায়ে জেল খেটে বেরিয়ে এসে আবারও তার দল জাতীয় পার্টি গুছিয়েছেন, নির্বাচন করে সাংসদও হয়েছেন। 

    হাসিনার মতো লেজগুটিয়ে সদলবলে পালিয়ে যাননি। দুপুরেই খবর রটে যায়, কারফিউ ভেংগে হাজার হাজার ছাত্র জনতা শাহবাগে জড়ো হয়েছেন, ঢাকার সমস্ত রাজপথ ধীরে ধীরে দখল নিতে থাকেন জনতা। আর ওদিকে, বংগভবন (প্রধানমন্ত্রীর বাসভবন) থেকে ছোট বোন শেখ রেহানাকে সহ  হেলিকপ্টারে করে ভারতের আগরতলায় পালিয়ে যান পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খবর পাওয়া মাত্র জনস্রোত বংগভবনের দখল নেয়। 


    খবরে প্রকাশ, শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজটি নয়াদিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।

    উড়োজাহাজটি অবতরণের কথা নিশ্চিত করেছে ভারতের এনডিটিভি। দিল্লির কাছাকাছি এই বিমান ঘাঁটিটি উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় অবস্থিত।
    শেখ হাসিনাকে বহন করছে একটি লকহিড সি১৩০জে হারকিউলিস উড়োজাহাজ। ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে রয়েছে। 

    ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানায়, হাসিনা ভারতের হিন্ডন বিমান ঘাঁটি থেকে লন্ডন যেতে পারেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। 

    এদিকে, তার প্রবাসীপুত্র সজিব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। 

    অন্যদিকে, সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও মন্ত্রীবর্গ এরই মধ্যে দেশত্যাগ করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ছাত্রলীগ নামধারী হেলমেট লীগের সন্ত্রাসী বাহিনী আপাততঃ গর্তে লুকিয়েছে। 


    অথচ ১ জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের ছাত্রছাত্রীদের সংগে শান্তিপূর্ণ আলোচনায় মিমাংসা হতে পারতো। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ হাসিনা সরকার প্রথমে পুলিশ লীগ, পরে হেলমেট লীগ দিয়ে নির্বিচার পিটুনিতে আন্দোলন দমন করতে চেয়েছে। এতেও হিতে বিপরীত হয়ে আন্দোলন ছড়িয়েছে সারাদেশে। 

    পরে নির্বিচার গুলিতে একমাসে অন্তত সাড়ে তিনশ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে (বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা সহস্রাধিক), আহত হয়েছেন অসংখ্য। এতে শিক্ষক, অভিভাবক, পেশাজীবীসহ সর্বস্তরের জনতার ভেতরে ক্ষোভ ছড়িয়েছে। 

    বর্ষিয়ান লেখক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতে, এতো অল্প সময়ে এতো নিষ্ঠুর হত্যাযজ্ঞ ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ আমলে এক ১৯৭১ সাল ছাড়া আর কখনো হয়নি। 

    সেইসাথে মেট্রোরেল, পদ্মাসেতু, একের পর এক উড়াল সড়ক, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ ইত্যাদি মেগা প্রকল্পে মেগা লুটপাট, লাগামহীন নিত্যপণ্যে নাভিশ্বাস তো আছেই। 

    এসবই পুঞ্জীভূত ক্ষোভ আকারে ফেটে পড়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে। 
     
    এই দেশ ১৯৫২ র ভাষা আন্দোলন, ১৯৬৯ এর ছাত্র গণ অভ্যুত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ এর এরশাদ পতনের ছাত্র-গণ অভ্যুত্থান দেখেছে। মাঝে ঘটে গেছে ২০১৩ সালের শাহবাগ গণজাগরণ। সবশেষ এই দেশ ২০২৪ এর বেহাত ছাত্র আন্দোলনের সাক্ষী হয়ে রইল। 

    আগেই যেমন বলা হয়েছিল,  একটি ছাত্র-জনতার গণ আন্দোলনকে বাংলাদেশ এই প্রথম বেহাত হয়ে বিএনপি-জামাত-শিবির-হেফাজতের দখলে যেতে দেখল। এ কারণেই খুব দ্রুত ছাত্র আন্দোলনটি পরিনত হয় এক দফার দাবিতে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। সে সময়ই বল খুব দ্রুত চলে যায় আওয়ামী লীগের গ্রাসের বাইরে। 

    শেকড় সংবাদে, ভেতরে ভেতরে এখানে আসলে আমেরিকা, চীন ও ভারতের প্রক্সি যুদ্ধ চলেছে। গণ আন্দোলনকে এরকমভাবে প্রক্সিযুদ্ধে পরিনত হওয়ার ঘটনাও এই প্রথম। এই প্রক্সি যুদ্ধে শেষ পর্যন্ত ভারত ও চীন পিছু হটেছে। যুক্তরাষ্ট্র- পাকিস্তান পক্ষই জয়ী হয়েছে। 
     
    যুক্তরাষ্ট্রের চাই, ভারত-চীন- বার্মাকে ক্ষেপণাস্ত্রের পাল্লায় রাখতে বংগোপসাগরে নৌ ঘাঁটি, আর দক্ষিণ এশিয়ার এই ব-দ্বীপ ভূমিতে একক মার্কিন পরাশক্তির খবরদারি তো চাইই বটে!
     
    বলা ভাল,  শিক্ষার্থীদের বেহাত আন্দোলনে বেশকিছুদিন ধরে আঠালো ভাবে মিশে আছে, সদ্য নিষিদ্ধ ঘোষিত ছুপারুস্তম জামাত-শিবির। তারাই প্রক্সি যুদ্ধে এজেন্ট হিসেবে ভেতর থেকে খেলছে। 

    অবশ্য হলি ক্রস হিসেবে তারা প্রথম সারিতে রেখেছে ছাত্রদের। আর জাতীয় সরকারের খসড়ায় রয়েছে বিএনপি-জামায়াত ( সদ্য নিষিদ্ধ)-হেফাজত-বামপন্থী-পেশাজীবীদের প্রতিনিধি। 
     
    এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির অভিযোগে অন্তত ২০ বছর ধরে বিদেশে পলাতক তাদের নেতা তারেক রহমানকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। শিগগিরই সব মামলা প্রত্যাহারের পর তাকে দেশে ফিরিয়ে এনে নয়া সরকারের প্রধানমন্ত্রী করাও বিচিত্র নয়। 

    কিন্তু এতেই শেষ রক্ষা হবে তো? নাকি  দেশ এগিয়ে চলেছে একটি জোড়াতালির দুর্বল জাতীয় সরকার গঠনের অনিবার্য পরিণতিতে? আর যে প্রজন্ম ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় যথেষ্ট শানিত নয়, রাজনীতির অ-আ-ক-খ জ্ঞানও যাদের নাই, তাদেরই কাছে দেয়া হচ্ছে দেশের ভার, এর ভবিষ্যত তাহলে কী? 
     
    ঘর পোড়া গরু ঈশান কোনে মেঘ দেখলে ভয় পাবেই। তবে সরাসরি সেনা শাসনের চেয়ে দুর্বল গণতান্ত্রিক সরকার মন্দের ভালো। 
     ____________________
    *দ্রষ্টব্য :
    1)   ইন্ডিয়ান এক্সপেসের বিশ্লেষণ : ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগ, ভারতের জন্য কী বার্তা
     
    2) সেন্টমার্টিন-বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রেকে দিলে ক্ষমতায় টিকে থাকতাম: হাসিনা
     
    3) শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্র জড়িত নয়: হোয়াইট হাউস
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩
  • অপর বাংলা | ০৫ আগস্ট ২০২৪ | ১৪৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Guru | 2401:4900:3f0f:5e2e:0:22:a753:***:*** | ০৫ আগস্ট ২০২৪ ২৩:২৫535807
  • আপনি ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন? তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা ভাই। 
    ওই সময়ে তো আমি মায়ের কোলের শিশু। আপনি তো মনে হয় সাদেকুজ্জামান শরীফের চেয়ে বয়সে অনেক বড়। হাসিনা যদি মুক্ত অবাধ নির্বাচন করতেন তাহলে অন্ততঃ আজকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা দেখতে হতো না। নির্বাচন হারলেও হাসিনা দেশ ছেড়ে না গিয়ে পার্লামেন্টে বিরোধী হিসেবে থাকতেন! সব শেষ এখন। কি বলেন? 
  • upal mukhopadhyay | ০৬ আগস্ট ২০২৪ ০১:১৩535823
  • সবে শুরু।
  • বিপ্লব রহমান | ০৬ আগস্ট ২০২৪ ০৩:২৯535825
  • @guru,  
     
    আওয়ামী লীগের আমও গেছে, ছালাও গেছে। পুঞ্জীভূত ক্ষোভের মুখে দেশজুড়ে জনতা আওয়ামী লীগ নেতাদের কার্যালয় ও ঘর বাড়িতে আগুন দিচ্ছে। বলা যায়, এই পরিনতি গত বছর ২০ ধরে দলটি এক দলীয় ফ্যাসিবাদী শাসন চালিয়ে নিজেই ডেকে নিয়ে এসেছে। 
     
    আন্দোলনকারী ছাত্র নেতা ও অস্থায়ী সরকার জ্বালাও পোড়াও নাশকতা থেকে জনতাকে বিরত থাকার আহবান জানিয়েছে, কিন্তু এর পরেও রোষানলে গণপিটুনিতে কিছু প্রাণহানি বিচিত্র নয়। দেদার লুটপাটের সাবেক আওয়ামী সরকার পরিস্থিতি টের পেয়েই লেজ গুটিয়ে পালিয়েছে। এর জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলেই জনতার ওপর আস্থা রাখতে পারেনি, এতোটাই অপদার্থ রাজনৈতিক শক্তি! 
     
    মতামতের জন্য ধন্যবাদ। 
     
  • বিপ্লব রহমান | ০৬ আগস্ট ২০২৪ ০৩:৩৫535827
  • @Upal, 
     
    ঠিক তাই, খেলার দ্বিতীয় পর্ব সবে শুরু।  এদেশকে সামনে অনেক ভাংচুর, পরিবর্তন দেখতে হবে,  খেলার আরও পর্ব পেরিয়ে অন্তীম পর্বও আছে। 
     
    তবু দেশের জন্য শুভ কামনা। 
  • . | ০৬ আগস্ট ২০২৪ ০৩:৪০535828
  • হাসিনা এসকেপিস্ট।
  • বিপ্লব রহমান | ০৬ আগস্ট ২০২৪ ০৪:০৭535829
  • @দ, 
     
    সে তো বটেই। এদের পায়ের নিচে মাটি নাই অনেক বছর 
     
  • | ০৬ আগস্ট ২০২৪ ০৯:২৫535843
  • এইরে! আমি তো কিছু বলি নি। 
  • . | ০৬ আগস্ট ২০২৪ ১০:০২535845
  • উনি আমাকে লিখতে গিয়ে @দ সিখে ফেলেছেন।
  • . | ০৬ আগস্ট ২০২৪ ১০:০২535846
  • লিখে সিখে
  • Guru | 2409:4060:eb8:55d4:a396:3eda:42c:***:*** | ০৬ আগস্ট ২০২৪ ১১:৪২535856
  • @বিপ্লব রহমান @শরীফ ,                                                                           আমি তাজউদ্দীন সাহেবের মেয়ের লেখা ওনার জীবনী পড়েছি l এই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর সময় l র এজেন্ট নাম দিয়ে অনেকেই আওয়ামী লীগের নেতা কর্মীদের খুন করতে পারে l শেখ হাসিনা লড়াই ছেড়ে পালিয়ে যাওয়াতে দলটিও নেতার অভাবে বিপর্যস্ত l কি হবে এখন ? 
  • X | 2405:201:9002:3020:9985:b648:df5b:***:*** | ০৬ আগস্ট ২০২৪ ১৪:১৫535872
  • বাংলাদেশকে ভারত যদি দখল করে নেয়, সেটাই সর্বোত্তম অপসন - তাতে সব পক্ষেরই মঙ্গল। বাংলাদেশের মানুষের কোনো matuirity নেই যে তারা নিজে নিজে দেশ শাসন করতে পারে। চীন বা আমেরিকার থেকে ভারতের শাসনে থাকলে তারা ভালো থাকবে। 
  • X | 2001:67c:2628:647:13::***:*** | ০৬ আগস্ট ২০২৪ ১৪:২১535873
  • এই শুয়োরের বাচ্চা আমার নিক চুরি করে লিখছে। আমি ভাট -এ লিখেছিলাম চীন -ভারত প্রক্সি ও গেটস ফাউন্ডেশনের ইন্টারেস্ট বিষয়ে। গুরুতে সক পাপেটিং হচ্ছে।
  • Guru | 115.187.***.*** | ০৬ আগস্ট ২০২৪ ১৪:৫৫535876
  • বাংলাদেশে আগে আমরা দেখেছি প্রতি পাঁচ বছর অন্তুর বিএনপি /আওয়ামী  অদল বদল করে ক্ষমতাতে আস্ত | ৯১ সালে বিএনপি , ১৯৯৬ সালে আওয়ামী লীগ , 2001 সালে আবার বিএনপি ২০০৮ সালে আওয়ামী লীগ | নির্বাচনের আগে অস্থায়ী টেকনোক্রাটদের সরকার আস্ত তিন মাসের জন্য | তারা ইলেকশন করেই চলে যেত | এই ব্যবস্থাটাতে অনেক সমস্যা থাকলেও অন্তত ৩০ ৪০ পার্সেন্ট মুক্ত নির্বাচন হতো ও কোনো দল একবারের বেশি টার্ম পাওয়ার ধরে রাখতে পারতোনা | সেই হিসাব দেখলে ২০১৪ সালে বিএনপি এবং ২০১৮ সালে আবার আওয়ামী লীগ ক্ষমতাতে আসতো | স্বৈরাচারী ও ওয়ান পার্টি স্টেট্ হিসাবে মানুষের এতটা রোষ সহ্য করতে হতোনা | ২০২৪ সালে হাসিনা হয়তো গৌরবের সঙ্গে জাতীয় সংসদে বিরোধী নেত্রী হিসাবে থাকতেন এবং বাংলাদেশী রাজনীতিতেও নিজের একটা বড়ো জায়গা ধরে রাখতেন | 

    আমার মনে হয় ২০১৩ সালের শাহবাগ চত্বরের আন্দোলনে বিরাট সাফল্যের পরেই হাসিনা এই স্বৈরাচারী ও ওয়ান পার্টি স্টেট্ তৈরির ১৯৭৪ সালের বাকশাল মডেল ফিরিয়ে আনেন | এর কুফল আজকে আমাদের সামনে ! 

    দেখুন হয়তো এটা আমার খুব ধৃষ্টতাই হবে বাংলাদেশের বাইরে বসে এরকম মন্তব্য করার | কিন্তু আমার মনে হয় হাসিনা ২০১৩ সালের শাহবাগ চত্বরের আন্দোলনের গণআন্দোলনের থেকে সঠিক শিক্ষা নেননি |

    আওয়ামী লীগকে মুজিব পরিবারের বাইরে কাউকে আনতে হবে | আওয়ামী লীগের নীতিরও পরিবর্তন দরকার | সাধারণ মানুষের মধ্যে আরো দশ বছর কাজ করে জনপ্রিয়তা ফিরিয়ে আনতে হবে | দরকার হলে এই দলের নামও পরিবর্তন করতে হবে | 
  • upal mukhopadhyay | ০৭ আগস্ট ২০২৪ ০০:৪১535920
  • @বিপ্লব যা  খবর  পেলাম  সিপিবি  অন্তর্বর্তী  সরকারের পক্ষে । সমন্বয়কারী / নাগরিক সমাজকে অভিনন্দন  অন্তর্বর্তীকালীন সরকার  গঠনের  উদ্যোগ  নেওয়ার  জন্য ।অভিনন্দন অভিনন্দন প্রিয় বোন ও  ভাইরা ।জয় বাংলা ।
  • বিপ্লব রহমান | ১১ আগস্ট ২০২৪ ০৮:১৪536154
  • একটু দেরীতে বলছি, 
    @দ, আরে তাই তো!
     
    @Guru,  আওয়ামী লীগের আর ঘুরে দাঁড়ানোর অবস্থা নাই, এই পথ শেখ হাসিনা ভারতে হিজরত করে নিজেই বন্ধ করেছেন, আগেও বহুবার বিশ্লেষণে বলেছি,  তাদের ওপর জনগণের আস্থা নাই, বিনা ভোটের ফ্যাসিস্ট স্বৈরাচার শক্তি গত ২০ বছরে লুঠপাট, পুলিশ লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ দিয়ে যে ভয়ের শাসন গড়ে তুলেছিল, তার উপযুক্ত শিক্ষা তারা পেয়েছে। 
     
    @utpal, 
     
    মাফ করবেন, আপনার তথ্য সঠিক নয়। 
    অতি বিনয়ের সাথে বলছি, তথ্য-সাংবাদিকতায় তিন দশক চড়ে বেড়ানোর সুবাদে ঘটনার নেপথ্য ঘটনা প্রাপ্তির যোগ থাকেই। 
     
    সবাইকে ধন্যবাদ 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:8fbd:a343:79a4:***:*** | ১১ আগস্ট ২০২৪ ১০:৩৫536158
  • কিন্তু ইউনূসের সরকার নাকি তিন থেকে ছয় বছর ইলেকশন ছাড়াই থাকার প্ল্যান করছে? কিছু কিছু ইউনিভার্সিটিতে ছাত্র ও শিক্ষকদের রাজনীতি করা নিষিদ্ধ করেছে। বিচারকদের খুশিমত হুমকি দিয়ে পদত্যাগ করিয়ে নিজেদের পছন্দমত বিচারপতি বসাচ্ছে।
     
    এরাও খুব একটা গণতন্ত্রের ভক্ত বলে মনে হচ্ছে না তো।
  • বিপ্লব রহমান | ১১ আগস্ট ২০২৪ ১৫:২১536171
  • @পলেটিশিয়ান, 
     
    অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে, কতদিন পর জাতীয় নির্বাচন হবে, তা এখনই বলা যাচ্ছে না।  এ নিয়ে নানা গুঞ্জন আছে। 
     
    এর আগে ২০০৬-৭ সালের সেনা সমর্থিত ফখরুদ্দীনের এক-এগারোর অন্তর্বর্তী সরকার দুবছর ক্ষমতায় থেকে নির্বাচন করে বিদায় নিয়েছে।  সেই থেকে অনেকের ধারণা এই সরকারও বছর দুয়েক ক্ষমতায় থাকতে পারে, এই সময়ে তারা নানা সংস্কারের ঘোষণা দিয়েছে। 
     
    জানা ভাল, বাংলাদেশের সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত আছে। এর মেয়াদের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নাই। 
     
     
    বিচারকদের বিষয়ে কিছু তথ্য বিভ্রাট আছে ভাই।  ছাত্র- আইনজীবীদের বিক্ষোভের মুখে ১০ আগস্ট প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। পরে আরও কয়েকজন বিচারক পদত্যাগ করেন বলে খবরে প্রকাশ। শুভেচ্ছা 
     
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:8a12:9f4e:fe70:***:*** | ১১ আগস্ট ২০২৪ ১৮:২৫536177
  • ইউনিভার্সিটিগুলোতে ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করাটা কি ঠিক খবর না গুজব? 
     
    বদরুদ্দীন উমরের একটা লেখা রমিতবাবু শেয়ার করেছিলেন। সেটা ঠিক হলে ইউনুস নিজেও যথেষ্ট দুর্নীতিগ্রস্ত। সেই লেখাটা কি ঠিক? 
     
    এই সরকারে যারা দড়ি টানছে তাদের মধ্যে ফরহাদ মজহারের মত পরিচিত সাম্প্রদায়িক লোক আছে। তাতে কি এই সরকারের ওপর কনফিডেন্স বাড়ছে?
     
    তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে সেটা নিয়ে অস্বচ্ছতা খুব একটা কনফিডেন্স জাগায় না। বিশেষ করে ইউনুস এখানে নিরপেক্ষ কোন পার্টি নয়। তার নিজের ক্ষমতা দখলের ইচ্ছে ছিল এবং আছে। সেক্ষেত্রে অনেকদিন ধরে চলা তত্ত্বাবধায়ক সরকার, খুব মৃদু করে বললেও তাকে আনফেয়ার সুবিধা দেবে।
  • বিপ্লব রহমান | ১১ আগস্ট ২০২৪ ১৮:৫৮536178
  • @পলিটিশিয়ান, 
     
    আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। চারটি প্যারায় চারটি ভিন্ন বিষয় অবতারণা করেছেন। একে একে বলা চেষ্টা করছি ভাই। 
    ১) পুরোই গুজব, সম্ভবত ফেসবুক প্রপাগাণ্ডা, 
     
    ২) বদরুদ্দীন উমরের ওই লেখাটি পড়া হয়নি, তাই বলতে পারছি না। 
     
    তবে ছাত্র জীবনে বছর ১৫ তার মতাদর্শে আন্দোলন করার সুবাদে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, উমর নিজেই একজন ফসিল বাম তাত্বিক, একশভাগ সাবেক।  তার প্রয়োজনীয়তা ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার পর পরই ফুরিয়েছে। উমরের গত চার দশক ধরে আর কোনো অবস্থানই নাই। 
     
    ৩) ফরহাদ মজহার শুধু নয়,  তারও গ্রেট গ্রান্ড ফাদার আমেরিকা ও পাকিস্তান এর নাটের গুরু। এই লেখা ও পর পর ধারাবাহিক লেখায় তার উল্লেখ আছে, "শিক্ষার্থীদের বেহাত আন্দোলনে বেশকিছুদিন ধরে আঠালো ভাবে মিশে আছে, সদ্য নিষিদ্ধ ঘোষিত ছুপারুস্তম জামাত-শিবির। তারাই প্রক্সি যুদ্ধে এজেন্ট হিসেবে ভেতর থেকে খেলছে। " 
     
    ৪) সেটি আপনার নিজস্ব ভাবনা, সময়ই এর সঠিকতা বিচার করবে, এইখানে মন্তব্য নিস্প্রয়োজন। 
     
    ভালো থাকুন ভাই 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:8a12:9f4e:fe70:***:*** | ১১ আগস্ট ২০২৪ ১৯:০১536179
  • বেহাত আন্দোলন বলছেন কেন? তত্ত্বাবধায়ক সরকারে ছাত্ররা আছে তো।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:8a12:9f4e:fe70:***:*** | ১১ আগস্ট ২০২৪ ১৯:০৬536181
  • উমর বাম তাত্ত্বিক হিসেবে ফসিল হতেই পারেন, কিন্তু ঘোষিত হাসিনা বিরোধী বলেই জানি। ভুল জানি কি? 
     
    রমিতবাবু ভাটিয়ালিতে কুলদা রায়ের রেফারেন্স দিয়ে উমরের লেখাটা শেয়ার করেছিলেন। একবার দেখে নিয়ে আপনার মতামত দিলে খুশি হব।
     
    অনেকের বক্তব্য ইউনুস নিজেই আমেরিকান এজেন্ট, শুধু ফারহাদ মাজহার নয়। আপনার কি সেটা ভুল মনে হয়?
  • বিপ্লব রহমান | ১১ আগস্ট ২০২৪ ১৯:৫৭536185
  • @পলেটিশিয়ান, 
     
    ১ ও ২)  আগ্রহ নাই। 
     
    ৩) সময়ই এর সঠিকতা প্রমাণিত করবে, হুটহাট করে দাগিয়ে দেয়ার পক্ষে নই। 
     
    আপনাকে আবারও ধন্যবাদ 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:8a12:9f4e:fe70:***:*** | ১১ আগস্ট ২০২৪ ১৯:৫৯536186
  • আন্দোলন বেহাত বলছেন কেন? ছাত্ররা তো তত্ত্বাবধায়ক সরকারে আছে।
  • বিপ্লব রহমান | ১১ আগস্ট ২০২৪ ২০:০৮536188
  • @পলিটিশিয়ান, 
     
    এই লেখাতেই এটি স্পষ্ট করা হয়েছে, অনুগ্রহ করে দেখুন: 
     
    "শিক্ষার্থীদের বেহাত আন্দোলনে বেশকিছুদিন ধরে আঠালো ভাবে মিশে আছে, সদ্য নিষিদ্ধ ঘোষিত ছুপারুস্তম জামাত-শিবির। তারাই প্রক্সি যুদ্ধে এজেন্ট হিসেবে ভেতর থেকে খেলছে। 

    অবশ্য হলি ক্রস হিসেবে তারা প্রথম সারিতে রেখেছে ছাত্রদের।" 
     
    আগ্রহের জন্য আবারও ধন্যবাদ। শুভ 
  • বিপ্লব রহমান | ১১ আগস্ট ২০২৪ ২০:৩৬536192
  • @দ, 
     
    সংযোজনের জন্য ধন্যবাদ। সত্যিকার অর্থে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাংগনে ছাত্র রাজনীতি বন্ধের কোনো একক ঘোষণা দেয়া হয়নি। 
     
    এখন ছাত্রলীগের ভয়াবহ সন্ত্রাসের জেরে আবরার নামক শিক্ষার্থীকে পিটিয়ে খুন করার পর বেশ কয়েকবছর আগেই বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। 
     
    সরকারের পট পরিবর্তনের পর এর জেরে চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও হতে পারে। 
     
    কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে ৩৬ জুলাইয়ের পরিবর্তিত ইউনূস সরকারের  সময়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে, এটি মেনে নেয়া কঠিন। 
     
    তথ্য যাচাই-বাছাইয়ের পরেই এ নিয়ে কথা বলা সম্ভব। 
     
    প্রসংগত,  বাংলাদেশে অপ-সাংবাদিকতায় সম্ভবতঃ শীর্ষ স্থানীয় মিডিয়া কালবেলা, এদের সত্যি কথাও দু-তিনবার চেক করতে হয়। 
     
    সময়টি সত্যিই খুব অস্থির।  শুভ রাত্রি 
  • | ১১ আগস্ট ২০২৪ ২০:৫৮536196
  • বেশ। পরে ভুল প্রমাণ পেলে জানাবেন। সংবাদ মাধ্যম পুরো বিশ্বাসযোগ্য নয় জানি। 
    ধন্যবাদ। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6bd6:337:7ac1:***:*** | ১২ আগস্ট ২০২৪ ০২:২৮536203
  • সেন্ট মার্টিনে মার্কিন নৌঘাঁটি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার কি করবে?
  • বিপ্লব রহমান | ১২ আগস্ট ২০২৪ ০৬:৫৯536208
  • @পলেটিশিয়ান, 
     
    মাফ করবেন। খুবই শিশু সুলভ প্রশ্ন হলো।  বংগোপসাগরে মার্কিন নৌ ঘাঁটির সাথে অন্তর্বর্তী বা নির্বাচিত সরকারের স্বার্থ সরাসরি নাই। 
     
    বরং এটি করতে পারলে ভারত-চীন-মিয়ানমারকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের সীমানায় রাখা সম্ভব হবে, সাম্রাজ্যবাদী শাসকের স্বার্থটি এইখানে। 
  • বংগোপসাগরে মার্কিন নৌ ঘাঁটির সাথে অন্তর্বর্তী বা নির্বাচিত সরকারের স্বার্থ সরাসরি নাই | 165.225.***.*** | ১২ আগস্ট ২০২৪ ১০:৫০536220
  • সে কি কথা? হাসিনা যে বললেন মার্কিন যুক্তরাষ্ট্র সেইটে চায়, আর তার সরকার তা না চাওয়াতেই এত কলরব হয়ে গেল! আপনি কি বলছেন সে কেবল জল ঘোলা করার কায়দা এবং মোটেই মূল কারণ নয় বা মার্কিন হাত এই ঘটনায় একেবারেই নেই? 
    @বিপ্লব রহমান 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন