এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • 'অনুপ্রবেশ' নিয়ে সরকারি তথ্য

    পাপাঙ্গুল লেখকের গ্রাহক হোন
    ১০ আগস্ট ২০২৫ | ৬৯ বার পঠিত
  • রাজনৈতিক দলদের পক্ষ থেকে প্রায়ই কোটি কোটি অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ওঠে। কিন্তু এ বিষয়ে সংসদে দুই কক্ষেই নানা সময়ে প্রশ্ন উঠেছে , তার উত্তরে কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছে , তার সংখ্যা এত বেশি নয়। শুধু বাংলাদেশ পাকিস্তানের মত প্রতিবেশী দেশ ছাড়াও অন্য বহু দেশের নাগরিক , যারা ভিসার সময়ের পরেও থেকে গেছেন ও ধরা পড়েছেন , তাদের তথ্যও সরকার এসব প্রশ্নোত্তরে নানাসময়ে দিয়েছে। সরকার এও জানিয়েছে ভিসা ছাড়া অবৈধ যাতায়াতের ক্ষেত্রে সরকারের কাছে স্পষ্ট তথ্য নেই। 
     
    আপাতদৃষ্টিতে এবিষয়ে প্রথমে ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে রাজ্যসভায় প্রথম প্রশ্ন উঠেছিল[] প্রশ্ন করা হয়েছিল রাজাকার এবং আল বদররা ভারতে পালিয়ে এসেছে কিনা এবং কতজনকে ধরা হয়েছে। 
     
    এর উত্তরে সরকার নিচের সারণীটি দিয়েছিল যাদেরকে ধরা হয়েছিল , এদের কাউকে ফেরত পাঠানো হয়নি[]  -
     
    এর পরে ২০১০ সালে আসা যেতে পারে। বাংলাদেশ থেকে রাজ্যওয়াড়ি অনুপ্রবেশের প্রশ্নে সরকার বলেছিল - "ভারত বাংলাদেশ সীমান্তে উঁচুনিচু জমি , নদী , জঙ্গল এবং শূন্যরেখা পর্যন্ত ঘন জনবসতির সুবিধা নিয়ে গোপনে এবং লুকিয়ে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে , কাজেই ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা সংখ্যা সঠিক সংখ্যা দেওয়া সম্ভব না।"[] সরকার সীমান্তে আটক হওয়ার পরিসংখ্যান দিয়েছিল -
     
    বছর | আটকের সংখ্যা 
    ২০০৭ | ৪৫৫৩ 
    ২০০৮ | ৩১৭৫
    ২০০৯ | ২৪৬০
    ২০১০ | ১৩৮৬ [ অকটোবর পর্যন্ত]  
     
    ২০১২ সালে একটি প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছিল গত ৩ বছরে ২৩৬৫৩ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে[] -
    বছর | ফেরত পাঠানোর সংখ্যা 
    ২০০৯ | ১০৬০২ 
    ২০১০ | ৬২৯০ 
    ২০১১ | ৬৭৬১ 
     
    এছাড়াও , ৩১ ডিসেম্বর ২০১১ র হিসেবে কতজন বিদেশী নাগরিক ভিসা শেষের পরেও দেশে থাকছিলেন , সরকার তার দেশভিত্তিক তালিকা দিয়েছিল[] - সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ২১২৭৪ , আফগানিস্তান থেকে ১৩৭৪৪ , পাকিস্তান থেকে ৮০৩৭। ২০১৪ সালে আরেকটি প্রশ্নের উত্তরে[] সরকার জানায় ,  ৩১ ডিসেম্বর ২০১২র হিসেবে ১৬৫৩০ জন বাংলাদেশী নাগরিক যারা বৈধ ভিসায় ভারতে এসেছিলেন , ভিসা শেষ হয়ে যাবার পরেও ভারতে থেকেছিলেন। 
     
    এর পর ২০১৬ সালে সরকার একটি মারাত্ত্বক রাজ্যভিত্তিক পরিসংখ্যান দেয়[7]। সেখানে দেখা যাবে প্রতিটি প্রতিবেশী সীমান্তে ২০১৩-২০১৬ সালে কতজনকে আটক করা হয়েছিল ও কতজন মারা গেছিলেন। দেখা যাচ্ছে সবথেকে বেশি মৃত্যু জম্মু কাশ্মীর সীমান্তে , তারপরেই পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ। তারপর অরুণাচল প্রদেশ ও মণিপুর -
     
     
    ২০১৭ সালে সরকার আরেকটি একইরকম প্রশ্নের উত্তরে[] সরকার জানায় গত চারবছরে ১৫০০০ জনকে ধরা হয়েছে , যার মধ্যে ১৭৫০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ১০০ জনকে ধরা হয়েছে এবং পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে ৫০ জনকে। রাজ্যওয়াড়ি পরিসংখ্যান রাখা হয়নি।
       
    এর পর ২০২০ সালে সরকার[] ২০১৫-২০১৯ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে আটকদের সংখ্যা দেয় -
     
    যার মধ্যে ফেরত পাঠানো হয়েছিল -
     
    ২০২০ সালেই আরেকটি প্রশ্নের উত্তরে[১০] সরকার বিদেশী নাগরিকদের নথিভুক্তকরণের অফিস কোন দেশের কতজনকে ফেরত পাঠিয়েছে [সম্ভবত যারা বৈধ ভিসায় ভারতে এসে মেয়াদের পরেও থাকছিলেন] তার সংখ্যা দেয়। সেখানে দেখা যাচ্ছে সবথেকে বেশি ফেরত পাঠানো হয়েছে নাইজেরিয়ায়। ২০১৯ সালে বাংলাদেশে এই ধারায় ফেরত পাঠানো হয়েছে ২৯৯ জনকে।  
     
    ২০২৫ সালের একটি সরকারী সংবাদ[১১] অনুযায়ী রেল পুলিশ ২০২১ সাল থেকে ৫৮৬ জন বাংলাদেশের নাগরিক ও ৩১৮ জন রোহিঙ্গাকে ট্রেন থেকে আটক করেছে। ২০২৪ সালের জুন ও জুলাই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলে ৮৮ জনকে আটক করা হয়েছে। সংখ্যাগুলি যথারীতি হোয়া বিবির ধারেকাছেও না। 
     
    ২০২৫ সালের জাতিসংঘের প্রতিবেদনের[১২] তথ্য অনুযায়ী, ১৯৯০ সালের তুলনায় ২০২৪ সালে ভারতের আন্তর্জাতিক পরিযায়ীর[সম্ভবত বৈধ] সংখ্যা ২৫ লক্ষ কমেছে , পাকিস্তান থেকে কমেছে ২১ লক্ষ , বাংলাদেশে থেকে অভিবাসন বেড়েছে ২১ লক্ষ -

      

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১২ আগস্ট ২০২৫ ১৪:৪০733257
  • ধন্যবাদ l দরকারি তথ্য 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন