"ছ বছরের শিশু থেকে প্রায় পঁচিশ বছরের যুবক" এবং ডক্টর পার্থর আর এস এস জীবন ?
প্রথম লাইনেই গড়বড়, "ছ বছরের শিশু" রাজনীতি কেন কিছুই বোঝেনা, বড়জোর বাবার হাতধরে পার্কে (বা শাখায়) যেতে পারে। মানে নেপোটিজমের যে গল্পটা শুনেছিলাম পার্থ বাবুর "লিডার" হওয়ার সেটা শুরু থেকে তালে ঠিকই ছিল!
পরের প্রশ্ন ১৬ থেকে ২৫ বছর তখন নাকি পার্থবাবুর চোখ খুলছে, কিন্তু নেতা হতে গেলে আরেকটু সময় লাগে এক যদি না লিফ্টে করে উঠে নেতা হওয়া যায়, তার মানে আপনার যত কেরামতী সবই ওই বাবার জোরে। ছাত্রনেতা হাতে গেলেও আরেকটু সময় লাগে, মানে আপনিই কিছুই সেভাবে নিজের জোরে অর্জন করেননি, সুতরাং মূল্য বোঝার প্রয়োজন অনুভব করেননি (সে আপনার দল ভাল হোক বা খারাপ)।
এবার বলছেন লোকে আপনার নাম স্লোগান দিচ্ছেন, আপনিতো শ্যামাপ্রসাদ মূখার্জির অমালের লোক নন যখন তবু জনসঙ্ঘ কিছু সিট এখানে পেতো। আপনি বড় জোড় আশির দশকের লোক, ঠিক কজন যেন তখন কলকাতায় আরএসএস বিজেপী করত ? আমার স্মৃতি বলছে রাম নারায়ন রামের যত লোক ছিল খেলাখুলী আরএসেস করতো তার থেকেও কম লোক, আর আপনি ছিলেন তাদের ছাত্রনেতা ? তাঁরা করা মানে ঠিক কজন ? শুধু দিল্লি গেলেই যদি নেতা হওয়া যেত তাহলে আমরা পাড়ার বুধন ও কিন্তু নেতা হত !!!
আর এই সময় যদি আপনার তথাকথিত নেতা হবার সময় হয় তাহলে এটাও বলতে হচ্ছে বিজেপির তখন জন্মলগ্ন সুতরাং ওই দলটি আপনি সেভাবে করেননি। সোজা কোথায় বাড়িয়ে চড়িয়ে বলছেন as part of your প্রোপাগান্ডা।
এবার শেষ প্রশ্ন যার উত্তর আপনার কোন বইতেই পুরোটা নেই..................
আপনি আপনার পিতৃসূত্রে পাওয়া "রাজনীতিক" পজিশন ছাড়ালেন কেন? ঠিক কেন "রাত জেগে সুন্দরবনের রাক্ষুসে মশার কামড় উপেক্ষা করে ব্যারনস জিআরই গাইড মুখস্থ করে আম্রিগা যাওয়ার কি ধনুকভাঙ্গা পণ" করতে হলো?
একটু খুলে বলুন দলের মধ্যে আপনি কি চাইছিলেন আরকি পাচ্ছিলেন? "ছ বছরের শিশু থেকে প্রায় পঁচিশ বছরের যুবক" হিসেবে যিনি আরএসএস করেছেন তার হঠাৎ মোহভঙ্গ হলো কেন ? বাংলার জল, বাংলার মাটির গন্ধ এসব শুঁকে আপনার হঠাৎ ঘুম ভেঙে গেল এসব গাল গল্প রেখে আপানার আসল গল্পটি পারলে বলুন দেখি ।......
আমি জানি আপনি বলবেননা বা বলতে পারবেনা, কারন তহালে আপনার একমত USP টিকবেনা। অপনার ফেসবুকের ফ্যাসিষ্ট কালচারের পাতায় আবার এসব প্রশ্ন তোলা মানা, ভাল থাকবেন।