এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  অপর বাংলা

  • বাংলাদেশে সঙ্গরোধ?

    বিপ্লব রহমান লেখকের গ্রাহক হোন
    অপর বাংলা | ২৮ মার্চ ২০২০ | ২৬৪৩ বার পঠিত
  • করোনার কারণে ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের সকালেই ১৬ দিনের অনানুষ্ঠানিক লকডাউনের খপ্পরে দেশ। ট্রেন-লঞ্চ-বিমান বন্ধ হয়েছে আগেই, বন্ধ হলো গণপরিবহন।



    অবশ্য ঘোড়ার আগেই গাড়ি ছুটেছে বেশ। প্রথম ঘোষণা এলো টানা স্কুল-কলেজ ছুটি। বাঙালিকে আর পায় কে? ‌‘ফেরারী এই মনটা আমার, মানে না কোনো বাঁধা’…



    দলে দলে সবাই বন্ধু-বান্ধব, স্বপরিবারে ছুটলো কক্সবাজারে সাগরপাড়ে, অনেকেই সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে। উপচে পড়া পর্যটকে রোহিঙ্গা উপদ্রুত সীমান্ত শহরটি ফিরে পায় প্রাণ। টিভির পর্দায় হেসে হেসে শিক্ষিত ছেলেমেয়েরা বয়ান দেন, ‘পরীক্ষার পর এই লম্বা ছুটি, তাই বন্ধু-বান্ধব নিয়া দল বাইন্ধা ঘুরতে আসছি, খুব মজা লাগতেছে’… ইত্যাদি।   



    কিসের কোয়ারেন্টিন? সামাজিক দূরত্ব বা সঙ্গরোধ? স্বাস্থ্যবিধি, শাবান-পানি, হাঁচি-কাশির শিষ্টতা? নাকি শুধুই মুখোশ?



    মোদিজীর ভিডিও কনফারেন্সে আমাদের প্রধানমন্ত্রীর উদ্বেগ, প্রতিদিন টিভি, রেডিও, সংবাদপত্র, মোবাইল টেক্সটে গুচ্ছের প্রচার—সবই কী তাহলে বৃথা?



    সরকারি বাধ্যবাধকতায় অবশেষে খালি হলো কক্সবাজার, নটে গাছটি মুড়োলো না তখনই।



    ওদিকে, খবরে প্রকাশ, কক্সবাজারের উখিয়া-টেকনাফে বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবিরে ঘনবসতির কারণে সবচেয়ে করোনা ঝুঁকিতে আছেন রোহিঙ্গা জনগোষ্ঠী। ঘিঞ্জি বস্তির ঝুপড়ি ঘরে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা প্রায় ১১ লাখ মানুষের জন্য হোম কোয়ারেন্টিন কতোটা কার্যকর? তাছাড়া লকডাউনে সেবা কার্যক্রম সীমিত করার পরেও সেখানে রয়েছে দেশি-বিদেশি এনজিওর শত শত স্বেচ্ছা সেবক ও রোহিঙ্গাদের নিজেদেরও অবাধ চলাচল। পরিস্থিতি সত্যিই ভীতিকর।



    ২.



    করোনা সংকটে কিছুটা স্টিম রিলিফ খালেদা জিয়ার মুক্তির খবরে। দুর্নীতির মামলায় দুবছর কারারুদ্ধ বিরোধী নেত্রীর জামিন, প্যারোল, আন্দোলনে মুক্তি, রিভিউ পিটিশন, বিদেশে চিকিৎসা ইত্যাদিতে চায়ের কাপে ঝড় উঠেছে যথেচ্ছ। এন্তার সংবাদ শিরোনামের ঘাটতি পূরণ হয়েছে কতোই না! টক শোর পর টকেটিভ শো, টেবিল চাপড়ে গ্রন্থিকগণ কতো কথারই ফুলঝুড়ি না ঝরালেন! কিন্তু হুকুম যেন আর নড়ে না।



    অবশেষে বরফ গললো পরিবারের স্বজনদের ধর্ণায়। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তিন শর্তে বিএনপি নেত্রী, জামাতের অঘোষিত নায়েবে আমির, খালেদার কারাদণ্ড ছয়মাসের জন্য স্থগিত  হলো। তবে এই সময় তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন, বিদেশে যেতে পারবেন না এবং রাজনৈতিক কর্মকাণ্ডও করতে পারবেন না।



    এদিকে, এই মুক্তিকে ঘিরে বিএনপির শত শত নেতা কর্মী শাহবাগের বন্ধবন্ধু মেডিকেলে হাসপাতালে ও গুলশানের নেত্রীর বাসভবন ‘ফিরোজা’র সামনে ভীড় জমায়, করোনা সতর্কতা? সঙ্গরোধ? ইহা হয় কি বস্তু?



    আকাশ-বাতাস কেঁপে ওঠে শ্লোগানে, ‌‘দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া’…ইত্যাদি। অসংখ্য মিডিয়া, মোবাইল ক্যামেরা, ভীড়-ভাট্টা, পুলিশের মুহুর্মুহু বাঁশি, নিরাপত্তা সাইরেনে কেমন একটি উত্তেজনাময় আনন্দমুখর পরিবেশ।



    কিছুতেই বাঙালিকে দাবায়া রাখতে পারবা না!...  







    ৩.



    আগেই ২৪ মার্চ এসেছে টানা ১০ দিনের গণছুটির ঘোষণা। ব্যাগ গুছিয়ে দলে দলে ম্যাংগো পাবলিক ছুটলেন বাস টার্মিনাল, রেল স্টেশন, সদরঘাটে। সবার চোখেমুখে চিকচিক করছে ঘরে ফেরার খুশী। এ যেন ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা।



    ২৪/৭ টিভি ওয়ালাদের পোয়াবারো।  ঘণ্টায় ঘন্টায় মুখোশ পড়ে লাইভ। ‘হ্যাঁ সাদিয়া, আমি কমলাপুর থেকে আপনাকে শুনতে পাচ্ছি, এখনো ঘরমুখো মানুষ গাদাগাদি করে লাইন দিয়ে ট্রেনের টিকিট কিনছেন, একেকটি ট্রেনে উপচে পড়া, কোনো রকম করোনা সুরক্ষা, সঙ্গরোধ ইত্যাদির বালাই নেই। যেন ঈদের খুশীতে বাড়ি ফেরার ধুম। সবাই বলছেন, করোনা ভীতির কারণেই ঢাকা ছাড়ছেন তারা, মরিবাঁচি, গ্রামের বাড়িতে গিয়েই মরবো’…ইত্যাদি।



    এরপর হলো ট্রেন-লঞ্চ-অভ্যন্তরীণ বিমান বন্ধ। ২৬ মার্চ, স্বাধীনতা দিবস থেকে গণপরিবহন বন্ধের ঘোষণায় ১৬ দিনের অনানুষ্ঠানিক লকডাউনের পড়লো দেশ।





    আগের দিন থেকেই দেশজুড়ে সঙ্গরোধে নামে নিরাপত্তা বাহিনী। ঢাকার অলিগলিতে মাইকিং-এ বন্ধ করা হয় সব দোকানপাট, মার্কেট, শপিং মল। শুধু নিত্যপণ্যের দোকান, ওষুধ, মুদিখানা ইত্যাদি খোলা। খা খা করতে থাকে শহর।



    এরশাদ বিরোধী কড়া হরতালেও এমন দৃশ্য দেখেনি কেউ। যেন অঘোষিত কারফিউ।



    তবে জুমা বারে মসজিদে মুসুল্লির অভাব পড়েনি। যার কেউ নাই, তার আল্লাহ আছে। কোনো কোনো মসজিদ উপচে রাস্তাতেও নেমে আসে ঈমানদার মানুষের নামাজের কাতার। এক-দেড় মিটার দূরত্ব, সঙ্গরোধ-টোধ ওসব বোধকরি আল্লা-ওয়ালাদের জন্য নয়।



    সৌদিতে নামাজ বন্ধ, মক্কা-মদীনায় ঘুঘু চড়তেছে তাদের ঈমান নষ্ট বইলা।  হু হু বাবা, আমাগো লগে যুক্তিতে পারবা? এইটা অলি-আল্লার দ্যাশ, এইখানে করোনা-মরোনা পাত্তা পাইবো না…!





    ৪.



    “বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি”… স্বাধীনতার ঘোষণাপত্র, মুজিবনগর সরকার, ১০ এপ্রিল, ১৯৭১।



    ওদিকে, খবর আসতে থাকে সারাদেশে নিম্নবিত্ত, দিনমজুর, নিত্য আয়ের মানুষ পড়েছেন বিপাকে। হকার, পান-বিড়ি-সিগারেট, চা ওয়ালা, রিকশা ওয়ালা, মুটে-মজুর স্রেফ অনাহারে পড়েছেন।



    সরকার বাহাদুর নিম্নবিত্তদের ১০ টাকা কেজিতে চাল দেওয়া কথা বলছেন, তবে কাজীর গরু এখনো বোধকরি খাতাতেই।





    আর স্বাধীনতা দিবসের সকালেই জাতি দেখলো এক কিম্ভুত বাংলাদেশ।



    ঢাকাসহ সারাদেশে হত-দরিদ্র দিনমজুর, যারা উপায় না দেখে দুমুঠো ভাতের তাড়নায় বের হয়েছিলেন, উর্দি বাহিনী তাদের কান ধরে ওঠবস করায়। কোথায় আইল্যান্ডের ওপর নি ডাউন করিয়ে রাখে। কোথাও চালক বিহীন রিকশা ওয়ালাকে রোজগারে রিকশাটিকে সাক্ষী রেখে রোদে ভেতর কান ধরিয়ে রাখে। ফেসবুক উপচে পড়ে গ্লানিময় ছবির পর ছবিতে। অবশেষে মূলধারার মিডিয়াতেও দুজন গোবেচারা বৃদ্ধকে কান ধরিয়ে রাখার ছবি চলে আসে।



    অধিকাংশ ক্ষেত্রেই মাস্ক না পড়ার অভিযোগে সাধারণ মানুষকে উপনিবেশিক নির্যাতনের ঘটনা ঘটছে বলে খবরে প্রকাশ।  সেক্ষেত্রে কী রাষ্ট্রের প্রতীক উর্দির দায়িত্ব নয় এসব অভাবী, দিনমজুরদের অহেতুক নির্যাতন না করে দু-চারকেজি চাল-ডালের সাথে বিনামূল্যে একটি মাস্ক ধরিয়ে দেওয়া?



    নাকের বদলে নরুণের এই ঘৃণ্য পুলিশরাজ আর কতোকাল?





    সবশেষ : সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) অনলাইন ব্রিফিং-এ জানাচ্ছে, দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ জন। আর ২৭ মার্চ পর্যন্ত দুজন চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা ২৪ জন।



    তিনটি হাসপাতাল ছাড়া দেশের আর কোনো হাসপাতালে করোনা শনাক্তের ল্যাব নেই। চিকিৎসক-নার্সদের করোনা সুরক্ষা ব্যবস্থা, পর্যাপ্ত মেডিকেল কিট ইত্যাদি অল্প কয়েকটি হাসপাতাল ছাড়া আর কোথাও নেই। ঢাকা মেডিকেলসহ অধিকাংশ হাসপাতালই এখনো করোনা চিকিৎসার জন্য প্রস্তুতই নয়। যে ১০ টি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে, তার সবই আবার ঢাকাতেই।



    করোনা ভীতির কারণে দেশের অধিকাংশ হাসপাতালই সীমিত করেছে চিকিৎসা সেবা। সাধারণ রোগিরা বিপাকে। এই বাস্তবতায় দ্রুত করোনার বিস্তার হতে থাকলে কী আছে আগামীতে? …


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • অপর বাংলা | ২৮ মার্চ ২০২০ | ২৬৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 3 BALL 2 RUN | 14.***.*** | ২৮ মার্চ ২০২০ ১৭:১২91836
  • এ সব আই ছি ছি র ষড়যন্ত্র
    প্রথমে চাকিপ কে ব্যান করলো
    এখন বাংলাদেশে করুনা ছড়াইতেছে

    t20 ওয়ার্ল্ড কাপ এ যাতে Bangladesh এর কাসে হারতে না হয় তাই ইন্ডিয়া এই সব করতেসে
    তাইজুল এর বল কিভাবে খেলবে এই ভাইব্যা রোহিত আর কুলি র রাতে ঘুম হৈতেসেনা
    ICC = bcci
  • র২হ | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ১৭:১৫91837
  • r2h | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ১৭:৩৮91838
  • ছাগলের উৎপাত হয়েছে দেখছি টইয়ে। এদিক ওদিক অপ্রাসঙ্গিক ব্যা।
  • প্রতিভা | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ১৮:১৩91840
  • এ যেন এই দেশেরই প্রতিচ্ছবি। একই জোশ, এক নিয়ন্ত্রণহীনতা, একই গ্লানি ! এক ভাষা, এক আবেগ, এক অভিশাপের উত্তরাধিকার !
  • একলহমা | ২৮ মার্চ ২০২০ ২০:৪৩91845
  • নাঃ, বলার মত কথা নেই।
    আবার আম্রিকাতেও বিখ্যাত সমুদ্রতটে প্রবল ছুটি কাটানো মানুষের ঢলকে ঘরমুখো করতে পুলিশ হিমসিম খেয়ে যাচ্ছে! আজব মানুষ! আজব দুনিয়া!
  • বিপ্লব রহমান | ২৯ মার্চ ২০২০ ০০:৪৭91849
  • 3 Ball 2 Run, 

    সে আর বলতে!  এসব রুশ- ভারত সম্প্রসারণবাদীদের জীবানু সন্ত্রাস,  বাংলাদেশের ক্রিকেট নাশের ষড়যন্ত্র। জাতির রুখে দাঁড়ানোর এই তো সময়! :D 

    r2h, 

    ছাগলেরা সবখানেই  কেমন কায়দা করে বাঁচে! 

    পরসমাচার এই যে,  লেখায় ছবি যোগ করার বিদ্যা শেখার পর এই লেখায় কেমন টপাটপ ভিডিও ক্লিপিং আর স্টিল ছবি দিচ্ছি দেখেছেন? 

     প্রতিভা দি, 

    ঠিক বলেছ।    "একই আকাশ একই বাতাস এক হৃদয়ে একই তো শ্বাস... " (ভূপেন) 

    শুধু দেশ বদলে যায়,  রাজনীতির কূটচাল বদলায়,  আম জনতার দিন আর বদলায় না! 

    সাবধানে থেক ভাই। শুভ 

    একলহমা, 

    সেকি,  আম্রিকাতেও!

    তাহলে কী উন্নয়নের মহাসড়ক ধইরা  আমরাও শিগগিরই আম্রিকা হইতেছি! 

    তাক ডুমাডুম তাক! 

    উফ! ভাবতেই গায়ে কাঁটা দিতাছে!   :P 

  • 3ball 2 run | 162.158.***.*** | ০৪ এপ্রিল ২০২০ ০৩:৫২92002
  • r2h
    নাম এর রাজাকার টা ও জুটেছে দেখছি এখানে
    বাহ্ বেশ বেশ

    চলুক আলুচোনা
  • বিপ্লব রহমান | ০৭ এপ্রিল ২০২০ ০৭:৫১92084
  • সেকি? এই থ্রেডে ব্যক্তিগত খেদ কেন? দয়া করে প্রসংগে থাকুন,  অনুরোধ রইলো    

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন