এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  রাজনীতি

  • আমরাও ধর্ষিত হচ্ছি পরোক্ষে 

    Tanima Hazra লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ১৭ আগস্ট ২০২৪ | ২৭৪ বার পঠিত
  • কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, "রাখীবন্ধন "  উপলক্ষ্যে বাড়িতে আত্মীয়স্বজন এসেছেন, তাঁরা অবাঙালি, আরজিকর নিয়ে নিরুৎসাহী। তাঁদের আতিথেয়তার জন্য রান্না বান্না করছি৷ ভদ্রতারক্ষার্থে তাদের সাথে বেরোতে হচ্ছে বাইরে ঘুরতে। কিন্তু ভেতর থেকে কোনো কাজেই মন নেই। 

    এতবড় একটা ঘটনা, এত মানুষ উদ্বেল, উত্তাল।  তার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী নানাবিধ নাটক দেখিয়ে মানুষকে ভেল্কি দেখাচ্ছেন, বোকা বানানোর বিবিধ পরিকল্পনা করছেন, তথ্য লোপাট করবার জন্য গুণ্ডা পাঠাচ্ছেন, প্রতিবাদকারীদের উপর অত্যাচার করছেন,  নানা রাজনৈতিক দলের পুরনো কাসুন্দি ঘেঁটে খেলা পালটে দেবার চেষ্টা করছেন, পুলিশকে নিস্ক্রিয় রেখে তাঁদের প্রতি মানুষের হতাশা,রাগ,অশ্রদ্ধা বাড়িয়ে তুলছেন।  তাঁবেদার উজ্জ্বল মুখগুলোকে দিয়ে নাটকীয় ভিডিও ছাড়ছেন, তাদের লোভী  বিকলাঙ্গ  চেহারাগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই নিয়ে মিম বানাচ্ছি। মূল বিষয় থেকে সরে যাচ্ছি। পরিকল্পিতভাবে আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে সস্তা নেশায় মাতিয়ে।

    এই ভেল্কি দেখানোটা আসলে সরাসরি আমাদের বুদ্ধিবৃত্তি,  আমাদের সামাজিক অবস্থান, আমাদের এই আবেগ, আমাদের এই প্রতিবাদ এই সবকিছুর  প্রতি চরমতম এক তুচ্ছতাছিল্য। আমাদের অস্তিত্বের প্রতি 
     প্রতি এক  ব্যঙ্গ, আমাদের সহনশীলতার দিকে আঙ্গুল উঁচিয়ে প্রশ্ন তোলা।  আমাদের ক্ষুদ্র বলে লাথি মেরে  কটাক্ষ।

    দ্যাখ, তোরা যতই চেঁচিয়ে মর, যতই লাফিয়ে মর, যতই পদযাত্রা কর, পুলিশ আমার হাতের মুঠোয়, পা চাটা কুকুরেরা আমার হাতের মুঠোয়, গুণ্ডারা আমার হাতের মুঠোয়, ভাতাভোগী, পুরস্কারখেকো  কবি, সাহিত্যিক সিনেমাওয়ালা, ব্যবসায়ী, শিল্পী, পুজোকমিটি,  সব আমার ইশারায় নাচে। ওরা আমার ডুগডুগি খেলার বাঁদর। 

    এতকিছু হবার পরেও  তোরা ওইসব নায়ক নায়িকাদের রিলিজ হওয়া সিনেমা দল বেঁধে দেখতে যাবি, ওদের লেখা কবিতা গল্প বের হওয়া ম্যাগাজিন কিনে পড়বি।  ওদের সাথে হামলে পড়ে সেল্ফি তুলবি। দল বেঁধে সেজেগুজে পুজো দেখতে বেরোবি ওই অনুদানের প্যান্ডেলের। 

    একদল পিশাচ রাতের অন্ধকারে একজন সৎ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণ করেছে। 

    কিন্তু এই মুখ্যমন্ত্রী, তার দলদাস, তার নপুংসক পুলিশ, তার পোষা গুণ্ডাবাহিনী, তার  ভাতাভোগী পা-চাটা তথাকথিত উজ্জ্বল মুখের দল প্রতি মুহূর্তে আপনার আমার মানসিক ধর্ষণ করে চলেছেন। সেটা দেখা যাচ্ছে না চোখে, কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তি ও স্পর্শকাতর বিবেচনা দিয়ে  অনুভব করা যাচ্ছে। আমরা ব্যথায়, যন্ত্রণায়,অপমানে কুঁকড়ে আছি। কী করে এর থেকে মুক্তি পাবো বুঝতে পারছি না। 

    যে আমি কখনো ঘুমের ওষুধ খাইনি, নিজেকে ঘুম পাড়াবার জন্য বই পড়েছি,কিংবা লিখেছি, সেই আমি ঘুমের ওষুধ খেতে বাধ্য হচ্ছি কদিন ধরে। 

    আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার এই গোটা বাহিনী আমার বুদ্ধি আমার বোধ কে ব্যঙ্গ করে  তুচ্ছতাচ্ছিল্য করে আমাকে নিয়ত মানসিকভাবে ধর্ষণ করে চলেছেন, 

    আমি চিৎকার করছি, আমার মতো অনেকেই চিৎকার করছেন, এই মানসিক যন্ত্রণায় আছেন  আমি জানি। আমাদের সবার হাত-পা বাঁধা। এই অপারগতার অপমানটাই আমাকে কুরে কুরে খাচ্ছে রাতদিন।  

    আমার পাঞ্জাবি বেয়ান অবাক হয়ে গেলেন শুনে যে আমি ১৫ই আগষ্টের রাত্রে একা শুনশান রাস্তায় দাঁড়িয়েছিলাম দু-ঘন্টা এই প্রতিবাদে। আমি ওঁকে বোঝাতে পারলাম না, আমার উপরোক্ত অনুভূতি, আমার কষ্ট।

    যে ধর্ষকদের চোখে দেখা যায় তাদের বিরুদ্ধে তো আমরা রাস্তায় নেমেছি এবং এর শেষ দেখেই ছাড়বো  কিন্তু ওই উপরোক্ত ধর্ষকেরা তাদের কী শাস্তি হবে? যাদের লোভের শক্তিতে বলিয়ান হয়ে মুখ্যমন্ত্রী আমাদের মানসিকভাবে ধর্ষণ করছেন তার কী বিচার হবে? 

     পারবেন এদের লেখা সাহিত্যকর্ম, এদের অভিনীত  সিনেমা সব বয়কট করতে, পারবেন নাটের গুরু সুঅভিনেত্রী ওই মুখ্যমন্ত্রীর বিষধর মাকড়সার জালের ক্যাবিনেট ভেঙে দেবার জন্য আর্জি তুলতে, পারবেন এবারের পুজোয় চুপচাপ চারদিন পুজো দেখা বয়কট করে ঘরে বসে থাকতে?  ক'জন পারবেন?  অধিকাংশই এগুলো পারবেন না। আমাদের এই অপারগতাই  ওদের এই বিষঝাড় গজিয়ে ওঠার শক্তি। 

    যদি কিছু মানুষ অন্তত পারেন তো করে দেখান।  

    জানি, আপনারা অনেকেই আমার মতো মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছেন, তাই সবার সাথে কষ্টটা শেয়ার করলাম। 

    জাষ্ট একটা ডায়েরির ছেঁড়া পাতা ভেবে অবজ্ঞাও করতে পারেন, অথবা নিজেদের এই মুহূর্তের মানসিক অবস্থাও ব্যক্ত করতে পারেন ইচ্ছে হলে।।

    ©তনিমা হাজরা।।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ১৭ আগস্ট ২০২৪ | ২৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kishore Ghosal | ১৭ আগস্ট ২০২৪ ২০:৪৩536519
  • আমার অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ  বন্ধুর কন্যার আজ জন্মদিন ছিল - প্রায় সারাদিন ওদের সঙ্গেই রইলাম। বন্ধু-কন্যার অনেক বন্ধু এসছিল - সকলেই কলেজে পাঠরতা - মেধাবী - বড়ো হবে অনেক । আনন্দ অনুষ্ঠানের মধ্যে বসেও বারবার অন্যমনস্ক হয় পড়ছিলাম - এই প্রজন্মের জন্যে কী সমাজ রেখে যাচ্ছি আমরা এবং আমাদের প্রজন্ম।  সত্যিই অসহায় দীর্ঘশ্বাস ছাড়া কিছুই অবশিষ্ট থাকছে না আর। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন