@Chayan Samaddar
ভাই চয়নবাবু , আপনার গল্পে কালক্রমের গোলযোগ বড়ই বেশি।
Sabine নারীদের অপহরণ / ধর্ষণ Romeএর প্রাক্ সাধারণতন্ত্র যুগের ঘটনা। অর্থাৎ খৃ: পূ:অষ্টম শতাব্দীতে ঘটেছিল এবং Titus Livius মোটামুটি খৃ: পূ: 30-25 নাগাদ ঘটনাটি Ab Urbe Condita নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন।
এখন সমস্যা এই যে Roman সেনাবাহিনী খৃ: পূ:অষ্টম শতাব্দীতে Legion, Cohort ইত্যাদিতে বিভক্ত ছিলনা। তারা তখন মূলতঃ লুন্ঠনকারী ডাকাতদলের মতো আলগাভাবে সংঘবদ্ধ হতো। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের Century নামক একশো যোদ্ধার এককে ভাগ করে সংগঠিত করা হতো। অতএব Augustusদার নবম legionএর সেনানী হবার অসম্ভাব্য।
খৃ: পূ:অষ্টম শতাব্দীতে, অর্থাৎ প্রাক্ সাধারণতন্ত্র যুগে, সাধারণ Roman নাগরিকরা Insulae জাতীয় apartmentএ বসবাস করতো না। এ ধরণের apartment এর নির্মাণ সাধারণতন্ত্রের শেষ দিকে বা Punic যুদ্ধের সমসাময়িক কালে আরম্ভ হয়। (Ref: Rome: A Living Portrait of an Ancient City. Dyson, Stephen L. JHU Press. 2010, ISBN 978-1-4214-0101-0. pp. 216–220)| সুতরাং এ কাহিনীতে বর্ণিত insulaeর অস্তিত্ব সেকালে অসম্ভাব্য।
Sapphōর জীবৎকাল খৃ: পূ: 630-570 যা Sabine নারীদের অপহরণ / ধর্ষণের ঘটনার অন্ততঃ এক শতক পরে। তাই এই কাহিনীর নায়িকা বা উপনায়িকার পক্ষে তাঁর কবিতার উদ্ধৃতি দেওয়া অসম্ভাব্য। তাঁর সমসাময়িক বা পরবর্তী কালে Sapphō মোটেই নিন্দিতা ছিলেন না বরং কবিশ্রেষ্ঠ রূপে আদৃতা ছিলেন। তাঁকে Homer এর তুল্য গণ্য করা হতো এবং তাঁর রচনা যত্নের সহিত সংরক্ষিত ও প্রকাশিত হতো।
(Ref: Hallett, Judith P. . "Sappho and her Social Context: Sense and Sensuality". Signs. 4 (3): pp 447–464, 1979
"Sappho Schoolmistress". Parker, HoltTransactions of the American Philological Association. 123, 1993. )
আপনার নায়িকার নাম Tarpeia, Taipeia নয় এবং তাঁর পিতা ছিলেন সেনাপতি Spurius Tarpeius, Maximus