এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • একদিন আমরা সবাই ছবিতে থেকে যাবো 

    Subhendu Chattopadhyay লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১৬৭৫ বার পঠিত
  • আজ নিজের একটা সেলফি নিলাম, সেলফি নেবার বেশ মজা আছে। নিজের মুখ খুব কায়দা করে অন্যত্রে রেখে ক্যামেরায় তুলে রাখলাম। পরে ফেসবুকে দিলাম। এখন আগের মত প্রিন্ট হয় না যে আশা করা যাবে বহুদিন পরে আমার পুত্রপৌত্রিরা তা ধুলো ঝেড়ে দেখবে, আর মুখের মিল খুঁজবে। সাধারণ মানুষের চাওয়া আর কি, মৃতেরা ততদিনই বাঁচে যতদিন জীবিতরা তাদের মনে রাখে। যেরকম পুরোনো গ্রুপ ফটোয় অনেক অচেনা মুখ থেকে যায়, আমিও অনেক ছবিতে অচেনা মুখের মতন থেকে যাবো। কেউ একদিন ধুলো মুছে জিজ্ঞেস করবে কে ছিল এই লোকটা? যদিও ততদিন সেই সব মানুষের আত্মার মৃত্যু ঘটে গেছে। এরকম কেউ কেউ অনেকের কাছে বেঁচে থাকাকালীন ও মরে যায়। কারণ স্মৃতি থেকে মুছে গেছে সেই সব নাম। মানুষের এই ভাবে মৃত্যু ঘটে। বাইরে বেশ গরম, অনেকটা আগুন ঝরানো বিকেল, যদিও এখানে চারটের সময়কে ঠিক বিকেল বলা যায় না। ঝর ঝর আগুন ঝরছে, আমি তার মধ্যে পিছনের বাগানে বসে একটি সেলফি নিলাম। ছবি ফেসবুকে দিতে বন্ধুরা লাইক দিলো। মানে এই ছবিটি বন্ধুদের কাছে থেকে গেলো। এবার বছর বছর এই ছবি ঘুরে ঘুরে আসবে। আমি যখন থাকবো না তখনো আসবে। কেউ কেউ আবার লাইক দেবে, আমায় মনে করবে, কেউ কেউ মনে করার চেষ্টা করবে। তীব্র নিদাঘে পিছনের বাগানে, অহংকারী দৃষ্টি নিয়ে কেউ বসে আছি! আগুন ঝাঁপিয়ে পড়েছে তীব্র বিয়াল্লিশে ডিগ্রিতে, হাওয়ায় উড়ে যাচ্ছে জলকণা, শরীরের ভেতর থেকে শুষে। তবু বসে আছি। পুড়ে যাচ্ছি। বাংলা কবিতার উত্তমকুমার না হওয়ার দুঃখে আমি বুড়ো হয়ে যেতে চেয়েছিলাম। কখন কোনো পত্রিকার এক ঝলক মুখ, দুএকটি অর্ধেক সংলাপ। তবু লেখা এখনও আমায় তুলে ধরে। কাজের ব্যর্থতা, শরীরে কষ্ট, এসবের ঊর্ধ্বে তুলে ধরে কিছু অক্ষর। একবার ভালো বললে আমি এখনও তিনদিন শান্তিতে ঘুমিয়ে পড়ি। বাংলা কবিতার উত্তমকুমার বা ছবি বিশ্বাস দুটোর কোনোটাই আমার হবার আর বাসনা নেই। আর সেভাবে কেই বা হয়েছে। আমি ওই বড় বৌ সেজে বৌ মার্কা ছবির নায়ক হবার থেকে, এই বাগানে তীব্র বিয়াল্লিশে বসে নিদাঘ উপভোগ করি। দেখি কিছু কবি অনায়াস মাথার পিছনে হ্যালো নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু সে অর্থে বিনয় মজুমদারের পরে কেই বা মাথার পিছনে যথার্থ হ্যালো জ্বালাতে পেরেছে। দেখি কি অনায়াস লিখে চলেছে সকলে। কত চমকপ্ৰদ, ভাবনা উদ্রেককারী, মায়াময় লেখা হচ্ছে। এসব হ্যালো বিহীন, বিভিন্ন কাগজে, ফেসবুকে, ইম্যাগে সেসব লেখা, কত অপরিচিত স্বল্প পরিচিত কবিরা লিখে রাখছেন। এদের কেউ কেউ হয়তো আর কিছু কাল পরে লিখবে না। তারা হয়ত এমনি এমনিই হারিয়ে ফেলবে তাদের লেখনী। তবু এই সব লিখে রাখা কবিতা সত্য। এই সব লিখে রাখা কবিতা প্রমাণ করে, কবিতা লেখা তেমন জটিল বিষয় নয়। এর জন্য পত্নীত্যাগ লাগে না, মদ্যপান লাগে না, কবি সুলভ চেহারা তো একেবারেই লাগে না। এই সব স্বল্প পরিচিত অপরিচিত লেখকরা বুঝিয়ে দেন এই যে তুমি বলছো আমরাই কবি তার একশ আটবার! আমি তাদের কবিতায় লাইক দি, লাভ দি। মানে এই সব লেখা আবার ফেসবুক আমায় ফিরিয়ে দেবে। সমুদ্রের মতন কিছুই নিজের কাছে কাছে রাখবে না, বোতলে ভাসানো চিঠি ঠিকই পৌঁছে যাবে, ফিরে আসবে ঢেউয়ের মাথায়। প্রতিবার এই লেখা ফিরে এলে আমি আবার লাইক দেবো, লাভ দেবো। এই সব হাজার হাজার লেখা যারা কেউ কারো থেকে কম নয়, তারা সেই সব কবিকে ভালো রাখে, রাতে তারা শান্তিতে ঘুমায়। বন্ধু সংখ্যা ক্রমশ কমে আসছে। তীব্র গরমে যেমন হালকা হয়ে আসে বাতাস, তবু তা ঘিরে থাকে। তেমনি অজস্র বাণীহীন বাংলা কবিতা আমার চারপাশ ঘিরে রাখে। একটি ভালো কবিতা পাঠের পর আমি তিনদিন শান্তিতে ঘুমাই। ** সোমনাথদা একটা ছবির পিছনে লিখেছিল, আমরা সবাই একদিন ছবি হয়ে যাবো। আমারও নিজের ছবির দিকে তাকিয়ে তাই বলতে ইচ্ছা করছে। ডিজিটাল, তাই পেছনে সই করতে পারলাম না, এখানে লিখে রাখলাম।
     
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১৬৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন