"অন্যদিকে সিপিএম গোটা ১০ বছর ধরেই ধারাবাহিকভাবে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালনে তেমন সক্রিয় ছিলো না। "
এটা অংশত সত্যি। বামেরা যা কর্মসূচি নিয়েছে তা অত্যন্ত সচেতনভাবে মেইনস্ট্রিম মিডিয়া এড়িয়ে গিয়েছে। পার্টির ফেসবুক পেজ ফলো না করলে সেই সব খবর পাওয়া প্রায় অসম্ভব। মেইনস্ট্রিম মিডিয়া কৃষক আন্দোলনকে পুরোপুরি ব্ল্যাকআউট করতে আমরা দেখেছি। ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদ নিয়ে কোন চ্যানেল খবর করে নি। নিজস্ব চব্বিশ ঘণ্টার নিউজ চ্যানেল না থাকলে বামদের উঠে আসা অসম্ভব।
প্রতিবাদগুলোর ইন্টেনসিটি যথাযথ হলে ঠিক মিডিয়ায় আসত। সমস্যা হল বুদ্ধবালের সময় থেকেই জঙ্গি আন্দোলনকে সিপিএম পরিত্যাজ্য বিশ্বাস করেছে।
*Statistics বলছে এবার বঙ্গ নির্বাচনে মুসলিম ভোটার ছিলো 33% , যার 32.3% ই তৃনকে ভোট দিয়েছে । মুসলিমদের প্রদত্ত ভোট ছিলো 94.9 % ..*
*অর্থাৎ সোজা অংকে তৃনমূলের পাওয়া মোট মোট ভোটের ( 48%) এর মধ্যে 30.7% মানে প্রায় 31% ভোটটাই দিয়েছে মুসলিমরা , যা ভারতের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি। আর বাকী মাত্র 17%(48 -31) ভোট এসছে অন্যদের থেকে । এর থেকে প্রমানিত মুসলিম ছাড়া বৃহত্তম জনগোষ্ঠীর মাত্র 17% ভোট পেয়েছে শাসক দল ।*
*এর থেকে প্রমানিত একমাত্র মুসলিম ছাড়া , বাংলার অধিকাংশ মানুষ কিন্তু সত্যিই এই সরকারটাকে একেবারেই চায়নি ।*
*বিজেপি যে প্রায় 39% ভোট পেয়েছে তাতে হাতে গোনা কয়েকটি মুসলিম ভোট , বাকি ভোটের --সেই বিশাল সংখ্যাটা কিন্তু 2 কোটি 30 লাখ --তারা কিন্তু মনেপ্রানে এই সরকারটাকে চায়নি আলবাৎ।*
*বাংলায় তৃনমূলও জেতেনি , বিজেপিও হারেনি --জিতেছে Communal Force Muslim jihadis led by the Bengali Women pretending herself as so called Hindu!*
অংক কী সহজ!
যেন সব কন্সটিট্যুয়েন্সিতে ভোটারের ৩৩% মুসলিম। যেন ডেমোগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম। স্টাটিসটিক্সের স্যামপ্লিং এর গয়ায় পিন্ডদান! সারাক্ষণ খালি হিন্দু মুসলিম হলে এইরকম বিশ্লেষণ আসবে। ২০১৯শে বিজেপি যে সীট পেয়েছিল তার হিসেবে ১২১টা বিধানসভা জেতার কথা- সেটার কী ব্যখ্যা? কোলকাতায় দশটা সীটের সবকটায় ৩৩% মুসলিম? এমন সব স্ট্যাটসের সূত্র কী?
কি ফালতু কথা। 30 পার্সেন্ট communal voting হলে তাহলে অ্যাসাউদ্দিন ওয়াইসি ভোটে জিতত। একটা কংগ্রেস ঘরানার দলকে কোনোদিন জিতাত না। ভক্তরা কি এখন প্রোফাইল পিক এ চে র ছবি দিচ্ছে! কী দিন এলো
ভুলে যাবেন না অর্নব কাউস্বামীর ছেলের নাম চে
:-))