এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বই

  • তোরা যুদ্ধ করে করবি কী তা বল

    অদ্রীশ বিশ্বাস
    আলোচনা | বই | ২৬ আগস্ট ২০০৭ | ১৪২৫ বার পঠিত
  • যুদ্ধ এখন আর ঘোষিত হয় না, বরং চলতেই থাকে। এরকমই বলেছিলেন এক জার্মান কবি। বিশেষত গালফ যুদ্ধের পর থেকে দুনিয়ার ভরকেন্দ্র নানা ইক্যুয়েশানে অদল বদল হওয়ায় ক্ষমতা আর আধিপত্যর গল্পটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে। ঠান্ডা যুদ্ধের অনি:শেষ দশা এখন পৃথিবীর নতুন অবসান দূর্ভাবনা। রাসায়নিক যুদ্ধ, জীবাণু যুদ্ধ, জল ও তেল যুদ্ধ, মহাকাশ যুদ্ধের নিত্যনতুন ফর্মূলা বের হচ্ছে। টেকনোলজিক্যাল বুমের দৌলতে সেই ফর্মূলাকে ডিকোড করা, ভাইরাস ছড়ানো, গোপনে তছনছ করে দেওয়া তথ্যজাল বন্দোবস্ত আজ নতুন নতুন সব যুদ্ধের মধ্য দিয়ে রাজায় রাজায় যুদ্ধের ফর্মূলাকে চ্যালেঞ্জ করেছে। সামনাসামনি যুদ্ধের নীতি, চুক্তি, ঘোষণার আড়ালে যেই চ্যালেঞ্জ্‌ড্‌ যুদ্ধের হার-জিতটা অনেক বেশী গুরুত্বপূর্ণ। হুমকীর রাজনীতি থেকে আধিপত্য বিস্তারের চু¤ক্তি পর্যন্ত এই যুদ্ধ এখন পৃথিবীর যে মহাপতনিক নানা তত্ত্ব বের করেছে তা জ্ঞানচর্চার জনপ্রিয় এলাকা। শুনেছি ৯/১১ এর রিপোর্ট যেটা বই হয়ে বেরিয়েছে সেটা নাকি বেস্টসেলার হয়েছে। বাংলায় সেটা অনুবাদ না হলেও কিছুদিন আগে অনুদিত হয়েছে মহমেন মখমলবাফের আফগানিস্তান নিয়ে লেখা বড় রিপোর্টটা। নাম দেওয়া হয়েছে "ক্ষুধা শিল্পের দেশ আফগানিস্তান'। আমেরিকার আক্রমণের ফলে গোটা দেশটার যে অবস্থা তার ভয়াবহ শোচনীয় বর্ননা শুধু নয়, গোটা দেশটার সমাজ-অর্থনীতি - রাজনীতি নিয়েও ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা চালিয়েছেন মখমলবাফ। হিউম্যান ডকুমেন্টস। একজন চলচ্চিত্রকারের হাত দিয়ে বের হওয়া এই রচনা যেন ৯/১১র রিপোর্টের পাশে একটা অল্টারনেটিভ স্পেস। একদা "মনচাষা' বের করেছিল এই বইটা, নাম বদলে তাদের অনেক বই এখন "মনফকিরা"র টাইটেল। এ বইটা কি করেছে তারা : পাঠকরা খোঁজ করতে পারেন - ১/১ বালিগ্‌ঞ্জ স্টেশান রোড, কলকাতা ৭০০০১৯, ফোন - ২৪৬১১৫৭৮, ২৪২৬০৯২৮, ৯৪৩৩০০৮৫৪৫।

    যে বইটার প্রসঙ্গে এই রচনার অবতারণা সেটা অলোকরঞ্জন দাশগুপ্তের "যুদ্ধের ছায়ায়'। "এক শতাব্দী জুড়ে যে অসংখ্য ভয়ংকর প্রাণঘাতী যুদ্ধ মানবসভ্যতাকে ক্লিষ্ট করেছে, তাদের প্রচ্ছন্ন রাজনীতির বিশ্লেষণ ও কারণ-পরম্পরায়; কখনও দূর্লভ রচনার অনুবাদে, কখনও বা আলাপচারিতায় কবি, কথাসাহিত্যিক, শিল্পীদের অনুভবে; যুদ্ধের আঘাতে-অভিঘাতে গৃহহীন, নির্বাসিত মানুষদের মিছিল থেকে তুলে আন কথায়; সর্বোপরি অলোকরঞ্জনের নিজের কবিতা ও নাট্যকাব্যে যুদ্ধের যে রূপ মূর্ত হয়ে উঠেছে, তাতে আতঙ্কিত এক সমগ্র প্রজন্ম বিবেকের তাড়নায় বিদ্ধ হবে, একথা বলাই যায়।' বইয়ের শেষ মলাটে ছাপা একথাগুলো মিথ্যা নয়। যুদ্ধ প্রসঙ্গে একটা কোলাজ তৈরী করেছেন অলোকরঞ্জন। এঁর ইদানিংকালের চর্চা ও আগ্রহ থেকে শুধু নয়, সরাসরি বিবেকতাড়িত হয়েও। ১৯৪৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত মার্কিন আগ্রাসনের একশ দশটা তালিকা পেশ করেছেন। আবার যুদ্ধের সময় একজন কবির দায়বদ্ধতার ধরণটা কেমন হবে, এই নিয়ে ভাবছেন, লিখছেন "অঙ্গীকারের পার্বণে' নামে একটি গদ্য। পাশাপাশি গ্রথিত হয়েছে গ্রোস, ডিক্স, পিকাসো, কোলাইবৎস্‌ এর যুদ্ধ বিরোধী চুক্তির আন্তর্জাতিক অনুভব-অভিঘাতের চেষ্টায় নানা স্কেচ ড্রয়িং। বাঙালী শিল্পী তপন ভট্টাচার্য্যের যুক্তি ছুঁয়ে যাওয়াটা যেন সেই আন্তর্জাতিকের সঙ্গে আঞ্চলিকের মেলবন্ধন। এই মেলবন্ধনের কথা অলোকরঞ্জন বলে চলেছেন দীর্ঘদিন ধরে। এই বই নানারকমভাবে যুদ্ধবিরোধী এমন একটা টেক্সট হয়ে উঠেছে যা বাংলাভাষার পক্ষে গৌরবের। সীমান্ত রক্ষা ছাড়া আমাদের তো সেভাবে যুদ্ধ নেই ভেবে যদি কেউ প্রসঙ্গটাকে দূরে সরিয়ে রাখতে চায়, তাহলে তার "থিমা' (৪৬ সতীশ মুখার্জী রোড, কলকাতা ৭০০০২৬) প্রকাশিত এই বই পড়া উচিৎ।

    "আমি তো অনেকসময় রাতে ঘুমুতে পারি না, যখন শুনি এসব কথা - ইরাক বোমা ফেলছে বাচ্চাদের উপর। ভাবা যায়? আর সে সব বোমা মানে হচ্ছে ফসফরাস বোমা। সারা শরীরের সব মাংসগুলো খুলে পড়ে। শুধু কঙ্কালটা পড়ে থাকে। এক সেকেন্ডের মধ্যে। এরা আণবিক বোমা ফেলেছে মানুষের উপর। ভাবতে পারো? তারা এখন বড় বড় কথা বলছে যে তুমি বোমা বানাবে না। তুমি এ করবে না, ও করবে না।' - এই কথাগুলো বলছেন উৎপলকুমার বসু। বাংলাদেশের জাহির হাসান আর জাহিদ হাসান মাহমুদকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়বস্তু অবশ্য শুধু যুদ্ধ নয়। সামগ্রিক জীবনভাবনা, কবিতাভাবনা নিয়ে অনেক কথা বলে গেছেন মৃদুভাষী কবি উৎপলকুমার। তবু আজকের প্রেক্ষিতে উৎপলকুমারের এই যুদ্ধভাবনা নিশ্‌চয় আলাদাভাবে গুরুত্ব পাবে; আমরা যখন জানি তাঁর বিকল্প মঞ্চগুলোতে দাঁড়ানোর নথি, সেই ইংল্যান্ড - প্যারিস থেকে আজকের কলকাতা পর্যন্ত। নিজেকে জানানোর চক্রবৎ এফ্‌ এম্‌ চালান না কোনোদিন বলেই বুঝি এই সাক্ষাৎকার গ্রন্থের পৃষ্ঠাসংখ্যা বত্রিশ, যার শেষ দুটো পাতা বেশী কিছু বলে উঠতে পারেন নি বলে খালি। অর্থাৎ মাত্র তিরিশ পাতার "কথাবার্তা'। হ্যাঁ, এটাই বইয়ের নাম। প্রকাশক - সপ্তর্ষি, ৪৪এ, চক্রবর্তী লেন, শ্রীরামপুর, হুগলী। প্রচ্ছদে ছাপা উৎপলকুমার আকাশে তাকিয়ে ভাবছেন। যুদ্ধ - কবিতা - কবিতাযুদ্ধ। কে বলবে তিনি একজন ভারী রসিক মানুষ!

    আগস্ট ২৬, ২০০৭
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৬ আগস্ট ২০০৭ | ১৪২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন